পাকিস্তানে অঘোষিত সামরিক শাসন চলছে : ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশে বর্তমানে অঘোষিত সামরিক শাসন চলছে। পাকিস্তানে বর্তমানে কোনো আইনের শাসন নেই। আমরা অন্ধকারের দ্বারপ্রান্তে রয়েছি। দেশটির গণতন্ত্র নিয়ে এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব বলেন। খবর হিন্দুস্তান টাইমসের। তিনি বলেন, তার শাসনামলে পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের শেষ পর্যায়ে ছিল। সে সময় সেনাবাহিনীও সরকারের যে কোনো কর্মকাণ্ড নিয়ে সমালোচনার বিষয়ে বেশ সতর্ক ছিল। কিন্তু কিছু লোকের জন্য সবকিছু এলোমেলো হয়ে গেছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্র সরকারের ভূমিকা, তার ক্ষমতায় আসার সম্ভাবনা, সামরিক বাহিনীর ভূমিকা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলেন। উল্লেখ্য, গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তখন থেকে একের পর এক মামলার মুখে পড়েন তিনি।
০৬ জুলাই, ২০২৩
X