মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১
মোটরসাইকেল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (২৪ জুন) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে শিবচর থানা পুলিশ। আত্মহত্যা করা ওই যুবকের নাম রুহান মোল্লা (২২)। সে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে বিশ রশি গ্রামের আলতাফ মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রুহান মূলত কোনো কাজকর্ম করত না। এলাকায় ঘুরে বেড়ানো আর আড্ডা দেওয়া ছিল তার কাজ। সকালে নিজের ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলে রুহান। এরপর দুপুরে হঠাৎ রুহানকে ঘরের একটি লোহার দণ্ডের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন রুহানের বাবা। পরে তিনি চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে এসে রুহানের লাশ নামিয়ে রেখে পুলিশে খবর দেন। রুহানের বাবা আলতাফ মোল্লা কালবেলাকে বলেন, আমার পাঁচ সন্তানের মধ্যে রুহান সবার ছোট। আমরা গরিব পরিবার। বেশ কিছুদিন যাবৎ ও আমাকে বলত- আব্বা একটা ছোট মোটরসাইকেল কিনে দাও। কিন্তু আমার তো সে সামর্থ নাই। আমি বলেছি, হাতে টাকা হলে কিনে দেব। আজ হঠাৎ কী কারণে ও এমন কাজ করে আমাকে কষ্ট দিয়ে নিজে মরে গেল তা আমার জানা নাই। স্থানীয় সামাদ নামে একজন জানান, আজ সকালে ও নিজের মোবাইল নিজেই ভেঙে ফেলেছে। বাড়িতে কয়দিন যাবৎ মোটরসাইকেলের জন্য চাপাচাপি করছে। কোনো মেয়ের সঙ্গে সম্পর্কের কারণে এমনটা করেছে কিনা সেটাও এখন বলতে পারছি না। তবে মোটরসাইকেলের জন্য চাপাচাপি করেছে। এ ব্যাপারে শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, ঘটনাটি শুনেছি। সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর আইনানুগভাবে পরবর্তী কার্যক্রম সম্পাদন করা হবে।
২৪ জুন, ২০২৪
X