ব্যবসায়ীর চোখ উপড়ে হত্যাচেষ্টা
বগুড়ার ধুনট উপজেলায় চোখ উপড়ে মোস্তাফিজার রহমান বুটু নামে এক ব্যবসায়ীকে চাকু দিয়ে খুঁচিয়ে চোখ উপড়ে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ জুন) মধ্যরাতে ধুনট-সোনাহাটা ভায়া বগুড়া পাকা সড়কের বেড়েরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।   সোমবার (১ জুলাই) দুপুরের পর ধুনট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনকালে নিমগাছি ইউনিয়ন পরিষদের এক কর্মচারীর মোটরসাইকেল জব্দ করেছে।  ব্যবসায়ী মোস্তাফিজার রহমান গাবতলী উপজেলার বেলতলা গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয়রা জানান, ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি পাকা সড়কের পাশে মোস্তাফিজার রহমানের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী বিক্রি করে আসছেন। রোববার বিকেলে নিমগাছি ইউনিয়ন পরিষদের কর্মচারী মিজানুর রহমান মোটরসাইকেলে বগুড়া শহরে বাসায় যাচ্ছিলেন।  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোস্তাফিজারের ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পৌঁছালে বৃষ্টি শুরু হয়। এ সময় মিজানুর রহমান মোটরসাইকেলটি ব্যবসায়ীর কাছে বাসায় চলে যান। মোটরসাইকেলটি দোকানে রেখে রাতে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে অজ্ঞাতপরিচয় ৪/৫ জন যুবক দোকানে গিয়ে মোস্তাফিজারকে ডেকে তুলে মোটরসাইকেলটি নেওয়ার চেষ্টা করে।  এ সময় বাধা দিলে তারা মোস্তাফিজারকে চাকু দিয়ে আঘাতের পর খুঁচিয়ে চোখ উপড়ে ফেলে হত্যাচেষ্টা করে। তার চিৎকারে স্থানীয়রা পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থল থেকে ইউনিয়ন পরিষদের কর্মচারীর মোটরসাইকেলটি থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
০১ জুলাই, ২০২৪

শিক্ষককে গলাকেটে হত্যাচেষ্টা
নীলফামারীর সদর উপজেলায় মক্তবের এক শিক্ষককে গলাকেটে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১ জুলাই) ভোরে জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের তরনীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত মক্তব শিক্ষক ক্বারী আবুল হোসেন পলাশবাড়ি ইউনিয়নের অচিনতলা গ্রামের বাসিন্দা। তিনি ইসলামী ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের একটি মক্তবের শিক্ষক। স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে সাইকেলে করে মক্তবে যাচ্ছিলেন শিক্ষক ক্বারী আবুল হোসেন। নীলফামারী-ডোমার সড়কের তরনীবাড়ি এলাকায় পৌঁছালে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এক পযায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যাচেষ্টা করে।  এ সময় আবুল হোসেনের গোঙানির শব্দে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নীলফামারী সদর থানা পুলিশের পরির্দশক (ওসি) মো. তানভীরুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাচেষ্টার ঘটনায় শিক্ষক আবুল হোসেনের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।  তিনি বলেন, কী কারণে এ হামলা করা হয়েছে তা জানা যায়নি। ওই শিক্ষক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতোলে চিকিৎসাধীন রয়েছে।
০১ জুলাই, ২০২৪

দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে মফিজুর রহমান ভূঁইয়া রতন নামে এক দলিল লেখককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ জুন) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর গ্রামে পনির ও শাহ হাসানের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের সালিশ হয়। সেখানে সালিশকারী হিসেবে দলিল লেখক মফিজুর রহমান ভূঁইয়া রতন উপস্থিত ছিলেন। সালিশ শেষে বাড়ি ফেরার পথে  রাসেল আহমেদ খোকনের নেতৃত্বে শাহিন আলম, কালু মিয়া, জাকির হোসেন, বিল্লাল হোসেন, জুয়েল, জহির, লিয়ন, নজু মোল্লা, শাহরিয়ার ও সাজুসহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রতনের ওপর হামলা করে।  একপর্যায়ে তাকে কুপিয়ে আহত করা হয়। পরে দলিল লেখক রতনকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, খোকনের নেতৃত্বে লোকজন অস্ত্র নিয়ে দলিল লেখকের ওপর হামলা করে। এ সময় অতর্কিতভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। একপর্যায়ে হামলাকারীরা গুলি করে চলে যায়। আহতের ভাই মো. মহসিন ভূইয়া বলেন, ভাই রতন ভূঁইয়া দলিল ও কাগজপত্র বোঝার কারণে বিভিন্ন স্থানে জমিসংক্রান্ত বিচার সালিশে যান। এতে হামলাকারীদের কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। এ জন্য তার সঙ্গে শত্রুতা তৈরি হয়েছে। একটি সালিশ থেকে ফেরার পথে খোকনের নেতৃত্বে কুপিয়ে আহত করে ভাইকে এবং গুলিও করে। থানায় অভিযোগ করেছি। জানতে চাইলে রাসেল আহমেদ খোকন বলেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি।  সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দলিল লেখকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
২৯ জুন, ২০২৪

ভোট দিতে যাওয়ার সময় ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টা
বরিশালের গৌরনদী পৌরসভা উপনির্বাচনে ভোট দিতে যাওয়ার সময় মাসুম সরদার নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। পৌর নির্বাচনের মোবাইল ফোন মার্কার প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে ভোটকেন্দ্রে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। মাসুম সরদার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার কাসেমাবাদ হাই মার্কেট থেকে কয়েকজন সঙ্গী নিয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন ছাত্রলীগ নেতা মাসুম। এ সময় সোহান খানের নেতৃত্বে মাসুমকে মোবাইল ফোন মার্কার ১০-১২ সমর্থক কুপিয়ে হত্যাচেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় মাসুমকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা আরও জানান, আহত মাসুম নারকেল গাছ মার্কার প্রার্থী আলাউদ্দিন ভূঁইয়ার সমর্থক। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ধাওয়া করে সোহান খানকে পিটিয়ে আহত করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
২৭ জুন, ২০২৪

ভোট দিতে যাওয়ার সময় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা
বরিশালের গৌরনদী পৌরসভা উপনির্বাচনে ভোট দিতে যাওয়ার সময় মাসুম সরদার নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। পৌর নির্বাচনের মোবাইল ফোন মার্কার প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।  বুধবার (২৬ জুন) দুপুরে ভোটকেন্দ্রে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। মাসুম সরদার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার কাসেমাবাদ হাই মার্কেট থেকে কয়েকজন সঙ্গী নিয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন ছাত্রলীগ নেতা মাসুম। এ সময় সোহান খানের নেৃতত্বে মাসুমকে মোবাইল ফোন মার্কার ১০/১২ জন সমর্থক কুপিয়ে হত্যাচেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় মাসুমকে উদ্ধার করে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছেন।  তারা আরও জানান, আহত মাসুম নারিকেল গাছ মার্কার প্রার্থী আলাউদ্দিন ভূঁইয়ার সমর্থক। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ধাওয়া করে সোহান খানকে পিটিয়ে আহত করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
২৬ জুন, ২০২৪

ডেনমার্কে বাংলাদেশি যুবককে হত্যাচেষ্টা
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন শহরে ছুরিকাঘাতে সজীব আহমেদ নামে বাংলাদেশি এক যুবককে হত্যাচেষ্টা করা হয়েছে।  সোমবার (১৭ জুন) সকালে কোপেনহেগেন শহরের ভ্যালবি এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনা পরপরই ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধারের পাশাপাশি অভিযান চালিয়ে ৬৫ বছর বয়সী ওই ড্যানিশ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে বাংলাদেশি যুবককে হামলা করা হয়েছে, সে ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে ২৬ বছর বয়সী সজীব আহমেদ নামের ওই আহত বাংলাদেশিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত সজীব আহমেদ ডেনমার্কের রস্কিলড ইউনিভার্সিটির ফেব্রুয়ারি ২০২৪ ইন্ট্যাকের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড লিডারশিপ বিষয়ের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। পুলিশ সূত্র জানায়, সোমবার সকালের দিকে কোপেনহেগেন শহরের ভ্যালবির টফটেগার্ড প্ল্যাডস নামক এলাকায় রাস্তা দিয়ে হাঁটছিলেন সজীব আহমেদ। এসময় হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে এক ব্যক্তি ছুড়ি দিয়ে তার ওপর হামলা চালায়। এতে সজীবের কাঁধ মারাত্মকভাবে জখম হন। সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে পুরো এলাকা ঘিরে ফেলেন এবং আহত সজীবকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। এ সময় তার কাঁধে প্রায় ১২টি সেলাই দেওয়া হয়। চিকিৎসাধীন সজীব কিছুটা সুস্থ বলে জানা গেছে।  পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, হামলাকারীকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, আমরা তদন্ত করে অচিরেই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারব।  তবে সজীবের সহপাঠী ও বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ হামলার পেছনে রেসিজম ইস্যু থাকতে পারে। এর আগেও একাধিকবার এ রকম ঘটনা ঘটছে। এর আগে গত ৭ জুন একইভাবে রাস্তায় ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপরও হামলার ঘটনা ঘটে।
১৮ জুন, ২০২৪

প্রার্থী জাহেদুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা অভিযোগ তার দুই ভাইয়ের
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. জাহেদুল হকের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার আপন দুই ভাই মো. নেছারুল হক ও মো. ছায়েদুল হক। রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলন করেন তারা। লিখিত বক্তব্যে দুই ভাই বলেন, তাদের বাবা মরহুম মোহাম্মদ নুরুল হক ধর্মপ্রাণ, শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন। তিনি বোয়ালখালী হাজী মোহাম্মদ নুরুল হক ডিগ্রি কলেজ, কমর আলী সওদাগর জামে মসজিদ, আমিনিয়া ফোরকিয়া নুরিয়া এতিমখানা ও ফোরকানিয়া মাদ্রাসা এবং চট্টগ্রাম শহরের দেওয়ানবাজার এলাকায় বায়তুল নুর জামে মসজিদ স্থাপন করেন। তিনি আরও বহু শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণে অবদান রেখেছেন। দুই ভাই বলেন, ওয়াকফ আল আওলাদ দলিল অনুসারে চট্টগ্রামের পশ্চিম শাকপুরা গ্রামে সাতটি বহুতল ভবনসহ অনেক জায়গার কথা সুস্পষ্টভাবে উল্লেখ করে গেছেন আমাদের মরহুম বাবা। বোয়ালখালীতে অবস্থিত স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখা ভবনটিও ওই জায়গায় নির্মিত। বাবা ছিলেন এই ব্যাংকের স্পন্সর ডিরেক্টর। বোয়ালখালীর পশ্চিম সাকুরা গ্রামে ১৯৮২ সালে বাবা মরহুম নুরুল হক সওদাগরের করা আমিনিয়া ফোরকিয়া নুরিয়া এতিমখানা, ফোরকানিয়া মাদ্রাসা ও ওমর আলী সওদাগর জামে মসজিদ কীভাবে পরিচালিত হবে এবং কীভাবে এর ব্যয়ভার নির্বাহ করা হবে তাও সুস্পষ্টভাবে দলিলে উল্লেখ করে গেছেন। ২০১৬ সালে মাদ্রাসাটির ব্যয়ভার বহনের জন্য সাড়ে ৭ কোটি টাকা জমা রেখেছেন। বর্তমানে ওই টাকা সুদসমেত তাদের অন্য তিন ভাই এনামুল হক, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহেদুল হক ও জসিমুল হক কুক্ষিগত করে রেখেছেন। সংবাদ সম্মেলনে নেছারুল হক ও ছায়েদুল হক আরও জানান, ওয়াকফ আল আওলাদ দলিলে উল্লিখিত সম্পত্তি থেকে প্রতি মাসে ভাড়া বাবদ আয় হয় ১০ লাখ টাকা। এই টাকাও জাহেদুল হকসহ তিন ভাই মিলে ভোগ করছেন। আমাদের দুই ভাইকে পুরোপুরি বঞ্চিত করে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত খাতুনগঞ্জে ৪২ কোটি টাকা মূল্যের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স জাহেদ অ্যান্ড ব্রাদার্স বাবার মৃত্যুর পর তারা নিজেদের নামে লিখিয়ে নেন। দুই ভাই বলেন, জাহেদুল হক উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি আমাদের মরহুম বাবার আদর্শ ও আদেশ অমান্য করে আমাদের সম্পত্তি জোরপূর্বক ভোগদখল করে রেখেছেন। প্রশ্ন হচ্ছে, যার হাত থেকে পরিবারের সম্পত্তি রক্ষা হয় না, তিনি কীভাবে জনগণের জানমাল রক্ষা করবেন। এমন মানুষ নির্বাচিত হলে সরকারের দেওয়া সুযোগ-সুবিধার ফল কি জনগণ পাবে? তারা আরও অভিযোগ করেন, আগামী ২৯ মে অনুষ্ঠেয় নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য আমাদের দুই ভাইসহ পরিবারের অন্যদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন জাহেদুল হক। আপন দুই ভাইয়ের অভিযোগের বিষয়ে কথা বলতে বোয়ালখালী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. জাহেদুল হকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এদিকে জাহেদুল হকের হেলিকপ্টার প্রতীকে ভোট দিতে ঘরে ঘরে গিয়ে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল নোমানের বিরুদ্ধে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে জানতে চাইলে আব্দুল আল নোমান বলেন, ‘আমি কোনো ভোটারকে টাকা দিইনি। দৈনন্দিন জীবনে অনেককেই টাকা দিচ্ছি। কোনটা কিসের টাকা, আমি জানি না।’ প্রার্থীর পক্ষে টাকা বিতরণের বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মইনুল হক বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। এতে কিছু লোকজনকে হেলিকপ্টার প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচার ও টাকা বিলি করতে দেখা গেছে। এটা অবশ্যই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়ে প্রার্থীকে শোকজ করা হবে। শোকজের জবাব অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
২৮ মে, ২০২৪

বাস থেকে নামিয়ে ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা
রাজবাড়ী থেকে সম্মেলন শেষে গোয়ালন্দে ফেরার পথে বাস থেকে নামিয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সরদারকে হত্যাচেষ্টা করা হয়েছে। শুক্রবার (২৪ মে) বিকেলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাস থেকে নামিয়ে তার ওপর হামলা করা হয়। জানা গেছে, রাজবাড়ী থেকে সম্মেলন শেষে বাড়ি ফিরছিলেন গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ সরদার। বাসটি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এলে সবুজ সরদারকে বাস থেকে নামিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর ইসলাম ও তার সঙ্গীরা।  গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর গ্রিন হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন সেখানকার চিকিৎসকরা। ছাত্রদল নেতা সবুজ সরদারের ভাই সেলিম সরদার কালবেলাকে বলেন, রাজবাড়ী জেলা ছাত্রদলের সম্মেলন শেষে বাসে বাড়ি ফিরছিল সে। গোয়ালন্দ হাসপাতালের সামনে এলে বাস তল্লাশি করে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম। তার নেতৃত্বে লোহার রড দিয়ে এলোপাথারীভাবে পিটিয়ে আহত করে ফেলে যায়। তিনি বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসকরা। জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রুমান বলেন, এমন ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। নুরুল ইসলাম দলের জন্য হুমকিস্বরূপ। যেহেতু সে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, তাকে এ পদ দিয়েছে কেন্দ্র থেকে। তাই কেন্দ্রীয় ছাত্রদলকে বিষয়টি জানানো হয়েছে। আগামী রবিবারের (২৬ মে) মধ্যে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলামকে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।  গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু বিশ্বাস বলেন, ঘটনাটি জেনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।
২৫ মে, ২০২৪

চেয়ারম্যানকে গুলি করে হত্যাচেষ্টা ইউপি সদস্যের
রাঙ্গামাটি বিলাইছড়ির ৪ নম্বর বড়থলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমাকে গুলি করে হত্যাচেষ্টা করেছেন একই ইউনিয়নের ইউপি সদস্য ওয়াইবা ত্রিপুরা। মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১১টায় উপজেলার বড়থলীপাড়ায় এ ঘটনা ঘটে।  জানা গেছে, ঘটনার সময় চেয়ারম্যান বড়থলীপাড়ার একটি বাড়িতে ভাত খাচ্ছিলেন। এ সময় তাকে গুলি করা হয়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় আতুমং চেয়ারম্যানকে উদ্ধার করে বুধবার (২১ মে) ভোরে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুবেল বলেন, রোগীর গায়ে দুটি গুলি লেগেছে। তার মধ্যে হাতে গুলিটা ঢুকে বের হয়ে গেছে। তবে পায়ের উরুতে গুলি থেকে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ আতুমং চেয়ারম্যানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত চেয়ারম্যান আতুমং মারমা বলেন, আমার ইউনিয়নের ইউপি সদস্য ওয়াইবা ত্রিপুরা আমাকে গুলি করেছে। তবে কোনো কারণে এবং কেন গুলি করেছিল তা জানি না।  এ বিষয়ে জানতে ঘটনার পর ইউপি সদস্য ওয়াইবা ত্রিপুরার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাশেম চৌধুরী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ আতুমং চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। চিকিৎসা করে ফিরে আসার পর মামলা হবে। তদন্ত করার পর এ ঘটনা কেন ঘটিয়েছে তা জানা যাবে।
২২ মে, ২০২৪

সাংবাদিককে হত্যাচেষ্টা মামলায় ১ জনের কারাদণ্ড, জরিমানা
ঝিনাইদহে সাংবাদিক আব্দুর রহমান মিল্টনকে হত্যাচেষ্টা ও সাংবাদিক অফিসে হামলা-ভাংচুর মামলার রায়ে আসামি শামিমুল ইসলাম ওরফে শামিমকে ২ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর আসামি জহুরুল ইসলাম হিরোকে খালাস দেয়া হয়েছে।  বুধবার (১৫ মে) দুপুরে ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক সঞ্জয় পাল এই রায় ঘোষণা করেন। খালাশপ্রাপ্ত জহিরুল ইসলাম হিরো ঝিনাইদহ প্রেসক্লাবের সহসম্পাদক ও সাজাপ্রাপ্ত শামীমুল ইসলাম শামীম ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬বছর আগে ২০১৮ সালের ১৫ ডিসেম্বর রাতে ঝিনাইদহ জেলা শহরের এইচএসএস সড়কে যমুনা টেলিভিশনের প্রতিনিধি আহমেদ নাসিম আনসারীর স্থানীয় অনলাইন কার্যালয়ে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালিয়ে সাংবাদিক আব্দুর রহমান মিল্টনকে হত্যার চেষ্টা করে। এ সময় তার সঙ্গে আরও এক সাংবাদিক গুরুত্বর আহত হন। হামলাকারীরা অফিস ভাঙচুর ও লুটপাট করে। গুরুত্বর আহত অবস্থায় রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় সাংবাদিক মিল্টনসহ ২জনকে। এ ঘটনায় শামিমুল ইসলাম শামিম ও জহুরুল ইসলাম হিরোর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনের নামে ঝিনাইদহ সদর  থানায় মামলা করেন সাংবাদিক আব্দুর রহমান মিল্টন। সেই মামলায় ২০১৯ সালের এপ্রিল মাসে ঝিনাইদহ সদর থানার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পুলিশ শামিমুল ইসলাম শামিম কে গ্রেপ্তার করে। পরবর্তীতে জামিনে মুক্ত হন। মামলাটির দীর্ঘ আইনি প্রক্রিয়া ও স্বাক্ষী শেষ বিজ্ঞ আদালত এই রায় দেন। সাংবাদিক আব্দুর রহমান মিল্টন বর্তমানে প্রতিদিনের বাংলাদেশ ও এখন টিভির রিপোর্টার হিসাবে ঝিনাইদহে কর্মরত আছেন। সাজাপ্রাপ্ত সাংবাদিক শামীমুল ইসলাম শামিম তাৎক্ষণিক ভাবে উচ্চ আদালতে আমিল করে জামিন লাভ করেছেন। 
১৬ মে, ২০২৪
X