এবার হরতালের ডাক দিল বিএনপি
আগামী সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, আগামী সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশব্যাপী হরতাল পালন করা হবে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তপশিল বাতিলের দাবিতে গত ২৮ অক্টোবরের পর থেকে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। সর্বশেষ বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয় ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়। মাঝে বৃহস্পতি ও রোববার এ দুই কর্মদিবসে কোনো কর্মসূচি রাখেনি তারা। এদিকে ইসির নিষেধাজ্ঞার মধ্যেই ১৮ ডিসেম্বরের পর নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার ছক কষছে বিএনপি। ইঙ্গিত দিচ্ছে আরও কঠোর হওয়ার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হচ্ছে ১৮ ডিসেম্বর। তাই সেদিন থেকে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় কিংবা ভোটাররা ভোটদানে নিরুৎসাহিত হয় - এমন কর্মসূচির অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে। এ প্রেক্ষাপটে ১৮ ডিসেম্বর থেকে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিএনপি। দলের নেতারা বলছেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ যা যা করেছিল তার থেকেও শেষ সময়ে এসে কঠোর হবেন তারা। দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সম্প্রতি বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে ওই নির্বাচন বানচাল করতে যেসব কর্মসূচি দিয়েছিল, ২০২৩ সালে বিএনপি ও সমমনারা জনগণকে সাথে নিয়ে তার থেকেও কঠোর কর্মসূচি দেবে। আমরা এ নির্বাচন প্রতিহত করব।’
১৬ ডিসেম্বর, ২০২৩

যুবদল সভাপতি টুকুর সাজার ঘটনায় তিন জেলায় হরতালের ডাক
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সাজার প্রতিবাদে তিন জেলায় হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।  বুধবার (২২ নভেম্বর) রাজশাহী, রংপুর ও  টাঙ্গাইল  জেলায় সকাল-সন্ধ্যা এই হরতালের কর্মসূচি পালিত হবে। মঙ্গলবার (২১ নভেম্বর) যুবদলের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা হয়। সংগঠনের কেন্দ্রীয় যোগাযোগবিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন মামুন এ তথ্য জানিয়েছেন। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় গত সোমবার যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের ২৫ জনের বিরুদ্ধে দুই বছর করে কারাদণ্ড দেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় দেন। যুবদলের পক্ষ থেকে এ রায়ের  নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বাতিলের আহবান জানানো হয়েছে। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে তিন জেলাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।
২২ নভেম্বর, ২০২৩

পাবনায় হরতালের ডাক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ পাবনার বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে হরতাল ডাকা হয়েছে। পাবনা জেলা বিএনপির ডাকে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। উল্লেখ্য, মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়।  র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও গত ৩০ অক্টোবর পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। জেলা বিএনপির দেওয়া তথ্য মতে গত ২৮ অক্টোর মহাসমাবেশ এবং পরবর্তী হরতাল-অবরোধে পাবনায় বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ২৫টি মামলা হয়েছে। এসব মামলায় ৪ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
২১ নভেম্বর, ২০২৩

গণতন্ত্র মঞ্চের সকাল-সন্ধ্যা হরতালের ডাক
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ। দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে এ হরতালে ডাক দেয় দলটি।   বুধবার (১৫ নভেম্বর) রাতে তপশিল ঘোষণার পর বিক্ষোভ মিছিল শেষে এ হরতালের ঘোষণা দেওয়া হয়। এদিকে তপশিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।  ১২ দলীয় জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ গণমাধ্যমকে জানান, ইসির একতরফা ও প্রহসনের নির্বাচনী তপশিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট। জল্পনা-কল্পনার পর নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তপশিল অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়াও মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। যা যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। সেই সঙ্গে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
১৫ নভেম্বর, ২০২৩

কক্সবাজারে সকাল-সন্ধ্যা হরতালের ডাক
কক্সবাজারের উখিয়ায় বিএনপি নেতা জাগির হোসেন নিহতের প্রতিবাদে বুধবার (৮ নভেম্বর) কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক হাসান ছিদ্দিকী হরতালের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে জেলা বিএনপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করে জানানো হয়, গত ৫ নভেম্বর রাতে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর বাসায় অভিযান চালায় র‍্যাব ও পুলিশ। তাকে না পেয়ে ঘর ভাঙচুর এবং গুলি ছুড়ে। এতে তিনজন বিএনপি কর্মী গুরুতর আহত হন। আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা জাগির হোসেন (৩৭) আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জাগির হোসেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্নাশিয়া গ্রামের মোহাম্মদ আলমের ছেলে। তিনি সাবেক যুবদল নেতা এবং ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ণ দিবস শান্তিপূর্ণভাবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে থেকে হরতাল পালনের আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না। 
০৭ নভেম্বর, ২০২৩

চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে আগামীকাল রোববার (৫ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। শনিবার (৪ নভেম্বর) চট্টগ্রাম  মহানগর বিএনপির দপ্তরের দায়িত্ব থাকা মো. ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।  শনিবার পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সরকারের পদত্যাগের একদফা দাবির আন্দোলনের জেরে সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার-নির্যাতনের প্রতিবাদ জানাতে চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণকে এ কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানানো হচ্ছে। হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং চট্টগ্রামবাসীর সহযোগিতা কামনা করেন নেতারা। ইদ্রিস আলী বলেন,  রোববার চট্টগ্রাম জেলা ও মহানগরে সর্বাত্মকভাবে এ কর্মসূচি পালন করা হবে। তবে অ্যাম্বুলেন্স, সংবাদপত্রবাহী ও সাংবাদিকদের বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। পাশাপাশি রোববার ও সোমবার বিএনপির ডাকা দেশব্যাপী দুদিনের অবরোধ কর্মসূচিও চলমান থাকবে। এর আগে গত বৃহস্পতিবার রাতে সাড়ে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে রাজধানীর গুলশানের ৮১ নম্বর সড়কের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
০৪ নভেম্বর, ২০২৩

ভৈরবে হরতালের ডাক বিএনপির
কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলমসহ ৫ নেতাকর্মীকে ডিবি পরিচয়ে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এর প্রতিবাদে ভৈরবে রোববার (৫ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ভৈরব পৌর বিএনপি।  এদিকে শনিবার (৪ নভেম্বর) সকালে ভৈরবের একটি বাসা থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজী শাহিন হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন। ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জানান, শনিবার (৪ নভেম্বর) ভোর ৩টার দিকে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল ভৈরব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কমলপুরের মাজহারুল ইসলামের বাসা ঘেরাও করে। পরে সকাল সাড়ে ৬টার দিকে শরীফুল আলমসহ পাঁচজনকে গাড়িতে করে নিয়ে যায়। যাদের তুলে নেওয়া হয়েছে তারা হলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ভৈরব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল হক ও নূরুজ্জামান, শরীফুল আলমের ব্যক্তিগত গাড়িচালক রতন মিয়া ও যে বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় সেই বাসার মালিক মাজহারুল ইসলাম।
০৪ নভেম্বর, ২০২৩

এবার হরতালের ডাক আরেক রাজনৈতিক জোটের
দিনভর উত্তেজনা শেষে আগামীকাল রোববার সারা দেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি। এবার একই দিনে হরতালের ডাক দিল ৬টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ। শনিবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক দফা দাবিতে আয়োজিত গণসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘আওয়ামী লীগের তাণ্ডব লীগ আইয়ুব-মোনায়েম সরকারকেও হার মানিয়েছে। তারা বিরোধীদলের ওপর বারবার হামলা চালিয়েছে। এর প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।’ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, রাস্তায় রাস্তায় লাঠি নিয়ে বেড়াচ্ছে তারা (আওয়ামী লীগ)। পুলিশের সঙ্গে হাত মিলিয়ে তারা শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগ পুলিশের সহযোগিতায় বিএনপির সমাবেশের প্রত্যেক পয়েন্ট দিয়ে হামলা করেছে। পুলিশ তাদের প্রতিহত করার কথা, কিন্তু তাদের সহযোগিতা করেছে। বিরোধীদলের ওপর রাবার বুলেট টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এর আগে মহাসমাবেশ থেকে সকাল-সন্ধ্যার হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনের মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ডাক দেন। শনিবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ করছে বিএনপি। নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা আগে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এ মহাসমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৮ অক্টোবর, ২০২৩

দেশজুড়ে সর্বজন বিপ্লবী দলের ‘অহিংস’ হরতালের ডাক
জাতীয় সরকারের দাবিতে মঙ্গলবার (২২ আগস্ট) দেশজুড়ে দিনব্যাপী ‘অহিংস’ হরতালের ডাক দিয়েছে প্রকৌশলী ম ইনামুল হকের নেতৃত্বাধীন সর্বজন বিপ্লবী দল। তবে হরতালে সব গণপরিবহন চলবে বলে জানিয়েছেন তিনি।  শনিবার (১২ আগস্ট) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ভোটাধিকার ও গণতন্ত্রের দাবিতে দলটির আয়োজিত রোডমার্চ ও পথসভায় এই ঘোষণা দেন ম ইনামুল হক।  সোমবার হরতালের বিষয়ে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে সর্বজন বিপ্লবী দলের প্রধান প্রকৌশলী ম ইনামুল হক লিখেছেন, জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরাতে সর্বাত্মক আন্দোলনে নেমে পড়ুন। কারুর মুখ চেয়ে আর নয়, আগামী ২২ আগস্ট আমাদের ডাকা পূর্ণদিবস অহিংস হরতালে যোগ দিন। বাংলাদেশে ভোটকেন্দ্র দখল, কালো আইন, কালো টাকার নির্বাচন আর নয়।  তিনি বলেন, বাংলাদেশে বিগত ৫২ বছরের ইতিহাসে কেবল ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মানুষ বিনা বাধায় ভোট দিতে পেরেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনেই ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। কিন্তু তিনি ক্ষমতায় এসে নির্বাচনী কালাকানুনসহ ভোটকেন্দ্র দখল, ভোট ডাকাতি, জাল ভোট ইত্যাদির মাধ্যমে জনগণের ভোট দেওয়ার অধিকার হরণ করেছেন। আমরা বিগত ৩০ জানুয়ারি ২০২১ থেকে শাহবাগে প্রতি শনিবার বিকেল ৪টায় জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রের দাবিতে সমাবেশ করে আসছি।     তিনি আরও বলেন, আমাদের কথা- বাংলাদেশের রাজনীতি দেশের ভেতরে বা বাইরে থেকে কারোর স্বার্থে ‘রিমোট কন্ট্রোল’-এ আর নয়। দেশের রাজনীতি হবে জনগণের স্বার্থে, জনগণের ইচ্ছায়। বাংলাদেশ হবে ‘জনগণতান্ত্রিক বাংলাদেশ’। এই দেশে রাজা নেই, তাই কোনো প্রজাও নেই। এই দেশটা কারোর বাপেরও নয়। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশ সবার, সর্বজনের। আমরা জনগণের ভোটাধিকার ফিরে পাওয়া, ডিজিটাল আইন বাতিল ও ‘জাতীয় সরকার’-এর অধীনে ভোটকেন্দ্র দখলমুক্ত, কালো আইন, কালো টাকামুক্ত নির্বাচন করার লক্ষ্যে ১৭ দফা রোড ম্যাপ দিয়েছি। শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনীর ‘জাল সংবিধান’ দিয়ে ক্ষমতা ধরে রাখতে পারবেন না বলে মন্তব্য করে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে ২২ আগস্ট দেশব্যাপী পূর্ণদিবস অহিংস হরতাল পালনের আহ্বান জানান তিনি।  
২১ আগস্ট, ২০২৩
X