প্যারিস অলিম্পিকে স্প্রিন্টার ইমরানুর
প্যারিস অলিম্পিক খেলার নিশ্চয়তা পেলেন স্প্রিন্টার ইমরানুর রহমান। ওয়াইল্ড কার্ড নিয়ে লন্ডন প্রাবাসি এ অ্যাথলেট গেমসে অংশগ্রহণ করবেন। এক ফেজবুক পোস্টে সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ইমরানুর রহমান নিজেই। সোমবার রাতে এক ফেজবুক পোস্টে ইমরানুর রহমান লিখেছেন, ‘প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। এ ইভেন্টে ভাল নৈপুণ্য প্রদর্শনের জন্য আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন।’ এ নিয়ে বাংলাদেশের তিন ক্রীড়াবিদের প্যারিস অলিম্পিক খেলার বিষয় নিশ্চিত হল। শুটার রবিউল ইসলামের পর পর ওয়াইল্ড কার্ড নিশ্চিত হয়েছে ইমরানুর রহমানের। আরেক ক্রীড়াবিদ আরচারির সাগর ইসলাম। কোটা প্লেসে (অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন) খেলবেন বাংলাদেশী এ তীরন্দাজ।  বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত মাত্র ৩ ক্রীড়াবিদ কোটা প্লেস অর্জন করলেন। ২০১৬ সালে দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক খেলার রেকর্ড গড়েন গলফার সিদ্দিকুর রহমান। যোগ্যতা অর্জন করে ২০২০ সালের আসরে খেলেছেন আরেক তীরন্দাজ রোমান সানা। এবার যাচ্ছে সাগর ইসলাম।  
০২ জুলাই, ২০২৪
X