বাংলাদেশ সেনাবাহিনীর ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে, এমন দাবিতে সম্প্রতি ফেসবুকে কথিত একটি চিঠির ছবি ছড়িয়েছে। দাবি করা হচ্ছে, এই চিঠি জাতিসংঘ থেকে পাঠানো হয়েছে।
চিঠির মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে জানানো হয়েছে, যদি আগামী ২৫ দিনের মধ্যে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনা না যায় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়িত না হয়, তবে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
তবে এ খরব সত্য নয় এবং বানোয়াট বলে এক বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রতিবেদনে বলেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে দাবিতে প্রচারিত চিঠিটি বানোয়াট। জাতিসংঘ থেকে এমন কোনো চিঠি দেওয়ার ব্যাপারে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফেসবুকে ছড়িয়ে পড়া চিঠিটির উৎস অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করা হলে, ‘dailynewsbdaowamileague’ নামের একটি সাইট পাওয়া যায়। গত সোমবার (১৩ জানুয়ারি) সাইটটিতে চিঠিটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এটিই কথিত চিঠির সম্ভাব্য প্রথম উৎস। প্রতিবেদন থেকে চিঠিটি সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন জাতিসংঘ চিঠি কখন পাঠিয়েছে, কোথায় প্রকাশ করেছে, এমন কিছুই পাওয়া যায়নি।
‘dailynewsbdaowamileague‘ নামের সাইটটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায়, এটি ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইট। সাইটটিতে ব্যবহার করা হয়েছে দৈনিক কালের কণ্ঠের লোগো। এর আগেও সাইটটি থেকে ‘সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার চিঠি প্রকাশ দাবিতে ভুয়া তথ্য প্রচার‘ হতে দেখেছে দেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো। অর্থাৎ এটি কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম নয়।
ফ্যাক্টওয়াচ জানায়, এই দাবির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দেশি-বিদেশি কোনো সংবাদমাধ্যমেই বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের কথিত হুঁশিয়ারির চিঠির কোনো সত্যতা পাওয়া যায়নি। জাতিসংঘের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খুঁজেও এমন কোনো চিঠির অস্তিত্ব পাওয়া যায়নি।
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ জাতিসংঘের কথিত হুঁশিয়ারির চিঠিকে ‘মিথ্যা’ হিসেবে সাব্যস্ত করছে।
মন্তব্য করুন