ছোটদের লড়াইয়ে ওমানকে হারাল স্কটল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার (৯ জুন) সবার নজর ছিল ভারত-পাকিস্তানের লড়াইয়ের দিকে। সবার আগ্রহের কেন্দ্র বিন্দুতে ছিল ম্যাচটি। একই সময়ে মুখোমুখি হয়েছিল আসরের দুই ছোট্ট দল ওমান ও স্কটল্যান্ড। ছোটদের এই লড়াই ওম্যানকে ৭ উইকেট হারিয়েছে স্কটিশরা। অ্যান্টিগোর স্যার ভিভিয়ান রিচার্ডস বিবিয়ান স্টেডিয়ামে টস জিতে স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে প্রতীকের ৫০ ও আয়ান খানের ৪১ রানে মাঝারি স্কোর পায় ওমান।  জবাবে জ্বলে ওঠে ব্রেন্ডন ম্যাকমুলানের ব্যাট। মাত্র ৩১ বলে ৬১ রানের চমকপ্রদ ইনিংস খেলেন তিনি। এ ছাড়া ওপেনার জর্জ মুনশি ২০ বলে করেন ৪১ রান। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৭তম ম্যাচে মহারণে ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। নিউইয়র্কে দুদলের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে জিততে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পাক পেসারদের দুর্দান্ত বোলিংয়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ ধসিয়ে মাত্র ১১৯ রানে অলআউট করে। তবে ব্যাটারদের ব্যর্থতায় ৬ রানে ম্যাচ হারতে হয় বাবর আজমের দলকে। রোববার (৯ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের দেয়া ১২০ রানের ছোট্ট লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৩ রানে থামে বাবরদের ইনিংস। তাতে ৬ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোহিত শর্মার দল। এই পরাজয়ে বিশ্বকাপের সুপার এইটে যাওয়া কঠিন হয়ে গেল পাকিস্তানের জন্য।
১০ জুন, ২০২৪

অভিজ্ঞদের নিয়েই এবার বিশ্বকাপে আসছে স্কটিশরা
মাত্র ২৫ দিন পরেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পর্দা উঠবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। ২০ দলের বৈশ্বিক এই আসরকে সামনে রেখে দল ঘোষণা করেছে বেশিরভাগ দেশগুলো। এবার সেই তালিকায় যোগ দিল গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিবেশী দেশ স্বটল্যান্ড। বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্কটিশরা। সোমবার (৬ মে) রিচি ব্যারিংটনকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট স্কটল্যান্ড। ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার মাইকেল জোনস এবং ব্রাড হোয়েল। তবে বাদ পড়েছেন কাউন্টি দল সমারসেটের পেস বোলিং তারকা জশ ডেভি। ডারহাম এবং হ্যাম্পশায়ারের দুই তারকা জোনস ও হোয়েলকে এই মাসের নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলে না রাখা হলেও বিশ্বকাপ দলে জায়গা দেওয়া হয়েছে। তাদের জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন চার্লি টিয়ার ও গাভিন মাইনকে। ত্রিদেশীয় সিরিজ থেকে বিশ্বকাপের দলে স্কটিশদের একমাত্র পরিবর্তন এটি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে 'বি' গ্রুপে স্থান পেয়েছে স্কটল্যান্ড। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, নামিবিয়া, ওমান ও অস্ট্রেলিয়া। ৪ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে স্কটিশদের। এরপর যথাক্রমে ৬ জুন নামিবিয়া, ৯ জুন ওমান ও ১৫ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। প্রতি গ্রুপের সেরা দুই দল খেলবে সুপার এইট পর্বে। স্কটল্যান্ড দল রিচি ব্যারিংটন (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, ব্রাড কুরি, ক্রিস গ্রেভস, ওলই হ্যারিস, জ্যাক জার্ভিস, মাইকেল জোনস, মাইকেল লাস্ক, ব্রেন্ডন ম্যাকমুলেন, জর্জ মুনসে, সাফিয়ান শরিফ, ক্রিস সোলে, চার্লি টিয়ার, মার্ক ওয়াট ও ব্রাড হোয়েল।
০৭ মে, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কেসি। মঙ্গলবার (৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান। প্যাট্রিসিয়া লেখেন, নির্বাচনে জয়ের জন্য আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন। তিনি বলেন, জাতীয় অগ্রাধিকার অর্জনে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের জন্য কমনওয়েলথ প্রস্তুত। বাংলাদেশের জনগণ এবং আমাদের কমনওয়েলথ পরিবারের সদস্যদের জন্য কমনওয়েলথ আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ। তবে, বাংলাদেশের ভোট অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি বলে অভিমত জানিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে জনগণের স্বার্থে সামনে এগিয়ে যাওয়ার অভিন্ন পথ বের করার আহ্বান জানিয়েছে দেশটি। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার ওপর। মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এসব মানদণ্ড ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি। ভোটের আগে বিরোধী দলের উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করা নিয়ে আমরা উদ্বিগ্ন।’ নির্বাচন সামনে রেখে এবং নির্বাচনের প্রচার চলাকালে সহিংসতা ও ভয়ভীতি দেখানোর কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই।’ যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, একটি টেকসই রাজনৈতিক সমঝোতা ও সক্রিয় নাগরিক সমাজের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হলে দীর্ঘমেয়াদে দেশের প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি মতভিন্নতা দূর করে জনগণের স্বার্থে সামনে এগিয়ে যাওয়ার অভিন্ন পথ বের করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। এই প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি। নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সব দল নির্বাচনে অংশ নেয়নি। সে কারণে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না।’ অন্যদিকে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রও। দেশটির পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র লক্ষ করেছে, ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে উদ্বিগ্ন। দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে, এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ।’ এর আগে, গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৮ আসনের ফল ঘোষণা করে আজ মঙ্গলবার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সচিবালয়। ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। নির্বাচনে জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে বিজয়ী হয়েছেন। এদিকে, আগামী বৃহস্পতিবার (১০ জানুয়ারি) নতুন মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানা গেছে। ওইদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
০৯ জানুয়ারি, ২০২৪

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী স্কটল্যান্ড
বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে স্কটল্যান্ড। গতকাল সোমবার গণভবনে স্কটল্যান্ডের পার্লামেন্টারি গ্রুপের (সিপিজি) একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের ছয়জন সদস্য রয়েছেন প্রতিনিধিদলটিতে। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ সম্মেলনে জানান, স্কটল্যান্ড সংসদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী এ বৈঠকে প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন মাইলস ব্রিগস, ইভলিন টুইড, জুনেদ হোসেন চৌধুরী, ফারহান মাসুদ খান ও লুৎফুর রহমান। স্কটিশ সংসদ সদস্যরা বলেন, ভাষাগত অদক্ষতা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভাষা শেখানোসহ বৃত্তিমূলক ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নানা পদক্ষেপ নিয়েছে। ফয়সল চৌধুরী বলেন, স্কটল্যান্ড বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী। প্রতিনিধিদল গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করে। প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বাংলাদেশি প্রবাসীরা স্কটল্যান্ডের মূলধারার রাজনীতিতে জড়িত এবং বর্তমানে প্রায় ২০০ বাংলাদেশি দেশটির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। একই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সমীর। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক স্বার্থে পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপ নিজেদের মধ্যে সহযোগিতা গড়ে তুলতে পারে। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে ইহসানুল করিম বলেন, পর্যটন নিয়ে আলোচনা ছাড়াও প্রধানমন্ত্রী নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুকে শুভেচ্ছা জানান। হাইকমিশনার বলেন, পর্যটন শিল্পে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্রসৈকত কক্সবাজারে। বৈঠক দুটিতে প্রধানমন্ত্রীর অ্যাম্বাসাডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
২১ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে আগ্রহী স্কটল্যান্ড
বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে স্কটল্যান্ড। সোমবার (২০ নভেম্বর) দেশটির ছয় সদস্যের বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টারি গ্রুপের (সিপিজি) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক সংবাদ সম্মেলনে জানান, স্কটল্যান্ড সংসদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- মাইলস ব্রিগস, ইভলিন টুইড, জুনেদ হোসেন চৌধুরী, ফারহান মাসুদ খান ও মো. লুৎফুর রহমান। স্কটিশ সংসদ সদস্যরা বলেন, ভাষাগত অদক্ষতা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা শেখানোসহ বৃত্তিমূলক ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এ সময় ফয়সল চৌধুরী বলেন, স্কটল্যান্ড বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী। প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলাদেশি প্রবাসীরা স্কটল্যান্ডের মূলধারার রাজনীতিতে জড়িত এবং বর্তমানে প্রায় ২০০ বাংলাদেশি দেশটির কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।
২০ নভেম্বর, ২০২৩
X