দেশের যা কিছু অর্জন সব আ.লীগের হাত ধরে : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের যা কিছু অর্জন, যা কিছু এ দেশ পেয়েছে সব আওয়ামী লীগের হাত ধরে। দেশের প্রতি ইঞ্চি মাটিতে আওয়ামী লীগের ছোঁয়া আছে। শনিবার (২৯ জুন) বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনটির ৭৫ বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। হানিফ বলেন, আওয়ামী লীগ ছাড়া এ দেশে কেউ কোনো কাজ করেনি। বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধু স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে বাংলাদেশ রূপান্তরিত হবে। তিনি বলেন, দেশে আবার ষড়যন্ত্র চলছে। বিএনপি আজ কর্মসূচি দিয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করতে মিথ্যা মামলা দিয়ে সরকার আটকে রেখেছে, মির্জা ফখরুলের এ মন্তব্য সম্পূর্ণ মিথ্যা। কেননা, খালেদা জিয়ার মুক্তির পথ আইনিভাবেই খোলা রয়েছে। আইনি লড়াইয়ে না গিয়ে তারা রাজনৈতিক ফায়দা নিতে চায়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না, তারা এ অসুস্থতাকে নিয়ে রাজনীতি করতে চায়। দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা বিএনপি। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা বিকেল ৩টায় গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় দুপুরের পর থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির নেতারা খণ্ড খণ্ড মিছিলে আলোচনা সভায় যোগ দিয়েছেন। এ সময় নেতারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনা, শেখ হাসিনা,’ ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার,’ ‘উন্নয়নের সরকার, বারবার দরকার’সহ নানা স্লোগান দিতে থাকে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সঞ্চালনায় রয়েছেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
২৯ জুন, ২০২৪

টঙ ঘরেই ১০ বছর কেটে গেল হানিফ মিয়ার
দেখে মনে হতে পারে এটা কোনো টঙ দোকান কিন্তু না এটি একটি ঘর। যার মধ্যেই হানিফ মিয়াকে রান্নাবান্না খাওয়া দাওয়া সবকিছুই করতে হয়। ৮ ভাইবোনের সংসারে তিনি ছিলেন মেঝো ছেলে। বাবার ২৬ শতাংশ জমি ছিল, তাও বিক্রি করে দিতে হয় ধার দেনার জন্য। এরপর থেকে নদীর পাড়ে গড়ে তোলেন বসতঘর। হানিফ মিয়ার বাড়ি বরগুনার পাথরঘাটায়। কোথাও কোনো ঠাঁই না পেয়ে উপজেলার গহরপুর এলাকার বিষ খালি নদীর পারে ঘর তুলেন। নদীভাঙনে তার সেই ঘরটিও বিলীন হয়ে যাওয়ার পর এভাবে টঙ পেতে ১০ বছর পার করলেন হানিফ মিয়া। দরিদ্র হানিফ মিয়া টাকার বিনিময়ে নদীতে মাছ ধরেন। সেখান থেকে পাওয়া খাওয়ার মাছ আর ১০০ টাকা দৈনিক মজুরিতে চলে তার সংসার। বয়সের ভারে এখন আর আগের মতো কাজও করতে পারেন না তিনি। একটু ঝড় হলেই নড়বড়ে এই টঙ পাতা ঘরটিও ভেঙে যায়। হানিফ মিয়া জানান, নদীতে পোনা ধরেই জীবন চলে। তবে গত একমাস ধরে তেমন কোনো পোনা নেই। কেউ কাজে ডাকলে কিছু টাকা দেয়, কয়েকটা মাছ দেয়। এভাবে দিন কেটে যাচ্ছে।  হানিফ মিয়ার স্ত্রী বলেন, পোনা ধরার টাকায়ই চলে আমাদের সংসার। ১০ বছর ধরে টঙ পেতে বসবাস করছি। এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুকুনুজ্জামান খান বলেন, হানিফ মিয়ার বিষয়ে তিনি অবগত। তার বাড়িও ঘুরে এসেছেন তিনি। কিন্তু তিনি এই ভিটেটুকু ছেড়ে আশ্রয়ণ প্রকল্পে যেতে চান না। এলাকাবাসী জানান, হানিফ মিয়া খুবই দরিদ্র মানুষ। তার ঘর দেখলেই তা বোঝা যায়। তবে তিনি যদি আশ্রায়ণ প্রকল্পে যেতে না চান তাহলে এখানেই তাকে কোনোভাবে সাহায্য করার আহ্বান জানিয়েছেন তারা।
১৬ জুন, ২০২৪

কল্যাণ পার্টির একাংশের চেয়ারম্যান শামসুদ্দিন মহাসচিব হানিফ
বাংলাদেশ কল্যাণ পার্টির (একাংশ) প্রতিনিধি সভা ও বিশেষ কাউন্সিল রাজধানীর একটি হলরুমে অনুষ্ঠিত হয়। উপস্থিত কাউন্সিলরদের ভোটে শামসুদ্দিন পারভেজ চেয়ারম্যান এবং মুহাম্মদ আবু হানিফ মহাসচিব নির্বাচিত হন। আয়োজকদের অভিযোগ, বিশেষ মহলের প্রত্যক্ষ মদদ এবং প্রশাসনের বাধায় প্রথমে জাতীয় প্রেস ক্লাবে এবং পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের বুকিং বাতিল হয়। এরপর বুধবার বিকেলে সম্মেলন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যানের প্রেস সচিব এরশাদুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রতিনিধি সভা ও বিশেষ কাউন্সিলে সারা দেশ থেকে আগত প্রতিনিধি ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। ২০২৩ সালের ১০ ডিসেম্বর পার্টির গঠনতন্ত্র মোতাবেক সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, তৎকালীন মহাসচিব এবং অতিরিক্ত মহাসচিব আব্দুল আউয়াল মামুন ও আব্দুল্লাহ আল হাসান সাকিবের আজীবন বহিষ্কার অনুমোদন করা হয়। নতুন মহাসচিব বলেন, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছি, তা অব্যাহত আছে। সভাপতির বক্তব্যে শামসুদ্দিন পারভেজ বলেন, ১৬ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, অথচ ঘরেই যে বিশ্বাসঘাতক ছিল, তা বিশ্বাস করতে কষ্ট হয়। পরে সারা দেশ থেকে আসা কাউন্সিলররা নবনির্বাচিত চেয়ারম্যান ও মহাসচিবকে ১৫ দিনের মধ্যে ১২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের দায়িত্ব দেন।
১৩ জুন, ২০২৪

একাংশের কাউন্সিল / কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন, আবু হানিফ মহাসচিব
বাংলাদেশ কল্যাণ পার্টির (একাংশ) প্রতিনিধি সভা ও বিশেষ কাউন্সিল নগরীর একটি হলরুমে অনুষ্ঠিত হয়। উপস্থিত কাউন্সিলরদের ভোটে মো. শামসুদ্দিন পারভেজ চেয়ারম্যান, মুহাম্মদ আবু হানিফ মহাসচিব নির্বাচিত হন।  আয়োজকেরা অভিযোগ করেন যে, বিশেষ মহলের প্রত্যক্ষ মদদে এবং প্রশাসনের বাধায় প্রথমে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হল এবং পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনের বুকিং বাতিল করা হয়। এরপর বুধবার বিকেলে সম্মেলন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যানের প্রেস সচিব মো. এরশাদুর রহমান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিনিধি সভা ও বিশেষ কাউন্সিলে সারা দেশ থেকে আগত প্রতিনিধি ও কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। ২০২৩ সালের ১০ ডিসেম্বর পার্টির গঠনতন্ত্রের ধারা ২০(ঙ) অনুচ্ছেদ-১ এবং ধারা ৬ (ঙ) নং ধারা মোতাবেক সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, তৎকালীন মহাসচিব ও অতিরিক্ত মহাসচিব যথাক্রমে আব্দুল আউয়াল মামুন এবং আব্দুল্লাহ আল হাসান সাকিব এর আজীবন বহিষ্কার অনুমোদন করে। নতুন মহাসচিব আবু হানিফ বলেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিলাম তা অব্যাহত আছে। ইতিহাস সাক্ষী আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করি নাই এবং টাকার বিনিময়ে আমরা কারও কাছে বিক্রিও হই নাই। এই অপশক্তি ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া গণতন্ত্র ও আইনের শাসন ফেরত আসবে না। তিনি জাতীয় প্রেস ক্লাব ও ডিআরইউ কর্তৃপক্ষের অসহায়ত্ব বোধের তীব্র নিন্দা জানান। সভাপতির বক্তব্যে শামসুদ্দিন পারভেজ বলেন, দীর্ঘ ১৬ বছর আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, অথচ আমাদের ঘরেই যে বিশ্বাসঘাতক ছিল তা আমাদের বিশ্বাস করতেও কষ্ট হয়। আমরা দলীয়ভাবে এবং জোটগতভাবে সারা দেশে সফর করে সরকারের বিরুদ্ধে জনমত গঠন করেছি। দলের শুরু থেকেই আমরা কল্যাণ পার্টির রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সরকারবিরোধী আন্দোলনে বিএনপির নেতৃত্বে এবং জোট হিসেবে ১২ দলীয় জোট গঠনের সময় থেকেই আন্দোলন-সংগ্রামে আমরা কল্যাণ পার্টি ছিলাম, আছি এবং থাকব। সারা দেশ থেকে আগত উপস্থিত কাউন্সিলরগণ নবনির্বাচিত চেয়ারম্যান ও মহাসচিবকে আগামী ১৫ দিনের মধ্যে ১২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের দায়িত্ব প্রদান করেন।  
১২ জুন, ২০২৪

হানিফ ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় যুবক নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু হৃদয়। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক নাঈমকে রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় জানান, নাঈমের বাসা চকবাজার বড় কাটারা এলাকায়। চকবাজারে একটি কসমেটিকসের দোকানের কাজ করতেন নাঈম। রাতে ছয়জন বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। এক পর্যায়ে খাবার খাওয়ার জন্য শনির আখড়া যাওয়ার পথে মেয়র হানিফ ফ্লাইওভারে ওভারটেক করার সময় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে নাঈমের মোটরসাইকেলের ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়েন। এতে তারা দুজন গুরুতর আহত হন।
০৮ জুন, ২০২৪

সেন্সর বোর্ডে সদস্যপদ পেলেন পূর্ণিমা
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয় থেকে আছেন দূরে। নতুন কোনো কাজেও দেখা যায় না তাকে। মাঝে মধ্যে দুই একটা রিয়্যালিটি শোয়ের বিচারকের দায়িত্বে দেখা যায়। এবার তিনি প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হলেন। আগামী এক বছরের জন‌্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে। রোববার (১২ মে) ১৫ সদস্যের এ বোর্ড গঠন করা হয়। সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, নতুন এই বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তথ্য সচিব। তিনি আগামী এক বছর সেন্সর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তথ্যমন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ছয়জন সদস্য দায়িত্ব পালন করবেন। তা ছাড়া বাকি আটজন সদস্য হিসেবে রয়েছেন। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, অভিনেত্রী সুজাতা আজিম, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক জাহাঙ্গীর আলম, অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেত্রী রোকেয়া প্রাচী ও সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।  
১২ মে, ২০২৪

নন্দীগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি তুহিন, সম্পাদক হানিফ
বগুড়ার নন্দীগ্রামে অনলাইন গণমাধ্যম সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত অনলাইন প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলায় প্রথমবারের মতো একটি সাংবাদিক সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় উৎসবমুখর পরিবেশ লক্ষ করা যায়। নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে তুহিন আহমেদ (নতুন সময়) ও সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন হানিফ (কালবেলা) নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুই ঘণ্টা ভোটগ্রহণ চলে। জাতীয় অনলাইন প্রেসক্লাব ঢাকার অন্তর্ভুক্ত এই শাখা সংগঠনের ৩৯ জন ভোটারের মধ্যে ৩৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ১টি ভোট বাতিল হয়েছে। সভাপতি পদে তুহিন আহমেদ ২২ ভোটে নির্বাচিত হয়েছেন। একই পদে প্রতিদ্বন্দ্বী রাসেল মাহমুদ পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন ৩৩ ভোটে নির্বাচিত হয়েছেন। একই পদে প্রতিদ্বন্দ্বি আব্দুল আহাদ পেয়েছেন ২ ভোট। সহসভাপতি পদে আব্দুল মান্নান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 
২৯ মার্চ, ২০২৪

নন্দীগ্রামে প্রেসক্লাবের তুহিন সভাপতি, হানিফ সম্পাদক
বগুড়ার নন্দীগ্রামে অনলাইন গণমাধ্যম সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন  তুহিন আহমেদ (নতুন সময়) ও সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন হানিফ (কালবেলা)। প্রথমবারের মতো সাংবাদিক সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুই ঘণ্টা ভোটগ্রহণ চলে।  জাতীয় অনলাইন প্রেসক্লাব ঢাকার অন্তর্ভূক্ত শাখা সংগঠনের ৩৯জন ভোটারের মধ্যে ৩৬জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে ১টি ভোট বাতিল হয়েছে।  সভাপতি পদে তুহিন আহমেদ ২২ ভোটে নির্বাচিত হয়েছেন। একই পদে প্রতিদ্বন্দ্বি রাসেল মাহমুদ পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন ৩৩ ভোটে নির্বাচিত হয়েছেন। একই পদে প্রতিদ্বন্দ্বি আব্দুল আহাদ পেয়েছেন ২ ভোট। সহ-সভাপতি পদে আব্দুল মান্নান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 
২৮ মার্চ, ২০২৪

হানিফ ফ্লাইওভারের রেলিংয়ে বাইকের ধাক্কা, নিহত ১
রাজধানীর ধোলাইপাড়ে মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাজ হোসাইন শাহিন (২২) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু আমজাদ হোসেন আজিম (২০)। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে শাহীনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আজিম জানান, রাতে পাঁচটি মোটরসাইকেলে তারা ৯ জন বন্ধু মিলে ঘুরতে বের হন। মুন্সীগঞ্জ শ্রীনগর গিয়েছিলেন তারা। সকালে আবার ঢাকায় ফিরছিলেন। আজিম এবং শাহীন ছিলেন একটি মোটরসাইকেলে। সেটি চালাচ্ছিল শাহিন নিজেই। ধোলাইপাড় দিয়ে হানিফ ফ্লাইওভারে ওঠার পর মোড় ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন শাহীন। ফ্লাইওভারের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলে শাহিনের মুখমণ্ডল থেঁতলে যায়। আর আজিমের ডান হাত ভেঙে যায়। অন্য বন্ধুরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। আজিম নিজেও মোটরপার্টসের দোকানে কাজ করেন। নিহত শাহিনের শাশুড়ি রোজিনা আক্তার জানান, তিন বছর আগে তার মেয়ে ফাহমিদা আক্তার রিমিকে বিয়ে করে শাহিন। তাদের ঘরে একটি মেয়ে সন্তান রয়েছে। পরিবার নিয়ে কেরানীগঞ্জের কদমতলা এলাকায় থাকতেন। বংশালে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। সকালে দুর্ঘটনার খবর জানতে পেরে হাসপাতালে আসেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহিন নামে একজনকে মৃত ঘোষণা করেন। শাহিনের লাশটি মর্গে রাখা হয়েছে। আহত আজিম ডান হাতে আঘাত পেয়েছেন। তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।  
০২ ফেব্রুয়ারি, ২০২৪

দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে : হানিফ
উৎসবমুখর পরিবেশে অংশ নিয়ে জনগণই নির্ধারণ করে দিয়েছে এটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এরইমধ্যে দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। তাই এই নির্বাচন নিয়ে আর কোনো কথা বলে কেউ হয়ত মানুষিক শান্তি পেতে পারে, এ ছাড়া আর কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। রোববার (২১ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া মোহিনী মিল মাঠে রহিমা-আফছার স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।  হানিফ বলেন, জাতীয় পার্টি বিরোধী দলে ছিল, এখনও তারাই বিরোধী দল। আশা করছি বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  তিনি বলেন, নির্বাচনে বাধা না থাকায় দলের অনেক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হয়েছিল। যে কারণে দলের মধ্যে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। নিরসনে এরইমধ্যে পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে দলের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে উপজেলা নির্বাচনের আগেই তা আর থাকবে না।  পরে পায়রা ও বেলুন উড়িয়ে এবং ক্রিকেট ব্যাট দিয়ে বল মোকাবিলার মধ্য দিয়ে মাহবুবউল আলম হানিফ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় আলোচনা সভাতেও বক্তব্য রাখেন তিনি।
২১ জানুয়ারি, ২০২৪
X