মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১
ট্রেন লাইনচ্যুত / ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
বগুড়ার গাবতলীতে সান্তাহার থেকে বোনারপাড়াগামী লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার (৩০ জুন) রাত পৌনে ৯টার দিকে গাবতলী স্টেশনে প্রবেশের আগে ট্রেনটির পেছন থেকে ৩টি বগি লাইনচ্যুত হয়।  বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাবতলী স্টেশনে প্রবেশের আগে ট্রেনটির পেছন থেকে ৩টি বগি লাইনচ্যুত হয়। ফলে রাজধানী ঢাকার সঙ্গে বগুড়া, গাইবান্ধা, রংপুর, পঞ্চগড় ও লালমনিরহাটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তিনি বলেন, লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করবে।
৩০ জুন, ২০২৪

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
সিলেটের মোগলাবাজারে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ২ বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২৬ জুন) পনে ৭টার দিকে মোগলাবাজারে চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ২ বগি লাইনচ্যুত হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন রেলওয়ে সিলেট জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি শেখ শরিফুল ইসলাম। তিনি বলেন, চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ২ বগি লাইনচ্যুত হয়েছে। বগি উদ্ধারের জন্য কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম কালবেলাকে বলেন, চট্রগ্রাম থেকে সিলেট আসার পথে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা থেকে কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস দুটি ট্রেন সিলেট আসার কথা থাকলেও ট্রেন লাইনচ্যুত হওয়া আটকা পড়েছে।
২৬ জুন, ২০২৪

স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ বন্ধ মেসির?
৩৭তম জন্মদিনটি কেমন কাটাচ্ছেন লিওনেল মেসি। এ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। কোপা আমেরিকার কারণে সতীর্থদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন আর্জেন্টাইন অধিনায়ক। দলের সেরা তারকার বিশেষ দিনটি পালনে আয়োজনের কোন ত্রুটি রাখেননি সতীর্থরা। এমন উৎসবের আবহের চাউর হয়েছে একটি খবর। স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে কথা বন্ধ মেসির! তাদের কি সংসারে চলছে অশান্তির ছায়া? অবশ্য ঘটনাটি পুরোনো। এক সাক্ষাৎকারে বিয়ের আগের ঘটনা বর্ননা দিয়ে মেসি বলেন, 'একটা সময় আমাদের মধ্যে কথা ছিল না। প্রায় কোনও যোগাযোগই ছিল না আমাদের।।' কী হয়েছিল সে বর্ননা দিতে গিয়ে আর্জেন্টাইন তারকা বলেন, 'একটা সময় আমি প্রায়ই ওদের বাড়ি যেতাম। ওর (রোকুজ্জো) এক ভাই আমার বন্ধু ছিল। তার মাধ্যমেই আমাদের পরিচয়। তখন দু’জনের বয়সই খুব কম ছিল। তখন থেকেই আন্তোনেল্লাকে আমার ভাল লাগত।' তিনি আরও বলেছেন, '১৩ বছর বয়সে আমি স্পেনে চলে যাই। তারপর আন্তোনেল্লার সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। এখনকার মতো সহজে যোগাযোগ করা যেত না তখন। সুযোগ বা সুবিধা ছিল না। চিঠি লেখার সুযোগ ছিল। ইমেল করা যেত। কিন্তু এক দেশ থেকে অন্য দেশে ফোন করে কথা বলার খরচ খুব বেশি ছিল। সেই খরচের জন্যই আমাদের মধ্যে যোগাযোগ ধীরে ধীরে কমে গিয়েছিল। কথাও হত না দীর্ঘ দিন।' আবার কবে যোগাযোগ হয়, সেই প্রসঙ্গে মেসি বলেন, 'তখন আমার বয়স ১৬ বা ১৭। তখন যোগাযোগ ব্যবস্থা কিছুটা সহজ হয়। ম্যাসেঞ্জারে কথা বলতাম আমরা। আমাদের দু’জনের ঘনিষ্ঠতা আবার বৃদ্ধি পেতে শুরু করল। তখন বুঝতে পারলাম, ছোটবেলার টান দু’জনের মধ্যেই রয়ে গিয়েছে। কিছুই বদলায়নি।' ২০১৭ সালে আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেসি। তিন ছেলে নিয়ে তাদের সুখে সংসার। ইউরোপ ছেড়ে বর্তমানে আমেরিকায় আছেন তারা।
২৪ জুন, ২০২৪

ট্রেনের স্প্রিং সকাপ ভেঙে উওরবঙ্গের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ
চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ‘ক’ বগির স্প্রিং সকাপ ভেঙে ঢাকার সঙ্গে দেশের উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ জুন) সকাল আনুমানিক পৌনে ১০টায় নওগাঁর রাণীনগর উপজেলার বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছলে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটি মাঝপথেই দাঁড়িয়ে যায়। আর যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা ঢাকার সঙ্গে দেশের উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জানা গেছে, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি রাণীনগর স্ট্রেশন ছেড়ে আহসানগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় রাণীনগরের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর সমস্যাজনিত বগিটিকে রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। ওই ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য সান্তাহার থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে যাওয়া হয়েছে। এতে এই রুটে চলাচলকারী সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এদিকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ওই বগিটি বিকল হয়ে পড়ে থাকায় দুপুর ১২টার দিকে রাণীনগর স্টেশনে ঢাকাগামী চিলাহাটী এক্সপ্রেস ট্রেনটিকে রাণীনগর স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সান্তাহার রেলওয়ে কারিগরি বিভাগের একাধিক কর্মচারী বলেন, ট্রেনের ‘ক’ নং বগির নিচের স্প্রিং সকাপ ভেঙে গেছে। যার কারণে ওই বগিটি রেখেই ট্রেনটি ছাড়া হয়েছে। ওই বগি উদ্ধারের কাজ চলছে। রাণীনগর স্টেশন মাস্টার মানিক বলেন, ট্রেনের ‘ক‘ নং বগির নিচের স্প্রিং সকাপ ভেঙে গেছে। যার কারণে এই বগিটি রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশে গেছে। এই বগি উদ্ধারের কাজ করছে সংশ্লিষ্টরা। বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে আনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কত সময় লাগতে পারে তা বলতে পারেননি তিনি। বিষয়টি জানার জন্য সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনমাস্টার হাবিবুর রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।  
০৪ জুন, ২০২৪

সেতু দেবে বান্দরবানের সঙ্গে ২ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ
প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট ভারি বৃষ্টির কারণে বান্দরবান-চিম্বুক সড়কের লাইমী পাড়া এলাকায় ঝুঁকিপূর্ণ একটি বেইলি ব্রিজ দেবে গেছে।  এতে বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমা ও থানচি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।  মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে জেলা সদর থেকে যাত্রীবাহী বাসসহ ভারী যানবাহন ছেড়ে যায়নি। স্থানীয়রা জানান, বান্দরবানের মিলনছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন পাঁচ কিলো স্থানে বেইলি ব্রিজের গাইড ওয়াল ভেঙ্গে যাওয়ায় তা দেবে যায়। এতে সড়কের ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিবহনের মালিক-শ্রমিকেরা জানিয়েছেন, সকালে সেতু দেবে যাওয়ার খবর পাওয়ার পর যাত্রীবাহী বাস ও অন্যান্য বড় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, এমনিতে বৃষ্টিতে রুমা ও থানচিমুখী যাত্রী কম। এরকম আবহাওয়ায় পাহাড়ি সড়কে চলাচলও ঝুঁকিপূর্ণ। সব দিক বিবেচনা করে আপাতত যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, সেতু মেরামত করতে সময় বেশি লাগলে দেবে যাওয়া সেতুর দুই পাশ থেকে বাস চালু করা হতে পারে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন জানিয়েছেন, ভারি বৃষ্টিতে সেতুটির এক পাশ দেবে গেছে। ১৯৮০–এর দশকে নির্মিত বেইলি সেতু মেরামতের কাজ শেষ করতে পাঁচ-ছয় দিন সময় লাগতে পারে।
২৮ মে, ২০২৪

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
লালমনিরহাট থেকে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৯ মে) ভোরে পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি স্টেশনে এ বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। রাজশাহী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  জানা গেছে, ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেসের একটি শোভন চেয়ার কোচের দুইটি চাকা লাইনচ্যুত হয়। এরই মধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মো. মোমতাজুল ইসলাম ও বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল। ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করবেন তারা। এদিকে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় পদ্মা, লালমনি, পঞ্চগড়, চিত্রা, নীলসাগর, একতা ও রংপুর এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।
০৯ মে, ২০২৪

রাজবাড়ীতে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে মেইন লাইন ব্লক হয়ে যাওয়ায় রাজবাড়ীর সঙ্গে ঢাকা, রাজবাড়ী-দৌলতদিয়া ও রাজবাড়ী-খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ৭টায় ২ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্ত কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি সকালে রাজবাড়ীর ২ নম্বর রেলগেট এলাকার ওয়াগন ডিপোতে ঢোকার সময় লাইনচ্যুত হয়। আপাতত এই রুটে সব রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তিনি বলেন, পোড়াদহগামী লোকাল ট্রেন পাচুরিয়া রেলস্টেশনে দাঁড়িয়ে আছে। রাজবাড়ীতে উদ্ধারকারী রিজার্ভ ট্রেন রয়েছে। আশা করছি খুব শিগগিরই লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা যাবে। এর আগে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার ডুলাহাজারার কাছে গত ২৪ এপ্রিল স্পেশাল ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথের যোগাযোগ বন্ধ থাকে। স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। ট্রেনটি ডুলাহাজারা স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হওয়ার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
০২ মে, ২০২৪

কালবৈশাখীর তাণ্ডবে সিলেটে রেল যোগাযোগ বন্ধ
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (২৮ এপ্রিল) বিকেল ৫টার পর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, মৌলভীবাজার জেলাজুড়ে বয়ে যায় আধঘণ্টার কালবৈশাখী ঝড়। এতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথের একাধিক স্থানে গাছ ভেঙে পড়ে। ওই সময় বনের মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা। কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ঝড়ে সিলেট-শ্রীমঙ্গলের মাঝে রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে বিকেল থেকে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিনি জানান, শ্রীমঙ্গল স্টেশনে জয়ন্তীকা এক্সপ্রেস ৫টা ২০ মিনিটে ও ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ভানুগাছ রেলওয়ে স্টেশনে ৫টা ৩৭ মিনিটে আটকে আছে। গাছ অপসারণের কাজ চলছে। শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি। 
২৮ এপ্রিল, ২০২৪

কক্সবাজারে ট্রেনের ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ
কক্সবাজার ডুলাহাজারা স্টেশনে স্পেশাল ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বন্ধ রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ।  বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ঈদগাঁও ডুলাহাজারা স্টেশনে এ ঘটনা ঘটে। ডুলাহাজারার স্টেশন মাস্টার ফরহাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজার যাওয়ার পথে ঈদ স্পেশাল ট্রেন-৯ এর ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বগি উদ্ধারে কাজ চলছে। যতক্ষণ পর্যন্ত লাইন ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বিলম্ব হবে। ট্রেনের চালক উলি উল্লাহ কালবেলাকে বলেন, স্টেশন মাস্টার অনুমতি দিয়েছিল। কিন্ত লাইনের পয়েন্ট সেট করা না থাকায় ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়। বহুল প্রতীক্ষিত ১০২ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন গত বছরের ১১ নভেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের পর্যটন কেন্দ্রের সঙ্গে বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগ স্থাপন হয়। খুলে যায় সম্ভাবনার দুয়ার। বাসের চেয়ে কম ভাড়ায় যাতায়াতের সুযোগ মিলছে পর্যটন নগরী কক্সবাজারে। উদ্বোধনের পর ১ ডিসেম্বর থেকে এই রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়। ভবিষ্যতে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সঙ্গে যুক্ত হবে। ১০২ কিলোমিটার এই রেলপথে সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজরা, ঈদগাও, রামু, কক্সবাজার সদর, উখিয়া ও গুমদুমে ৯টি স্টেশন রয়েছে। এই স্টেশনগুলোতে সম্পূর্ণ কম্পিউটারভিত্তিক ইন্টারলকিং সিগন্যাল সিস্টেম এবং একটি সম্পূর্ণ ডিজিটালাইজড টেলিযোগাযোগ নেটওয়ার্ক রয়েছে। ২০১১ সালের ৩ এপ্রিল শেখ হাসিনা তার সরকারের অগ্রাধিকার প্রকল্প দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সারা দেশকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার পরিকল্পনার অংশ হিসেবে ২০১০ সালের ৬ জুলাই দোহাজারী-কক্সবাজার রেলপথের প্রকল্প উন্নয়ন প্রস্তাবনা (ডিপিপি) পাস হয়। এর পর কয়েক বছর পেরিয়ে গেলেও সেটি ভেস্তে যায়। পরবর্তী সময়ে ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কে বাংলাদেশের যুক্ত হওয়ার সরকারি পরিকল্পনায় কক্সবাজারে রেলপথ নিয়ে যাওয়ার বিষয়টি আবার আলোচনায় ওঠে। দাতা সংস্থার অর্থায়ন নিশ্চিত হওয়ায় ২০১৬ সালের ১৯ এপ্রিল সংশোধিত ডিপিপি অনুমোদন দেওয়া হয়। শুরুতে ১ হাজার ৮০০ কোটি টাকার ব্যয় পরিকল্পনা ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকায় গিয়ে ঠেকে। যদিও এ প্রকল্পের কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় ১৫ হাজার ৪৭৬ কোটি ৩৬ হাজার টাকা। বাকি টাকা ব্যয় হবে ২৯ কিলোমিটার দীর্ঘ রামু উপজেলা হয়ে মিয়ানমারের ঘুনধুম পর্যন্ত রেলপথ নির্মাণে। 
২৪ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারে ট্রেনের ইঞ্জিন বিকল, রেল যোগাযোগ বন্ধ
মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় রেল যোগাযোগ বন্ধ আছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়ার লংলা এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়। কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রুমান আহমদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, উদয়ন এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টায় সিলেট থেকে ছেড়ে এসে রাত ১১টা ২০ মিনিটে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছে। এখান থেকে ছেড়ে কুলাউড়া-লংলা স্টেশনের মধ্যবর্তী স্থানে গিয়ে বিকল হয়ে পড়ে। পরে কুলাউড়া লোকোশেড থেকে ইমার্জেন্সি ইঞ্জিন দিয়ে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নিয়ে আসা হয়েছে। স্টেশন মাস্টার আরও বলেন, আখাউড়া জংশন স্টেশনের লোকোশেড থেকে ইঞ্জিন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
০৫ এপ্রিল, ২০২৪
X