দীর্ঘ ১১ মাস পর সাতক্ষীরার আশাশুনিতে এসিল্যান্ডের যোগদান
দীর্ঘ ১১ মাস পর সাতক্ষীরার আশাশুনিতে নবাগত সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে রাশেদ হোসাইন যোগদান করেছেন। সোমবার (১ জুলাই) বিকেলে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এসে যোগদান করেন।  পরে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং দায়িত্ব বুঝিয়ে দেন। রাশেদ হোসাইন ৩৮তম বিসিএসে উত্তীর্ণ হন। এখানে যোগদানের পূর্বে তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশিক্ষণরত ছিলেন। তিনি গাজীপুর জেলার কালিয়াপুর উপজেলার বাসিন্দা। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, রোববার (৩০ জুন) খুলনা বিভাগীয় কমিশনার অফিস থেকে পদোন্নিত হয়ে আশাশুনিতে নিয়োগপ্রাপ্ত করা হয়েছেন। নবাগত এসিল্যান্ড যোগদান করে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন। এদিকে দীর্ঘ ১১ মাস ভোগান্তির পর এসিল্যান্ড যোগদান করায় সাধারণ জনগণের স্বস্তির নিঃশ্বাস ফিরেছে।
০১ জুলাই, ২০২৪

নতুন কর্মস্থলে মতিউরের যোগদান নিয়ে ধোঁয়াশা
অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত হওয়ার পর নতুন কর্মস্থলে মতিউরের যোগদান নিয়ে বহুমাত্রিক ধোঁয়াশা তৈরি হয়েছে। আদৌ তিনি যোগদান করেছেন কি না, করলে তিনি সশরীরে উপস্থিত হয়েছেন, না অন্য কোনো প্রতিনিধির মাধ্যমে যোগদানপত্র পাঠিয়েছেন। যদি যোগদান করেই থাকেন, তাহলে কার কাছে সেই যোগদানপত্র জমা দিয়েছেন, অথবা যোগ দেওয়ার পর তিনি কোনো ছুটিতে আছেন কি না তার কোনো বিষয়েই কোনো সদুত্তর দিতে পারছেন না অভ্যন্তরীণ সম্পদ বিভাগের দায়িত্বশীল বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এমনকি গতকাল অর্থ মন্ত্রণালয়ের এই বিভাগের সঙ্গে আওতাধীন দপ্তর/সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর বৈঠকেও তারা মতিউরকে দেখেননি। সব মিলে নতুন সংযুক্ত হওয়া এই কর্মকর্তার বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কারও কাছেই কোনো তথ্য নেই বলেই তারা দাবি করেছেন। তদুপরি গতকাল সরেজমিন চার ঘণ্টা ধরে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে প্রতিটি কক্ষে দফায় দফায় খোঁজ করেও মতিউরের সন্ধান মেলেনি। বিষয়টি নিশ্চিত হতে গতকাল এ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়েও এ চেষ্টা ফলপ্রসূ হয়নি। এর আগে গত রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে মতিউরকে প্রত্যাহার করে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। এর পর থেকেই মতিউরের যোগদান নিয়ে চলছে ধোঁয়াশা, যা জাতীয় স্বার্থে বিষয়টি স্পষ্ট করার দায়িত্ব নিচ্ছেন না অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কোনো কর্মকর্তা। তবে গতকাল অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সঙ্গে আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর বৈঠক থাকলেও সেখানে আমন্ত্রিতদের তালিকায় রাখা হয়নি মতিউরকে। বৈঠকে বিভিন্ন পদমর্যাদার ৩৪ জন কর্মকর্তাকে রাখা হলেও মতিউরকে ডাকা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত হওয়ার পর নিয়মমাফিক সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে সশরীরে উপস্থিত হয়ে এ বিভাগে যোগদানপত্র জমা দেওয়ার কথা। কিন্তু গত সোমবার মতিউর রহমান অসুস্থতার কথা উল্লেখ করে অন্য লোকের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কাস্টমস শাখায় একটি যোগদানপত্র পাঠান বলে জানা যায়। সূত্র আরও জানায়, এর পরিপ্রেক্ষিতে একই দিন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে চিঠি দিয়ে গতকাল মঙ্গলবার একটি সভায় মতিউরকে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়; কিন্তু তিনি উপস্থিত হননি। এদিকে মতিউরকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করার প্রজ্ঞাপনে এই বিভাগের উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তা মকিমা বেগমের স্বাক্ষর রয়েছে। গতকাল মতিউরের যোগদান ও এপিএর বৈঠকে যোগদান করেছেন কি না জানতে চাইলে তিনি কালবেলাকে বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। আমি কোনো কথা বলতে পারব না। আপনারা বিভাগের সিনিয়র সচিব স্যারের সঙ্গে যোগাযোগ করুন। এ বিষয়ে জানতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শীর্ষ কর্মকর্তা আবদুল গফুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কোনো মন্তব্য করতে রাজি হননি। এরপর দায়িত্বশীল বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে আলাদা আলাদা কথা বলেও কারও কাছে মতিউরের বিষয়ে কোনো তথ্য বের করা যায়নি। এক কথায় মতিউরের বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের দায়িত্বশীল সবার মুখেই তালা ঝুলছে।
২৭ জুন, ২০২৪

গাইবান্ধায় জাপার কয়েক ডজন নেতাকর্মীর আ.লীগে যোগদান
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে মুগ্ধ ও দলে নীতি নয়, দালালি চলছে বলে ক্ষোভ প্রকাশ করে জাতীয় পার্টি (জাপা) ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের কয়েক ডজন নেতাকর্মী। সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলার চৈতন্য বাজারে তারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তারা যোগদান করেন। যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন জাপা তারাপুরের সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, ৩নং ওয়ার্ড সভাপতি দিনেশ চন্দ্র বর্মণ, ৪নং ওয়ার্ড সভাপতি শচীন চন্দ্র বর্মণসহ প্রায় কয়েক ডজন নেতাকর্মী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী যোগদানকৃত নেতাকর্মীদের হাতে ফুল দিয়ে বরণ করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সামসুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী।   অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক শফি উদ্দৌলা পামেল, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাসুদুল ইসলাম চঞ্চল, তারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ শীলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগ দেওয়ার কারণ হিসেবে জাপা নেতারা বলেন, দলের সাবেক চেয়ারম্যান মরহুম হোসেইন মোহাম্মদ এরশাদ বেঁচে থাকাকালে দল মোটামুটি সঠিক পথে ছিল। কিন্তু পরবর্তী সময়ে নীতি থেকে ক্রমান্বয়ে দল সরে আসছে। দালালি চলছে। আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো শক্তিশালী এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে মুগ্ধ হয়েই আমরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারীর হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেছি। এ সময় বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আওয়ামী লীগের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। জামায়াত, বিএনপি ও জাপা বলে কোনো কথা নেই জানিয়ে প্রধান অতিথি আফরুজা বারী তার বক্তব্যে বলেন, তারাও আমাদের ভাই। আমাদের মার্জিত কথাবার্তা, ব্যবহার ও আদর্শিক কার্যাবলি দেখে শুধু জাপা নয়, নিশ্চয় অন্যরাও ধীরে ধীরে আমাদের দলে ভিড়বে। তার প্রমাণ গত সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে তারাপুর ইউনিয়নে আমাদের প্রার্থীকে সবচেয়ে বেশি ভোট দিয়েছে।
২৪ জুন, ২০২৪

আশাশুনিতে নবাগত ইউএনওর যোগদান ও বিদায়ীকে সংবর্ধনা
সাতক্ষীরার আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন কৃষ্ণা রায়। একই দিনে বিদায় নিয়ে কর্মস্থল ত্যাগ করেন মো. রনি আলম নূর। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষে কৃষ্ণা রায়ের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী রনি আলম।  নবাগত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বাগেরহাট জেলার মোল‍্যারহাট উপজেলার সন্তান। তিনি ৩৫তম বিসিএস ক্যাডার হিসেবে চাকরি জীবন শুরু করেন। আশাশুনিতে যোগদানের আগে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।  বিদায়ী ইউএনও মো. রনি আলম নূর পদোন্নতি পেয়েছেন। তিনি মেহেরপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন। নবাগত নির্বাহী অফিসারের যোগদান ও বিদায়ী নির্বাহী অফিসারের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল হক, ইঞ্জিনিয়ার নাজিমুল হক, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মো. আলী সোহাল জুয়েল, সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, পিআইও মো. সোহাগ খান, একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, সহকারী প্রোগ্রামের আক্তার ফারুক বিল্লাহ, ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা সন্ন্যাসী মণ্ডলসহ সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
০৬ জুন, ২০২৪

ইসিতে নতুন সচিবের যোগদান
নির্বাচন কমিশনের (ইসি) নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন শফিউল আজিম।  বৃহস্পতিবার (৩০ মে) সকালে তাকে স্বাগত জানান কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে, ২১ মে শফিউল আজিমকে নির্বাচন কমিশনের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমকে (অতিরিক্ত সচিব) নির্বাচন কমিশনের সচিব হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ ২০২৪ সালের ৩০ জুন থেকে কার্যকর হবে।  ২০২২ সালের ১২ ডিসেম্বর শফিউল আজিম বাংলাদেশের জাতীয় পাতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগদান করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন তিনি। শফিউল আজিম সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক ছিলেন। এদিকে, নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলমকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছে। ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মো. জাহাংগীর আলম ২০২২ সালের ২ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব পদে যোগদান করেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই বছরের ২৭ অক্টোবর তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়। সচিব হওয়ার আগে জাহাংগীর আলম জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৩০ মে, ২০২৪

পানি উন্নয়ন বোর্ডে অতিরিক্ত ডিজি পদে জহিরুলের যোগদান
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (বাপাউবো) অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) পদে যোগ দিয়েছেন প্রকৌশলী জহিরুল ইসলাম। রোববার তিনি এ পদে যোগ দেন। এর আগে তিনি বোর্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী (পুর) হিসেবে রাজশাহীতে ছিলেন। ১৯৮৯ সালে তৎকালীন বিআইটি বর্তমানে রুয়েট থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়েছেন তিনি। ১৯৯৩ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে তিনি যোগ দেন। পরে উপবিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রধান প্রকৌশলী পদে বোর্ডের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেন। পানি উন্নয়ন বোর্ডে ৩১ বছরের বেশি চাকরিজীবনে জহিরুল ইসলাম জার্মানি, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আজীবন সদস্য তিনি।
২৮ মার্চ, ২০২৪

বিএনপির শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান
বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের  শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। রোববার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তারা বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন। এ সময়ই আওয়ামী লীগের হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উপজেলার করিম উদ্দিন আহমেদ ইনডোর অডিটোরিয়ামে এ যোগদান অনুষ্ঠানের আয়েজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রাশেদুল হক বিপ্লবের নেতৃত্বে ওই নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় রাশেদুল হক বিপ্লব বলেন, ‘সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সততা ও নিষ্ঠার কর্মফল দেখেই আমি আওয়ামী লীগে যোগদান করেছি। তিনি অনেক উপকার করেছেন। তার প্রতিদান দিতেই আওয়ামী লীগে যোগদান করেছি।’
১১ মার্চ, ২০২৪

আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দিল সুইডেন
পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সুইডেন। বৃহস্পতিবার (০৭ মার্চ) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যোগদানের প্রক্রিয়া শেষ করেছে দেশটি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দেশটির এ হামলার পরে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করে সুইডেন। সবশেষ এ প্রক্রিয়ার মাধ্যমে ন্যাটোর ৩২তম সদস্য দেশ হয়েছে সুইডেন। এর আগে গত বছর ৩১তম দেশ হিসেবে জোটে যোগ দেয় ফিনল্যান্ড।   পশ্চিমা এ জোটে যোগ দেওয়ার পর সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, সুইডেনের জন্য ঐক্য ও সংহতি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, আমাদের প্রতিরক্ষা জোট এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্রিশালী ও বড়। যারা অপেক্ষা করে তারা ভালো কিছু পায়।  ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, সুইডেন তাদের সশস্ত্র বাহিনী আর প্রথম শ্রেণির প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে জোটে যোগ দিয়েছে। ফলে এ জোট আরও শক্তিশালী ও নিরাপদ হয়েছে।  সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিল দুই দেশ। এর মধ্যে তুরস্ক জানায়, কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে তারা। তবে চলতি বছরের জানুয়ারিতে এ আপত্তি তুলে নেয় তুরস্ক। এ ছাড়া হাঙ্গেরি সুইডেনের সদস্যপদের জন্য আপত্তি জানায়। তারাও সম্প্রতি এ আপত্তি তুলে নেয়। 
০৮ মার্চ, ২০২৪

দুদকের নতুন সচিব খোরশেদা ইয়াসমীনের যোগদান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগ দিয়েছেন খোরশেদা ইয়াসমীন (এনডিসি)। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এর আগে গত ৮ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পদোন্নতি দিয়ে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়। ২০২০ সালে এনডিসি কোর্স সম্পন্ন করা খোরশেদা ইয়াসমীন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য।  জানা গেছে, সচিব হিসেবে দুর্নীতি দমন কমিশনে যোগদানের আগে খোরশেদা ইয়াসমীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে যুগ্মসচিব এবং উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনে মাঠ পর্যায়ে টাঙ্গাইল জেলায় এবং ঢাকা জেলার ধামরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন খোরশেদা ইয়াসমীন।  শিক্ষাজীবনে দুদক সচিব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি পল্লবী মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। ব্যক্তিজীবনে খোরশেদা ইয়াসমীন একমাত্র পুত্রসন্তানের জননী। স্বামী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
১২ ফেব্রুয়ারি, ২০২৪

শেরপুরে ১৪ বিএনপি নেতার আ.লীগে যোগদান
শেরপুরে ১৪ জন বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুর-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম তাদের ফুল দিয়ে বরণ করে নেন।  ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামকে এলাকাবাসীর দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে এই যোগদান সম্পন্ন হয়। আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করা নেতারা হলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহা আলী, ১নং ওয়ার্ড সদস্য মুক্তার আলী, ২নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সুরুজ্জামান, ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক সোলায়মান, সদস্য মুনা সরকার, খন্দকার মো. আরিফ এজাজ, আব্দুল জলিল, বজলুর রশিদ রাজু, ফিরুজ মিয়া, সোহেল, লাল চান, আল আমীন, শহীদ মিয়া ও শওকত আলী। যোগদানকালে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ আওয়ামী একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। স্বাধীনতা যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সময়ে অবদান এই দলটির। এই নেতাদের গৌরবের মতো বিষয়ের অভাব নেই। এই যোগদান করা যে কোনো মানুষের জন্য অহংকারের। তিনি সবার সাফল্য কামনা করেন। ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহা আলী বলেন, বিএনপির রাজনীতিতে কোনো ফল নাই। দেশ ও দলের কথাও নেতারা চিন্তা করে না। এই দল পরিবর্তন করে খারাপ লাগার কোনো কারণ খুজে পাচ্ছি না। ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক সোলায়মান বলেন, যুবদলের রাজনীতি করে যুব উন্নয়নে কোনো কাজ করার জায়গা নেই এই দলে। আওয়ামী লীগের মতো দলে যোগদান গৌরবের। ২নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সুরুজ্জামান বলেন, আমরা উন্নয়নের দল করতে চাই। যে দলের কোনো ভবিষ্যৎ নাই সেই দলে থেকে লাভ কি। দেশে উন্নয়ন হচ্ছে এই সরকারের আমলে। উন্নয়নের সাথে থাকতে চাই। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম ও বিশেষ অতিথি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় তাদের গলায় ফুলেল মালা পরিয়ে বরণ করে নেন।
৩০ নভেম্বর, ০০০১
X