জয়ের পরও রেফারিং নিয়ে অভিযোগ ব্রাজিলের
এবারের কোপা আমেরিকায় অন্যতম ফেভারিট হিসেবে শুরু করার পরেও প্রথম ম্যাচেই পুঁচকে কোস্টারিকার সঙ্গে ড্র করে হোঁচট খায় ব্রাজিল। যদিও দ্বিতীয় ম্যাচেই নিজেদের জাত চিনিয়ে বড় জয় তুলে নেয় সেলেসাওরা। প্যারাগুয়ের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ পারফরম্যান্সে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দারিভাল জুনিয়রের শিষ্যরা। তবে বড় এই জয়ের পরও আসরের রেফারিংয়ের মান নিয়ে অসন্তোস প্রকাশ করেছেন ব্রাজিলের ম্যাচ জয়ের নায়ক ভিনিসিয়ুস জুনিয়র। প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর শনিবার (২৯ জুন)  ভিনিসিয়াস প্যারাগুয়ের বিপক্ষে তাদের দ্বিতীয় গ্রুপ ডি ম্যাচে দুবার গোল করে তার দক্ষতা প্রদর্শন করেন এবং ম্যাচ সেরা খেলোয়াড়ের খেতাব অর্জন করেন। তবে, ম্যাচের পরে তিনি কনমেবল এবং চিলির রেফারি পিয়েরো মাজার সমালোচনা প্রকাশ করতে পিছপা হননি, রেফারিদের দ্বারা নেওয়া অসঙ্গতি ও বিতর্কিত সিদ্ধান্তগুলোর বিষয়ে আলোকপাত করেন রিয়ালের এ তারকা ফরোয়ার্ড। ভিনিসিয়ুস এবং তার সতীর্থরা কোস্টারিকার বিপক্ষে তাদের প্রথম খেলায় রেফারি সিজার আরতুরো রামোস পালাজুয়েলোসের অনেক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছিলেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এমন কিছু বিষয় তুলে ধরেন যেমন একটি বাতিল গোল এবং একটি অগ্রাহ্য পেনাল্টির আবেদন যা দলকে হতাশ করেছে। প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচে যদিও তা উল্লেখযোগ্য বিতর্ক ছাড়াই শেষ হয়েছে তবে ভিনিসিয়ুস বেশ কয়েকটি কঠোর ট্যাকলের শিকার হন, যা তার রেফারিং মানের বিষয়ে উদ্বেগ বাড়িয়ে তোলে। Vinicius Jr: The referees are always against us not giving the clear fouls. The way CONMEBOL treats Brazil is complicated. Thanks for speaking up Vini pic.twitter.com/B6rxnueSyz — fan (@NoodleHairCR7) June 29, 2024 ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার পর ভিনিসিয়ুস রেফারিংয়ের মান নিয়ে হতাশা প্রকাশ করেন। এ ছাড়াও পিচও মানের ছিল না বলে বলেন তিনি। তবে সবচেয়ে গুরত্বর হলো কনমেবলের বিরুদ্ধে ব্রাজিলের সঙ্গে অসম আচরণের অভিযেগ। তিনি বলেন, ‘একেতো বাজে পিচ, তার ওপর রেফারিরা আমাদের বিরুদ্ধে গিয়ে ক্লিয়ার ফাউলও দেয় না; সবমিলিয়ে এসব স্টেডিয়ামে খেলাটা অনেক কঠিন। কনমেবল আমাদের সঙ্গে অসম আচরণ করছে।’ এই হতাশার পরেও, ভিনিসিয়ুস কোপা আমেরিকার ট্রফি জয়ের তার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যের দিকে মনোনিবেশ করেছেন, কলম্বিয়ার বিরুদ্ধে তাদের চূড়ান্ত গ্রুপ ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের বিজয়ের ধারা অব্যাহত রাখার আশা করছেন।
২৯ জুন, ২০২৪
X