মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১
সাপে কাটার পর ঝাড়ফুঁক যুবকের মৃত্যু
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিষধর সাপের কামড়ে বুলবুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামের রবিউল ইসলামের ছেলে। রামেক হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপে কাটা ওই যুবককে গত শুক্রবার রাত ৯টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। এখানে ইসিজি করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। রোগীর স্বজনদের বরাত দিয়ে চিকিৎসক আরও জানান, হাসপাতালে আসার ২ ঘণ্টা আগে বুলবুল ইসলামকে সাপে কামড় দেয়। এরপরে রোগীকে প্রথমে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ঝাড়ফুঁক দিতে দিতেই দুই-আড়াই ঘণ্টা দেরি হয়ে যাওয়ায় হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। তবে কী সাপ কামড় দিয়েছে, সেটা জানা যায়নি। তারা শুধু বলছে কালো রঙের সাপ কামড় দিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ডা. জাহেদুল ইসলাম।
৩০ জুন, ২০২৪

সাপের কামড়ের পর ঝাড়ফুঁক, হাসপাতালে নিলে যুবকের মৃত্যু
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিষধর সাপের কামড়ে বুলবুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামের রবিউল ইসলামের ছেলে বলে জানা যায়। আজ শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। রামেক হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপে কাটা ওই যুবককে শুক্রবার রাত ৯টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। পরে এখানে ইসিজি করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ডাক্তার জানান। রোগীর স্বজনদের বরাত দিয়ে চিকিৎসক আরও জানান, হাসপাতালে আসার ২ ঘণ্টা আগে বুলবুল ইসলামকে সাপে কামড় দেয়। রোগীকে প্রথমে পাশের গ্রামের এক ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ঝাড়ফুঁক দিতে দিতেই দুই-আড়াই ঘণ্টা দেরি হয়ে যাওয়ায় হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। তবে তাকে কী সাপ কামড় দিয়েছে সেটা জানা যায়নি নির্দিষ্ট করে বলতে পারেনি মৃত্যু ব্যক্তির স্বজনরা। সাপের ব্যাপারে তারা শুধু বলছে কালো রংয়ের সাপ কামড় দিয়েছে। এদিকে সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে ওই যুবকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ডা. জাহেদুল ইসলাম।
২৯ জুন, ২০২৪

সাপের কামড়ে যুবকের মৃত্যু
নাটোরের নলডাঙ্গায় সাপের কামড়ে মাহবুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) রাতে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের বাঙ্গাল খলসী কালীবাড়ি জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  মাহবুর রহমান উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাজেহালতি এলাকার বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে ব্রহ্মপুর ইউনিয়নের বাঙ্গাল খলসী কালীবাড়ি জেলেপাড়া এলাকা থেকে বাড়ি আসার সময় বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। রাতেই তার মৃত্যু হয়েছে। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বী বলেন, সম্ভবত গোখরা সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। এ সাপ বিষধর। গুজবে কান না দিয়ে সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যেতে হবে।
২৬ জুন, ২০২৪

কোরবানির মাংস গলায় আটকে যুবকের মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দিতে কোরবানির মাংস গলায় আটকে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে বালিয়াকান্দি হাসপাতালে তার মৃত্যু হয়।   মৃত্যু হওয়া ওই যুবকের নাম ইমরান হোসেন (২৭)। তিনি বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া আবুল কাসেমের ছেলে ও নারুয়া বাজারের ব্যবসায়ী।  স্থানীয় বাসিন্দা রিপন হোসেন বলেন, কোরবানির মাংস খেতে গিয়ে ইমরানের গলায় আটকে যায়। দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।    বালিয়াকান্দি থানার এসআই মো. নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
১৭ জুন, ২০২৪

পশুরহাটে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু
নোয়াখালীর সদর উপজেলার হাউজিং বালুর মাঠে অস্থায়ী পশুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মো.হাসান ওরফে রকি (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  নিহত রকি উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের শাহাদাতপুর গ্রামের কালিয়া বাড়ির নুর ইসলামের ছেলে। পেশায় একজন ডেকোরেটর মিস্ত্রী ছিলেন।      শনিবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।   পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হাউজিং বালুর মাঠে অস্থায়ী পশুরহাটে ডেকোরেটরের কাজ চলছিল। একপর্যায়ে সেখানে অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।   তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।    
১৬ জুন, ২০২৪

ছাগলে সবজি খাওয়ায় সংঘর্ষ, যুবকের মৃত্যু
সিলেটের কানাইঘাটে ছাগলে সবজি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত শাহিন আহমদ (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১১ জুন) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত রোববার দুপুর ১২টার দিকে জয়ফৌদ কাজিরগ্রামের আনছার আলীর ছেলে সুলেমানের সবজি ক্ষেতে একই গ্রামের বর্তমান ইউপি সদস্য নাজিম উদ্দিনের চাচাতো ভাই বিলাল আহমদের ছাগল বাগানের সবজি খেয়ে ক্ষতি করে। এ সময় সুলেমান ছাগলটিকে তাড়িয়ে নিয়ে বিলাল আহমদের বাড়িতে গেলে কথাকাটাকাটির জেরে বিলাল আহমদের বাড়ির লোকজন সুলেমানকে মারধর করেন। সুলেমান তার চাচাতো ভাই আবু বক্করকে ঘটনাটি জানালে আবু বক্কর স্থানীয় সড়কের বাজারে গিয়ে বিলাল আহমদের চাচাতো ভাই স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিনের কাছে বিচার দেন। স্থানীয়রা আরও জানান, এতে ইউপি সদস্য নাজিম উদ্দিন ও তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় লাঠি-সোটা নিয়ে আবু বক্করের ওপর হামলা চালালে তিনি প্রাণের ভয়ে দৌড়ে গিয়ে শাহজাহান কমপ্লেক্সের একটি দোকানে গিয়ে আশ্রয় নেন। বাজারে অবস্থানরত আবু বক্করের ভাই গরু ব্যবসায়ী শাহিন আহমদ তার পরিবারের আরও কয়েকজন হামলাকারীদের হাত থেকে আবু বক্করকে বাঁচাতে এগিয়ে যান। তখন ইউপি সদস্য নাজিম উদ্দিনের নেতৃত্বে তার বাড়ির লোকজন ধারালো দা, রুইল, রড, লাঠি-সোটা নিয়ে শাহিন আহমদ ও তার ভাইদের ওপর অতর্কিত হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুরুতর আহত শাহিন আহমদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান। নিহতের বড় ভাই আবু বক্করসহ পরিবারের লোকজন জানান, বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইউপি সদস্য পদে নাজিম উদ্দিনকে তারা ভোট না দেওয়ায় নির্বাচনে বিজয়ী হওয়ার পর ইউপি সদস্য নাজিম উদ্দিন তাদের ওপর ক্ষিপ্ত ছিল। সবজি ক্ষেত ছাগলে খাওয়ার পর বিচার প্রার্থী হওয়ায় ইউপি সদস্য নাজিম উদ্দিন ক্ষিপ্ত হয়ে পূর্ব আক্রোশে হামলা চালায়। তারা শাহিন আহমদ হত্যাকাণ্ডে মূল আসামি নাজিম উদ্দিনসহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান। কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, সংঘর্ষে নিহত শাহিন আহমদের হত্যাকারীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে। ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
১২ জুন, ২০২৪

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
নাটোরের নলডাঙ্গায় মাছ ধরতে গিয়ে কামরুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পীরগাছার কোমরপুর শাহপাড়ায় বারনই নদীতে  মাছ শিকার করার সময় এ ঘটনা ঘটে। মৃত কামরুল ইসলাম (৩০) উপজেলার পীরগাছার কোমরপুর শাহ পাড়ার লুৎফর আলীর ছেলে। স্থানীয় এলাকাবাসী ও ব্রহ্মপুর ইউপি চেয়ারম্যান এস এম আশরাফুজ্জামান মিঠু বলেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার পীরগাছা শাহ পাড়া এলাকায় বারনই নদীতে জাল ফেলে কামরুল ইসলাম মাছ শিকার করছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে কামরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। নলডাঙ্গা থানার ওসি মোনোরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বারনই নদীতে কামরুল ইসলাম নামের এক যুবক মাছ শিকার করার সময় বজ্রপাতে মারা গেছেন।
০৭ জুন, ২০২৪

ওমানে স্ট্রোক করে বাংলাদেশি যুবকের মৃত্যু
ওমানে স্ট্রোক করে মো. রাসেল উল্যাহ (২৮) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুন) দুপুরের দিকে ওমানের সালালা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে নিহতের মরদেহ ওই দেশের সুলতান কাবুজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত রাসেল নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহাজাদপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।   সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হান্নান টিপু নিহতের ভাইয়ের বরাত দিয়ে জানান, ৩ বছর আগে জীবিকার তাগিদে ওমান পাড়ি জমান রাসেল। তিনি তার আরও দুই ভাইয়ের সঙ্গে সালালাতে বাগানে কাজ করতেন। বুধবার সকালে তিনি বাগানে কাজ করার সময় অসুস্থতা বোধ করলে তার ভাই আনিছ ও সবুজকে জানান তাকে হাসপাতাল নিয়ে যেতে। এরপর তিনি রুমে গিয়ে নাস্তা করার সময় বমি করেন। পরে সেখানে তিনি ঘুমিয়ে পড়েন। পরে তার ভাই গিয়ে দেখেন তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন। পরে নিহতের বড় ভাই তাকে স্থানীয় সুলতান কাবুজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।
০৬ জুন, ২০২৪

বিবির পুকুরে ডুবে যুবকের মৃত্যু
বরিশাল নগরীর প্রাণকেন্দ্রের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ডুবে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) রাত পৌনে ৮টার দিকে দেড় ঘণ্টার চেষ্টায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে জুতা বিক্রেতার হাত থেকে পুকুরে পড়ে যাওয়া একটি জুতা সাঁতরে তুলতে গিয়ে মাঝ পুকুরে হঠাৎ তলিয়ে যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র উদ্ধার কর্মকর্তা শ্রীবাস দাস। পানিতে ডুবে মৃত্যু হওয়া যুবকের নাম সাগর (৩২)। সে নগরীর চৌমাথা এলাকার বাসিন্দা। তিনি মাঝেমধ্যে টাকার বিনিময়ে মানুষের ফাই-ফরমায়েশ খাটতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিবির পুকুরের পশ্চিম পাশের সড়কে ভ্রাম্যমাণ জুতা বিক্রির দোকান থেকে একটি জুতা বিবির পুকুরে পড়ে যায়। এ সময় সাগর ওই জুতা তুলে আনতে গামছা পরে পুকুরে ঝাঁপ দেন। এরপর তিনি পুকুরের পশ্চিম পাশে ভাসতে থাকা জুতা হাতে নিয়ে সাঁতরে পূর্ব দিকের মসজিদ সংলগ্ন ঘাটের দিকে রওনা দেন। কিন্তু সাগর সাঁতরে পুকুরের মাঝ বরাবর গেলে হাত উঁচিয়ে দুই বার বাঁচাও-বাঁচাও বলে চিৎকার দিয়ে আশপাশের মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তখন কয়েকজন পুকুরে লাফিয়ে পড়লেও সাগরকে উদ্ধার করা যায়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরের পূর্ব দিকের এনেক্স ভবন সংলগ্ন জায়গা থেকে ডুবন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র উদ্ধার কর্মকর্তা শ্রীবাস দাস বলেন, বিবির পুকুরে যুবক নিখোঁজের খবরে দেড় ঘণ্টার চেষ্টায় লাশ উদ্ধার করেছি। এখন তার পরিবারের সন্ধান করা হচ্ছে। তারপর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩০ মে, ২০২৪

ধান শুকাতে ছাদে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু
নওগাঁর বদলগাছীতে বিদ্যুৎস্পর্শে আনিছুর রহমান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নে বদলগাছী-নওগাঁ সড়কের ধর্মপুর আলিম মাদ্রাসার গেট সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটে। নিহত আনিছুর গোয়ালভিটা গ্রামের মোস্তফার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আনিছুর একজন ভ্যানচালক। তিনি তার বাড়ির সিদ্ধ করা ধান শুকানোর জন্য রাস্তার পাশে মো. মতিউর মাস্টারের নতুন বিল্ডিংয়ের ছাদে উঠতে গেলে বিদ্যুৎস্পর্শে হয়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যত্য স্বীকার করে বদলগাছী থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
৩০ মে, ২০২৪
X