আজকের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

রহমতের ১০ দিনের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

দিন তারিখ বার সেহরি (এএম) ইফতার (পিএম)
০১ ২ মার্চ ২০২৫ রবিবার ০৫:০৪ ০৬:০২
০২ ৩ মার্চ ২০২৫ সোমবার ০৫:০৩ ০৬:০৩
০৩ ৪ মার্চ ২০২৫ মঙ্গলবার ০৫:০২ ০৬:০৩
০৪ ৫ মার্চ ২০২৫ বুধবার ০৫:০১ ০৬:০৪
০৫ ৬ মার্চ ২০২৫ বৃহস্পতিবার ০৫:০০ ০৬:০৪
০৬ ৭ মার্চ ২০২৫ শুক্রবার ০৪:৫৯ ০৬:০৫
০৭ ৮ মার্চ ২০২৫ শনিবার ০৪:৫৮ ০৬:০৫
০৮ ৯ মার্চ ২০২৫ রবিবার ০৪:৫৭ ০৬:০৬
০৯ ১০ মার্চ ২০২৫ সোমবার ০৪:৫৬ ০৬:০৬
১০ ১১ মার্চ ২০২৫ মঙ্গলবার ০৪:৫৫ ০৬:০৬
* ১লা রমজান চাঁদ দেখার উপর নির্ভরশীল।

মাগফিরাতের ১০ দিনের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

দিন তারিখ বার সেহরি (এএম) ইফতার (পিএম)
১১ ১২ মার্চ ২০২৫ বুধবার ০৪:৫৪ ০৬:০৭
১২ ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার ০৪:৫৩ ০৬:০৭
১৩ ১৪ মার্চ ২০২৫ শুক্রবার ০৪:৫২ ০৬:০৮
১৪ ১৫ মার্চ ২০২৫ শনিবার ০৪:৫১ ০৬:০৮
১৫ ১৬ মার্চ ২০২৫ রবিবার ০৪:৫০ ০৬:০৮
১৬ ১৭ মার্চ ২০২৫ সোমবার ০৪:৪৯ ০৬:০৯
১৭ ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার ০৪:৪৮ ০৬:০৯
১৮ ১৯ মার্চ ২০২৫ বুধবার ০৪:৪৭ ০৬:১০
১৯ ২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার ০৪:৪৬ ০৬:১০
২০ ২১ মার্চ ২০২৫ শুক্রবার ০৪:৪৫ ০৬:১০

নাজাতের ১০ দিনের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

দিন তারিখ বার সেহরি (এএম) ইফতার (পিএম)
২১ ২২ মার্চ ২০২৫ শনিবার ০৪:৪৪ ০৬:১১
২২ ২৩ মার্চ ২০২৫ রবিবার ০৪:৪৩ ০৬:১১
২৩ ২৪ মার্চ ২০২৫ সোমবার ০৪:৪২ ০৬:১১
২৪ ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার ০৪:৪১ ০৬:১২
২৫ ২৬ মার্চ ২০২৫ বুধবার ০৪:৪০ ০৬:১২
২৬ ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার ০৪:৩৯ ০৬:১৩
২৭ ২৮ মার্চ ২০২৫ শুক্রবার ০৪:৩৮ ০৬:১৩
২৮ ২৯ মার্চ ২০২৫ শনিবার ০৪:৩৬ ০৬:১৪
২৯ ৩০ মার্চ ২০২৫ রবিবার ০৪:৩৫ ০৬:১৪
৩০ ৩১ মার্চ ২০২৫ সোমবার ০৪:৩৪ ০৬:১৫

রোজার নিয়ত

আরবি নিয়ত : نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

বাংলা উচ্চারণ : নাওয়াইতু আন আছুমা গদাম মিং শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নি ইন্নাকা আংতাস সামিউল আলিম।

বাংলায় অর্থ : হে আল্লাহ, আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার পক্ষ থেকে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

বাংলায় নিয়ত : হে আল্লাহ! আপনার সন্তুষ্টির জন্য আমি আগামীকাল পবিত্র রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করছি। আমার পক্ষ থেকে আপনি তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত।

ইফতারের দোয়া

আরবি দোয়া :  بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিজক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

বাংলা অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি।

বাংলা দোয়া : হে আল্লাহ ! আমি আপনার নির্দেশিত মাহে রমজানের ফরজ রোজা শেষে আপনারই নির্দেশিত আইন মেনে রোজার পরিসমাপ্তি করছি ও রহমতের আশা নিয়ে ইফতার শুরু করছি। তারপর ‘বিসমিল্লাহি ওয়াআলা বারাকাতিল্লাহ’ বলে ইফতার করা।

প্রথম রোজার দোয়া

الیوم الاوّل : اَللّـهُمَّ اجْعَلْ صِیامی فیهِ صِیامَ الصّائِمینَ، وَقِیامی فیهِ قیامَ الْقائِمینَ، وَنَبِّهْنی فیهِ عَنْ نَوْمَةِ الْغافِلینَ، وَهَبْ لى جُرْمی فیهِ یا اِلـهَ الْعالَمینَ، وَاعْفُ عَنّی یا عافِیاً عَنْ الْمجْرِمینَ .

বাংলা অর্থ : হে আল্লাহ ! আমার আজকের রোজাকে প্রকৃত রোজাদারদের রোজা হিসেবে গ্রহণ করো। আমার নামাজকে কবুল করো প্রকৃত নামাজিদের নামাজ হিসেবে। আমাকে জাগিয়ে তোলো গাফিলতির ঘুম থেকে। হে জগৎসমূহের প্রতিপালক; এদিনে আমার সব গুনাহ মাফ করে দাও। ক্ষমা করে দাও আমার যাবতীয় অপরাধ। হে অপরাধীদের অপরাধ ক্ষমাকারী।

দ্বিতীয় রোজার দোয়া

الیوم الثّانی : اَللّـهُمَّ قَرِّبْنی فیهِ اِلى مَرْضاتِکَ، وَجَنِّبْنی فیهِ مِنْ سَخَطِکَ وَنَقِماتِکَ، وَوَفِّقْنی فیهِ لِقِرآءَةِ ایـاتِکَ بِرَحْمَتِکَ یا اَرْحَمَ الرّاحِمینَ .

বাংলা অর্থ : হে আল্লাহ ! তোমার রহমতের অসিলায় আজ আমাকে তোমার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে যাও। দূরে সরিয়ে দাও তোমার ক্রোধ আর গজব থেকে । আমাকে তৌফিক দাও তোমার পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করার । হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াময়।

তৃতীয় রোজার দোয়া

الیوم الثّالث : اَللّـهُمَّ ارْزُقْنی فیهِ الذِّهْنَ وَالتَّنْبیهَ، وَباعِدْنی فیهِ مِنَ السَّفاهَةِ وَالَّتمْویهِ، وَاجْعَلْ لى نَصیباً مِنْ کُلِّ خَیْر تُنْزِلُ فیهِ، بِجُودِکَ یا اَجْوَدَ الاْجْوَدینَ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! আজকের দিনে আমাকে সচেতনতা ও বিচক্ষণতা দান কর। আমাকে দূরে রাখ অজ্ঞতা, নির্বুদ্ধিতা ও ভ্রান্ত কাজকর্ম থেকে। এ দিনে যত ধরনের কল্যাণ দান করবে তার প্রত্যেকটি থেকে তোমার দয়ার অসিলায় আমাকে উপকৃত করো। হে দানশীলদের মধ্যে সর্বোত্তম দানশীল।

চতুর্থ রোজার দোয়া

الیوم الرّابع : اَللّـهُمَّ قَوِّنی فیهِ عَلى اِقامَةِ اَمْرِکَ، وَاَذِقْنی فیهِ حَلاوَةَ ذِکْرِکَ، وَاَوْزِعْنی فیهِ لاِداءِ شُکْرِکَ بِکَرَمِکَ، وَاحْفَظْنی فیهِ بِحِفْظِکَ وَسَتْرِکَ، یا اَبْصَرَ النّاظِرینَ .

বাংলা অর্থ : হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার নির্দেশ পালনের শক্তি দাও। তোমার জিকিরের মাধুর্য আমাকে আস্বাদন করাও। তোমার অপার করুণার মাধ্যমে আমাকে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য প্রস্তুত করো । হে দৃষ্টিমানদের মধ্যে শ্রেষ্ঠ দৃষ্টিমান। আমাকে এ দিনে তোমারই আশ্রয় ও হেফাজতে রক্ষা করো।

পঞ্চম রোজার দোয়া

الیوم الخامس : اَللّـهُمَّ اجْعَلْنی فیهِ مِنْ الْمُسْتَغْفِرینَ، وَاجْعَلْنی فیهِ مِنْ عِبادِکَ الصّالِحینَ اْلقانِتینَ، وَاجْعَلنی فیهِ مِنْ اَوْلِیائِکَ الْمُقَرَّبینَ، بِرَأْفَتِکَ یا اَرْحَمَ الرّاحِمینَ .

বাংলা অর্থ : হে আল্লাহ ! এই দিনে আমাকে ক্ষমা প্রার্থনাকারীদের অন্তর্ভুক্ত কর। আমাকে শামিল করো তোমার সৎ ও অনুগত বান্দাদের কাতারে । হে আল্লাহ ! মেহেরবানি করে আমাকে তোমার নৈকট্যলাভকারী বন্ধু হিসেবে গ্রহণ করো। হে দয়াবানদের মধ্যে শ্রেষ্ঠ দয়াবান ।

ষষ্ঠ রোজার দোয়া

الیوم السّادس : اَللّـهُمَّ لا تَخْذُلْنی فیهِ لِتَعَرُّضِ مَعْصِیَتِکَ، وَلاتَضْرِبْنی بِسِیاطِ نَقِمَتِکَ، وَزَحْزِحْنی فیهِ مِنْ مُوجِباتِ سَخَطِکَ، بِمَنِّکَ وَاَیادیکَ یا مُنْتَهى رَغْبَةِ الرّاغِبینَ .

বাংলা অর্থ : হে আল্লাহ ! তোমার নির্দেশ অমান্য করার কারণে এ দিনে আমায় লাঞ্ছিত ও অপদস্ত করো না । তোমার ক্রোধের চাবুক দিয়ে আমাকে শাস্তি দিও না। সৃষ্টির প্রতি তোমার অসীম অনুগ্রহ আর নিয়ামতের শপথ করে বলছি , তোমার ক্রোধ সৃষ্টিকারী কাজ থেকে আমাকে দূরে রাখো । হে আবেদনকারীদের আবেদন কবুলের চূড়ান্ত উৎস ।

সপ্তম রোজার দোয়া

الیوم السّابع : اَللّـهُمَّ اَعِنّی فِیهِ عَلى صِیامِهِ وَقِیامِهِ، وَجَنِّبْنی فیهِ مِنْ هَفَواتِهِ وَآثامِهِ، وَارْزُقْنی فیهِ ذِکْرَکَ بِدَوامِهِ، بِتَوْفیقِکَ یا هادِیَ الْمُضِلّینَ .

বাংলা অর্থ : হে আল্লাহ ! এ দিনে আমাকে রোজা পালন ও নামাজ কায়েমে সাহায্য করো । আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে রক্ষা করো । তোমার তৌফিক ও শক্তিতে সবসময় আমাকে তোমার স্মরণে থাকার সুযোগ দাও । হে পথ হারাদের পথ প্রদর্শনকারী।

অষ্টম রোজার দোয়া

الیوم الثّامن : اَللّـهُمَّ ارْزُقْنی فیهِ رَحْمَةَ الاَْیْتامِ، وَاِطْعامَ اَلطَّعامِ، وَاِفْشاءَ السَّلامِ، وَصُحْبَةَ الْکِرامِ، بِطَولِکَ یا مَلْجَاَ الاْمِلینَ .

বাংলা অর্থ : হে আল্লাহ ! তোমার উদারতার অসিলায় এ দিনে আমাকে এতিমদের প্রতি দয়া করার, ক্ষুধার্তদের খাদ্য দান করার, শান্তি প্রতিষ্ঠা করার ও সৎ ব্যক্তিদের সাহায্য লাভ করার তৌফিক দাও। হে আকাঙ্ক্ষাকারীদের আশ্রয়স্থল ।

নবম রোজার দোয়া

الیوم التّاسع : اَللّـهُمَّ اجْعَلْ لی فیهِ نَصیباً مِنْ رَحْمَتِکَ الْواسِعَةِ، وَاهْدِنی فیهِ لِبَراهینِکَ السّاطِعَةِ، وَخُذْ بِناصِیَتی اِلى مَرْضاتِکَ الْجامِعَةِ، بِمَحَبَّتِکَ یا اَمَلَ الْمُشْتاقینَ .

বাংলা অর্থ : হে আল্লাহ ! এদিনে আমাকে তোমার রহমতের অধিকারী করো । আমাকে পরিচালিত করো তোমার উজ্জ্বল প্রমাণের দিকে । হে আগ্রহীদের লক্ষ্যস্থল । তোমার ভালোবাসা ও মহব্বতের অসিলায় আমাকে তোমার পূর্ণাঙ্গ সন্তুষ্টির দিকে নিয়ে যাও ।

দশম রোজার দোয়া

الیوم العاشر : اَللّـهُمَّ اجْعَلْنی فیهِ مِنَ الْمُتَوَکِّلینَ عَلَیْکَ، وَاجْعَلْنی فیهِ مِنَ الْفائِزینَ لَدَیْکَ، وَاجْعَلْنی فیهِ مِنَ الْمُقَرَّبینَ اِلَیْکَ، بِاِحْسانِکَ یا غایَةَ الطّالِبینَ .

বাংলা অর্থ : হে আল্লাহ ! তোমার প্রতি যারা ভরসা করেছে আমাকে সেই ভরসাকারীদের অন্তর্ভুক্ত করো । তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে শামিল করো সফলকামদের মধ্যে এবং আমাকে তোমার নৈকট্যলাভকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও হে অনুসন্ধানকারীদের শেষ গন্তব্য।

১১তম রোজার দোয়া

اَللّٰهُمَّ حَبِّبْ اِلَيَّ فِيهِ الإِحْسَانَ، وَكَرِّهْ اِلَيَّ فِيهِ الْفُسُوْقَ وَالْعِصْيَانَ، وَحَرِّمْ عَلَيَّ فِيهِ السَّخَطَ وَالنِّيرَانَ، بِعَوْنِكَ يَا غِيَاثَ الْمُسْتَغِيثِينَ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! এ দিনে আমাকে সৎকর্ম ভালোবাসার তাওফিক দান করো, আমাকে পাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখো। এবং আমাকে তোমার অসন্তোষ ও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, হে সাহায্যপ্রার্থীদের সাহায্যকারী।

১২তম রোজার দোয়া

اَللّٰهُمَّ زَيِّنِّي فِيهِ بِالسِّتْرِ وَالْعَفَافِ، وَاسْتُرْنِي فِيهِ بِلِبَاسِ الْقُنُوعِ وَالْكَفَافِ، وَاحْمِلْنِي فِيهِ عَلَى الْعَدْلِ وَالْإِنْصَافِ، وَآمِنِّي فِيهِ مِنْ كُلِّ مَا أَخَافُ، بِعِصْمَتِكَ يَا عِصْمَةَ الْخَائِفِينَ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! এ দিনে আমাকে শালীনতা ও পবিত্রতার পোশাকে সাজাও, আমাকে সংযম ও সন্তুষ্টির মধ্যে ঢেকে রাখো। আমাকে ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করো এবং সব ভয়ের থেকে রক্ষা করো, হে ভয়প্রাপ্তদের আশ্রয়দাতা।

১৩তম রোজার দোয়া

اَللّٰهُمَّ طَهِّرْنِي فِيهِ مِنَ الدَّنَسِ وَالْأَقْذَارِ، وَصَبِّرْنِي فِيهِ عَلَى كَائِنَاتِ الْأَقْدَارِ، وَوَفِّقْنِي فِيهِ لِلتُّقَى وَصُحْبَةِ الْأَبْرَارِ، بِعَوْنِكَ يَا قُرَّةَ عَيْنِ الْمَسَاكِينِ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! এ দিনে আমাকে পাপ ও মলিনতা থেকে পরিশুদ্ধ করো। আমার প্রতি তোমার পক্ষ থেকে যত পরীক্ষাই আসুক, তাতে আমাকে ধৈর্য দান করো। আমাকে তাকওয়া অর্জন ও নেককারদের সঙ্গ লাভের তাওফিক দাও।

১৪তম রোজার দোয়া

اَللّٰهُمَّ لاَ تُؤَاخِذْنِي فِيهِ بِالْعَثَرَاتِ، وَأَقِلْنِي فِيهِ مِنَ الْخَطَايَا وَالْهَفَوَاتِ، وَلاَ تَجْعَلْنِي غَرَضاً لِلْبَلاَيَا وَالْآفَاتِ، بِعِزَّتِكَ يَا عِزَّ الْمُسْلِمِينَ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! এ দিনে আমার ভুল-ত্রুটির জন্য আমাকে পাকড়াও করো না। আমাকে পাপ ও অবহেলা থেকে মুক্তি দাও। আমাকে বিপদ ও দুর্যোগের শিকার হতে দিও না, হে মুসলমানদের সম্মানের অধিকারী।

১৫তম রোজার দোয়া

اَللّٰهُمَّ ارْزُقْنِي فِيهِ طَاعَةَ الْخَاشِعِينَ، وَاشْرَحْ فِيهِ صَدْرِي بِإِنَابَةِ الْمُخْبِتِينَ، بِأَمَانِكَ يَا أَمَانَ الْخَائِفِينَ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! এ দিনে আমাকে বিনম্র বান্দাদের মতো আপনার আনুগত্য করার তাওফিক দিন। বিনয়ী ব্যক্তিদের মনোভাব দিয়ে আমার অন্তরকে খুলে দিন। আপনি ভীতদের আশ্রয়দাতা।

১৬তম রোজার দোয়া

اَللّٰهُمَّ وَفِّقْنِي فِيهِ لِمُوَافَقَةِ الْأَبْرَارِ، وَجَنِّبْنِي فِيهِ مُرَافَقَةَ الْأَشْرَارِ، وَآوِنِي فِيهِ بِرَحْمَتِكَ إِلَى دَارِ الْقَرَارِ، بِإِلٰهِيتِكَ يَا إِلٰهَ الْعَالَمِينَ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! এ দিনে আমাকে নেককারদের পথ অনুসরণ করার তাওফিক দিন। আমাকে মন্দ লোকদের সঙ্গ থেকে দূরে রাখুন। আপনার দয়ায় আমাকে স্থায়ী শান্তির ঘরে প্রবেশ করান, হে জগতের প্রভু।

১৭তম রোজার দোয়া

اَللّٰهُمَّ اهْدِنِي فِيهِ لِصَالِحِ الْأَعْمَالِ، وَاقْضِ لِي فِيهِ الْحَوَائِجَ وَالْآمَالَ، يَا مَنْ لاَ يَحْتَاجُ إِلَى التَّفْسِيرِ وَالسُّؤَالِ، يَا عَالِماً بِمَا فِي صُدُورِ الْعَالَمِينَ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! এ দিনে আমাকে সৎকর্মে পরিচালিত করুন। আমার প্রয়োজন ও আশা পূরণ করুন, হে তিনি যিনি ব্যাখ্যা বা প্রশ্ন ছাড়াই জানেন, হে তিনি যিনি অন্তরের কথা জানেন।

১৮তম রোজার দোয়া

اَللّٰهُمَّ نَبِّهْنِي فِيهِ لِبَرَكَاتِ أَسْحَارِهِ، وَنَوِّرْ قَلْبِي بِضِيَاءِ أَنْوَارِهِ، وَخُذْ بِكُلِّ أَعْضَائِي إِلَى اتِّبَاعِ آثَارِهِ، بِنُورِكَ يَا مُنَوِّرَ قُلُوبِ الْعَارِفِينَ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! এ দিনের সেহরির সময়ের বরকত দিয়ে আমাকে জাগিয়ে দিন। আমার অন্তরকে আপনার নূরের আলো দিয়ে আলোকিত করুন। আমার সব অঙ্গ-প্রত্যঙ্গকে আপনার রাসুলের পথ অনুসরণের দিকে পরিচালিত করুন।

১৯তম রোজার দোয়া

اَللّٰهُمَّ وَفِّرْ فِيهِ حَظِّي مِنْ بَرَكَاتِهِ، وَسَهِّلْ سَبِيلِي إِلَى خَيْرَاتِهِ، وَلاَ تَحْرِمْنِي قَبُولَ حَسَنَاتِهِ، يَا هَادِياً إِلَى الْحَقِّ الْمُبِينِ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! এ দিনের বরকত থেকে আমাকে প্রচুর অংশ দিন। আমাকে সঠিক পথে নিয়ে যান। আমার ভালো কাজগুলোকে কবুল করুন, হে সরল সত্যের দিশারি।

২০তম রোজার দোয়া

اَللّٰهُمَّ افْتَحْ لِي فِيهِ أَبْوَابَ الْجِنَانِ، وَأَغْلِقْ عَنِّي فِيهِ أَبْوَابَ النِّيرَانِ، وَوَفِّقْنِي فِيهِ لِتِلاَوَةِ الْقُرْآنِ، يَا مُنْزِلَ السَّكِينَةِ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! এ দিনে জান্নাতের দরজা আমার জন্য খুলে দিন। জাহান্নামের দরজা আমার জন্য বন্ধ করে দিন। আমাকে কোরআন তেলাওয়াতে তাওফিক দিন, হে মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিলকারী।

২১তম রোজার দোয়া

اَللّٰهُمَّ اجْعَلْ لِي فِيهِ إِلَى مَرْضَاتِكَ دَلِيلاً، وَلَا تَجْعَلْ لِلشَّيْطَانِ فِيهِ عَلَيَّ سَبِيلاً، وَاجْعَلِ الْجَنَّةَ لِي مَنْزِلًا وَمَقِيلًا، يَا قَاضِيَ حَوَائِجِ الطَّالِبِينَ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! আমাকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন। শয়তানকে আমার ওপর কোনো প্রভাব বিস্তার করতে দেবেন না। জান্নাতকে আমার চিরস্থায়ী নিবাস বানিয়ে দিন, হে প্রার্থনাকারীদের প্রয়োজন পূরণকারী।

২২তম রোজার দোয়া

اَللّٰهُمَّ افْتَحْ لِي فِيهِ أَبْوَابَ فَضْلِكَ، وَأَنْزِلْ عَلَيَّ فِيهِ بَرَكَاتِكَ، وَوَفِّقْنِي فِيهِ لِمُوجِبَاتِ مَرْضَاتِكَ، وَأَسْكِنِّي فِيهِ بُحْبُوحَةَ جَنَّاتِكَ، يَا مُجِيبَ دَعْوَةِ الْمُضْطَرِّينَ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! এ দিনে আপনার অনুগ্রহের দরজা আমার জন্য খুলে দিন। আপনার বরকত আমার ওপর বর্ষিত করুন। আমাকে আপনার সন্তুষ্টি অর্জনের পথে পরিচালিত করুন এবং জান্নাতের প্রশান্তি আমাকে দিন।

২৩তম রোজার দোয়া

اَللّٰهُمَّ اغْسِلْنِي فِيهِ مِنَ الذُّنُوبِ، وَطَهِّرْنِي فِيهِ مِنَ الْعُيُوبِ، وَامْتَحِنْ قَلْبِي فِيهِ بِتَقْوَى الْقُلُوبِ، يَا مُقِيلَ عَثَرَاتِ الْمُذْنِبِينَ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! আমার গুনাহসমূহ ধুয়ে মুছে ফেলুন। আমার চরিত্রের ত্রুটি থেকে আমাকে পরিশুদ্ধ করুন। আমার অন্তরকে পরহেজগারতার সাথে পরীক্ষিত করুন, হে গুনাহগারদের ক্ষমাকারী।

২৪তম রোজার দোয়া

اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِيهِ مَا يُرْضِيكَ، وَأَعُوذُ بِكَ مِمَّا يُؤْذِيكَ، وَأَسْأَلُكَ التَّوْفِيقَ فِيهِ لِأَنْ أُطِيعَكَ وَلَا أَعْصِيَكَ، يَا جَوَادَ السَّائِلِينَ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! আমি আপনার সন্তুষ্টিকর বিষয়গুলো চাই। আপনার অসন্তুষ্টিকর বিষয়গুলো থেকে আশ্রয় চাই। এ দিনে আপনার আনুগত্য করার এবং আপনার অবাধ্যতা না করার তাওফিক দিন।

২৫তম রোজার দোয়া

اَللّٰهُمَّ اجْعَلْنِي فِيهِ مُحِبّاً لِأَوْلِيَائِكَ، وَمُعَادِياً لِأَعْدَائِكَ، وَمُسْتَنّاً بِسُنَّةِ خَاتَمِ أَنْبِيَائِكَ، يَا عَاصِمَ قُلُوبِ النَّبِيِّينَ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! আমাকে আপনার বন্ধুদের প্রতি ভালোবাসার এবং আপনার শত্রুদের প্রতি শত্রুতার জন্য প্রস্তুত করুন। আমাকে আপনার শেষ নবীর সুন্নাহর অনুসারী বানান।

২৬তম রোজার দোয়া

اَللّٰهُمَّ اجْعَلْ سَعْيِي فِيهِ مَشْكُوراً، وَذَنْبِي فِيهِ مَغْفُوراً، وَعَمَلِي فِيهِ مَقْبُولاً، وَعَيْبِي فِيهِ مَسْتُوراً، يَا أَسْمَعَ السَّامِعِينَ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! আমার প্রচেষ্টা কবুল করুন। আমার পাপ ক্ষমা করুন। আমার কাজ গ্রহণ করুন এবং আমার ত্রুটিগুলো আড়াল করুন।

২৭তম রোজার দোয়া

اَللّٰهُمَّ ارْزُقْنِي فِيهِ فَضْلَ لَيْلَةِ الْقَدْرِ، وَصَيِّرْ أُمُورِي فِيهِ مِنَ الْعُسْرِ إِلَى الْيُسْرِ، وَاقْبَلْ مَعَاذِيرِي وَحُطَّ عَنِّي الذَّنْبَ وَالْوِزْرَ، يَا رَءُوفاً بِعِبَادِهِ الصَّالِحِينَ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! আমাকে লাইলাতুল কদরের বরকত দিন। আমার কঠিন বিষয়গুলো সহজ করুন। আমার অজুহাত কবুল করুন এবং আমার পাপ ও বোঝা মাফ করে দিন।

২৮তম রোজার দোয়া

اَللّٰهُمَّ وَفِّرْ حَظِّي مِنَ النَّوَافِلِ، وَأَكْرِمْنِي فِيهِ بِإِحْضَارِ الْمَسَائِلِ، وَقَرِّبْ فِيهِ وَسِيلَتِي إِلَيْكَ مِنْ بَيْنِ الْوَسَائِلِ، يَا مَنْ لاَ يَشْغَلُهُ إِلْحَاحُ الْمُلِحِّينَ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! নফল ইবাদত থেকে আমাকে প্রচুর বরকত দিন। আমাকে আপনাদের প্রয়োজনীয় বিষয় বুঝতে সাহায্য করুন। আপনার কাছে পৌঁছানোর জন্য আমাকে মাধ্যম দিন।

২৯তম রোজার দোয়া

اَللّٰهُمَّ غَشِّنِي فِيهِ بِالرَّحْمَةِ، وَارْزُقْنِي فِيهِ التَّوْفِيقَ وَالْعِصْمَةَ، وَطَهِّرْ قَلْبِي مِنْ غَيَاهِبِ التُّهَمَةِ، يَا رَحِيمَاً بِعِبَادِهِ الْمُؤْمِنِينَ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! আমাকে দয়া দিয়ে আচ্ছাদিত করুন। আমাকে তাওফিক এবং পবিত্রতা দিন। আমার অন্তরকে সন্দেহ থেকে পরিশুদ্ধ করুন।

৩০তম রোজার দোয়া

اَللّٰهُمَّ اجْعَلْ فِيهِ خَتْمَةَ لِي فِي رَحْمَتِكَ وَمَغْفِرَتِكَ، وَعَفْوِكَ وَحُسْنَ عَاقِبَتِهِ، وَاجْعَلْنِي فِيهِ مِمَّنْ تَحْرُمُهُ عَلَى النَّارِ وَتَدْخُلُهُ الْجَنَّةَ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ.

বাংলা অর্থ : হে আল্লাহ ! এ দিনে আমার জন্য আপনার রহমত, ক্ষমা, মাফ এবং ভালো পরিণতির মাধ্যমে শেষ করুন। আমাকে এমন একজন বান্দা বানান, যাকে আপনি আগুন থেকে মুক্তি দেন এবং আপনার রহমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করান, হে দয়ালুতম দয়ালু।

X