তীব্র গরমে সৌদিতে এক হাজারের বেশি হজযাত্রীর মৃত্যু
চলতি বছর হজের মৌসুমে তীব্র গরমে সৌদিতে এক হাজারের বেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।  সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মারা যাওয়া এসব হজযাত্রীদের বেশিরভাগ নিবন্ধিত ছিলেন না। বৃহস্পতিবার (২০ জুন) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর পবিত্র মক্কা নগরীতে তাপমাত্রা প্রায় ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। চলতি হজের মৌসুমে তীব্র গরমে এক হাজারের বেশি হজযাত্রী মারা গেছেন। তাদের অর্ধেকের বেশি ছিলেন অনিবন্ধিত হাজি।  বৃতস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে নতুন করে আরও ৫৮ জন মিসরীয় হজযাত্রীর মৃত্যুর খবর জানানো হয়েছে। একটি কূটনীতিক সূত্র জানিয়েছে, চলতি বছর হজের মৌসুমে ৬৫৮ জন মিসরীয় হাজি মারা গেছেন। তাদের মধ্যে ৬৩০ জনই ছিলেন অনিবন্ধিত। এছাড়া এ বছর প্রায় ১০টি দেশ এক হাজার ৮১ জন হজযাত্রীর মৃত্যুর খবর জানিয়েছে।  চন্দ্র ক্যালেন্ডার হিসাবে হজের সময় নির্ধারণ করা হয়। সেই হিসাবে চলতি বছরও হজ গ্রীষ্মের সময়ে সম্পন্ন হয়েছে। এ সময়ে সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র মক্কার গ্রান্ড মসজিদে ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।  হজের সময় সৌদি কর্তৃপক্ষ কয়েক লাখ অনিবন্ধিত হজযাত্রীদের মক্কা থেকে বের করে দেওয়ার খবর জানায়। ফলে তীব্র গরমে সবচেয়ে নাজুক পরিস্থিতিতে পড়েছিলেন অনিবন্ধিত হজযাত্রীরা। কেননা নিবন্ধিত ১৮ লাখ হজযাত্রীর জন্য নির্ধারিত শীততাপ নিয়ন্ত্রিত জায়গাগুলোতে তারা প্রবেশ করতে পারেননি।  বৃহস্পতিবার এক আরব কূটনীতিক জানান, আরাফার দিবসের আগে নিরাপত্তা বাহিনী তাড়া করলে অনিবন্ধিত হাজিরা ক্লান্ত হয়ে পড়েন। তীব্র গরমে তারা নিঃস্তেজ হয়ে পড়েছেন। তিনি বলেন, এসব হজযাত্রীর মৃত্যুর প্রধান কারণ ছিল উচ্চ তাপমাত্র। যা উচ্চ রক্তচাপ ও অন্যান্য বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি করে।  প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর ইন্দোনেশিয়া থেকে প্রায় দুলাখ ৪০ হাজার নাগরিক হজে গিয়েছিলেন। তাদের মধ্যে ১৮৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত বছর দেশটির ৩১৩ জন হজযাত্রী মারা গিয়েছিলেন বলেও জানিয়েছে ইন্দোনেশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রণালয়।  হজে গিয়ে নাগরিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়া, ভারত, জর্ডান, ইরান, সেনেগাল, তিউনিসিয়া, সুদান এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানও। তবে অনেক ক্ষেত্রেই এসব দেশ মৃত্যুর কারণ উল্লেখ করেনি।   
২১ জুন, ২০২৪

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন তারা। এ নিয়ে চলতি বছর হজ পালনে গিয়ে পাঁচ বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে মক্কায় তিন এবং মদিনায় দুজন মারা যান। বৃহস্পতিবার মক্কার বাংলাদেশ হজ কাউন্সিলর জহিরুল ইসলাম জানান, মারা যাওয়া মোহাম্মদ ইদ্রিস (৬৪) চট্টগ্রামের রাউজানের ফতেপুরের বাসিন্দা। অন্যজনের নাম মোহাম্মদ মরতাজুর রহমান খান (৬৪)। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জে। গত বুধবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৮ হাজার ৯৯০ হজযাত্রী সৌদি আরব পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩৫ হাজার ২৪৩ জন।
২৫ মে, ২০২৪

মক্কায় আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত শনিবার মৃত্যুবরণ করেন তিনি। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু হলো। গতকাল রোববার সকালে মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর জহিরুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন। তিনি জানান, নিহত ব্যক্তির নাম মোস্তফা (৮৯)। তিনি ভোলা জেলার সদর উপজেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ইজি-০৭৪০৮৪৭। এর আগে, গত ১৫ মে মদিনায় আসাদুজ্জামান নামে আরেক বাংলাদেশি হজযাত্রী মারা যান। পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৭৬০ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৫ হাজার ১৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
২০ মে, ২০২৪

সৌদিতে আরও ১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। শনিবার (১৮ মে) মো. মোস্তফা নামের এক হজযাত্রী মক্কায় মারা যান। এর আগে, গত ১৫ মে সৌদি আরবে প্রথম বাংলাদেশি একজন হজযাত্রী মারা যান। মো. আসাদুজ্জামান নামের ওই হজযাত্রী মদিনায় মৃত্যুবরণ করেন। শনিবার (১৯ মে) দিবাগত রাত ২টায় হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২৮ হাজার ৭৬০ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৫ হাজার ১৩ জন যাত্রী সৌদিতে পৌঁছেছেন।  সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ৭২টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৫টি, সৌদি এয়ারলাইন্সের ২৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০টি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই। জানা গেছে, এখন পর্যন্ত ৮১ হাজার ৮৬২ জন হজযাত্রীর ভিসা হয়েছে। এবার বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। সেই হিসাবে এখনো ৩ হাজার ৩৯৫ জন হজযাত্রীর ভিসা হয়নি। এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জন হজ করতে যাবেন।
১৯ মে, ২০২৪

বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মদিনায়
সৌদি আরবের মদিনায় মো. আসাদুজ্জামান (৫৬) নামে এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর এ-১৩৫৬১০৩৪। তিনি নেত্রকোনার কেন্দুয়ার মাসকা ইউনিয়নের সাতাশী গ্রামের বাসিন্দা। বাবার নাম মোহাম্মদ নিকবার আলী। গতকাল শনিবার মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর জহিরুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন। চলতি হজ মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু হলো। এদিকে গতকাল সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ২৭ হাজার ১১১ হজযাত্রী সৌদি পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ এবং বেসরকারি ব্যবস্থাপনার ২৩ হাজার ৩৬৪ জন হজে গেছেন। এখন পর্যন্ত হজ ফ্লাইট পরিচালিত হয়েছে ৬৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৫টি, সৌদি এয়ারলাইন্সের ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২০টি। এবার হজ কার্যক্রমে যুক্ত ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত এজেন্সির সংখ্যা ২৫৯টি। গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে।
১৯ মে, ২০২৪

সৌদিতে চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে মো. আসাদুজ্জামান নামে বাংলাদেশি এক হজযাত্রী মারা গেছেন। তিনি ১৫ মে মদিনায় মারা যান। তার পাসপোর্ট নম্বর এ-১৩৫৬১০৩৪। শনিবার (১৮ মে) ভোররাত ৩টার দিকে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। এবারের হজে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে মো. আসাদুজ্জামানের মৃত্যু হয়। এদিকে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিনে বলা হয়েছে, হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত রাত ৩টা পর্যন্ত ২৭ হাজার ১১১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। অন্যদিকে এখনো ৪ হাজার ২৫৬ জন হজযাত্রীর ভিসা হয়নি। সবশেষ হিসাবে যত হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২৩ হাজার ৩৬৪ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার হজফ্লাইট পরিচালিত হয়েছে ৬৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৫টি, সৌদি এয়ারলাইন্সের ২৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০টি। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এবার হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত এজেন্সির সংখ্যা ২৫৯টি। উল্লেখ্য, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন হজযাত্রীরা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সালে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। আর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং ২২ জুলাই শেষ হবে।
১৮ মে, ২০২৪

১১৯ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
বুধবার (২ আগস্ট) শেষ হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত মোট ৩০৯টি ফিরতি হজ ফ্লাইটে ১ লাখ ১৪ হাজার ১৮ জন হাজী দেশে ফিরেছেন।  ২৭ জন মহিলাসহ ১১৯ জন বাংলাদেশের হজযাত্রী বিভিন্ন সময়ে ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১ আগস্ট) রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে। পোর্টালে জানানো হয়, বাংলাদেশ বিমানের মোট ১৫৩টি ও সৌদি এয়ারলাইন্সের ১০৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪৭টি বিমানে এসব হজ যাত্রীরা দেশে ফিরেছেন।   আরও পড়ুন : হজে হারিয়ে গিয়েছিলেন ধর্মপ্রতিমন্ত্রী গত ২৭ জুন অনুষ্ঠিত পবিত্র হজ পালন শেষে গত ২ জুলাই থেকে সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইটে হাজীরা দেশে ফিরতে শুরু করেন। গত ২ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলতি বছর ৩২৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ  মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ যাত্রী সৌদি আরব গেছেন। আগামীকালের মধ্যে সব হজযাত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ৮৬ হাজার ৯০০ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।  চলতি বছর  ২৭ জন মহিলাসহ ১১৯ জন বাংলাদেশের হজযাত্রী বিভিন্ন সময়ে ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ৯৫ জন, মদিনায় ১০ জন, জেদ্দায় ২ জন, মিনায় ৯ জন,  আরাফায় ২ জন ও মুজদালিফায় ১ জন ইন্তেকাল করেন।
০১ আগস্ট, ২০২৩
X