কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

যাদের জেলে থাকা উচিত তাদের অনেকে চাকরিতে বহাল : ফাহাম

ফাহাম আব্দুস সালাম। ছবি : সংগৃহীত
ফাহাম আব্দুস সালাম। ছবি : সংগৃহীত

যাদের জেলে থাকা উচিত তাদের অনেকে চাকরিতে বহাল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক, রাজনীতিবীদ ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম। বুধবার (০৬ নভেম্বর) নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে ফাহাম আব্দুস সালাম লিখেছেন, জেনারেল ওয়াকার সাহেব, কর্নেল ও ঊর্ধ্বতন কর্মরত অফিসারদের চাকরির মেয়াদ ২ বছর বাড়াতে কাজ শুরু করেছেন। এই কাজটা করলে আওয়ামী অফিসারদের চাকরির মেয়াদ বাড়বে। ন্যাচরাল এট্রিশানের কারণে যাদের চাকরি যেত, তারাও চাকরি করতে থাকবে। মনে রাখবেন যেসব জেনারেলদের এই মুহূর্তে জেলে থাকা উচিত তাদের অনেকে এখনো বহাল তবিয়তে চাকরি করছেন। এ ছাড়া এরা আরও লম্বা সময় ধরে চাকরি করবেন।

তিনি লেখেন, জুলাই বিপ্লবের সময় আনসার বাহিনীর প্রধান মেজর জেনরেল আমিনুল হক, ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীমের ভাই বলে জেনারেল হয়েছিলেন। উনি আমার কলেজের এক্স-ক্যাডেট এবং ওনার কনটেম্পোরারি প্রত্যেকে বলেন যে- তিনি কর্নেল হওয়ার যোগ্য কোনো অফিসার না। তিনি এখনো চাকরি করছেন। এই যে হেলিকপ্টার থেকে ছাত্রদের ওপর গুলি করা হয়েছিল, এর কারিগর মেজর জেনরেল বাকী এখনো চাকরি করছেন। এমনকী যেই লে. কর্নেল রেদোয়ান সরাসরি ছাত্রদের ওপর গুলি করেছে (ভিডিওতে আছে) সেও চাকরি করছে। যারা আমাদের সন্তানদের হত্যার সহযোগী কিংবা সরাসরি দায়ী। এরা তো চাকরি করছেই, চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়বে। আর মিড লেভেলের যেসব অফিসার ছাত্রদেরকে একচুয়ালি বাঁচিয়েছে, তাদের প্রমোশান দুই বছর আটকে যাবে।

ফাহাম লিখেছেন, কম করে হলেও সরকারের কয়েকশ’ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। এই খরচ বহন করবে ভবিষ্যতের রাজনৈতিক (বিএনপি, জামায়াত, ছাত্র ও জাতীয়) সরকার। মেজর স্টেক হোল্ডারদের সম্মতি না নিয়ে এই ধরনের ভয়ঙ্কর এক্সপেন্সিভ সিদ্ধান্ত নেওয়া উচিত কি না সেই বিষয়ে পলিটিকাল স্টেক হোল্ডারদের আওয়াজ তোলা উচিত। বাজেট করবেন আপনারা আর সিদ্ধান্ত নেবে নন-পলিটিকাল সরকার। এটা একেবারেই অগ্রহণযোগ্য।

তিনি লেখেন, বিএনপি, জামায়াত ও ছাত্ররা যদি মনে করেন এই সিদ্ধান্ত দেশের স্বার্থ বিরোধী। আপনাদের স্পষ্ট করে বলা উচিত। বাংলাদেশের সরকার সিরিয়াস একেনমিক সংকোচনের মধ্যে আছে। এই পরিস্থিতিতে এই ধরনের চিন্তা করে কীভাবে। যার কারণে সরকারের শত শত কোটি টাকা এক্সট্রা খরচ হবে? দুদিন আগে আন্দাজে বলেছিলাম আরও লিউটেনেন্ট জেনারেল পদ ক্রিয়েট করা হবে। গতকাল শুনলাম আসলেই নাকি হচ্ছে। যেই কাজ আগে ব্রিগেডিয়ার করতো সেই একই কাজ এখন লিউটেনেন্ট জেনারেল করবে। এতে সরকারের খরচ হবে কোটি কোটি টাকা (ফর নাথিং)।

ফাহাম আরও লিখেছেন, বাংলাদেশের পলিটিকাল অ্যাক্টররা যদি ভবিষ্যতে দেশ রুল করার ব্যাপারে সিরিয়াস হন, এসব ফাইজলামি বন্ধ করতে হবে। সরকারি কর্মচারীদের এসব ল্যাটকা ইনস্টিটিউশান প্রেম আপনারা আজকে আশকারা দেবেন তো কালকে আপনারাই এর কাফফারা দেবেন। কালকে এরাই আপনাদের বলবে আমাদের আলাদা এয়ারলাইন্স লাগবে, শপিং মল লাগবে, দুইটা উপজেলা লাগবে। মনে রাখবেন, এই আর্মি আওয়ামী লীগকে বাঁচাতে পারেনি। আপনাদেরকেও ভবিষ্যতে পারবে না। আপনারা জনস্বার্থে সিদ্ধান্ত নিন। এডাল্টদের মতো আচরণ করুন।

তিনি লেখেন, আমি ইউনূস সাহেব ও বর্তমান সরকারকে অনুরোধ করছি, এসব দেশের স্বার্থবিরোধী অন্যায় আবদার এন্টারটেইন করবেন না। আল্লাহর ওয়াস্তে সিরিয়াস হন। সরকারি খরচ বাড়ে, এমন সিদ্ধান্ত নিয়ে ব্যাড প্রিসিডেন্স তৈরি করবেন না।

সর্বশেষে তিনি লিখেছেন, (বি. দ্র. বিমানবাহিনী ও নৌবাহিনীর ২ বছরের এক্সট্রা চাকরি করার সঙ্গে সমন্বয় করার যে বাহানা তোলা হয়েছে- সেটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বেশিরভাগ সুবিধা আপনারাই অনেক বেশি পান- বিমানবাহিনী ও নৌবাহিনীর তুলনায়। যেই সুবিধা বেশি পান- কই সেইটা তো সমন্বয় করতে চান না)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরগি আটা খাওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা

১১ কোটি টাকা ঋণ, ব্যাংককে ‘নাকানিচুবানি’ সাবেক মেয়রের

রমেক পেল প্রথম সেনা পরিচালক

চট্টগ্রামে নারী হত্যা : একজনের মৃত্যুদণ্ড, অন্যজনের যাবজ্জীবন

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্কের আশা আফগানিস্তানের

‘এ দেশে আর আ.লীগ প্রতিষ্ঠিত হবে না’

ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতা রোমান বাদশা গ্রেপ্তার

পুকুর পাড়ে খেলতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

যোদ্ধাদের প্রতিরোধ মানে ইসরায়েলের পরাজয় : খামেনি

একটি দল পারলে কালই ক্ষমতায় বসতে চায় : কর্নেল অলি

১০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

১১

ইউএনও-শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অব্যাহতিপ্রাপ্ত মাদ্রাসা সুপারের মামলা

১২

‘বিএনপি নামফলক মুছে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না’

১৩

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির পদক্ষেপ

১৪

মুজিববর্ষের নামে কত টাকা অপচয়, বের করা হবে : প্রেস সচিব

১৫

৭ নভেম্বর হচ্ছে স্বাধীনতার পূর্ণাঙ্গ রূপ : রিজভী

১৬

ট্রাম্পের মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন যারা

১৭

বাংলাদেশ আ.লীগ চাঁদাবাজদের দল : ড. শফিকুল ইসলাম

১৮

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘বিজনেস ফেস্ট-২০২৪’ উদযাপন

১৯

পলাতকদের দেশে এনে বিচার করা হবে : সালাহউদ্দিন

২০
X