ট্রেন লাইনচ্যুত / ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
বগুড়ার গাবতলীতে সান্তাহার থেকে বোনারপাড়াগামী লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার (৩০ জুন) রাত পৌনে ৯টার দিকে গাবতলী স্টেশনে প্রবেশের আগে ট্রেনটির পেছন থেকে ৩টি বগি লাইনচ্যুত হয়।  বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাবতলী স্টেশনে প্রবেশের আগে ট্রেনটির পেছন থেকে ৩টি বগি লাইনচ্যুত হয়। ফলে রাজধানী ঢাকার সঙ্গে বগুড়া, গাইবান্ধা, রংপুর, পঞ্চগড় ও লালমনিরহাটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তিনি বলেন, লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করবে।
৩০ জুন, ২০২৪

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
সিলেটের মোগলাবাজারে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ২ বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২৬ জুন) পনে ৭টার দিকে মোগলাবাজারে চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ২ বগি লাইনচ্যুত হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন রেলওয়ে সিলেট জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি শেখ শরিফুল ইসলাম। তিনি বলেন, চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ২ বগি লাইনচ্যুত হয়েছে। বগি উদ্ধারের জন্য কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম কালবেলাকে বলেন, চট্রগ্রাম থেকে সিলেট আসার পথে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা থেকে কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস দুটি ট্রেন সিলেট আসার কথা থাকলেও ট্রেন লাইনচ্যুত হওয়া আটকা পড়েছে।
২৬ জুন, ২০২৪

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
লালমনিরহাট থেকে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৯ মে) ভোরে পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি স্টেশনে এ বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। রাজশাহী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  জানা গেছে, ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেসের একটি শোভন চেয়ার কোচের দুইটি চাকা লাইনচ্যুত হয়। এরই মধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মো. মোমতাজুল ইসলাম ও বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল। ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করবেন তারা। এদিকে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় পদ্মা, লালমনি, পঞ্চগড়, চিত্রা, নীলসাগর, একতা ও রংপুর এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।
০৯ মে, ২০২৪

রাজবাড়ীতে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে মেইন লাইন ব্লক হয়ে যাওয়ায় রাজবাড়ীর সঙ্গে ঢাকা, রাজবাড়ী-দৌলতদিয়া ও রাজবাড়ী-খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ৭টায় ২ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্ত কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি সকালে রাজবাড়ীর ২ নম্বর রেলগেট এলাকার ওয়াগন ডিপোতে ঢোকার সময় লাইনচ্যুত হয়। আপাতত এই রুটে সব রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তিনি বলেন, পোড়াদহগামী লোকাল ট্রেন পাচুরিয়া রেলস্টেশনে দাঁড়িয়ে আছে। রাজবাড়ীতে উদ্ধারকারী রিজার্ভ ট্রেন রয়েছে। আশা করছি খুব শিগগিরই লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা যাবে। এর আগে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার ডুলাহাজারার কাছে গত ২৪ এপ্রিল স্পেশাল ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথের যোগাযোগ বন্ধ থাকে। স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। ট্রেনটি ডুলাহাজারা স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হওয়ার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
০২ মে, ২০২৪

কালবৈশাখীর তাণ্ডবে সিলেটে রেল যোগাযোগ বন্ধ
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (২৮ এপ্রিল) বিকেল ৫টার পর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, মৌলভীবাজার জেলাজুড়ে বয়ে যায় আধঘণ্টার কালবৈশাখী ঝড়। এতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথের একাধিক স্থানে গাছ ভেঙে পড়ে। ওই সময় বনের মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা। কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ঝড়ে সিলেট-শ্রীমঙ্গলের মাঝে রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে বিকেল থেকে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিনি জানান, শ্রীমঙ্গল স্টেশনে জয়ন্তীকা এক্সপ্রেস ৫টা ২০ মিনিটে ও ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ভানুগাছ রেলওয়ে স্টেশনে ৫টা ৩৭ মিনিটে আটকে আছে। গাছ অপসারণের কাজ চলছে। শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি। 
২৮ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারে ট্রেনের ইঞ্জিন বিকল, রেল যোগাযোগ বন্ধ
মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় রেল যোগাযোগ বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়ার লংলা এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়। কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রুমান আহমদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, উদয়ন এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টায় সিলেট থেকে ছেড়ে এসে রাত ১১টা ২০ মিনিটে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছে। এখান থেকে ছেড়ে কুলাউড়া-লংলা স্টেশনের মধ্যবর্তী স্থানে গিয়ে বিকল হয়ে পড়ে। পরে কুলাউড়া লোকোশেড থেকে ইমার্জেন্সি ইঞ্জিন দিয়ে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নিয়ে আসা হয়েছে। স্টেশন মাস্টার আরও বলেন, আখাউড়া জংশন স্টেশনের লোকোশেড থেকে ইঞ্জিন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
০৫ এপ্রিল, ২০২৪

দিনাজপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় রংপুরের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় বগিটি উদ্ধার করা হলেও দুপুর সোয়া ১২টার দিকে আবারও ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে মালবাহী একটি ট্রেন ৩১টি বগি নিয়ে ভোরে পার্বতীপুরে আসে। ট্রেনটি রংপুরে যাওয়ার পথে সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ইঞ্জিনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ট্রেনের অন্যসব বগি টেনে পার্বতীপুর রেলস্টেশনে ফিরিয়ে আনা হয়। এ ঘটনায় পঞ্চগড়-পার্বতীপুরের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বোনারপাড়া গামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে, বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি এবং কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুর স্টেশনে আটকা পড়ে। ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে একটি টুল ভ্যান এসে কাজ শুরু করলে বেলা সাড়ে ১১টার পর ট্রেনটির উদ্ধারকাজ সম্পন্ন হয়। পরে উদ্ধার হওয়া ট্রেনটি বাকি বগি নেওয়ার জন্য পার্বতীপুর রেলস্টেশনে আসার পথে আবারও একই স্থানে লাইনচ্যুত হয়। পরে আবারও উদ্ধারকারী দল দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রেনের গতি কমে গেলে লাইনচ্যুতের বিষয়টি নজরে আসে। লাইনের স্লিপার পরিবর্তনের কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।  পার্বতীপুর রেলস্টেশন মাস্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকাজ সম্পন্ন হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
২৪ ফেব্রুয়ারি, ২০২৪

ঢাকা-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহের জামালপুর সদরের পিয়ারপুর স্টেশনে একটি লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-জামালপুর ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া দশটার দিকে লুপ লাইন থেকে মেইন লাইনে উঠতে গিয়ে ময়মনসিংহগামী ২৫৬নং ডাউন লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়। পিয়ারপুর রেলওয়ে স্টেশন মাস্টার আ. মমিন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি ময়মনসিংহ থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার স্টেশন পর্যন্ত যাতায়াত করে। জানা গেছে, ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে জংশনে অবস্থান করছে।
১৫ ফেব্রুয়ারি, ২০২৪

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করেছে কর্তৃপক্ষ। রাজশাহীর নন্দনগাছী স্টেশন এলাকায় রেললাইন ভেঙে গেছে। এতে সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে অল্পের জন্য রক্ষা পায় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন। জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন। তবে রাজশাহীর নন্দনগাছী স্টেশন এলাকায় রেললাইন ভাঙা থাকায় তা দুর্ঘটনায় পড়তে যাচ্ছিল। এ সময় এলাকাবাসীর দেখানো লাল পতাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার কালবেলাকে জানান, ঘটনাটি ঘটার পর খবর পেয়ে আমাদের ইঞ্জিনিয়ার দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। রেললাইন মেরামত সম্পন্ন হলে রেল চলাচল স্বাভাবিক হবে।
২৯ জানুয়ারি, ২০২৪

ট্রেন লাইনচ্যুত, লালমনিরহাট-কুড়িগ্রামের রেল যোগাযোগ বন্ধ
লালমনিরহাট থেকে সান্তাহারগামী লোকাল কমিউটার ট্রেন (ডাউন-২০) দুই বগিসহ ইঞ্জিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৭টায় কাউনিয়া স্টেশনের পূর্বে লাইনচ্যুত হয়েছে। ফলে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।   কাউনিয়া জংশন রেলওয়ে স্টেশন মাস্টার মো. মোবারক হোসাইন জানান, লালমনিরহাট থেকে বগুড়া সান্তাহারগামী কমিউটার (ডাউন-২০) ট্রেনটি মঙ্গলবার সকাল ৭টার দিকে কাউনিয়া জংশন স্টেশনে প্রবেশের সময় আউট সিগন্যালের কাছে রেললাইন উল্টে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে সকাল থেকে লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তিনি আরও জানান, ট্রেনের ইঞ্জিন উদ্ধারে লালমনিরহাট থেকে সাড়ে ১০টার দিকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের কাজ করছে। বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় পাকশী বাণিজ্যিক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও লালমনিরহাট বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ আল মামুন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। উদ্ধারকাজ চলছে। কাজ শেষ হলেই সারা দেশের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
১২ ডিসেম্বর, ২০২৩
X