যশোরে ইয়াদিয়ার এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
যশোরে চালু হয়েছে ইয়াদিয়া এক্সক্লুসিভ শোরুম ‘ভেনাস অটোস’। উদ্বোধনী অনুষ্ঠানে রানার অটোমোবাইলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুবীর কুমার চৌধুরী উপস্থিত ছিলেন। ইয়াদিয়ার পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুবীর কুমার চৌধুরী বলেন, ‘জ্বালানি তেলের দাম বেড়েছে। এর বিকল্প হিসেবে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক বাহন। বিশ্বের সঙ্গে তাল মিলেয়ে আমাদের দেশেও এমন সাড়া দেখে আসলে আমরা অভিভূত। ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার আসলে একটি যুগোপযোগী আধুনিক সংযোজন। যার মাধ্যমে প্রকৃতির প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যৎ গড়তে অবদান রেখে চলেছি।  তিনি বলেন, পরিবেশবান্ধব এ ইলেকট্রিক স্কুটার পারফরমেন্সেও যেমন সেরা তেমনি তার চালকদের দিচ্ছে দুর্দান্ত রাইডিং অভিজ্ঞতা। এক চার্জে সর্বোচ্চ ১০০ কিলোমিটার চলবে আমাদের এ ইলেকট্রিক স্কুটার যা শহর এবং শহরের বাইরের উভয় চালকদের জন্যই আদর্শ। যশোর এবং খুলনার সম্মানিত ক্রেতারা তাদের পছন্দের মডেলের ইয়াদিয়া ইলেক্ট্রিক স্কুটার আমাদের এ শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের ডিরেক্টর মো. জহুরুল আলম, রানার অটোমোবাইলস পিএলসির ডিজিএম ক্যাটাগরি ম্যানেজমেন্ট জোহেব আহমেদ, হেড অব সেলস টি এম আসিবুল ইমরান, ক্যাটাগরি ম্যানেজার জুবায়ের আরাফাত। এ ছাড়া ভেনাস অটোসর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এস এম তানভীর রায়হান এবং হুমায়রা ইয়াসমিন।  রানার অটোমোবাইলস বাংলাদেশে ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটারের একমাত্র পরিবেশক। আয়োজনটির তত্ত্বাবধানে ছিলেন ভেনাস অটোস।
০৯ জুন, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধন
শিল্প, সংস্কৃতি, শিক্ষা, সাহিত্যে দেশের অন্যতম অগ্রণী জনপদ ব্রাহ্মণবাড়িয়া। আর আবহমান কাল থেকেই এ জেলার অন্যতম গৌরবময় অবস্থান নবীনগর উপজেলা। রোববার (১৯ মে) নবীনগরে জাঁকজমকপূর্ণভাবে শুভ উদ্বোধন হলো যমুনা ইলেকট্রনিক্সের এক্সক্লুসিভ শোরুম ইজি ইলেকট্রনিক্স। এখন থেকে ব্রাহ্মণবাড়িয়াবাসী যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের উৎপাদিত পণ্যসমূহ ইজি ইলেকট্রনিক্স হতে ক্রয় করতে পারবেন।  দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান ফিতা কেটে এ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করেন। তিনি বলেন, বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান যমুনা গ্রুপের পণ্য যমুনা ইলেকট্রনিক্স এরইমধ্যে দেশ এবং দেশের বাইরে সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে। আমি বিশ্বাস করি রসুল্লাবাদ তথা নবীনগর এলাকাবাসী ইজি ইলেকট্রনিক্স থেকে যমুনার ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করবেন। দেশের টাকা দেশে রাখতে অবশ্যই যমুনার পণ্য ক্রয় করবেন এখানকার ক্রেতা সাধারণ।  অনুষ্ঠানে ইজি ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম (বাবু) বলেন, যমুনা ইলেকট্রনিক্সের সঙ্গে আমাদের পথচলা সামনের দিনগুলোতে আরও সমৃদ্ধিময় হবে এবং পারস্পারিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে ব্যবসায়ী অগ্রগতি ত্বরান্বিত হবে। রসুল্লাবাদ এলাকাবাসীর দোরগোড়ায় যমুনার পণ্য পৌঁছে দিতে শোরুমটি উদ্বোধন করেছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রসুল্লাবাদ ইউপি চেয়ারম্যান ও রসুল্লাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার মনির হোসেন। আরও উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম, ডিরেক্টর মার্কেটিং মো. সেলিম উল্যা সেলিম, ডিজিএম সেলস মো. মাকসুদুর রহমান, ডিজিএম ব্র্যান্ড ডেভেলপমেন্ট রকিব আহমেদ, এজিএম সেলস মো. আলাউদ্দিন হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব বিজনেস মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম বলেন, যমুনা গ্রুপ দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সর্বদা নিবেদিত। কোটি কোটি মানুষের আস্থার প্রতীক। যমুনার সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্ব মানে আপনার ব্যবসায়িক সমৃদ্ধি, ভবিষ্যতের নিশ্চয়তা এবং সামাজিক স্বীকৃতি। ব্যবসায়িক জগতে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা সবার পাশে আছি। এ ছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বিক্রয় ও বিপণন কৌশল, পণ্যের মান ও বিক্রয়োত্তর গ্রাহক সেবা আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে নানাবিধ পরিকল্পনার কথা তুলে ধরেন।  এ শোরুম থেকে গ্রাহকরা আন্তর্জাতিক মানের যমুনা ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসিসহ সব হোম অ্যাপ্লায়েন্স কিনতে পারবেন। শুধু তাই নয়, গ্রাহকের জীবনকে সহজ, মসৃণ ও নির্বিঘ্ন করতে বিক্রয়োত্তর সেবাও পাওয়া যাবে। শোরুম উদ্বোধন উপলক্ষে যমুনার বিভিন্ন পণ্য ক্রয়ে সর্বোচ্চ ১৫ শতাংশ নগদ ছাড় রয়েছে।
২০ মে, ২০২৪

যমুনা ইলেকট্রনিকসের ১৩ শোরুম উদ্বোধন করলেন বুবলী  
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে উদ্বোধন করা হয়েছে যমুনা ইলেকট্রনিকসের এক্সক্লুসিভ শোরুম ‘হক ইলেকট্রনিকস’। শনিবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার নজির আহমেদ মার্কেটের শোরুমের ফিতা কেটে উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিকস এন্ড অটোমোবাইলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্র নায়িকা শবনম বুবলী। শোরুম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিত্র নায়িকা শবনম বুবলী বলেন, যমুনা গ্রুপের যাত্রা শুরু আজ থেকে ৫০ বছর আগে। নিশ্চয় প্রোডাক্টের গুণগতমান ঠিক আছে বলেই সেটি সম্ভব হয়েছে। যমুনা ইলেকট্রনিকসের পণ্য বিদ্যুৎ সাশ্রয়ী। আমরা চাই দেশের টাকা দেশেই থাকুক, দেশের পণ্য দেশেই থাকুক। যমুনার ৪১টি কোম্পানি বিভিন্ন খাতে কাজ করছে। এ সময় ডিলার হক ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী ইকরামুল হক ও ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিনসহ যমুনা ইলেকট্রনিকসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে চালু হওয়া শোরুমে উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। শোরুমে যমুনা ইলেকট্রনিকস উৎপাদিত টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক আয়রন, ফ্যানসহ সব পণ্য পাওয়া যাচ্ছে। এরপর নগরীর হোটেল পেনিন্সুলায় যমুনা ইলেকট্রনিকস অটোমোবাইলসের উদ্যোগে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ী পার্টনারদের নিয়ে এক প্রাণবন্ত ‘বিজনেস মিট’র আয়োজন করা হয়। এতে চট্টগ্রামে প্রতিষ্ঠানটির অটোমোবাইলসের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সেখানে জাঁকজমকের মাধ্যমে উদ্বোধন করা হয় হক ইলেকট্রনিকসের আরও ১২টি শোরুম। এসব শোরুম চট্টগ্রামের বিভিন্ন স্থানে অবস্থিত। চিত্রনায়িকা শবনম বুবলী ফিতা কেটে এসব শোরুমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ। এ ছাড়া যমুনা ইলেকট্রনিকসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০৫ মে, ২০২৪

গাজীপুরে প্রথম ফ্রাঞ্চাইজ শোরুম উদ্বোধন করল মিনিস্টার-মাইওয়ান গ্রুপ
গাজীপুরের চৌরাস্তায় দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপ  প্রথম ফ্রাঞ্চাইজ শোরুম উদ্বোধন করা হয়েছে ৷  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল।  শোরুম ডিরেক্টর মাহমুদুর রাহমান খানের সভাপতিত্বে এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান কে এম জি কিবরিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ব্যবসায়িক পার্টনার এম এ মান্নান চৌধুরী, মোরশেদ আলম মুকুল, দীনেশ চক্রবর্তী, মো. মাহফুজুর রহমানসহ কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য তৈরি করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। ২০০২ সাল থেকে যাত্রা শুরু করে অত্যন্ত সুনামের সাথে দেশব্যাপী ইলেকট্রনিক্স পণ্যের সেবা দিয়ে যাচ্ছে কোম্পানিটি। ত্রিশাল এবং গাজীপুরে আমাদের  নিজস্ব দুটি কারখানা রয়েছে যেখানে আমরা নিজস্ব ইলেকট্রনিক্স পণ্য মেন্যুফেকচার করছি।  তিনি বলেন, আপনারা জেনে খুশি হবেন যে, অন্যদের তুলনায় ম্যানুফেকচারের দিকে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ অনেক এগিয়ে। কারণ সুলভ মূল্যে আমরা সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে গ্রাহকদের নিকট পণ্য পৌঁছে দিচ্ছি। দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো চৌরাস্তা, গাজীপুরে ফ্রাঞ্চাইজ শোরুমের যাত্রা শুরু হলো ৷ পরবর্তীতে ক্রমান্বয়ে সারা দেশে এই ফ্রাঞ্চাইজ শোরুম চালু করা হবে। এখানে শুধু মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পণ্যই নয়, হাইসেন্স, পেনাসনিক, হায়ার, অক্সিজেন, ওয়ার্লপুলের মতো বিদেশি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যও পাওয়া যাবে।  আশা করছি, আমরা গাজীপুর চৌরাস্তার সর্বস্তরের ক্রেতা-সাধারণের চাহিদা পূরণ করতে সক্ষম হবো।  শোরুমটি উদ্বোধন উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য বিশেষ ছাড় ও অফার ঘোষণা করা হয়।  (সর্বশেষ সকল অফারের তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে https://ministerbd.com/। হটলাইন: 09606 700 700 / ০৯৬০৬ ৭০০ ৭০০)
২৩ ডিসেম্বর, ২০২৩

চট্টগ্রামে যমুনার এক্সক্লুসিভ ডিলারের শোরুম উদ্বোধন
বন্দর নগরী চট্টগ্রামের বহদ্দার হাটে পারভেজ আলম চৌধুরী মার্কেটে সোমবার (৬ নভেম্বর) বিকেলে ‘চিশতিয়া কর্পোরেশন’-এর এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন করা হয়েছে। নিত্য নতুন চাহিদা ও গ্রাহক সন্তুষ্টির কথা মাথায় রেখে যমুনা ইলেক্ট্রনিক্স দেশব্যাপী ডিলার সম্প্রসারণের কাজ করছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের বহদ্দার হাটে যমুনা এক্সক্লুসিভ ডিলারের পথচলা শুরু। উদ্বোধনী অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্সের এক্সক্লুসিভ ডিলার চিশতিয়া কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী আলহাজ লায়ন এম আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব বিজনেস জনাব মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ সামশুল আলম, আবুল কালাম কন্টাক্টর, হুমায়ূন কবির, ম নাছির উদ্দিন শাহ,  মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ইদ্রিস, অ্যাডভোকেট ধৃতিমান আইচ, নজরুল ইসলাম, কাবেদুর রহমান কচি, মোহাম্মদ কাউছার, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সাইফুদ্দিন, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার রকিবুল হাসান, জোনাল ম্যানেজার বিশ্বজিৎ চৌধুরী, আব্দুল্লাহ আল আহসান হিমেল প্রমুখ। এ সময় উপস্থিত অতিথিরা দেশের বৃহৎ ও শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেক্ট্রনিক্সের উৎপাদিত পণ্যের মান, গুণাবলি তুলে ধরেন। এ ছাড়া ভবিষ্যৎ ব্যবসায়ী প্রবৃদ্ধি, মুনাফাসহ বিভিন্ন দিক-নির্দেশনাও তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্রেতা স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন। এ শোরুম থেকে গ্রাহকরা আন্তর্জাতিক মানের যমুনা ব্র্যান্ডের সকল হোম এ্যাপ্লায়েন্সেসসহ যাবতীয় কিচেন এ্যাপ্লায়েন্স ক্রয় করতে পারবেন। শুধু তাই নয়, গ্রাহকদের জীবনকে সহজ, সাবলীল ও নিষ্কণ্টক রাখতে বিক্রয় পরবর্তী সার্ভিসও পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে সকল পণ্য ক্রয়ে ২০% নগদ মূল্য ছাড় সুবিধা রয়েছে।
০৬ নভেম্বর, ২০২৩
X