রসুন তোলায় শিশুর হাত পা বেধে নির্যাতন
ভোলার চরফ্যাশনে ক্ষেত থেকে রসুন তোলার অভিযোগে জেমস (১০) নামে এক শিশুকে হাত পা বেঁধে নির্যাতন করা হয়েছে। এঘটনায় এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। শনিবার (২ মার্চ) দুপুরে উপজেলার ওমরপুর ইউনিয়নের কালিয়াকান্দি এলাকার নজরুল মেলেটারি এ নির্যাতন চালিয়েছে। শিশুটি বর্তমানে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন। শিশু জেমস জানান, নজরুল মেলেটারি তার ক্ষেত থেকে রসুন তোলার অপরাধে আমাকে হাত পা বেধে বেদম মারধর করে। এতে আমি চিৎকার করলেও তার ভয়ে কেউ আমাকে ছাড়াতে আসেনি। শিশু জেমসের নানি তাছলিমা বেগম জানান, জেমসের মা এবং বাবা দুজনেই ঢাকাতে গার্মেন্টসে চাকুরি করায় নাতি আমার কাছেই থাকতো। খবর পেয়ে নাতিকে বাঁচাতে ছুটে আসলে নজরুল মেলেটারি আমাকেও এলোপাথাড়ি লাথি মারতে থাকে। এরপর আমার দেবরদেরকে ডেকে নাতিকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ প্রসঙ্গে নজরুল মেলেটারি (অব:) বলেন ওই ছেলে আমার ক্ষেত থেকে রসুন চুরি করে হাতেনাতে ধরা পরলে আমি তাকে সামান্য একটা চর মারি। এর বেশি কিছুই না। চরফ্যাশন থানার উপপরিদর্শক এস আই সাহিন জানান, আমি শিশুটিকে হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য বলেছি। চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ (ওসি) সাখাওত হোসেন জানান, অভিযোগ পেয়ে আমি এস আই সাহিনকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। ঘটনা প্রমাণিত হলে আসামির বিরুদ্ধে আাইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৩ মার্চ, ২০২৪

চাঁদপুরে বৃদ্ধ দম্পতির হাত পা বাঁধা লাশ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক বৃদ্ধ দম্পতির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে বড়কুল ইউনিয়নের ভাড়া বাড়িতে স্বামী উত্তম বর্মণ (৬২) ও স্ত্রী কাজলী রানী বর্মণের (৫৫) মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ ঘটনাস্থলে যান। নিহত বর্মণ দম্পতির মেয়ে রিনা রানী জানান, বাবা-মায়ের সঙ্গে কারও শত্রুতা ছিল না। নিরপরাধ এ দুজনকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। স্থানীয় সবিতা সাহা জানান, সকালে ফুল তুলতে গিয়ে দেখি তারা ঘুম থেকে ওঠেনি। ডাকার পর সাড়া না পেয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করি। দরজা খোলা দেখে পাশের বাসার লোকজনকে ডেকে আনি। পরে দেখি দুজনের লাশ পড়ে আছে। ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব জানান, এলাকায় চোর-ডাকাতির ঘটনা বেড়েছে। চুরির বা ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে। হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বে স্বামী-স্ত্রীকে হত্যা করা হয়েছে। তাদের হাত-পা বেঁধে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।
০৯ সেপ্টেম্বর, ২০২৩
X