বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে ব্রাজিল
প্রথমবারের মতো বাংলাদেশি শিক্ষার্থীদের স্বলারশিপ দেবে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। এই স্কলারশিপের আওতায় ব্রাজিলের শতাধিক সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ মিলবে তাদের। সম্প্রতি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর। মাধ্যমিক ও সমপর্যায়ের পরীক্ষায় নম্বর থাকতে হবে ৬০ শতাংশ। স্নাতক পর্যায়ে যারা পড়তে চান, তারা আগামী জুলাই মাস পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। তবে ব্রাজিলে থাকা-খাওয়ার খরচ শিক্ষার্থীকেই বহন করতে হবে। এ জন্য শিক্ষা চলাকালে ব্রাজিলে জীবনধারণের ব্যয় বহন করা শিক্ষার্থীর পক্ষে সম্ভব হবে কি না, এ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা আছে, বর্তমান সময়ে ব্রাজিলে জীবনধারণের ব্যয় মাসে ন্যূনতম ৪০০ ডলার যা বাংলাদেশি টাকায় মাাসে প্রায় ৪৭ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এই ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন : [email protected] অথবা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি নিচে দেখতে পারেন।
৩০ জুন, ২০২৪

ফিলিস্তিনি ৫০ ছাত্রীকে স্কলারশিপ দেবে ড্যাফোডিল ইউনিভার্সিটি
সম্পূর্ণ বিনা বেতনে পড়ালেখার জন্য ৫০ ফিলিস্তিনি ছাত্রীকে স্কলারশিপ দেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) কর্তৃপক্ষ। রোববার (৫ মে) সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদানের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদ। সেখানেই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ফিলিস্তিনের গাজার ৫০ ছাত্রীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে বৃত্তি ঘোষণা করেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ জানিয়েছে, এ বৃত্তির অধীনে ৫০ ছাত্রী ২০২৪ সালের ফল সেমিস্টারে একাডেমিক প্রয়োজনীয়তা পূরণ করে বিনামূল্যে বৃত্তিসহ আগামী ১ জুলাই ২০২৪ থেকে পড়াশোনা শুরু করতে পারবে। কর্তৃপক্ষের মতে, এমন সিদ্ধান্ত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃত্তি পাওয়া ফিলিস্তিনি ছাত্রীদের জন্য ড্যাফোডিল স্মার্টসিটিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নারী আবাসিক হলে আবাসন সুবিধা দেওয়া হবে। এ ছাড়া শিক্ষার্থীদের গুণগত শিক্ষার পাশাপাশি তাদের সাইকো সেশ্যাল সাপোর্টও নিশ্চিত করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত ছাত্রছাত্রীদের জীবিকা নির্বাহের বিষয়ে, ডিআইইউ ক্যাম্পাসে তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর জীবনযাপন ও অধ্যয়নের পরিবেশ নিশ্চিত করার জন্য উপযুক্ত স্পন্সর খুঁজতে একসঙ্গে কাজ করবে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এই বৃত্তি দেওয়ার মাধ্যমে ডিআইইউ উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের জন্য একটি ঘরোয়া ও অনুকূল পরিবেশ দিতে সক্ষম হবে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সমর্থনের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। বৈঠকে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ- উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ ইমরান হোসেন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আক্তার হোসেন, বাণিজ্য ও উদ্যোক্ত বৃত্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাসুম ইকবাল, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সস অনুষদের ডিন প্রফেসর ড. মো. বেলাল হোসেন, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাহাবুবুর রহমান প্রমুখ।
০৬ মে, ২০২৪

ফিলিস্তিনি ৫০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে আইআইইউসি
সম্পূর্ণ বিনা বেতনে পড়ালেখার জন্য ৫০ ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ দিচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। বিশ্ববিদ্যালয়ের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন উদ্যোগে আইআইইউসির গতিশীলতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে অনুরোধ জানান ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। গত ২৪ এপ্রিল আইআইইউসির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির সভায় ৫০ ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপের মাধ্যমে বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়। পরে ৩ মে ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সভাপতিত্বে বোর্ড অব ট্রাস্টিজের ১১তম সভায় ট্রাস্টের সদস্যদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এই শিক্ষার্থীদের আবাসন সুবিধাও দেওয়া হবে। এ ছাড়া আইআইইউসিতে ‘এনভিশনিং দ্য ফিউচার: টিচিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার’ বিষয়ক দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্সও হয়েছে। সেখানে মূল বক্তব্য দেন ভারতের আলীগড় মুসলিম ইউনিভার্সিটির অধ্যাপক ড. সানাউল্লাহ আল-নদভী। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন।
০৫ মে, ২০২৪

ফিলিস্তিনের ৫০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে আইআইইউসি
সম্পূর্ণ বিনা বেতনে পড়ালেখার জন্য ৫০ জন ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ দিচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। বিনা বেতনে পড়ালেখার সুযোগ করে দেওয়ার জন্য ইতোমধ্যে বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে। এমন উদ্যোগের কারণে এই বিশ্ববিদ্যালয়ের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলেও জানান সংশ্লিষ্টরা। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনার প্রেক্ষিতে রাষ্ট্রদূতের অনুরোধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত ২৪ এপ্রিল আইআইইউসির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির সভায় ৫০ জন ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের মাধ্যমে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়। পরে ৩ মে আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সভাপতিত্বে বোর্ড অব ট্রাস্টিজের ১১তম সভা হয়। ওই সভায় ট্রাস্টের সদস্যদের উপস্থিতিতে অর্ধশত ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থীকে আইআইইউসিতে বিনা বেতনে পড়ার সুযোগ দিয়ে স্কলারশিপ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। নির্যাতিত ফিলিস্তিনি শিক্ষার্থীদের বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের বিশ্ববিদ্যালয়গুলো পড়ার সুযোগ করে দিচ্ছে; সেই ধারাবাহিকতায় বাংলাদেশের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। সব শিক্ষার্থীকে শতভাগ স্কলারশিপ প্রদানের মাধ্যমে আবাসন সুবিধাসহ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। এ ছাড়াও ইতোমধ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) ‘এনভিশনিং দ্য ফিউচার : টিচিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার’ বিষয়ে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্সও হয়েছে। এতে বক্তারা বলেছিলেন, মানবসভ্যতার উন্নতির জন্য নতুন চিন্তার উন্মেষ ঘটাতে হবে। এই উন্মেষ ঘটবে ভাষা ও সাহিত্য চর্চার মাধ্যমে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে ভাষা ও সাহিত্য চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে ভাষা শিক্ষা ও সাহিত্য চর্চার মাধ্যমে উন্নত জাতি গঠনের আলোকে আইআইইউসি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তারা। এসময় ভারতের আলীগড় মুসলিম ইউনিভার্সিটির প্রফেসর ড. সানাউল্লাহ আল-নদভী কি-নোট বক্তব্যে বলেছিলেন, মানবসভ্যতা ভাষা আর সাহিত্যকে পুঁজি করে ইতিবাচক ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ভাষা আর সাহিত্যে ক্লাসিক্যাল, মডার্ন, পোস্ট মডার্ন, ওরিয়েন্টাল, ইসলামিক এবং ইউরোপীয় প্রভাব পরিলক্ষিত হয়েছে। সমস্ত প্রভাব মানবজাতির সার্বিক কল্যাণকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এই কনফারেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। এই বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণারসহ নানা উদ্যোগে কাজ চলছে।
০৪ মে, ২০২৪

প্রতিবছর ফিলিস্তিনের ২০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রতি বছর কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি শিক্ষার্থীকে বৃত্তি ও আবাসিক সুবিধাসহ আন্ডারগ্র্যাজুয়েট এবং মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত মি. ইউসুফ এস. ওয়াই. রামাদান উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে আসলে তাকে তিনি এ আশ্বাস দেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি শিক্ষার্থী ভর্তি, বৃত্তি এবং আবাসিক সুবিধা প্রদানের বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এসময় ফিলিস্তিন রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নে আগ্রহী ফিলিস্তিনি শিক্ষার্থী বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভর্তি ও বৃত্তি প্রদানের জন্য উপাচার্যকে অনুরোধ করেন।  তিনি আরও বলেন, বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ১৯৭১ সালে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনি জনগণের পক্ষে জোড়ালো অবস্থান নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থী বিশেষ করে নারী শিক্ষার্থীকে বৃত্তি ও আবাসিক সুবিধাসহ আন্ডারগ্র্যাজুয়েট এবং মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া হবে। ঢাবিতে অধ্যয়নকালে ফিলিস্তিনি শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে বলে তিনি রাষ্ট্রদূতকে জানান। উপাচার্য ফিলিস্তিন বিশেষ করে গাজা’র অধিবাসীদের ওপর ইসরাইলি দখলদার বাহিনীর বর্বর ও নির্মম হামলা, গণহত্যা ও অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সকল জনগণ ফিলিস্তিনি বন্ধুদের প্রতি সবসময় সহানুভূতিশীল বলে তিনি উল্লেখ করেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং ঢাবি-এ ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে গভীর আগ্রহ প্রকাশের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তাদের সাক্ষাৎকালে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সামসাদ মুর্তুজা এবং জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।
৩০ এপ্রিল, ২০২৪

জাপানে স্কলারশিপ
জাপান সরকার হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশনের সহযোগিতায় বিদেশি ছাত্রদের জন্য স্কলারশিপ দিচ্ছে, যারা ২০২৪-২৫ একাডেমিক সেশনে শুরু হওয়া স্নাতকোত্তর বা ডক্টরাল ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে চায়। বৃত্তিটি বিদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। স্কলারশিপের স্পন্সর জাপান সরকার এবং হোস্ট প্রতিষ্ঠান ডক্টরেট বা স্নাতকোত্তর ডিগ্রির জন্য জাপানি স্নাতক স্কুল। এর বৃত্তি মূল্য সম্পূর্ণ অর্থায়িত ও অধ্যয়ন স্তর স্নাতকোত্তর বা ডক্টরাল ডিগ্রি। ডিগ্রি অর্জনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সময়কালজুড়ে বৃত্তিটি মাসিক ভিত্তিতে প্রদান করা হবে। বৃত্তির পরিমাণ—১-২ বছরের জন্য মাসে প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা, ৩ বছরের জন্য মাসে ১ লাখ ৩২ হাজার এবং ৪-৫ বছরের জন্য মাসে ১ লাখ ১১ হাজার টাকা। জাপান সরকার কর্তৃক বিদেশি ছাত্রদের জন্য বৃত্তির জন্য যোগ্য হতে আবেদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক ছাত্র হতে হবে, যার কি না জাপানের নাগরিকত্ব নেই। পেশাদার স্নাতক স্কুলে নথিভুক্ত আবেদনকারীরা আবেদন করতে পারবেন না এবং অন্তত একটি গবেষণা পরিকল্পনা জমা দিতে হবে। স্নাতক পর্যন্ত তালিকাভুক্তির সময়কাল অবশ্যই ১২ মাসের বেশি হতে হবে। পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই ৩৫ বছর বয়সের মধ্যে পিএইচডি কোর্স শুরু করতে হবে। মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদনকারীকে অবশ্যই ৩০ বছর বয়সের মধ্যে মাস্টার কোর্স শুরু করতে হবে। শিক্ষার্থীকে অবশ্যই জাপানি ভাষায় মৌলিক কথোপকথন করতে জানতে হবে। সাক্ষাৎকার জাপানি ভাষায় হবে। অনলাইন অ্যাপ্লিকেশন: https://entry.hisf.or.jp। শেষ তারিখ: ৩০ এপ্রিল। বিস্তারিত: https://www.hisf.or.jp/en/scholarship/foreigner/।
২৮ এপ্রিল, ২০২৪

স্কলারশিপ নিয়ে মধ্যপ্রাচ্যের পড়ার সুযোগ, রয়েছে চাকরির সুবিধাও
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শিক্ষার্থীদের পড়তে যাওয়ার আগ্রহ তেমন একটা থাকে না। তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনেক বিশ্ববিদ্যালয় বিনা খরচে বৃত্তি দিচ্ছে। মধ্যপ্রাচ্যের অনেক বিশ্ববিদ্যালয়ে আইএলটিএস ছাড়াই বৃত্তির জন্য আবেদন করা যাবে। আরব দেশগুলোয় পড়তে যাওয়ার সুবিধা হলো, সেখানে চাকরির সুবিধা রয়েছে। আর বেতন করমুক্ত। ফলে পড়াশোনা শেষ করে, নানা ধরনের চাকরির সুযোগ পাওয়া যাবে। সম্পূর্ণ অর্থায়নে বৃত্তির সুযোগ দিচ্ছে এমন কয়েকটি বিশ্ববিদ্যালয়। নিম্নে বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো- কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় বৃত্তি সৌদি আরবের এ বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডিতে বিনা খরচে বৃত্তির সুযোগ রয়েছে। কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় বৃত্তি সৌদি আরবের এ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর, এমবিএ এবং পিএইচডিতে সম্পূর্ণ বিনা খরচে বৃত্তির সুযোগ রয়েছে। কিং আবদুল্লাহ বৃত্তি সৌদি আরবে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তর, এমবিএ এবং পিএইচডিতে বিনা খরচে বৃত্তির সুযোগ রয়েছে। ইসলামি বিশ্ববিদ্যালয় মদিনা স্নাতক শ্রেণিতে সম্পূর্ণ বিনা খরচে বৃত্তির সুযোগ রয়েছে এ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়টি সৌদি আরবে অবস্থিত। হামিদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় বৃত্তি কাতারের হামিদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডিতে বৃত্তির সুযোগ দেয়। মিনিস্টি অব অ্যাডুকেশন বৃত্তি এ বৃত্তি স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডিতে বিনামূল্যে পড়াশোনার সুযোগ মিলবে। কুয়েত সরকারি বৃত্তি স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডিতে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ দেয় কুয়েতের এ বৃত্তি। কাতার বিশ্ববিদ্যালয় বৃত্তি স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডিতে বিনা খরচে পড়াশোনার সুযোগ দেয় কাতারের এ বৃত্তি। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েটস স্টাডিজ বৃত্তি কাতারের এ ইনস্টিটিউট স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডিতে পড়ার জন্য বৃত্তি দেয়। সংযুক্ত আরব আমিরত বিশ্ববিদ্যালয় বৃত্তি স্নাতকোত্তর এবং পিএইচডিতে সম্পূর্ণ বিনা খরচে বৃত্তি দেয় সংযুক্ত আরব আমিরাতের এ বিশ্ববিদ্যালয়। খলিফা বিশ্ববিদ্যালয় বৃত্তি সংযুক্ত আরব আমিরাতের এ বিশ্ববিদ্যালয় স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, প্রি মেডিসিন ব্রিজ প্রোগ্রাম, ডক্টর অব মেডিসিনে সম্পূর্ণ বিনা খরচে বৃত্তি দেয়। এসব বৃত্তির আওতায় বিমানের টিকিট, থাকা, খাওয়া, স্বাস্থ্যসেবার সুবিধাসহ মাসিক ভাতাও দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি বৃত্তিরই আরও বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। বৃত্তির বিস্তারিত দেখতে এ লিংকে প্রবেশ করুন।
১৯ মার্চ, ২০২৪

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের গ্রেট স্কলারশিপ ঘোষণা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রেট স্কলারশিপ ঘোষণা করেছে ব্রিটিশ কাউন্সিল। গ্রেট স্কলারশিপ যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন ‘দ্য গ্রেট স্কলারশিপ’-এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা অটাম ২০২৪ সেশন থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ পাবেন। এজন্য ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। বিট্রিশ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কলারশিপ প্রোগ্রামের অংশ হিসেবে ফাইন্যান্স, মার্কেটিং, বিজনেস, সাইকোলজি ডিজাইন, হিউম্যানিটিজ ও ডান্সসহ অন্যান্য বিষয়ে এ বছর যুক্তরাজ্যের ৭১টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর করার ক্ষেত্রে ১৫টি গ্রেট স্কলারশিপের সুযোগ দিচ্ছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এক বছরের স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নের ক্ষেত্রে টিউশন ফি হিসেবে প্রতিটি গ্রেট স্কলারশিপের জন্য ১০ হাজার পাউন্ড অনুদান দেওয়া হয়।    এ ছাড়াও মিনিস্ট্রি অব জাস্টিসের অংশীদারিত্বে গ্রেট স্কলারশিপ ২০২৪ প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের আইন ও বিচার বিষয়ে অধ্যয়নের জন্য ৩টি বৃত্তি দেওয়া হবে। যার মাধ্যমে এ প্রোগ্রামে অংশগ্রহণকারী যুক্তরাজ্যের ৩টি বিশ্ববিদ্যালয়ে উল্লিখিত বিষয়ে পড়ার সুযোগ পাবেন বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীরা। বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী মানবাধিকার, সম্পত্তি আইন, ফৌজদারি বিচার ও বাণিজ্য আইনসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী তারা এ বৃত্তির জন্য আবেদন করতে পারেন। পাশাপাশি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাওয়া যাবে এ স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে। এ বৃত্তির অধীনে এ প্রোগ্রামে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহের যে কোনো একটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাসটেইনেবল ইঞ্জিনিয়ারিং এবং মনোবিজ্ঞানের মতো বিজ্ঞান ও প্রযুক্তি-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অধ্যয়নের ক্ষেত্রে আবেদন করার সুযোগ রয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি করার পাশাপাশি যুক্তরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অর্জন উদযাপনের লক্ষ্যে কাজ করে গ্রেট স্কলারশিপ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শিক্ষার্থীদের পছন্দমতো বিভিন্ন বিষয়ে অধ্যয়নের ক্ষেত্রে সুযোগ প্রদান করে। প্রতিবছর সহস্রাধিক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জনে যুক্তরাজ্যে বেছে নেয়; এক্ষেত্রে, গ্রেট স্কলারশিপের লক্ষ্য হল যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং সকল বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণে ধারাবাহিক সহায়তা করা।  যেসব শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করে আগ্রহী তাদের অবশ্যই এ বৃত্তি প্রোগ্রামে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় থেকে অফার অব এন্ট্রি পেতে হবে এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোর্সে অধ্যয়নের জন্য প্রয়োজনীয় সকল মানদণ্ড পূরণ করতে হবে। গ্রেট স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে ভিজিট করুন : https://study-uk.britishcouncil.org/scholarships-funding/great-scholarships study-uk.britishcouncil.org  
২৯ ফেব্রুয়ারি, ২০২৪

স্কলারশিপ / ডেনমার্কের কয়েকটি স্কলারশিপ
ডেনমার্কে পড়াশোনার খরচ অন্যান্য ইউরোপীয় দেশগুলোর চেয়ে কম। রয়েছে বিভিন্ন ধরনের বৃত্তি। এর মধ্যে আছে নর্ডপ্লাস, ইরাসমাস, ইরাসমাস মুন্ডাস, ডেনিশ গভর্নমেন্ট স্কলারশিপ। নর্ডপ্লাস: কেউ যদি স্ক্যান্ডিনেভিয়া কিংবা বাল্টিক কোনো দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকেন তাহলে তিনি নর্ডপ্লাস বৃত্তির মাধ্যমে এ অঞ্চলগুলোর অন্য একটি প্রতিষ্ঠানে তার ডিগ্রির অংশ হিসেবে পড়তে পারবেন। বৃত্তিপ্রাপ্তরা ভ্রমণ ও থাকা র খরচ পাবেন। ইরাসমাস মুন্ডাস: এই বৃত্তির অধীনে শিক্ষার্থীদের খরচ বহন করে ইউরোপিয়ান ইউনিয়ন। এই বৃত্তি পাওয়া যাবে মাস্টার্স এবং ডক্টরাল পর্যায়ে। ইংরেজিতে দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা আছে এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মাসিক ভাতা, অংশগ্রহণ খরচ, ভ্রমণ ও ইন্স্যুরেন্স ভাতাও আছে। ডেনিশ গভর্নমেন্ট স্কলারশিপ: ইইউ’র বাইরের দেশগুলোর ভালো ফলাফল-সম্পন্ন ফুল-ডিগ্রি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলো সেই দেশের সরকারের কাছ থেকে প্রতিবছর আর্থিক সহায়তা পেয়ে থাকে। শিক্ষার্থীর যেসব যোগ্যতা থাকতে হবে— ১. অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া অথবা সুইজারল্যান্ডের বাইরের কোনো দেশের শিক্ষার্থী হতে হবে। ২. ভর্তি হতে হবে কোনো ফুল-ডিগ্রি উচ্চশিক্ষা প্রোগ্রামে। ৩. শিক্ষার উদ্দেশ্যে ডেনমার্কে নির্দিষ্ট সময়ের জন্য রেসিডেন্স পারমিট পেতে হবে। বিস্তারিত: [email protected] —প্রবীর বড়ুয়া
১১ ফেব্রুয়ারি, ২০২৪

ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় স্কলারশিপ
অস্ট্রেলিয়ার চতুর্থ বৃহত্তম শহর পার্থ থেকে মাত্র ১০ মিনিটের পথ ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। বিশ্ববিদ্যালয়টির গবেষণা ও শিক্ষার মানের কারণে ২০২৪ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে এটি রয়েছে বিশ্বের শীর্ষ ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে। ১৯১১ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া চালু হয় ১৯১৩ সালে মাত্র ১৮৪ জন শিক্ষার্থী নিয়ে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে বিশ্বের ১০০টিরও বেশি দেশের অধ্যয়নরত ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থীর মধ্যে চার হাজারের বেশি শিক্ষার্থী বিদেশি। বৃত্তির নাম: এই বিশ্ববিদ্যালয়ে এ বছর বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ইউডব্লিউএ গ্লোবাল এক্সেলেন্স স্কলারশিপের জন্য। মান নির্ধারণ: যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে ফুলটাইম পড়াশোনা করবেন তাদের বার্ষিক টিউশন ফি থেকে ডিসকাউন্ট দেওয়া হবে এই স্কলারশিপে। এই বৃত্তির মান নির্ধারণ করা হবে আবেদনকারীর অস্ট্রেলিয়ান টার্শিয়ারি অ্যাডমিশন র‌্যাঙ্ক (এটিএআর) অথবা ইউডব্লিউএ ওয়েটেড অ্যাভারেজ মার্ক (ডব্লিউএএম) বিবেচনা করে। উদ্দেশ্য: বৃত্তিটি দেওয়ার উদ্দেশ্য হলো মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট লেভেলে শিক্ষায় উৎসাহিত ও সহযোগিতা করা। বৃত্তির পরিমাণ: এ বছর যারা এ বৃত্তির জন্য আবেদন করবেন তাদের মধ্যে আন্ডারগ্র্যাজুয়েট লেভেলের শিক্ষার্থীরা চার বছরের কোর্সের জন্য ৪৮ হাজার অস্ট্রেলীয় ডলার, তিন বছরের কোর্সের জন্য ৩৬ হাজার অস্ট্রেলীয় ডলার, পোস্টগ্র্যাজুয়েট লেভেলে দুই বছরের কোর্সের জন্য ২৪ হাজার অস্ট্রেলীয় ডলার পর্যন্ত বৃত্তি পেতে পারেন। তবে গবেষণাভিত্তিক কোনো কোর্স কিংবা মেডিকেল শিক্ষা সম্পর্কিত কোনো প্রোগ্রাম এ বৃত্তির জন্য প্রযোজ্য হবে না। বিস্তারিত: বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ইমেইল— [email protected] —প্রবীর বড়ুয়া
০৪ ফেব্রুয়ারি, ২০২৪
X