কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় যা বললেন ইলিয়াস কাঞ্চন

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ছবি : সংগৃহীত

গত কয়েকদিন ধরে ঢাকায় শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। যার প্রভাব পড়েছে রাজধানীবাসীর জনজীবনেও! এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা গেছে। এবার এসব বিষয় নিয়ে মুখ খুললেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সোমবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ছাত্রদের এক কলেজ থেকে আরেক কলেজে গিয়ে মারামারির যে ঘটনা ঘটল, যে উল্লাস এক পক্ষের ছাত্রদের দেখিছি, ভাঙচুর করে যে মজা পাচ্ছে- এটাতো দেখি একটা খেলা মনে করছে ওরা। এদের যদি কড়া শাসন না করা হয় তাহলে তো তারা থামবে না।

তিনি বলেন, মানুষ জানতে পারছে, ছাত্ররাও জানতে পারছে; কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো কেন সমস্ত বিষয়গুলো আগে থেকে জানতে পারছে না? সঙ্গে সঙ্গে গিয়ে এ জিনিসগুলো কেন থামানো হচ্ছে না? আইনশৃঙ্খলা বাহিনীতো দেখছি ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন, এটা হলো কীভাবে? এভাবে তো এই এনার্কি বন্ধ করা যাবে না।

এসময় কাঞ্চন আরও বলেন, আমরাতো শুরু থেকেই বলে আসছি, এই সরকারকে ফেল করানো যাবে না। এই সরকার ফেল মানে আমাদেরও ফেল। আমাদের স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যাবে। এতো রক্ত, বহু মানুষ এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এসবই তো বৃথা যাবে, যদি সরকার ফেল করে।

এসময় সরকারে থাকা অযোগ্যদেরও সরিয়ে দেওয়ার অনুরোধ জানান ইলিয়াস। প্রশংসা করেন সরকারে থাকা সমন্বয়কদের মধ্যে দুই উপদেষ্টার। সরকারের উদ্দেশে ইলিয়াস কাঞ্চন বলেন, যারা অযোগ্য আছে, তাদের সরিয়ে দেওয়াই হবে উচিত সিদ্ধান্ত। তাদের বদলে নতুন লোক নেন। দুই সমন্বয়ক যারা উপদেষ্টা হিসেবে আছেন, তারাইতো সব ঠিকঠাক করছেন। তারা তো ঘুমাতেও পারছেন না। সব কাজতো তাদেরই করতে দেখি, বাকিরা কই? তাদেরতো কোনো কথাই দেখি না।

এসময় হতাশা প্রকাশ করে দেশবাসীর উদ্দেশে ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেন, আমার দেশ এবং দেশের মানুষ আপনাদের নিয়ে আমি খুবই চিন্তিত। আপনারা জানেন, নিজের জন্য কিছু আমি বলি না। জীবনে দেশ ছেড়ে গেলাম না কোথাও। ৩২ বছর ধরে একটা মুভমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আছি, সেই জায়গাটাতেও এখনো কিছু করতে পারলাম না। সেখানেও কোনো রিফর্ম নাই, কিচ্ছু নাই। চাঁদাবাজি তো আগের মতোই চলছে, অনিয়ম হচ্ছে- সবকিছুই হচ্ছে।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই যে ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা দেখেন এখন কী বলছে! মনে হচ্ছে সবাই এখন দেশটারে খুবলে খাবে। কারও কোনো ধরনের দরদ আমি দেশের প্রতি দেখি না। দেশটা চলবে কীভাবে, আমিতো এটা বুঝতেছি না।

দেশের বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে বর্তমান সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের ঘটনায় ছাত্রশিবির সভাপতির স্ট্যাটাস

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় জামায়াতের বিবৃতি

দেশবাসীর প্রতি হাসনাতের জরুরি বার্তা

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

যুদ্ধবিধ্বস্ত সুদানকে আশার আলো দেখাচ্ছে ফুটবল

ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিল বিআরটিএ

চট্টগ্রামে পুলিশের সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ, আইনজীবী নিহত

‘কোনো প্রকার উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান’ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা কমিটি ঘোষণা

চিন্ময় দাসের জামিন শুনানি বুধবার

১০

‘বাবা চকলেট নিয়ে আসতো, এখন আসে না কেন?’

১১

গণমাধ্যমসহ সব ধরনের প্রতিষ্ঠানে মব জাস্টিস দমনের আহ্বান সম্পাদক পরিষদের

১২

সাতক্ষীরায় সনাতনী জাগরণ মঞ্চের মানববন্ধনে হামলা

১৩

কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

১৪

পাকিস্তানের উত্তাল রাজনীতিতে আরও দুই নারীর অভিষেক

১৫

শাহবাগ ও আশপাশের এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬

ইমরান সমর্থকদের শেষ গন্তব্য ‘ডি-চক’ আসলে কী?

১৭

কলেজ সহিংসতায় তৃতীয় পক্ষের উসকানি ছিল, সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা

১৮

চলমান সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার : মির্জা ফখরুল

১৯

‘সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

২০
X