যেভাবে দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজ
দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ। দুই দলের ঐতিহাসিক এই সিরিজটি সম্প্রচারে প্রথমে আগ্রহ দেখায়নি কোনো টেলিভিশন চ্যানেল। তবে মধ্যরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয় সিরিজটি দেখাতে রাজি হয়েছে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী দলের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। এ ছাড়া সিরিজটি সম্প্রচারে বিকল্প পন্থাও রেখেছিল বিসিবি। সামাজিক যোগাযোগমাধ্যম নিজেদের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে খেলা। বাংলাদেশের বাইরেও উপভোগ করা যাবে খেলাটি। ওটিটি প্ল্যাটফর্ম ফ্যানকোডে লগইন করে খেলা দেখত যাবে ভারতে। দুই দলের এটি প্রথম দ্বিপক্ষীয় সিরিজ হলেও এর আগে ৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। বিশ্বকাপে হওয়া প্রতিটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠে সেই ধারা ভাঙতে চান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
২১ মার্চ, ২০২৪
X