সুরমা নদীর পানি বাড়ছে
সিলেটে কয়েকদিনের বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়েছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে সোমবার (২৮ আগস্ট) সকাল ৬ টা থেকে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে বন্যার শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবো সূত্রে জানা যায়, সিলেটে কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যে কারণে নদীতে পানি বেড়েছে। এর মধ্যে গত ২৮ আগস্ট সকাল থেকে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৪৪ সেন্টিমিটার। সেখানে গত ২৭ আগস্ট সন্ধ্যা ৬টায় ১২ দশমিক ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। গতকাল সকাল ৬টায় নদীর ওই পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ১২ দশমিক ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। বেলা ৩টায় কিছুটা কমে ১২ দশমিক ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে নদীর সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার নিচে রয়েছে। সিলেট পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮০ সেন্টিমিটার। গত ২৭ আগস্ট সন্ধ্যা ৬টায় ওই পয়েন্টে পানি ৯ দশমিক ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল সকাল ৬টায় কিছুটা বেড়ে ৯ দশমিক ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। বেলা ৩টায় পানি আরও কিছুটা বাড়ে। তখন পানির উচ্চতা ছিল ৯ দশমিক ৮৩ সেন্টিমিটার। এ ছাড়া কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টেও পানি বেড়েছে। নদীর ওই পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক শূন্য ৫ সেন্টিমিটার। গত ২৭ আগস্ট সন্ধ্যা ৬টায় পানি ১২ দশমিক শূন্য ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজ বেলা ৩টায় ওই পয়েন্টে পানি বেড়ে ১২ দশমিক ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার। সেখানে আজ দুপুরে ৮ দশমিক ৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। লুভা নদীর লুভাছড়া পয়েন্টে গত ২৭ আগস্ট সন্ধ্যায় ১২ দশমিক ৯৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও গতকাল দুপুরে তা বেড়ে ১৩ দশমিক ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সারি নদীর সারিঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৩৫ সেন্টিমিটার। সেখানে গতকাল বেলা ৩টায় পানি বেড়ে ১১ দশমিক ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিলেট পাউবোর প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, পানি বাড়লেও বন্যার আশঙ্কা নেই। তিনি বলেন, মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসার সম্ভাবনা রয়েছে। এতে নদ-নদীর পানি কমবে। 
২৯ আগস্ট, ২০২৩
X