রমজান উপলক্ষে মৌলভীবাজারে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রি
পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের প্রোটিন ও পুষ্টির চাহিদা পূরণে মৌলভীবাজার সদর ও রাজনগরের ৮টি স্থানে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রি করা হচ্ছে।  বৃহস্পতিবার (১৪ মার্চ) এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।  উদ্যোক্তারা জানান, ফার্মের মুরগির ডিম প্রতি হালি ৩৮ টাকা, ছোট ডিম ৩০ টাকা এবং হাঁসের ডিম ৬০ টাকা হালি বিক্রি হচ্ছে। দুধ প্রতি লিটার বিক্রি করা হচ্ছে ৮০ টাকা করে। সংসদ সদস্য জিল্লুর রহমান বলেন, আমরা একদিকে বাজার স্থিতিশীল রাখতে চাই। অন্যদিকে দরিদ্র মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে। জেলা শহর ছাড়াও ইউনিয়ন পর্যায়ে এরকম স্বল্পমূল্যের দোকান আছে। যেখানে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রির ব্যবস্থা করেছি। এটা পুরো রমজান মাসজুড়ে চলবে। মানুষের চাহিদা থাকলে রমজানের পরও চালু রাখা যায় কিনা চিন্তা করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ সহসভাপতি মসুদ আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সদস্য সাইফুর রহমান বাবুল এবং ব্যবসায়ীরা।
১৪ মার্চ, ২০২৪

রমজান উপলক্ষে অটোরিকশাচালকের অভিনব উদ্যোগ
পবিত্র রমজান মাস উপলক্ষে নির্দিষ্ট ভাড়া থেকে ৫ টাকা ছাড় দিয়েছেন কুড়িগ্রামের এক অটোরিকশাচালক। অটোরিকশায় টানিয়েছেন এমন এক ব্যানার।  যে কোনো যাত্রী তার অটোরিকশায় উঠে গন্তব্যে পৌঁছার পর নির্দিষ্ট ভাড়ার চেয়ে পাঁচ টাকা কম দিতে পারবেন। অটোচালক সাঈদুল তার অটোরিকশার সামনে ও পেছনে ব্যানার লাগিয়ে দিয়েছেন এমন অফার। বৃহস্পতিবার (১৪ মার্চ) অটোরিকশায় টানানো বিশেষ ছাড়ের এমন একটি ব্যানারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যানারে লেখা, ‘পবিত্র রমজান মাস উপলক্ষে নির্দিষ্ট ভাড়া থেকে ৫ টাকা ছাড়’। অটোরিকশাচালক সাঈদুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনী বাড়ি ইউনিয়নের রুপার খামার এলাকার বাসিন্দা। জানতে চাইলে তিনি বলেন, ফেসবুকে দেখেছি সৌদি আরবের একটি দোকানে রমজান উপলক্ষে কেনাকাটা করলে ৪০ শতাংশ ছাড় দিচ্ছে। এটা দেখে চিন্তা করলাম, আমি রমজান মাসে মানুষের জন্য কী করতে পারি। আমার তো আর কোনো সামর্থ্য নেই। যেহেতু আমার অটোরিকশা আছে তাহলে যাত্রীদের জন্য ছাড়ের ব্যবস্থা করি। এই চিন্তা থেকে এটা করেছি। আমার এই ছাড় যাত্রীদের জন্য পুরো রমজান মাসজুড়েই থাকবে ইনশাআল্লাহ।  তিনি আরও বলেন, আগে আমি ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করতাম। পরে বাড়িতে এসে গত ১০-১২ বছর থেকে অটোরিকশা চালাই। এই অটোরিকশা চালিয়ে সংসার চলে আমার। আমার এই ছাড়ের বিষয়টি দেখে অন্য চালকরা বিভিন্ন কথাবার্তা বলছে। তবে আমি কিছু মনে করছি না। আমি চিলমারী উপজেলা থেকে কুড়িগ্রাম, উলিপুর ও রাজারহাট রোডে অটোরিকশা চালাই। যেমন : উলিপুর থেকে জনপ্রতি কুড়িগ্রাম ৩০ টাকা ভাড়া, আমি ভাড়া নিচ্ছি ২০-২৫ টাকা। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবির পোস্টে সঞ্চয় রায় নামের একজন লিখেছেন, এইরকম মহৎ কাজ এই যুগে কে করে? রবিউল ইসলাম নামের আরও একজন লিখেছেন, ‘এভাবে সবাই যদি নিজের অবস্থান থেকে এগিয়ে আসে একদিন সব সম্ভব।  স্থানীয় কলেজছাত্র মাহমুদ হাসান বলেন, পবিত্র রমজান মাসে অটোরিকশাচালক ভাই যাত্রীদের জন্য যে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছেন এটা আমার কাছে মহৎ কাজ মনে হচ্ছে। তার দেখাদেখি আরও অনেকে বিভিন্নভাবে রোজাদারদের জন্য এগিয়ে আসবে এটাই প্রত্যাশা আমার।
১৪ মার্চ, ২০২৪

রমজান উপলক্ষে শরীয়তপুরে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি
পবিত্র রমজানকে সামনে রেখে মাসব্যাপী নিত্যপ্রয়োজনীয় প্রায় ২০টি পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আংগারিয়া ক্ষুদ্র ব্যাবসায়ী সমবায় সমিতি কর্তৃপক্ষ।  সোমবার (১১ মার্চ) সকালে শরীয়তপুরের কাশিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা মাঠে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির এই কার্যক্রম উদ্বোধন করা হয়।  তাদের এ কর্মসূচি রমজান মাসব্যাপী চলমান থাকবে। ফলে ক্রেতারা নির্ধারিত জায়গা থেকে এসব পণ্য কিনতে পারবেন। শরীয়তপুরের আংগারিয়া বাজার, কাশিপুর মাদ্রাসা মাঠ থেকে নিয়মিত ক্রেতারা এসব পণ্য কিনতে পারবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানেও এ কার্যক্রম চালু করা হবে বলে জানান সমিতির কর্মকর্তারা।  আংগারিয়া সমিতির  তালিকা থেকে জানা গেছে, প্রতি লিটার সয়াবিন তেলের খুচরা মূল্য ১৪০ টাকা যা বাজারমূল্য থেকে পাঁচ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, ১১০ টাকা কেজির মসুর ডাল ৮ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে ১০২ টাকায়, ১০৫ টাকা কেজির ছোলাবুট বিক্রি হচ্ছে ৯৬ টাকায়। এ ছাড়া চিনি, চিড়া, মুড়ি, গুড়, লবণ, জিরা, হলুদ ও মরিচ গুঁড়াসহ আরও অনেক পণ্য বাজারমূল্য থেকে ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে।  কার্যক্রমের উদ্বোধন করেন, আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি স্বপন হাওলাদার। তিনি বলেন, পবিত্র রমজান মাসে শরীয়তপুরের সাধারণ মানুষকে একটু শান্তি দিতে আমাদের এ ক্ষুদ্র আয়োজন। তবে আমার একার পক্ষে সমগ্র জেলার প্রতিটি এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা কঠিন। তাই আমাদের মতো করে অনান্য প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসত তাহলে ক্রেতাসাধারণ একটু হলেও স্বস্তি পেত। পণ্য কিনতে আসা বৃদ্ধ মোকলেছুর রহমান মোল্লা বলেন, আমি বুড়া মানুষ, কামাই করতে পারি না। ছেলে কামাই করে যা পাঠায়, তা দিয়ে কষ্ট করে বাজার করে খাই। এখন বাজারে জিনিসপত্রের যে দাম তা শুনলে ভয় লাগে। একজন বললো এখানে কম টাকায় বাজার করা যাবে, এ জন্য এখানে এসেছি। সমিতির সহসভাপতি নূর হোসেন নয়ন বলেন, রমজান মাস আসলেই নিত্যপণ্যের বাজারে প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি পায়। অথচ খবরে দেখলাম কাতারে রমজানকে সামনে রেখে ৯০০ পণ্যের দাম কমানো হয়েছে।  তাছাড়া কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করেও দাম বাড়িয়ে দিচ্ছে। এ কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে যায়। সে সকল মানুষকে একটু শান্তি দিতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।
১১ মার্চ, ২০২৪

রমজান উপলক্ষে চাকরিজীবীদের সুখবর দিল আমিরাত
রমজানের আর মাত্র কয়েক দিন বাকি। পবিত্র এই মাস সামনে রেখে বেশ আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে মুসলিম বিশ্ব। এক মাসের এই সিয়াম সাধনা যেন নাগরিকরা নির্বিঘ্নে করতে পারে সে চেষ্টাই করে আসছে মুসলিম বিশ্বের সব দেশের সরকার। এর ব্যতিক্রম নয় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও। রমজান সামনে রেখে একের পর এক ইতিবাচক ঘোষণা দিয়ে চলেছে দেশটি। এরই ধারাবাহিকতায় সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি দুদিন থেকে বাড়িয়ে তিন দিন করেছে দেশটির একটি অঙ্গরাজ্য। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পবিত্র রমজানে আমিরাতের উম্ম আল কুওয়াইন অঙ্গরাজ্যে সরকারি কর্মচারীরা তিন দিনের সাপ্তাহিক ছুটি পাবেন। পবিত্র এই মাসে শুক্র থেকে রোববার সাপ্তাহিক ছুটি থাকবে এবং সরকারি কর্মচারীরা সোম থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সাড়ে পাঁচ ঘণ্টা কাজ করবেন। অন্যদিকে রমজানে আমিরাতের বেশিরভাগ অঙ্গরাজ্যে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের কর্মঘণ্টা কমানোর পাশাপাশি হোম অফিসের সুযোগ রাখা হয়েছে। আমিরাতের মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে বেসরকারি খাতের কর্মীদের প্রতিদিনের কর্মঘণ্টা দুই ঘণ্টা কমানো হয়েছে। অর্থাৎ স্বাভাবিক সময়ের চেয়ে এই এক মাস প্রতিদিন দুই ঘণ্টা করে কম কাজ করবেন তারা। এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে, আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠান রমজানে দৈনিক কাজের সময়সীমার মধ্যে নমনীয় বা ভার্চুয়াল (হোম অফিস) কর্মপদ্ধতি প্রয়োগ করতে পারবে। অন্যদিকে আমিরাতের ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস জানিয়েছে, সরকারি কর্মচারী ও কর্মকর্তারা সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা এবং শুক্রবার দেড় ঘণ্টা কম কাজ করবেন। মন্ত্রণালয় বলছে, সরকারি চাকরিজীবীরা সোম থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করবেন।
০৮ মার্চ, ২০২৪

রমজান উপলক্ষে খেজুরের দাম ৪০ শতাংশ কমাল আরব আমিরাত
রমজানের আগেই স্বস্তির খবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে খেজুরের দাম প্রায় ৪০ শতাংশ কমানো হয়েছে। রোজাকে সামনে রেখে অতীব প্রয়োজনীয় এ পণ্যের দাম কমিয়েছেন দেশটির ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  সংবাদমাধ্যমটি শারজার ওয়াটারফ্রন্ট ও জুবাইল মার্কেট সরেজমিন পরিদর্শন করেছেন। এ সময় বাজারে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক অনেক কম দামে খেজুর বিক্রি হতে দেখা গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন, জর্দান ও সৌদি আরবের মাজদুল খেজুর বর্তমানে ২০ দিরহামে বিক্রি হচ্ছে। যা স্বাভাবিক সময়ে ৩০ দিরহামে বিক্রি হয়ে থাকে। একইভাবে রুটাব খেজুর তিন কেজি স্বাভাবিক সময়ে ৬০ দিরহামে বিক্রি হলেও তা এখন ৪৫ দিরহামে বিক্রি হচ্ছে।  এ ছাড়া বহুল পরিচিত আজওয়া খেজুর বর্তমানে প্রতিকেজি ৩৫ দিরহামে বিক্রি হচ্ছে। যা স্বাভাবিক সময়ে ৪৫ দিরহামে বিক্রি হয়ে থাকে। এ ছাড়া বাজেট সচেতন মানুষের জন্য বাজারে রয়েছে ইরানের জায়দি খেজুর। এটি প্রতিকেজি পাঁচ দিরহামে বিক্রি হচ্ছে।  ওয়াটারফ্রন্টের একটি স্টলের বিক্রেতা মোহাম্মদ রাইস বলেন, শুকনো ফলমূল ছাড়মূল্যে বিক্রি করা হচ্ছে। বর্তমানে মাজদুল খেজুরের চাহিদা উল্লেখযোগ্যভাবে কম রয়েছে। এটি প্রতিদিন এখন ১০০ কেজির বেশি বিক্রি হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে চাহিদা বেড়ে ৫০০ কেজির বেশি হতে পারে বলেও জানান তিনি।  তিনি বলেন, সব বিক্রেতারা বর্তমানে এ শক্তিবর্ধক ফলটি কম মূল্যে বিক্রি করছেন। স্থানীয় বাসিন্দাদের অনেকে এ অফারের সুবিধা নিচ্ছেন। রমজানের আগে এখন কম দামে খেজুর কিনে উল্লেখযোগ্য সেভিংস করতে পারেন স্থানীয়রা।  ওয়াটারফ্রন্টের আরেক বিক্রেতা আনজিল এস বলেন, বর্তমানে আমাদের কাছে ৩০ প্রজাতির খেজুর রয়েছে। আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এর আরও ধরন আসার আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, আগামী দিনগুলোতে চাহিদা আরও বাড়বে। ফলে খেজুরের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। 
২৯ ফেব্রুয়ারি, ২০২৪

রমজান উপলক্ষে আমিরাতে কমলো ১০ হাজার পণ্যের দাম
সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাস উপলক্ষে ১০ হাজার পণ্যে দাম কমিয়েছে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান শারজাহ কো-অপারেটিভ সোসাইটি। এসব পণ্যের মধ্যে ৮০ শতাংশই নিত্যপণ্য। এ ছাড়া রমজান উপলক্ষে আরও সাড়ে তিন কোটি দিরহাম বরাদ্ধ দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। খবর খালিজ টাইমসের। খুচরা বিক্রেতা সংস্থাটি জানিয়েছে, এসব পণ্যের ৮০ শতাংশ নিত্যপণ্য। আমিরাতজুড়ে অবস্থিত তাদের ৬৭টি শাখা থেকে এসব পণ্য কিনতে পারবেন সাধারণ ক্রেতারা। এ ছাড়া ভোজ্য তেল, ময়দা ও চালের মতো জিনিস ৭৫ শতাংশ পর্যন্ত কম দামে পাওয়া যাবে। এই ১০ হাজার পণ্য ছাড়াও ২২ ফেব্রুয়ারি থেকে আরও বিভিন্ন জিনিসপত্রে মূল্যছাড় দেওয়া শুরু করেছে সংস্থাটি। মূল্যছাড় ছাড়াও এই রমজানে ক্রেতা টানতে বিভিন্ন পুরস্কার ঘোষণা করেছে শারজাহ কো-অপারেটিভ সোসাইটি। এসব পুরস্কারের মধ্যে রয়েছে প্রতি সপ্তাহে দুটি সুজুকি ডিজায়ার গাড়ি, ৩০টি আসবাবপত্রের গিফট কার্ড ও ৪২টি শপিং গিফট কার্ড। পবিত্র রমজান মাসে অনেক মানুষই বিভিন্ন জায়গায় খাবার, ফল দান করে থাকেন। তাদের কথায় বিবেচনায় ‍নিয়ে তিন ধরনের বিশেষ ফুড বাস্কেট রাখা হয়েছে। এসব ঝুড়ির মূল্য ৯৯ থেকে ৩৯৯ দিরহাম পর্যন্ত। শারজাহ কো-অপারেটিভ সোসাইটির সিইও মাজিদ আল জুনায়েদ বলেন, বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ শৃঙ্খলে চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা আমাদের সব শাখায় নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করেছি। রমজানে নিত্যপণ্যের দাম বাড়তে পারে মানুষের মাঝে এমন একটা আতঙ্ক ছিল। তবে আমরা সাশ্রয়ী দামে মানুষের হাতে পণ্য তুলে দেওয়ার ব্যাপারে তাদের আশ্বস্ত করছি। চলতি বছর ১১ মার্চ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হবে। এই রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলমানরা।
২৫ ফেব্রুয়ারি, ২০২৪

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ 
আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্যের মধ্যে রয়েছে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলারও জারি করা হয়।  সব ব্যাংকের এডি শাখায় পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আমদানি লেনদেন সহজতর করার লক্ষ্যে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর- এই ৮ পণ্য ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। এ সুযোগ আগামী ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।   রোজায় ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন, সময়মতো আমদানির অভাবে যাতে এসব পণ্যের সংকট তৈরি না হয় এবং দাম না বাড়ে সেজন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  এ সুযোগের ফলে বাকিতে পণ্য আমদানি করা যাবে। এখন ব্যাংকগুলো যথাযথ প্রক্রিয়া মেনে আমদানি ঋণপত্র (এলসি) খুললে পণ্য সময়মতো চলে আসবে। এতে রমজান উপলক্ষ্যে প্রয়োজনীয় পণ্যের জোগান নিশ্চিত হবে। দাম বাড়ারও সুযোগ থাকবে না।    
১১ জানুয়ারি, ২০২৪
X