নাফ নদ থেকে ২ যুবককে অপহরণ করেছে আরসা
কক্সবাজারের টেকনাফের নাফ নদে কাঁকড়া ধরতে যাওয়া বাংলাদেশি দুই চাকমা যুবককে অপহরণ করেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা। ওই যুবকদের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে নাফ নদের ৫ নম্বর স্লুইসগেট এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মৃত ওচামং চাকমার ছেলে ছৈলা মং চাকমা (২৯) এবং মংথাইংছিং তঞ্চঙ্গ্যা চাকমার ছেলে ক্যমংখো এ তঞ্চঙ্গ্যা (২৫)। গতকাল শনিবার অপহরণের বিষয়টি জানিয়ে টেকনাফ থানা ও ২ বিজিবি বরাবর লিখিত অভিযোগ করেছেন অপহৃত ক্যমংখো তঞ্চঙ্গ্যার মা ছুছিং ছা তঞ্চঙ্গ্যা। তিনি বলেন, আমার ছেলে ও নাতি নাফ নদে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাঁকড়া ধরতে তারা নাফ নদে যায়। সন্ধ্যায় বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরে জানতে পারি আরসার সদস্যরা তাদের অপহরণ করে নিয়ে গেছে। তিন দিন ধরে তারা আরসার সদস্যদের কাছে জিম্মি রয়েছে। অপহৃত ছৈলা মং চাকমার বড় ভাই সালাও মং চাকমা বলেন, কাঁকড়া আহরণ করতে গেলে হোয়াইক্যংয়ের ৫ নম্বর স্লুইসগেট পয়েন্ট থেকে তাদের তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী। পরে জানতে পারি তারা আরসার সন্ত্রাসী। এখন পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি বা কেউ যোগাযোগ করেনি। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, দুই যুবক নিখোঁজের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। টেকনাফ ২-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর রাখছি। তাদের কারা তুলে নিয়ে গেছে, সেটি যাচাই করা হচ্ছে।
১৯ মে, ২০২৪

নাফনদী থেকে দুই বাংলাদেশি যুবককে অপহরণ করেছে আরসা
কক্সবাজারের টেকনাফের নাফনদে কাঁকড়া ধরার সময় দুই বাংলাদেশি যুবককে অপহরণ করেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) সদস্যরা। এমন অভিযোগ করেছে যুবকদের পরিবার। শনিবার (১৮ মে) টেকনাফ থানা ও টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন বরাবরে লিখিত অভিযোগ করেছেন অপহৃত ক্যমংখো এ তঞ্চঙ্গ্যার মা ছুছিং ছা তঞ্চঙ্গ্যা। অপহৃতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ড লম্বাঘোনা এলাকার ছৈলা মং চাকমা ও ক্যমংখো এ তঞ্চঙ্গ্যা। এর আগে বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ২টার দিকে টেকনাফের হোয়াইক্যং নাফনদে ৫ নম্বর স্লুইচ গেইট এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।  অভিযোগে বলা হয়েছে, আমার ছেলে ও নাতি নাফনদে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাঁকড়া ধরার জন্য নাফনদে যায়। সন্ধ্যায় বাড়িতে না আসলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারি নাফনদ থেকে আরসা সংগঠনের সদস্যরা ছেলে ও নাতিকে অপহরণ করে নিয়ে গেছে। এখনো তিনদিন ধরে তারা আরসার সদস্যদের কাছে জিম্মি রয়েছে। অপহৃত ছৈলা মং চাকমার বড় ভাই সালাও মং চাকমা বলেন, কাঁকড়া আহরণ করতে গেলে হোয়াইক্যংয়ের ৫ নম্বর স্লুইচগেইট পয়েন্ট থেকে তাদের তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী। পরে জানতে পারি তারা আরসার সন্ত্রাসী। এখন পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি বা কেউ যোগাযোগ করেনি। টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, দুজন চাকমা যুবক নিখোঁজের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর রাখছি। তাদের কারা তুলে নিয়ে গেছে সে বিষয়টি যাচাইবাছাই করা হচ্ছে।
১৮ মে, ২০২৪
X