৫০ টাকার জন্য স্কুলছাত্রীর আত্মহত্যা
মায়ের কাছে জমা রাখা টাকা চাওয়ার পর না পেয়ে রাগে ক্ষোভে সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাঝ সখিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে দেবহাটা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্কুলছাত্রীর বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাঝ সখিপুর গ্রামে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, হেমা জামা কেনার জন্য পিতার কাছ থেকে টাকা নিয়ে তার মায়ের কাছে রেখে দিয়েছিল। বৃহস্পতিবার সকালে হেমা তার মায়ের কাছে জামা রাখা টাকা থেকে ৫০ টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন। এতে ক্ষেপে গিয়ে সে খুব রাগারাগি করে। এ ঘটনার পর ছাত্রীর মা তার বাবাকে খুঁজতে বাড়ির বাইরে গেলে ঘরের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার মা ও পরিবারের সদস্যরা ঘরে ঢুকে তাকে ঝুলন্ত দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাধন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দেবহাটা থানার ওসি শেখ মাহমুদ হোসেন জানান, স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
০১ ফেব্রুয়ারি, ২০২৪
X