কথা রাখতে পারেননি ডুবে যাওয়া ফেরির মাস্টার, স্বজনদের আহাজারি
মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে ফেরিডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবির। ঘটনার তিন দিনেও তার সন্ধান মেলেনি। স্বজনরা বলছেন, সুযোগ ও ছুটির অভাবে দুই মাস বাড়ি যেতে পারেননি তিনি। ওই দিন দায়িত্ব শেষে মেয়ের জন্য শীতের পোশাক কিনে বাড়িতে ফেরার কথা ছিল হুমায়ুনের।  কিন্তু তিনি কথা রাখতে পারেননি।এদিকে হুমায়ুনের পরিবারে চলছে শোকের মাতম। হুমায়ুনের গ্রামের বাড়ি পিরোজপুরে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি বিআইডাব্লিউটিসিতে ২০১১ সালে চাকরিতে যোগদান করেন। হুমায়ুনের ছোট ভাই শাওন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ট্রলার নিয়ে ঘাটে গিয়ে ভাইকে খুঁজেছি। কয়েকটি ট্রাক উদ্ধার করা হলেও তার ভাইয়ের কোনো খোঁজ মেলেনি। ফেরি রজনীগন্ধার স্টাফদের বরাত দিয়ে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম-বাণিজ্য) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ঘন কুয়াশার কারণে ফেরিটি নদীতে নোঙর করেছিল। ফেরিতে সাতটি ছোট ও বড় দুটি ট্রাক ছিল। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার পর ফেরিটি ডুবে যেতে থাকে। এ সময় যানবাহনের চালক, সহকারী এবং ফেরিতে কর্মরত লোকজন দ্রুত নদীতে ঝাঁপ দেন। তাদের স্থানীয়রা এবং পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে।
১৯ জানুয়ারি, ২০২৪

ভৈরবে ট্রেন দুর্ঘটনা / হতাহত ও নিখোঁজদের জন্য স্বজনদের আহাজারি
কিশোরগঞ্জের ভৈরবে কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধু একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে হতাহত ও নিখোঁজ স্বজনদের আহাজারি করতে দেখা গেছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে ভৈরব রেল স্টেশনের আওটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব রেলওয়ে থানার ওসি মো. আলিম হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে। জানা গেছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।
২৩ অক্টোবর, ২০২৩
X