গরমে অসুস্থ হয়ে হাসপাতালে দুই স্কুল শিক্ষার্থী
বরিশালের বাকেরগঞ্জে প্রচণ্ড গরমে ক্লাস চলাকালে দুই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রচণ্ড গরমে ওই দুই শিক্ষার্থী জ্ঞান হারিয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। অসুস্থ শিক্ষার্থীরা হলো বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ফাইজা কবির (১৩) ও উপজেলার গারুরিয়া ইউনিয়নের বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ডলি আক্তার (১৪)। বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ জানান, মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতো স্কুলে আসে ফাইজা কবির নামের ওই শিক্ষার্থী। ক্লাস চলাকালে দুপুরে শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে গারুরিয়া ইউনিয়নের বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পূজা বনিক জানান, সকালে ক্লাসের সময় নবম শ্রেণির ছাত্রী ডলি আক্তার সুস্থ ও স্বাভাবিক ছিল। দুপুরে ওয়াশরুমে যাওয়ার কথা বলে উঠে দাঁড়ালে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মুনয়েম সাদ কালবেলাকে জানান, প্রচণ্ড গরমে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স এলে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
২২ মে, ২০২৪

পাবনায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত
পাবনার চাটমোহরে কোচিং শেষ করে বাড়ি ফেরার পথে করিমনচাপায় রিমি খাতুন নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারি) চাটমোহর-পাবনা সড়কের অমৃতকুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমি খাতুন অমৃতকুন্ডা এলাকার জাইদুল ইসলামের মেয়ে এবং সেন্ট রিটার্স হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এদিকে ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সড়ক অবরোধ করে সহপাঠীরা। স্থানীয়রা জানান, এক সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিলেন সেন্ট রিটার্স হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিমি। এ সময় রিমি অমৃতকুন্ডা মোহাম্মদপুর কওমি মাদ্রাসা এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা দুধের ক্যানবোঝাই করিমন চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং রিমি খাতুনকে চাপা দেয়। স্থানীয়রা রিমি খাতুনকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই করিমনের চালক পালিয়ে যায়। চাটমোহর থানার ওসি সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুপুর ২টার দিকে সেন্ট রিটার্স হাইস্কুলের শিক্ষার্থীরা স্কুলের সামনে সড়ক অবরোধ করলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
১১ মার্চ, ২০২৪
X