কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নবম-দশমের ‘বাংলা সাহিত্য’ বইয়ের প্রচ্ছদে আবু সাঈদের ছবির দাবি ভুয়া

বাংলা সাহিত্য বইয়ের প্রচ্ছদে আবু সাইদের ছবিটি ভুয়া। ছবি : সংগৃহীত
বাংলা সাহিত্য বইয়ের প্রচ্ছদে আবু সাইদের ছবিটি ভুয়া। ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নবম ও দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের প্রচ্ছদের ছবি থাকার দাবিতে অনুরূপ আদলের একটি ছবি প্রচার করা হয়েছে। প্রচারিত প্রচ্ছদের ছবিটিতে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত হওয়া প্রথম ব্যক্তি আবু সাঈদের দুই হাত প্রসারিত ছবির সদৃশ একটি ছবি দেখা যায়।

অর্থাৎ দাবি করা হয়েছে, নবম ও দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের প্রচ্ছদের আবু সাঈদের ছবি সংযুক্ত করা হয়েছে।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ওই দাবিতে প্রচারিত পোস্টগুলোতে সম্মিলিতভাবে প্রায় ৫০ হাজারেরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

তবে এ দাবি সঠিক নয় বলে বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নবম ও দশম শ্রেণির বাংলা সাহিত্য বই এর মলাটে আবু সাঈদের ছবি সংযুক্ত করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নবম ও দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের মলাট সদৃশ ছবিতে আবু সাঈদের ছবি সম্পাদনার মাধ্যমে সংযুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম ফেসবুক পোস্টটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

মহিউদ্দিন ওসমানী নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘নতুন বইয়ের কভার পৃষ্ঠা। “বাংলা সাহিত্য” নবম-দশম শ্রেণি’ দাবিতে প্রচারিত ওই ছবিটি সংযুক্ত করে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর তারিখে একটি পোস্ট করা হয়। তবে পরে তিনি তার ক্যাপশনটি পরিবর্তন করে লেখেন ‘নতুন বইয়ের কভার পৃষ্ঠা হতে যাচ্ছে মনে হয় […]’। তার পোস্টে প্রচারিত দাবিটির সপক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ উল্লেখ করা হয়নি।

পরবর্তী অনুসন্ধানে বাংলা সাহিত্যসহ নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণ, বিতরণ ও পরিমার্জনের সঙ্গে যুক্ত থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে অনুসন্ধানে ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তকগুলো পাওয়া যায়। ওই ওয়েবসাইটে ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম-দশম শ্রেণির বাংলা ভার্সন ও ইংরেজি ভার্সনের জন্য বাংলা সাহিত্য বইটিও পাওয়া যায়।

ওই বইটির প্রচ্ছদ পর্যবেক্ষণ করলে দেখা যায়, তাতে আবু সাঈদের ছবির বদলে দুটি পালকের ছবি রয়েছে। বাংলা সাহিত্য ছাড়াও বাংলা সহপাঠ ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের প্রচ্ছদ পর্যবেক্ষণ করলেও আবু সাঈদের ছবি পাওয়া যায়নি। পাশাপাশি ২০২৫ শিক্ষাবর্ষের দাখিল স্তরের নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের প্রচ্ছদ পর্যবেক্ষণ করলেও তাতে আবু সাঈদের ছবি পাওয়া যায়নি বরং পাতাসদৃশ একটি ছবি পাওয়া যায়।

রিউমর স্ক্যানার আরও জানায়, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের প্রচ্ছদে আবু সাঈদের ছবি সংযুক্তির বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৪ সালের গত ২৮ অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ‘রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যবইয়েও পরিবর্তন হচ্ছে। বিনা মূল্যের এসব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি বা দেয়ালে আঁকা ছবি। আর এত দিন ধরে চলা পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও তার উদ্ধৃতি বাদ যাচ্ছে। একই সঙ্গে ইতিহাসনির্ভর বিষয়েও অনেক পরিবর্তন আনা হচ্ছে।’

এনসিটিবির ওয়েবসাইটে প্রদত্ত ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তকের পেছনের প্রচ্ছদ পর্যবেক্ষণ করলে এর সত্যতা পাওয়া যায় বলে জানায় তারা।

নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের পেছনের প্রচ্ছদেও জুলাই-আগস্ট আন্দোলনের ছবি ও গ্রাফিতি দেখতে পাওয়া যায়।

পাশাপাশি আলোচিত দাবিটির বিষয়ে জানতে রিউমর স্ক্যানার টিম জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসানের সঙ্গে যোগাযোগ করে। তিনি আলোচিত দাবিটি ভুয়া নিশ্চিত করে বলেন, ‘এটি (প্রচারিত দাবিটি) পুরোপুরি অপতথ্য। আমাদের বাংলা সাহিত্য বইয়ে আবু সাঈদের ফটো দিয়ে মলাট করা হয়নি।’

সুতরাং নবম ও দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের প্রচ্ছদে আবু সাঈদের ছবি সংযুক্ত করা হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ প্রদর্শন

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৭

হত্যা মামলায় আ.লীগ নেতা প্রদীপ গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ

সরিষাবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পীরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

দায়িত্ব অবহেলায় ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এমডিকে তিনমাসের বাধ্যতামূলক ছুটি

কেশবপুরে পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধি সভা

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে উইন্টার ও স্প্রিং সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

১০

৪৩তম বিসিএসে বাদ পড়াদের অধিকাংশ হিন্দু দাবি করে ভারতীয় মিডিয়ার গুজব

১১

নিহত ছাত্রদল নেতা সবুজ হাসানের পরিবারের পাশে তারেক রহমান

১২

রমজানে ঢাকার ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে বিক্রি হবে ডিম-মুরগি

১৩

সুবাতাস বইছে ঢাকা-দিল্লি সম্পর্কের পালে

১৪

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ৫৬

১৫

রাঙামাটিতে প্রশিক্ষণ ক্যাম্প নিয়ে আইএসপিআরের দাবি নাকচ ইউপিডিএফের

১৬

ফারুকের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা

১৭

উঠান বৈঠকে বিএনপি, আবেদের কোম্পানিগঞ্জ দিয়ে শুরু

১৮

নদীতে আফগান বাঁধ, ইরানের প্রতিবাদ

১৯

তাহসানের হবু শ্বশুর শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুক

২০
X