ঢাবিতে অ্যানিমেশন প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে তিন মাসব্যাপী প্রোডাকশনভিত্তিক অ্যানিমেশন প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ করা হয়েছে। গতকাল অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ৩০ প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় চারুকলা অনুষদের শেখ রাসেল অ্যানিমেশন ল্যাবে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য পুলক রাহা, প্রধান প্রশিক্ষক নেলসন উদান্তসহ সহকারী প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রিন্ট মেকিং বিভাগের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক আসমিতা আলম শাম্মী অনুষ্ঠান সঞ্চালন করেন।
২৯ ডিসেম্বর, ২০২৩
X