জাতীয় পর্যায়ে একক অভিনয়ে প্রথম হওয়ায় নিশাত তাছনিমকে সংবর্ধনা
জাতীয় পর্যায়ে একক অভিনয়ে প্রথম হয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ লাভ করায় পিরোজপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী নিশাত তাছনিমকে সংবর্ধনা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বৃহস্পতিবার (৪ জুলাই) পিরোজপুর পিটিআইতে অনুষ্ঠিত অংশীজনের এক সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এই সংবর্ধনা দেন। পিটিআইর সুপারিনটেনডেন্ট চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি। এ ছাড়া সভায় পিটিআইর প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, গত ২৭ জুন জাতীয় পর্যায়ে একক অভিনয়ে প্রথম হওয়ায় প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রাথমিক শিক্ষা পদক গ্রহণ করে নিশাত তাছনিম।
০৫ জুলাই, ২০২৪

মুম্বাইয়ে আজ সন্ধ্যায় রোহিতদের সংবর্ধনা
ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে শনিবার। এরপর ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে ঘূর্ণিঝড় বেরিলের কারণে সব ফ্লাইট বাতিল হয়। ফলে বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মারা সেখানেই আটকা পড়েন। দুর্যোগ কাটার পর আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দিল্লি বিমানবন্দরে নামবেন রোহিতরা। বিশ্বকাপজয়ী ভারতীয় দল বিকেলের দিকে মুম্বাই পৌঁছাবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা আছে। সেখানে রোহিতদের হাতে পুরস্কার হিসেবে ১২৫ কোটি ভারতীয় রুপি তুলে দেবেন বিসিসিআই কর্তারা। আজ সকালে দিল্লিতে কিছুক্ষণ বিশ্রামের পর রোহিতরা মুম্বাই পৌঁছানোর পরই শুরু হবে মূল অনুষ্ঠান। রোহিত তার এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন, মুম্বাইয়ের নরিম্যান পয়েন্ট থেকে শুরু হবে বিজয় শোভাযাত্রা। বিশ্বকাপজয়ী ভারতীয় দল হুড খোলা বাসে ট্রফি নিয়ে শোভাযাত্রায় অংশ নেবেন। মুম্বাই মেরিন ড্রাইভ ধরে চলবে শোভাযাত্রা। এরপর বিজয়ী দল পৌঁছবে ওয়াংখেড়ে স্টেডিয়াম। সেখানেই হবে মূল অনুষ্ঠান। শনিবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর চ্যাম্পিয়ন হয় ভারত। ২০০৭ সালে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তারা।
০৪ জুলাই, ২০২৪

মুম্বাইয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রোহিতদের সংবর্ধনা
ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে শনিবার। এরপর ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে ঘূর্ণিঝড় বেরিলের কারণে সব ফ্লাইট বাতিল হয়। ফলে বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মারা সেখানেই আটকা পড়েন। দুর্যোগ কাটার পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দিল্লি বিমানবন্দরে নামবেন রোহিতরা। বিশ্বকাপজয়ী ভারতীয় দল বিকেলের দিকে মুম্বাই পৌঁছাবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা আছে। সেখানে রোহিতদের হাতে পুরস্কার হিসেবে ১২৫ কোটি ভারতীয় রুপি তুলে দেবেন বিসিসিআই কর্তারা। বিমান থেকে নামার পর সকালে দিল্লিতে কিছুক্ষণ বিশ্রামের পর রোহিতরা মুম্বাই পৌঁছানোর পরই শুরু হবে মূল অনুষ্ঠান। রোহিত তার এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন, মুম্বাইয়ের নরিম্যান পয়েন্ট থেকে শুরু হবে বিজয় শোভাযাত্রা। বিশ্বকাপজয়ী ভারতীয় দল হুড খোলা বাসে ট্রফি নিয়ে শোভাযাত্রায় অংশ নেবেন। মুম্বাই মেরিন ড্রাইভ ধরে চলবে শোভাযাত্রা। এরপর বিজয়ী দল পৌঁছবে ওয়াংখেড়ে স্টেডিয়াম। সেখানেই হবে মূল অনুষ্ঠান। এর আগে শনিবার (২৯ জুন) বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর চ্যাম্পিয়ন হয় ভারত। ২০০৭ সালে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তারা।
০৩ জুলাই, ২০২৪

সোনারগাঁ উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামের শপথ গ্রহণ শেষে অফিসের প্রথম দিনে সংবর্ধনা ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, সংবর্ধনা ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। দুপুরে চেয়ারম্যান কালাম কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক সঙ্গে নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে মিলিত হন। উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, ভাইস চেয়ারম্যান মাসুম চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যামলী চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি মনির হোসেন, বাংলাদেশ শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা ফিরোজ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দীপ, যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সামসুজ্জামান সামসুসহ দলীয় নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে আনন্দ র্যালি ও সংবর্ধনা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মাহফুজুর রহমান কালাম বলেন, আমি জনগণের চেয়ারম্যান। আমি চেয়ারম্যান হয়েছি জনগণের ভোটে। জনগণই আমার শক্তি। জনগণকে সঙ্গে নিয়ে সোনারগাঁয়ের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করব। কিন্তু প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সবাইকে সজাগ থাকতে এবং সব অপশক্তিকে প্রতিরোধ করে একটি সুন্দর সোনারগাঁ উপহার দেব। এটাই আমার অঙ্গীকার।
২৭ জুন, ২০২৪

ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে রাজসিক বিদায়
দীর্ঘ ৩০ বছর ৪ মাস একই বিদ্যালয়ে শিক্ষকতা শেষে  অবসরে গেছেন সাতক্ষীরার কালিগঞ্জের তারালী ইউনিয়নের ৮০নং তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুজার গাফ্ফারী (৫৯)। কর্মজীবনের লম্বা এ সময়ে তার আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনসহ সব ক্ষেত্রে ব্যাপক সুনাম অর্জন করে। আর সে কারণেই গুণী এ শিক্ষকের অবসরজনিত বিদায়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের। স্বর্ণাক্ষরে লেখা সম্মাননা স্মারকসহ হরেক রকম উপহার প্রদানের পর ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাকে পৌঁছে দেওয়া হয় বাড়িতে। শনিবার (১৫ জুন) বেলা ১১টায় তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন। প্রাক্তন শিক্ষার্থী পবিত্র স্বর্ণকার ও সেলিম আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা শওকাত আফি, তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, স্থানীয় ইউপি সদস্য প্রসাদ কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠানে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, নলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি এস এম গোলাম রহমান, বিশ্ববরেণ্য ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের পিতা আবুল কাশেম গাজী, বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তফা কামাল লাচ্চু, প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাধন স্বর্ণকারসহ প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধান শিক্ষক আবুজার গাফ্ফারীর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। এ সময় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তারালী ইউপি সদস্য সাংবাদিক এনামুল হক এনাম, কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন, বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বৈদ্যসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এসএমসির সদস্যরা, প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ১৯৯৪ সালের ২ ফেব্রুয়ারি তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন আবুজার গাফ্ফারী।
১৬ জুন, ২০২৪

শুসেন চন্দ্র শীলকে পূজা উদযাপন পরিষদের সংবর্ধনা
নানা আয়োজনের মধ্য দিয়ে ফেনী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলকে সংবর্ধনা দিয়েছে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদ। গত শুক্রবার রাতে ফেনী শহরের একটি রেস্তোঁরায় এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি মাস্টার হীরালাল চক্রবর্তী। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্লাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার। আরও বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাজীব খগেশ দত্ত প্রমুখ। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিটের নেতা, সুধী সমাজ ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা সমুজ্জ্বল রাখতে দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবেন। অতীতের মতো আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সারথী হয়ে কাজ করবেন এমন প্রত্যাশা করেন তারা। শুসেন চন্দ্র শীল বলেন, নির্মোহ ও সততার মধ্য দিয়ে উপজেলাবাসীর সেবা করব। নিজাম উদ্দিন হাজারী এমপি যতগুলো দায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন, আমি সবকটির দায়িত্ব সৎভাবে পালন করেছি। তার জীবদ্দশায় অনৈতিকভাবে কোনো কিছু গ্রহণ করবেন না বলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিজ্ঞা করেন তিনি। এদিকে ফেনী জেলা পূজা পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীল দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী মানুষরা উচ্ছ্বসিত ও আনন্দিত। এ সময় তাকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান নেতারা।
১৬ জুন, ২০২৪

যশোর সেনানিবাসে সেনাপ্রধানকে বিদায়ী সংবর্ধনা
যশোরে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে সেনাবাহিনীর কোর অব সিগন্যালস। গতকাল বৃহস্পতিবার যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে কোর অব সিগন্যালসের একটি চৌকস দল সামরিক রীতিতে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে। আইএসপিআর জানিয়েছে, আনুষ্ঠানিকতা শেষে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কর্নেল কমান্ড্যান্ট হিসেবে বিদায়ী বক্তব্য দেন। তিনি কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগে সেনাপ্রধান যশোর সেনানিবাসে পৌঁছলে তাকে স্বাগত জানান জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর। এ ছাড়া সেনাপ্রধান যশোর এরিয়ার সব পদবির সেনাসদস্যদের উদ্দেশে বিদায়ী দরবার গ্রহণ করেন এবং সবার সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, চিফ কনসালট্যান্ট জেনারেল, অ্যাডহক সিএসসি ছাড়াও সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কোর অব সিগন্যালসের জ্যেষ্ঠ কর্মকর্তাগণসহ ৫৫ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
১৪ জুন, ২০২৪

বগুড়ায় সেনাপ্রধানকে বিদায়ী সংবর্ধনা
সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে সেনাবাহিনীর আর্মার্ড কোর, ইঞ্জিনিয়ার্স কোর ও ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। বুধবার (১২ জুন) বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে তিনটি কোরের সমন্বয়ে গঠিত একটি চৌকস দলের বিদায়ী কুচকাওয়াজ প্রদর্শন করেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনুষ্ঠানিকতা শেষে জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে বিদায়ী বক্তব্য রাখেন। সেনাপ্রধান তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এসময় জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ কর্নেল কমান্ড্যান্ট হিসেবে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০’ এর আলোকে একটি আধুনিক এবং যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে  অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি। বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণের সঙ্গে সামঞ্জস্য রেখে যুগোপযোগী প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ সহায়ক অবকাঠামো নির্মাণ ও সংস্কারসহ প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ নিশ্চিত করার কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন। বিদায়ী সেনাপ্রধান আশা করেন আর্মার্ড কোর, ইঞ্জিনিয়ার্স কোর ও ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তাদের স্ব স্ব ক্ষেত্রে উন্নতি ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে সেনাপ্রধান বগুড়া সেনানিবাসে পৌঁছালে তাকে স্বাগত জানান ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার বগুড়া। অনুষ্ঠানে সেনাসদর, আর্মার্ড কোর, ইঞ্জিনিয়ার্স কোর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ ১১ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।  এর আগে তিনি ঘাটাইল সেনানিবাসে পৌঁছালে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া তাকে স্বাগত জানান। পরে সেনাপ্রধান ঘাটাইল এরিয়ার সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেন এবং সকলের সঙ্গে মতবিনিময় করেন।
১৩ জুন, ২০২৪

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পুনাক
পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে রাজধানীর রমনার পুনাক ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় পুনাক সদস্য ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, পুনাকের সহসভানেত্রী সায়লা ফারজানা ও সাধারণ সম্পাদিকা নাসিম আমিন প্রমুখ বক্তব্য দেন। শিক্ষার্থীদের উদ্দেশে জাকিয়া সুলতানা বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। তোমাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। জাতির কল্যাণে, দেশের কল্যাণে কীভাবে কাজ করা যায়, সেভাবে নিজেকে তৈরি করতে হবে। অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগ পাওয়া পুলিশের কনস্টেবল এবং নন-পুলিশ সদস্যদের ২৭ জন সন্তানকে মেধাবৃত্তি দেওয়া হয়। এ সময় পুনাক কেন্দ্রীয় কমিটির নেতা ও কৃতী শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
০৯ জুন, ২০২৪

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পুনাক 
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৮ জুন) রাজধানীর রমনার পুনাক ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় পুনাক সদস্য ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, পুনাকের সহসভনেত্রী সায়লা ফারজানা ও সাধারণ সম্পাদিকা নাসিম আমিন প্রমুখ বক্তব্য রাখেন। মেধাবী সন্তানদের উদ্দেশ্যে জাকিয়া সুলতানা বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে, তোমাদের দেশপ্রেম থাকতে হবে। জাতির কল্যাণে, দেশের কল্যাণে কীভাবে কাজ করা যায় সেভাবে নিজেকে তৈরি করতে হবে। পুনাক সভানেত্রী বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর কৃতিত্ব শুধু ভালো ফলাফল করে একটা ভালো প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং ওই শিক্ষার্থী যদি সমাজের সব ক্ষেত্রে তার মেধার পরিচয় দেয় তবে সমাজ যেমন উপকৃত হবে তার জীবনও হবে সার্থক। তিনি বলেন, দেশের নামকরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সম্মানজনক স্থান নেওয়া মেধাবী পুলিশ পরিবারের সন্তানদের সম্মানার্থে এ মেধাবৃত্তি অনুষ্ঠান আয়োজন করতে পেরে পুনাক আনন্দিত। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে পিতা-মাতার সঙ্গে আমাদের সহযোগিতার হাত প্রসারিত করলাম। অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসমূহে ভর্তির সুযোগপ্রাপ্ত বাংলাদেশ পুলিশের কনস্টেবল এবং নন-পুলিশ সদস্যদের ২৭ জন সন্তানকে মেধাবৃত্তি প্রদান করা হয়। এসময় পুনাক কেন্দ্রীয় কমিটির নেতা, কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
০৮ জুন, ২০২৪
X