ঢাকা-চেন্নাই রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু শনিবার
আগামীকাল ১৬ ডিসেম্বর শনিবার মহান বিজয় দিবসে ঢাকা-চেন্নাই রুটে সরাসরি ফ্লাইট উদ্বোধন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই রুটে সপ্তাহে শনি, সোম ও বৃহস্পতিবার যাত্রী পরিবহন করবে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি। একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ১৫ হাজার ৫২০ টাকা। উদ্বোধনী ফ্লাইট চালু উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার সকালে অনুষ্ঠানের আয়োজন করেছে বিমান। এতে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ফ্লাইটের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সিভিল এভিয়েশন অথরিটি চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত থাকবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, এরই মধ্যে ঢাকা-চেন্নাই-ঢাকা রুটের উদ্বোধনী ফ্লাইটের সব টিকিট বিক্রি শেষ হয়েছে। যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপ, বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কিনতে পারবেন। বিমান  ককর্মকর্তারা জানান, ঢাকা-চেন্নাই রুটে সব ধরনের ট্যাক্সসহ ইকোনমি ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ১৫ হাজার ৫২০ টাকা। রিটার্ন টিকিটের ভাড়া শুরু ২৬ হাজার ৬৩৫ টাকা থেকে। ট্যাক্সসহ বিজনেস ক্লাসে ঢাকা-চেন্নাই রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া ৩৭ হাজার ৬২৪ টাকা। বিজনেস ক্লাসে রিটার্ন টিকিটের ভাড়া শুরু ৬১ হাজার ৯৯৫ টাকা থেকে। তবে সময় ও চাহিদা বিবেচনায় ভাড়ার পরিমাণ কম-বেশি হতে পারে। ঢাকা থেকে ফ্লাইট বিজি৩৬৩ সপ্তাহে প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিট চেন্নাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। চেন্নাই পৌঁছাবে স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে। চেন্নাই থেকে ওইদিনে ফ্লাইট বিজি৩৬৪ স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে উড্ডয়ন করে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়। বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের মাধ্যমে চেন্নাই ফ্লাইট পরিচালনা করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চালু হচ্ছে বিমানের সরাসরি ঢাকা-চেন্নাই ফ্লাইট। যাত্রীদের চাহিদা বিবেচনায় ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা ও ব্যবসা সংক্রান্ত কারণে ভারতের চেন্নাই বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় গন্তব্য। মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে পারলে ব্যবসা সফল হয়ে উঠতে পারে ঢাকা-চেন্নাই রুট। আকাশ পথে যাত্রী চাহিদা বিবেচনায় রুট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সম্প্রতি জাপানের নারিতা, চায়নার গুয়াংজুর ফ্লাইট চালুর পর এবার গন্তব্য ভারতের চেন্নাই। গত ২ সেপ্টেম্বর ১৭ বছর পর জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
১৫ ডিসেম্বর, ২০২৩

লি‌বিয়া থে‌কে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহ‌যো‌গিতায় লিবিয়ার ত্রিপোলির ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি। ত্রিপোলির বাংলা‌দেশ মিশন আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বুধবার (২৯ নভেম্বর) এবং ৫ ডিসেম্বর দুটি ফ্লাইটে ত্রিপোলি ও বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটক আরও ৩২০ বাংলাদেশিকে দেশে পাঠানো হবে। আরও জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও ত্রিপোলির প্রচেষ্টায় এবং আইওএমের আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবহিকতায় ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টার থেকে গতকাল সোমবার (২৭ নভেম্বর) লিবিয়ার বুরাক এয়ারের একটি চাটার্ড ফ্লাইটে (ইউ‌জেড০২২২) দেশে পাঠানো হয় ১৪৩ বাংলাদেশিকে। তারা আজ মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। লিবিয়া ফেরত প্রত্যেককে আইওএমের পক্ষ থেকে পকেট মানি ও খাদ্যসমগ্রী উপহার দেওয়া হয়।
২৮ নভেম্বর, ২০২৩

আমি পাইলট হব : দুরন্ত শিশু জুনায়েদ
পাসপোর্ট-বোডিং পাস  ছাড়াই বিমানে উঠে আলোচনা আসা শিশু জোনায়েদ মোল্লা বাড়ি ফিরেই বাঁধা পড়ে শিকলে। গত মঙ্গলবার বাড়ি ফেরার পর সকালে পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় জুনায়েদ। এরপর অনেক খোঁজাখুজি করে সন্ধান পেয়ে জুনায়েদকে ধরে এনে শিকলবন্দি করা হয়। গত শুক্রবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে তাকে শিকলমুক্ত করা হয়। জোনায়েদ মোল্লার বিমানে চড়ার ইচ্ছা পূরণ করা হবে বলে জানিয়েছে এলাকাবাসী ও আত্মীয়স্বজন। এরই মধ্যে আবার শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জুনায়েদ মোল্লা পাইলট হবে বলে মনের ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তিনি ফুলকুচি দিয়ে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া খাল থেকে টাকি মাছ মেরে সময় পার করছেন। এর আগেও কাউকে কোনো কিছু না বলে চলে যাওয়ায় ঘরে তালাবদ্ধ করে রাখা হতো। ৪ দিন আগে দাদিকে মাদ্রাসার যাওয়ার ওয়াদা করে বাইরে হয়ে ঢাকায় গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেটের নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে উঠে পরে বিমানে। এ নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।  জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পারইহাটি গ্রামের সবজি ব্যবসায়ী ইমরান মোল্লার প্রথম পক্ষের ছেলে জোনায়েদ মোল্লা (১০)। বেশ কয়েক বছর আগে মা অন্যত্র চলে যাওয়ার পর সৎমায়ের কাছে বড় হতে থাকে জোনায়েদ। ভর্তি করে দেওয়া হয় উপজেলার উজানী হাফিজিয়া মাদ্রাসায়। তবে বিভিন্ন সময় বাড়ির কাউকে না বলে বাইরে চলে যায় জোনায়েদ। তবে এবার ঘটিয়েছে আবাক কাণ্ড, যা নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। পরিবার সূত্রে আরও জানা যায়, গত এক সপ্তাহ আগে জোনায়েদ মোল্লা তালাবদ্ধ ঘর থেকে বের হয়েই প্রথমে ইজিবাইকে করে মুকসুদপুর থেকে বাসে উঠে চলে যায় ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ডে। সেখান থেকে বসুন্ধরা হয়ে যায় এয়ারপোর্টে। পরে ওপরে উঠতে গেলে বাধা পেয়ে অন্য পাশ দিয়ে ঘুরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে জোনায়েদ। পরে এয়ারপোর্টের গেটের নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে অন্যান্য যাত্রীদের সঙ্গে সোজা উঠে পড়ে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের রাত ৩টা ১০ মিনিটের একটি ফ্লাইটে। প্রায় ১ ঘণ্টার মতো বিমানের সিটে বসে থাকার পর জুনায়েদ প্লেনের ভেতরে কোরিডোরে হাঁটাচলা করছিল। এ সময় কেবিন ক্রু জুনায়েদকে সিটে বসার পরামর্শ দেন। তখন শিশুটি একটি সিটে বসে পড়ে। একপর্যায়ে জুনায়েদ যেই সিটে বসেছিল পাশের সিটের যাত্রী শিশুটিকে তার বাবা-মায়ের কাছে গিয়ে বসতে বলে। কিন্তু শিশুটি তার বাবা-মায়ের বিষয়ে কোনোকিছু বলতে পারেনি। এর আগেও বাড়ির কাউকে কিছু না বলে ঢাকা, মোংলা, ফরিদপুর, বাড়বাড়িসহ বিভিন্ন স্থানে চলে যায় বলে জানিয়েছে জোনায়েদের পরিবার। জোনায়েদ চলে যাওয়ার পর খোঁজাখুঁজি করা হয় বিভিন্ন স্থানে। পরে এয়ারপোর্ট থানা থেকে ফোন আসার পর জোনায়েদের খোঁজ পায়। পরে জোনায়েদের চাচা ঘটনাস্থলে গিয়ে জুনায়েদকে পুলিশের কাছ থেকে বাড়িতে নিয়ে আসে। বাড়ি এসে সকালে আবারও পালিয়ে যায় জোনায়েদ। পরে খুঁজে বের করে পায়ে শিকল দিয়ে তালাবন্ধ করে ঘরের খুঁটির সঙ্গে আটকে রাখা হয়। পরে এলাকাবাসী ও  আত্মীয়স্বজনের অনুরোধে তাকে শিকলমুক্ত করা হয়।  শিশুটির চাচা ইউসুফ মোল্লা বলেন, আমার ভাতিজা জোনায়েদ মোল্লা ছোটবেলা থেকে  খুবই দুরন্ত। তাকে হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল। সেখান থেকে সে বারবার পালিয়ে আসে বলে তাকে মাদ্রাসা থেকে এনে স্কুলে ভর্তি করা হয়েছে। শিশু জোনায়েদ বাড়ি থেকে মাঝেমধ্যে হারিয়ে যায় আবার একাই ফিরে আসে। গত এক সপ্তাহ আগে সে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে আমরা তার খোঁজ পাই। সেখানে গিয়ে জানতে পারি সে সেখান থেকেও পালিয়ে গেছে। বিমানে উঠে পড়ার ব্যাপারে আমরা কিছুই জানি না। বিমানবন্দর থানা থেকে আমাদের ফোন করা হলে তাকে বিমানবন্দর থানা থেকে তাকে নিয়ে আসি। বাড়িতে আনার পর সকালে আবারও অন্যত্র চলে গিয়েছিল জুনায়েদ। পরে তাকে খুঁজে এনে পায় শিকল পরানো হয়। পরে এলাকাবাসী ও আত্মীয়স্বজনের অনুরোধ  তাকে শুক্রবার শিকলমুক্ত করা হয়। এখন আবার জুনায়েদ বলছে সে পাইলট হবে, বিমান চালাবে।   শিশু জোনয়েদ মোল্লার সঙ্গে কথা হলে সে কালবেলাকে তার ইচ্ছার কথা জানিয়ে বলে, আমি বিমানবন্দরের সব নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে বিমানে উঠে পড়ি। আমি কোনো কিছু না বুঝেই শখের বসে বিমানে উঠেছিলাম। বিমানে ওঠার পর আমি কিছুই বুঝতে পারছিলাম না। এ জন্য প্লেনের মধ্যে হাঁটাচলা করেছিলাম।    তুমি এখন মুক্ত এমন প্রশ্নের জবাবে জোনায়েদ বলে, আমার ভালো লাগছে। এর আগে কাছ থেকে কখনো প্লেন দেখি নাই। ওইখানে (এয়ারপোর্ট) গিয়ে ভেতরে ঢোকার পর প্লেন দেখতে পেয়ে হাঁটতে হাঁটতে প্লেনের কাছে গিয়ে উঠে পড়ি। তবে আমার ইচ্ছা বিমানে চড়া থেকে সরে এসে নিজে বিমানের পাইলট হবো এবং বিমান চালাব। ছেলে জুনায়েদের বিমান চালানোর ইচ্ছা এবং পাইলট হওয়ার বিষয়ে জুনায়েদের মা  মাকসুদা বেগম বলেন, আমার ছেলে জুনায়েদ পঞ্চম শ্রেণিতে পড়ে। আমি দোয়া করি আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন। 
১৭ সেপ্টেম্বর, ২০২৩
X