চমক রেখেই স্বাগতিক দুই দেশের দল ঘোষণা
আর মাত্র ২৮ দিন পরেই মাঠে গড়াবে বৈশ্বিক ক্রিকেটের অন্যতম বড় আসর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবারের মতো ২০ দল নিয়ে আয়োজিত এই আসরের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বেশ কয়েকটি দেশ। এবার সেই তালিকায় যোগ দিল আসরটির স্বাগতিক দুই দেশ ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। এবারের এই আসরে দুবারের শিরোপাজয়ী ও আসরের সহআয়োজক ওয়েস্ট ইন্ডিজকে বিশেষজ্ঞরা ফেভারিটদের কাতারে না রাখলেও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বাসিন্দারা ছেড়ে কথা বলবে না। ক্যারিবীয়দের মেরুন জার্সিতে জুনের এই বৈশ্বিক আসরে মাঠ মাতাবেন আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ারের মতো তারকারা। টেস্টে অজিবধের নায়ক শামার জোসেফকেও সুযোগ দেওয়া হয়েছে দলে। শুক্রবার (৩ মে) সংবাদ সম্মেলনের মাধ্যমে আসরের স্বাগতিকদের ১৫ সদস্যের দল ঘোষণা করেন উইন্ডিজের সাদা বলের কোচ ড্যারেন সামি। এবারের আসরে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে নামবে হার্ড হিটার রভম্যান পাওয়েলের নেতৃত্বে। দলে চমক বলতে গেলে পেসার শামার জোসেফের উপস্থিতি। এই পেসারের এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকই হয়নি। অবশ্য ২৪ বছর বয়সী এ পেসার বাদে গুদাকেশ মোতি ও শেরফান রাদারফোর্ডকে কিছুটা অনভিজ্ঞ বলা যায়। এই তিনজন ছাড়া অবশ্য বাকিদের সবাই আন্তর্জাতিক ক্রিকেটে বেশ অভিজ্ঞ ও সমৃদ্ধ।    সহআয়োজক যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে অবশ্য বেশ অভিনবত্ব রয়েছে। ১৫ সদস্যের যুক্তরাষ্ট্র দলে রয়েছে পাঁচ দেশের ১১ ক্রিকেটার। যেখানে সবচেয়ে বেশি ৫ জন ভারতের। এ ছাড়াও পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার দুজন, নিউজিল্যান্ডের ১ এবং যে দেশের হয়ে তারা খেলবেন সেই যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া খেলোয়াড় আছে মাত্র চারজন।   তবে তাদের দলে সবচেয়ে বড় চমক আন্তর্জাতিক ক্রিকেটে বেশ অভিজ্ঞ সাবেক কিউই অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের উপস্থিতি। ২০১২-২০১৮ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের জার্সিতে মাঠ মাতিয়েছেন এই হার্ডহিটার অলরাউন্ডার। অবশ্য ২৫মে পর্যন্ত চাইলে দলটি আইসিসির অনুমতি ছাড়াই পরিবর্তন আনতে পারবে।   ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, জনসন চার্লস, রস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড। যুক্তরাষ্ট্রের স্কোয়াড : মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, এন্ড্রিস গোস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্ড কুমার, নিসর্গ প্যাটেল, নীতিশ কুমার, নসথুশ কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শেডলি ভ্যান, স্টিভেন টেইলর ও শায়ান জাহাঙ্গীর।      
০৪ মে, ২০২৪

আফ্রিকান কাপ অব নেশন্স / জয়ে শুরু স্বাগতিক আইভরি কোস্টের
আফ্রিকা মহাদেশের বিশ্বকাপ খ্যাত আফ্রিকান কাপ অব নেশন্সে শুভ সূচনা করেছে আয়োজক দেশ আইভরি কোস্ট। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে একমাত্র ম্যাচে গিনি-বিসাউকে হারানোর স্বাদ পেয়েছে স্বাগতিক দেশটি। শনিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে স্তাদিও অলিম্পিক আলাসানে কুয়াত্তারা স্টেডিয়ামে ২-০ ব্যবধানে গিনি-বিসাওকে হারিয়েছে আইভরি কোস্ট। সৌদি আরবের আল নাসর মিডফিল্ডার সেকো ফোফানা ও সার্বিয়ান ক্লাব রেডস্টার বেলগ্রেড স্ট্রাইকার জেন ফিলিপে ক্রাসো একটি করে গোল করেন।  ১৯৮৪ সালের পর আবারও আফ্রিকান কাপ অফ নেসন্সের (আফকন) আয়োজক হয়েছে আইভরি কোস্ট। প্রতিযোগতার উদ্বোধনী দিনে নিজের দেশকে উৎসাহ দিতে রাজধানী আবিদজানের আলাসানে কুয়াত্তারায় হাজির হয়েছিল প্রায় ৬০ হাজার সমর্থক। দর্শক-সমর্থকদের ভালো মতো আসন গ্রহণের আগেই এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৪ মিনিটের মাথায় আইভরি কোস্টকে উৎসবের উপলক্ষ এনে দেন স্বাগতিক মিডফিল্ডার সেকো ফোফানা।  ডি-বক্সের সামনে থেকে দুর্দান্ত ভলিতে চোখ ধাঁধানো এক গোল করেন আল নাসর মিডফিল্ডার। প্রথমার্ধের শেষ সময়ে আরও একবার এগিয়ে যেত পারত আইভরি কোস্ট। ফ্রাঙ্ক কেসির পাস থেকে নেওয়া গোলদাতা সেকো ফোফানার শট ক্রসবারে লেগে ফেরত আসে।   বিরতি থেকে ফিরে ম্যাচের দ্বিতীয় ও শেষ গোলটি করেন জেন-ফিলিপ ক্রাসো। ৫৮ মিনিটের মাথায় ২-০ তে লিড পায় আইভরি কোস্ট। সার্বিয়ার রেডস্টার বেলগ্রেডের হয়ে খেলা ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার। বাকি সময়ে দুদল গোল করতে ব্যর্থ হলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আইভরি কোস্ট। আগামী বৃহস্পতিবার নিজেদের পরবর্তী ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে খেলবে দুইবারের আফকন চ্যাম্পিয়ন আইভরি কোস্ট। নাইজেরিয়া নিজেদের প্রথম ম্যাচে রাতে নামবে ইকুয়াটোরিয়াল গিনির বিপক্ষে।  
১৪ জানুয়ারি, ২০২৪

ইরানের পর স্বাগতিক ওমানকে উড়িয়ে দিল বাংলাদেশ
স্বাগতিক ওমানকে ৯ গোল দিয়ে এবার দাপট দেখাল বাংলাদেশ নারী হকি দল। সালালায় অনুষ্ঠিত ‘ফাইভ এ সাইড’ হকি প্রতিযোগিতায় টানা তৃতীয় জয় তুলে নিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। এ নিয়ে চার ম্যাচের মধ্যে তিনটিতে জয়ের দেখা পেল বাংলাদেশ। শুক্রবার রাতে চায়নিজ তাইপেকে ১০-৫ গোলে হারিয়েছিল বাংলাদেশ। গতকাল সকালে ইরানের মেয়েদের ৯-৩ গোলে উড়িয়ে দিয়েছেন অর্পিত পালরা। রাতে ওমানকে ৯-২ উড়িয়ে দিয়ে শক্তির পরিচয় দেয় বাংলাদেশ নারী হকি দল। দুটি ম্যাচেই সেরা খেলোয়াড় হন রিয়া আরিন। ইরানের বিপক্ষে ৪ গোলের পর ওমানকে ৫ গোল দেন তিনি। আজ সকালে হংকংয়ের বিপক্ষে খেলবে মেয়েরা। প্রথম থেকেই ইরানের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ। ম্যাচের প্রথম মিনিটে ইরানের জালে গোল করেন বাংলাদেশের অর্পিতা পাল। ৪ মিনিটের সময় গোলটি পরিশোধ করেন ইরানের এলমিরা পৌপাশ। গোল হজম করার পর প্রথমার্ধেই ইরানের জালে আরও চারটি গোল করে বাংলাদেশ। এ সময়ে অর্পিতা দুটি এবং মুক্তা খাতুন ও রিয়া আইরিন একটি করে গোল করেন। বিরতি থেকে ফিরে ইরানের গোলপোস্টে আরও চারবার বল জড়ান বাংলাদেশি মেয়েরা। ১৬ মিনিটের সময় নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক করেন অর্পিতা। এ ছাড়া ১৭ ও ৩০ মিনিটে আরও দুটি গোলের সুবাদে হ্যাটট্রিক পূর্ণ করেন মুক্তা খাতুন। ফলে ইরানের বিপক্ষে ৯-৩ গোলের জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ফিল্ড, পেনাল্টি স্ট্রোক সব মাধ্যম থেকেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। নারী হকি দল প্রথমবারের মতো ‘ফাইভ এ সাইড’ আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
২৭ আগস্ট, ২০২৩
X