খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও পশু জবাই
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও পশু জবাই (সদকা) করা হয়েছে।  শুক্রবার (২৮ জুন) বিকেলে উপজেলা সদরে কুমিল্লা-৩ আসনের সাবেক সাবেক এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সার্বিক তত্ত্বাবধানে এই সদকা দেওয়া হয়। জবাই করা গরুর গোশত স্থানীয় দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সারাদেশে অসুস্থ বিএনপি নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। এসময় উপজেলা বিএনপির নেতারা বক্তব্যে বলেন, অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসাবশত ভিত্তিহীন মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে নির্জন কারাগারে ও দেশের জনগণ থেকে দূরে রাখা হয়েছে। আমাদের নেত্রী দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় বিভিন্ন ধরনের শারীরিক রোগে আক্রান্ত হয়ে পড়ে। এই অবৈধ সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারে কোনো সুচিকিৎসার ব্যবস্থা করতে দেয়নি, আমরা সরকারকে দেশনেত্রীর যথার্থ সুচিকিৎসার ব্যাপারে মানবিক হওয়ার আহ্বান জানাই এবং মুরাদনগর উপজেলাসহ সারাদেশের সর্বসাধারণের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া, হাফেজ মোহাম্মদ আলী, আব্দুল আজিজ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দিন, সদস্য বসির মোল্লা, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি নায়েব আলী, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন তুহিন, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, উপজেলা বিএনপির নেতা তকদির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদসা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন প্রমুখ।
২৯ জুন, ২০২৪

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মহফিল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকালে শ্রীনগরে দামলা মীর বাড়ি জামে মসজিদের ইমামের পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি রেখেছে। তাকে মুক্তির জন্য সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। আরও উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান মন্টু, জেলা ওলামা দলের সভাপতি আব্দুল সালাম মল্লিক, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সদস্য কাজী শামীম ইমাম সাচ্চু, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য মো. জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, মুন্সীগঞ্জ জেলা যুবদলের মোতাহার হোসেন, নবী হোসেন, মতি শেখ, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. লিমন মোড়ল, শ্রীনগর উপজেলা যুবদলের আসাদুজ্জামান বাবু, শাহরিয়ার সৈকত, পাপ্পু শেখসহ শ্রীনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ।
২৮ জুন, ২০২৪

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোলাইপাড়ে বিএনপির দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে শ্যামপুর-কদমতলী থানা বিএনপি।  মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় রাজধানীর দোলাইপাড়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সার্বিক তত্ত্বাবধান করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম।  এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোজাম্মেল হোসেন, বিএনপি নেতা তরিকুল ইসলাম পলাশ, নাসির মোল্লা, ইমতিয়াজ আহমেদ টিপু, শুভ শিকদার, রাজু আহমেদ, রাজন মিয়া, কামাল হোসেন, পিন্টু, মার্শেল, রাব্বি রায়হান, রুবেল আহমেদসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আনম সাইফুল ইসলাম অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসা গ্রহণের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় সরকারকে সম্পূর্ণ দায় বহন করতে হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। 
২৫ জুন, ২০২৪

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল 
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুন) বাদ জোহর রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা এই মিলাদ ও দোয়ায় অংশ নেন।  বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ সাংগঠনিক সম্পাদক  আবদুল খালেক, মাহবুবুল হক নান্নু, আমিনুল ইসলাম, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন, নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, তারিকুল আলম তেনজিং, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, মাহবুবুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাবেক যুবদল নেতা সাখাওয়াত হোসেন সেলিম, সাবেব ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ, মেহেবুব মাসুম শান্ত, ওমর ফারুক কায়সার, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, জাকির হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ বকুলসহ নেতাকর্মীরা দোয়ায় অংশ নেন।  শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে শুক্রবার রাত তিনটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেএম জাহিদ হোসেন।  ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
২২ জুন, ২০২৪

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে চকবাজার থানা বিএনপি। শনিবার (১৫ মার্চ) বিকেলে চকবাজার দেবীদাস ঘাটে ৩০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হাবিবের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন চকবাজার থানা বিএনপির সাবেক সহসভাপতি ও কাউন্সিল হুমায়ুন কবির, সহসভাপতি হাজী মজিবর, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাসেল, বিএনপি নেতা  কুতুবউদ্দিন কতুব, তাইজুদ্দিন, কাউন্সিলর  শামসুন নাহার ভূঁইয়াসহ কোতয়ালী থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। এদিকে কারাবন্দী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বংশালস্থ বাসভবনে যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস  সালাম। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় তিনি কারাবন্দী বিএনপি নেতা মোহনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন।   এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফুর রহমান নাদিম, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, ২৫ নং ওয়ার্ড সভাপতি হাফেজ খোকন, ৩৩ নং ওয়ার্ড সহসভাপতি হুমায়ুন, বিএনপি নেতা গোলাম, কাসেম, চান, জাহাঙ্গীর, শাহেদ, নাসিরসহ বংশাল থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।   এছাড়াও সদ্য কারামুক্ত বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান এর বাসায় যান আব্দুস সালাম।
১৬ মার্চ, ২০২৪

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রিকশা শ্রমিক আন্দোলনের দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী রিকশা শ্রমিক আন্দোলন।  সোমবার (১১ মার্চ) বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। আয়োজক সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বাদশা ভাসানীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি  ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।  আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান, শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ঢাকা মহানগরের আহবায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ প্রমুখ।  আব্দুস সালাম বলেন, রাষ্ট্রযন্ত্র ও সরকারদলীয় সন্ত্রাসীদের ব্যবহার করে সারা দেশে গণতন্ত্রকামী মানুষকে আজ জিম্মি করে রাখা হয়েছে। আজ দেশের কোথাও নিরাপত্তা নেই, বাকস্বাধীনতা নেই। এ জিম্মিদশা থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন ৭১ সালের মতো ঐক্যবদ্ধ আন্দোলন। আর এর জন্য সকলকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যে কোনো সময় ডাক আসবে, তখন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।  বিশেষ অতিথির বক্তব্যে শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, যখন জাতীয় কোনো দুর্যোগ নেমে আসে তখন পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়। তেমনি দেশ ও জনগণের বিরুদ্ধে বর্তমান সরকারের চক্রান্তে দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এর আগেও জনগণের ওপর অনেক অত্যাচার ও বাকস্বাধীনতা নেওয়ার চেষ্টা করা হয়েছিল, পারেনি। এ সরকারও পারবে না ইনশাআল্লাহ।  রিকশা শ্রমিকরা তাদের বক্তব্যে বলেন, আজ আমরা অভাবে আছি, ঠিকমতো পেটভরে খেতে পারি না। কিন্তু এর চেয়েও বড় কষ্ট গণতন্ত্রের মা খালেদা জিয়া আজ বন্দি। প্রয়োজনে আমরা এক মাস রিকশা চালাব না, না খেয়ে থাকব। তবু বিএনপি নেতাদের বলব-কঠোর আন্দোলনের ঘোষণা দেন। খালেদা জিয়াকে মুক্ত না করে ঘরে ফিরে যাব না। 
১১ মার্চ, ২০২৪

বাফুফের সভাপতি রোগমুক্তি চেয়ে কোরআন খতম ও দোয়া
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ( বাফুফে ) সভাপতি ও স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য কাজী সালাউদ্দিনে রোগমুক্তির দোয়া চেয়ে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বাদ আসর রাজধানীর পূর্ব গোড়ান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের সাবেক আহ্বায়ক, মহিলা ফুটবল কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ডেভেলপমেন্ট কমিটির সদস্য গাজী সারোয়ার হোসেন বাবুর নিজ উদ্যোগে এ আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আখতার হোসাইন। দোয়ার আগে ৩০ জন কোরআনে হাফেজ দ্বারা পবিত্র কোরআনের খতম করানো হয়। মাদ্রাসায় অবস্থান করা এতিম শিক্ষার্থীসহ ২০০ জন শিক্ষার্থীর জন্য ৩ বেলা উন্নত খাবারের ব্যবস্থা করা হয়। দোয়া ও মিলাদের পূর্বে  গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, কাজী সালাউদ্দিন দেশের রত্ন। বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতার যুদ্ধের সময় ক্রীড়া অঙ্গন থেকে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বাধীন বাংলা ফুটবল টিমের অন্যতম খেলোয়াড় হিসেবে দেশে ও দেশের বাইরে স্বাধীন বাংলাদেশের পক্ষে জনমত গঠনে বিরাট ভূমিকা রাখেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে মুক্তিযোদ্ধা হিসেবে একজন ফুটবল যোদ্ধার ভূমিকা পালন করেছিলেন। এছাড়া  মুক্তিযোদ্ধাদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহ করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। আমরা তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি হয়, আর ২৮ ডিসেম্বর তার ওপেন হাট সার্জারি হয়। এখনো তিনি আইসিউতে চিকিৎসাধীন।
০২ জানুয়ারি, ২০২৪

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদা দলের দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল।  আজ বৃহস্পতিবার বিকালে কলা ভবন শিক্ষক লাউঞ্জে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাবি সাদা দলের আহবায়ক ও সিনেট সদস্য অধ্যাপক মো. লুৎফর রহমান দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন।  এ ছাড়া, অনুষ্ঠানে সাদা দলের যুগ্ম-আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক ড. আবদুস সালামসহ সিনেট সদস্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও অধ্যাপক ড. মামুন আহমেদ, ফারসি ভাষা সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম সরকার, সাবেক সিনেট সদস্য অধ্যাপক ড. আখতার হোসেন খান ও অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, অধ্যাপক সাইফুদ্দীন আহমেদসহ সাদা দলের বিভিন্ন ইউনিটের আহবায়কবৃন্দ ও শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী।
২৬ অক্টোবর, ২০২৩

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাগল সদকা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুরআন খতম ও সাদকায়ে জারিয়া হিসেবে পশু কোরবানি করে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উদ্যোগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তিন দিনব্যাপী কুরআন খতম করা হয়। বুধবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে একটি মাদ্রাসায় ছাগল কুরবানি দিয়ে সাদকা হিসেবে মাংস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপির সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, অধ্যাপক আমিনুল ইসলাম, ডিইউজের সহসভাপতি রাশেদুল হক, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, জাসাস নেতা সৈয়দ আশরাফুল মজিদ, সাবেক ছাত্র নেতা ওমর ফারুক কাওছার, সঞ্জয় দে রিপন, জাকির হোসেন, তিতুমির কলেজের ছাত্রদল সাধারণ সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ঢাবির ছাত্রনেতা মাসুদুর রহমান, রাজু আহমেদ প্রমুখ। এ সময় বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেও বিশেষ দোয়া করা হয়।
৩০ আগস্ট, ২০২৩
X