মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১
ফের প্রাণহানি, মুন্সীগঞ্জ মঠবাড়িয়ায় নিহত ২
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের বাকি আর মাত্র এক দিন। আজ শুক্রবার সকাল ৮টায় শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার। কিন্তু সংঘাত-সহিংসতা কোনোভাবেই বন্ধ করা যায়নি। গত ১৮ ডিসেম্বর ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার পর থেকে বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শত শত কর্মী-সমর্থক আহত এবং তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রচারের একেবারে শেষ সময়ে এসে আবারও প্রাণহানির ঘটনা ঘটল। বুধবার রাতে মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নৌকা প্রতীকের এক কর্মী এবং পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থান এ দুজন মারা যান। যদিও পুলিশ বলছে, মঠবাড়িয়ার ঘটনা নির্বাচনী সহিংসতা নয়, জায়গা-জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। এদিকে বুধবার জামালপুর সদর ও সরিষাবাড়ী এবং নোয়াখালীতে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পুলিশ-সাংবাদিকসহ ৪৬ জন। জামালপুরে নৌকার কর্মীদের তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। নোয়াখালীতে ভাঙচুর করা হয়েছে একটি মাইক্রোবাস। আরও কয়েকটি স্থানে নির্বাচনী প্রচারকেন্দ্রে হামলা-ভাঙচুরের অভিযোগ এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের নৌকার ক্যাম্পের পাশে আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাসের কর্মী-সমর্থকদের ওপর হামলা ও গুলি চালায় একদল দুর্বৃত্ত। এ সময় ডালিম (৩৫) নামে নৌকার এক সমর্থক গুলিবিদ্ধ হন। সোহেল (৩২) নামে আরেক কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডালিমের অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডালিম। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থক সোহাগ ও শিপনের নেতৃত্বে ১০ জনের একটি দল এ হামলা চালায়। তবে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এ অভিযোগ অস্বীকার করেছেন। মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান গুলিবিদ্ধ ডালিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। গতকাল সকালে তিনি বলেন, রাতে গুলিবিদ্ধ অবস্থায় ডালিমকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান তিনি। নৌকার প্রর্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি বলেন, ‘নির্বাচনের প্রচার শুরু হওয়ার পর থেকেই আমার নির্বাচনী ক্যাম্পে গুলিবর্ষণ, ভাঙচুর, কর্মীদের ওপর হামলা, হুমকি-ধমকি দিয়ে আসছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের লোকজন। তারই ধারাবাহিতকায় আমার কর্মী ডালিমকে গুলি করে হত্যা করেছে তারা।’ তবে এ বিষয়ে কাঁচি প্রতীকের প্রার্থী ফয়সাল বিপ্লব বলেন, ‘যাদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ তারা ঘটনার সময় কোথায় ছিল তাদের সবার মোবাইল ফোন ট্র্যাকিং করলেই পরিষ্কার হয়ে যাবে।’ তিনিও এই হত্যাকাণ্ডের সঠিক এবং সুস্থ তদন্ত চেয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এদিকে বুধবার বিকেলে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের তোতাম্বর পঞ্চাইতের ছেলে জাহাঙ্গীর পঞ্চাইতকে (৫৫) পিটিয়ে গুরুতর জখম করে একদল দুর্বৃত্ত। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৮টার দিকে তিনি মারা যান। জাহাঙ্গীর পঞ্চাইত পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজের (কলার ছড়ি) সমর্থক বলে জানা গেছে। নিহত জাহাঙ্গীরের ছেলে ইমরান বলেন, ‘তার বাবা স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজের সমর্থক। অপর স্বতন্ত্র প্রার্থী রুস্তুম আলী ফরাজীর লোকজন মোবাইলে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে কুপিয়ে পালিয়ে যায়।’ এ বিষয়ে গতকাল সকালে রুস্তম আলী ফরাজীকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তবে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেছেন, এ হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক বা নির্বাচনী বিষয় না। পারিবারিকভাবে ওই এলাকার পঞ্চায়েত ও ফরাজী বাড়ির বাদুরা বাজারে একটা দোকান নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে বুধবার সকালে দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ ঘটনার সূত্র ধরেই ওই দিনে বিকেলে রাগারাগির এক পর্যায় মাথায় লাঠির আঘাতে জাহাঙ্গীর পঞ্চাইতের গুরুতর আহত হন। জামালপুর-৫ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদের সমর্থকদের তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশ, সাংবাদিকসহ ছয়জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মহেশপুর এলাকায় নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন নিয়ে বাগবিতণ্ডা হয়। খবর পেয়ে নৌকার আরও কয়েকজন সমর্থক সেখানে যান। তারা সেখানে থাকা ঈগল প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্পের চেয়ার ও টেবিল ভাঙচুর করেন। এরই মধ্যে ঈগল প্রতীকের আরও কিছু সমর্থক সেখানে জড়ো হয়ে নৌকার সমর্থকদের ধাওয়া দেন। এ সময় নৌকার সমর্থকদের তিনটি মোটরসাইকেলে আগুন দেন ঈগল প্রতীকের সমর্থকরা। পরে রাত ১১টার দিকে ঈগল প্রতীকের সমর্থকরা জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে ঈগলের সমর্থকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার জন্য বলেন; কিন্তু দীর্ঘ সময় তারা সড়ক ছেড়ে যাচ্ছিলেন না। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরা লাঠিপেটা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। এ সময় তিন সাংবাদিক আহত হন। আর ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার সরিষাবাড়ীতে নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ১০ জন। এ ঘটনায় ঈগল প্রতীকের সমর্থক ও নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে বসে পড়ে ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ রাখে। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। গতকাল সন্ধ্যায় পৌরসভা বাসস্ট্যান্ড এলাকা এ ঘটনা ঘটে। সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালীর কবিরহাট উপজেলার ভূঁইয়ারহাট বাজারে বুধবার সন্ধ্যায় নৌকা প্রতীকের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এতে কবিরহাট পৌরসভার মেয়র সাবেক আলাবক্স তাহের টিটু, উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ফারুকসহ ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেন, বাটইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসীম উদ্দিন শাহীনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। তবে জসিম উদ্দিন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘তারা নৌকা প্রতীকের গণসংযোগ করছে না। তারা উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা চালাচ্ছে।’ কবিরহাট থানার ওসি হুমায়ন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুনেছি তাদের মধ্যে আগের রাজনৈতিক দ্বন্দ্বে এই ঘটনা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি আমরা।
০৫ জানুয়ারি, ২০২৪

মুন্সীগঞ্জ থানা ও ফাঁড়ির নিকটে ককটেল বিস্ফোরণ
মুন্সীগঞ্জ সদর থানা ও পুলিশ ফাঁড়ির দুই'শ মিটার দূরত্বে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৫ নভেম্বর) রাত নয়টার দিকে শহরের খালইস্ট মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে রয়েছে আশপাশের মানুষ। তারা জানিয়েছেন, শহরের মধ্যে এই ধরনের ঘটনার মানে আইনশৃঙ্খলার অবনতি। স্থানীয় এক দোকানি জানান, নয়টার দিকে দোকান বন্ধ করে ওয়াসরুমে যাওয়ার সময় মসজিদের সামনে হটাৎ একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে আশপাশের লোকজন ভয়ে নিরাপদ স্থানে সরে যায়। তার কিছুক্ষণ পর আরও দুইটি ককটেল বিস্ফোরণ হয়। চারদিক অন্ধকার হয়ে যায়। কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সেটা বোঝার কোনো উপায় ছিল না।  এদিকে ঘটনার ১০-১৫ মিনিট পর ঘটনাস্থলে আসে পুলিশ। সেখান থেকে বিস্ফোরক দ্রব্যের আলামত সংগ্রহ করে।  ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান বলেন, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে। জনগণের নিরাপত্তার স্বার্থে মুন্সীগঞ্জ শহরের ৪টি টহল টিম রয়েছে।
০৫ নভেম্বর, ২০২৩

শিক্ষকের বদলির আদেশ ফেরাতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
মুন্সীগঞ্জের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন গভ. গার্লস হাইস্কুলের (এভিজেএম) সিনিয়র শিক্ষক মো. ইব্রাহিম কবীরের অন্যত্র বদলির আদেশ বাতিল করতে বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকের বদলির আদেশ বাতিলের জন্য জেলা প্রশাসকের প্রতিনিধির কাছে স্মারকলিপি দেন।  বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্রন্ট ডেক্সে মোহাম্মদ মনসুর হেলাসের কাছে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।  এ সময় শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল আলমের সঙ্গে দেখা করে তাদের দাবির কথা বলেন।  স্মারকলিপি ও শিক্ষার্থীরা জেলা প্রশাসনের কাছে বলেন, আমাদের বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট। এর মধ্যে ভূগোল শিক্ষক ছিলেন মো. ইব্রাহিম কবীর। তিনি এখানে দীর্ঘদিন ধরে দক্ষতা ও সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। বিদ্যালয়ের রেজাল্ট দুর্নীতি ও কোচিং বাণিজ্যের বিষয়ে কথা বলায় তাকে আকস্মিক বদলি করা হয়েছে। আমাদের সামনে এসএসসি পরীক্ষা। এমন সময় স্যারের বদলি আদেশ বাতিল না করা হয়, তাহলে আমরা কোনো শিক্ষকের কাছ ভূগোল শিক্ষা পাঠদান করব। বিনা কারণে চক্রান্ত করে বদলি করা হয়েছে বলে স্মারকলিপি ও জেলা প্রশাসনের কাছে এমন অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল আলম বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আমার সঙ্গে দেখা করে কথা বলেছে। পরীক্ষার আগে ভূগোল শিক্ষককে কি কারণে আকস্মিক বদলি করা হয়েছে এ বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানানো হবে। তারা তদন্তসাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখবেন। তিনি আরও বলেন, যারা শিক্ষকের বদলির বিষয়ে জেলা প্রশাসকের কাছে এসেছে, তারা যেনো কোনো শিক্ষক দ্বারা হয়রানির শিকার না হয় সে বিষয়টি দেখা হবে।
২২ সেপ্টেম্বর, ২০২৩

মুন্সীগঞ্জ সদর আ.লীগ সভাপতি আফসার সম্পাদক কবির
দীর্ঘ দশ বছর পর মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে চতুর্থবারের মতো মো. আফসার উদ্দিন ভূঁইয়াকে সভাপতি ও তৃতীয়বারের মতো শামছুল আলম কবিরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কমিটি ঘোষণা করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। সম্মেলনের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। এতে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বিশেষ অতিথি ছিলেন মৃণাল কান্তি দাস এমপি।
১১ জুন, ২০২৩
X