দিকে দিকে শুধু ফিলিস্তিনপন্থি আওয়াজ / শিগগির স্বীকৃতি দেবে স্লোভেনিয়া ও মাল্টা
ইউরোপের দুই দেশ স্লোভেনিয়া ও মাল্টাও শিগগির ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে তাদেরও একই সময়ে এ স্বীকৃতি দেওয়ার কথা ছিল। কিন্তু পরে স্লোভেনিয়া ও মাল্টা সময় পিছিয়ে দেয়। সম্প্রতি স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রাবার্ট গোলব বলেন, আমরা এ ধরনের একটি প্রক্রিয়া এরই মধ্যে শুরু করেছি। যত বেশি দেশ আমাদের সঙ্গে যোগ দেবে, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির সম্ভাবনা তত বেড়ে যাবে। সেইসঙ্গে ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র পাওয়ার অধিকার তত মজবুত হবে। এর আগেও তিনি ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। রাফাতে হামলা অনেক মানবিক বিপর্যয় সৃষ্টি করবে বলেও তিনি ইসরায়েলকে সতর্ক করেন। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন। আগামী ১৩ জুনের মধ্যে তার সরকার ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে জানান। অন্যদিকে মাল্টাও একই সময়ে এ স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে।
৩০ মে, ২০২৪
X