গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক হারুন আল রশিদ
গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক হয়েছেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খান। রোববার (৩০ জুন) রাজধানীতে বাম ঐক্যের অস্থায়ী কার্যালয়ে জোটের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে জোটের বিদায়ী সমন্বয়ক হারুন চৌধুরী নতুন সমন্বয়কের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।   গণতান্ত্রিক বাম ঐক্যের বিদায়ী সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খান।  বৈঠকে বিদায়ী সমন্বয়ক হারুন চৌধুরী তার মেয়াদকালে বার্ধক্য ও অসুস্থতাকে উপেক্ষা করে রাজপথে আন্দোলনকে বেগবান করতে বিশেষ ভূমিকা রাখায় জোটের শরিক সংগঠনের নেতারা ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে নতুন সমন্বয়ক গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করতে রাজপথে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা। সোমবার (১ জুলাই) দুপুরে গণতান্ত্রিক বাম ঐক্যের সহকারী সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ম্যাচ ফি দেবেন রশিদ খান
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হয়েছে আফগানিস্তান। সাকিব আল হাসানদের বিপক্ষে হারার দিনে আরও বড় দুঃসংবাদ পেয়েছেন রশিদ-নবীরা। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে আফগানিস্তানে। দেশের এমন বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আফগান লেগস্পিনার রশিদ খান।  শনিবার (৭ অক্টোবর) আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে কয়েকদফা শক্তিশালী ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। দেশের মানুষের এমন দুঃসময়ে বিশ্বকাপের ম্যাচ ফি থেকে পাওয়া পুরো অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দান করার ঘোষণা দিয়েছেন আফগান স্পিন তারকা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রশিদ খান এক টুইটে লিখেছেন, ‘আফগানিস্তানের পশ্চিম অঞ্চলের (হেরাত, ফারাহ এবং বাডঘিস) প্রদেশে আঘাত হানা ভূমিকম্পের করুণ পরিণতি জেনে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্যার্থে বিশ্বকাপ থেকে পাওয়া আমার সব ম্যাচ ফি দান করবো। শিগগিরই সাহায্য করতে পারবে এমন লোকদের নিয়ে আমরা তহবিল গঠন করব।’ তালেবান সরকারের দুর্যোগবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোল্লা সায়েক সংবাদসংস্থা রয়টার্সকে বলেছেন, ভূমিকম্পে ২ হাজার ৫৩ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৯ হাজার ২৪০ জন। প্রায় ১ হাজার ৩২৯ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে মারাত্মক ভূমিকম্পে। শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় আফগানিস্তানের হেরাত প্রদেশের রাজধানী থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার আরও পাঁচটি শক্তিশালী আফটার শক অনুভূত হয়েছে।   
০৮ অক্টোবর, ২০২৩
X