শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
মিরপুর গোলারটেক মাঠে ডিএনসিসির ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
প্রথমবারের মতো মিরপুর গোলারটেক মাঠে ডিএনসিসির ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৭ জুন) ঈদের দিন সকাল সাড়ে ৭টায় মিরপুর গোলারটেক মাঠে ডিএনসিসির ঈদের প্রধান জামাত শুরু হয়। জামাতে অংশ নেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।  ঈদের জামাত শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে মেয়র মো. আতিকুল ইসলাম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং নগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। মেয়র বলেন, প্রথমবারের মতো ডিএনসিসির উদ্যোগে প্রধান জামাতের আয়োজন করা হয়েছে। মুসল্লিরা নির্বিঘ্নে সাচ্ছন্দ্যে নামাজ আদায় করেছে। গোলারটেক মাঠটি একটি ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠটি সঠিকভাবে ব্যবহার করা হতো না। জানতে পেরেছি এখানে মাদকাসক্তরা মাদক সেবন করে। এটি হতে দেওয়া হবে না। এই মাঠটি উন্নয়ন করে এখানে খেলাধুলার ব্যবস্থা করা হবে। লাইট লাগিয়ে দিব যেন রাতেও যুবকরা এখানে খেলাধুলা করতে পারে। মাঠটিতে ঈদের জামাত আয়োজন হলে, এর পবিত্রতা রক্ষায় তখন এলাকাবাসী মাঠটি রক্ষা করবে। প্রতি বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঈদের প্রধান জামাত এই গোলারটেক মাঠে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।  যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানিয়ে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, যত্রতত্র কোরবানির বর্জ্য ফেলবেন না। দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করতে জনগণের সহযোগিতা দরকার। আমরা নগরবাসীকে কাউন্সিলরদের মাধ্যমে পলিব্যাগ, ব্লিচিং পাউডার, স্যাভলন সরবরাহ করেছি। বর্জ্য অপসারণে ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছে। ডিএনসিসির কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারী ও আমি নিজে মাঠে আছি। কোরবানির বর্জ্য পলিব্যাগে ভরে নির্দিষ্ট জায়গায় রেখে দিবেন। আমাদের কর্মীরা সংগ্রহ করবে। তিনি বলেন, নির্ধারিত ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের সব প্রস্তুতি রয়েছে। নগরবাসীর প্রতি অনুরোধ আমাদের পরিচ্ছন্ন কর্মীদের সহযোগিতা করুন। হট লাইন নম্বর ১৬১০৬ এ ফোন করে বর্জ্যের বিষয়ে তথ্য জানাবেন। কন্ট্রোল রুম থেকে ব্যবস্থা নিবে। ঈদের জামাতে ইমামতি করেন মিরপুর বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মুফতি এমদাদুল্লাহ। ডিএনসিসির প্রধান জামাতে অংশ নেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো. মাইনুল হোসেন খান নিখিল, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, ডিএনসিসির কাউন্সিলর এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১৭ জুন, ২০২৪

মিরপুর দরবার শরিফে আশেকে রাসুল মাহফিল শুক্রবার
আশেকে রাসুল মাহফিল আগামীকাল শুক্রবার মিরপুর দরবার শরিফে অনুষ্ঠিত হবে। আশেকে রাসুল দিবস উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ, নাতে রাসুল ও মিলাদ শরিফের পর রয়েছে আলোচনা সভা। বক্তব্য দেবেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর সৈয়দ এ এফ এম বরকত-এ-খোদা, দরবার শরিফের উপমহাপরিচালক স্কলার সৈয়দ এ এফ এম রহমত-এ-খোদাসহ ইসলামী চিন্তাবিদরা। বাদ জুমা মাহফিলের আহ্বায়ক ইমামুল আশেকীন শায়েখুল আকবার ডক্টর সৈয়দ এম সাঈদুর রহমান আল-মাহবুবী (মা. আ.) আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
০৬ জুন, ২০২৪

বাবরের চোখেও রহস্য মিরপুর
যুগের পর যুগ খেলেও মিরপুরের উইকেটের আচরণ বুঝে উঠতে পারেন না বাংলাদেশের ক্রিকেটাররা। এ উইকেট কখন কী আচরণ করবে, তা খেলতে গিয়েই বুঝতে হয় তাদের। মিরপুরের উইকেট তাই বাবর আজমের চোখে রহস্যময়। দ্বিতীয়বারে মতো ইস্পাহানি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসে এমনটাই বলেছেন পাকিস্তানি ব্যাটার। তার চোখেও এই উইকেটের আচরণ অস্পষ্ট। নিউজিল্যান্ড থেকে সরাসরি ঢাকায় এসেই রংপুর রাইডার্সকে জেতালেন বাবর। ঠান্ডা মাথার ব্যাটিংয়ে ৫৬ রানে অপরাজিত ছিলেন তিনি। তবে ম্যাচ শুরুর আগেই উইকেট নিয়ে সম্প্রচার চ্যানেলে কথা বলেছেন বাবর। এ সময় তিনি বাংলাদেশের উইকেটের আচরণ নিয়ে বলেছেন, ‘আমার মনে হয় এখানে বড় চ্যালেঞ্জ হলো স্পিন। এখানে স্পিন সহায়ক উইকেট থাকে এবং সবাই খুব ভালোমানের স্পিনার। এটি আমার দ্বিতীয় বিপিএল। প্রথমবার ভিন্ন দলে খেলেছি। খুবই রোমাঞ্চিত আমি।’ সারা দেশের উইকেট নিয়ে কথা বলা বাবরকে প্রশ্ন করা হয়েছে মিরপুর নিয়ে। বিশেষ করে এ মাঠের উইকেট সব সময়ই অচেনা মনে হয়। বাবরও বলেছেন সে কথা, ‘এখানে আমরা অনেক ম্যাচ খেলেছি। সত্যি বলতে আমিও এই পিচের আচরণ সম্পর্কে বলতে পারব না। প্রতিবার এটি ভিন্ন আচরণ করে। এখন মনে হচ্ছে তুলনামূলক ভালো উইকেট। কিছুটা ময়েশ্চার আছে। প্রথম কয়েক ওভার গুরুত্বপূর্ণ।’ তবে সাকিব আল হাসানের সঙ্গে একই দলে খেলতে পারায় রোমাঞ্চিত পাকিস্তান ওপেনার বলেছেন, ‘সে একজন কিংবদন্তি। সে খুবই অভিজ্ঞ ক্রিকেটার। তার অনেক ভালো অভিজ্ঞতা আছে। আমার জন্য ভালো যে, আমাদের একজন সাকিব আল হাসান আছে।’
২৪ জানুয়ারি, ২০২৪

মিরপুরের পিচ নিয়ে আইসিসির অসন্তোষ
সিলেটে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের উইকেট পুরোপুরি স্পোর্টিং না হলেও মানসম্মত ছিল। আইসিসিও পিচকে ভালো রেটিং দিয়েছিল। বোলার-ব্যাটার সবার জন্যই কিছু না কিছু ছিল সেখানে। তবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে মাত্র দুই দিনে। এ উইকেটে ব্যাটসম্যানদের জন্য কিছুই ছিল না। মিরপুরের উইকেট নিয়েও আইসিসি সন্তুষ্ট না হওয়ায় আবারও মিরপুর পেল একটি ডিমেরিট পয়েন্ট। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার (১২ ডিসেম্বর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের দ্বিতীয় টেস্টের পিচকে আইসিসি পিচ এবং আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ার অধীনে ‘অসন্তোষজনক’ হিসাবে অ্যাখা দিয়েছে। আইসিসি এলিট ম্যাচ রেফারি, ডেভিড বুন ম্যাচ কর্মকর্তা এবং উভয় দলের অধিনায়কদের সাথে পরামর্শ করার পর আইসিসির কাছে তার প্রতিবেদন জমা দেন। আইসিসি তার প্রতিবেদন মূল্যায়নের পর মিরপুরকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। প্রতিবেদনটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠানো হয়েছে। বিসিবির হাতে ১৪ দিন সময় আছে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের জন্য। ডেভিড বুন অবশ্য আউটিফিল্ডকে ভালো রেটিং দিয়েছেন। তিনি বলেন “আউটফিল্ডটি খুব ভাল ছিল এবং বৃষ্টির সাথে খুব ভালভাবে ধরে রাখা হয়েছিল। যাইহোক, দেখা যাচ্ছে যে পিচটি হয়ত ঠিকভাবে প্রস্তুত করা হয়নি, কারণ এটি শক্ত ছিল না এবং প্রথম দিনে ঘাসের ছাঁটে ঢাকা ছিল। প্রথম সেশনের পর থেকে, ম্যাচের বাকি অংশ জুড়ে বাউন্স ছিল অসামঞ্জস্যপূর্ণ এবং অসংখ্য বল উপর দিয়ে চলে যাচ্ছিল। ফরোয়ার্ড খেলার সময় স্পিন বোলারদের কাছ থেকে ডেলিভারি প্রায়ই ব্যাটারের কাঁধের উপর দিয়ে চলে যাচ্ছিল এবং মাঝে মধ্যেই খুব কম বাউন্স থাকছিল।”
১২ ডিসেম্বর, ২০২৩

মিরপুর টেস্টে নতুন ভূমিকায় দেখা যাবে তামিমকে
নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটের মাটিতে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরুর পর আগামীকাল আবারও মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে এদিন দলে না থাকলেও মাঠে থাকছেন দলের বাইরে থাকা সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালও। তবে ক্রিকেটারের ভূমিকায় নয়, তাকে দেখা যাবে ধারাভাষ্যকারের ভূমিকায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিম নিজেই এ কথা জানিয়েছেন। আগামীকাল সকাল সাড়ে ৯টায় মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। পাঁচ দিনের টেস্টে অবশ্য আপাতত প্রথম দিনই দেখা যাবে তামিম ইকবালকে। পরে পাওয়া যাবে কি না তা এখেনো জানাননি। নিজের অফিসিয়াল ফেসবুক পোস্ট থেকে দেওয়া ওই পোস্টে তামিম লিখেছেন, ‘বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিন আগামীকাল ধারাভাষ্য প্যানেলে অল্প সময়ের জন্য অংশ নেব। আমি থাকব বেলা ১২.৪০ মিনিট থেকে ১.১০ মিনিট এবং ১.৪০ মিনিট থেকে ২.১০ মিনিট। আবারও ধারাভাষ্য বক্সের অভিজ্ঞতা নিতে প্রস্তুত।’ এর আগেও অবশ্য ধারাভাষ্য দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন এই টাইগার ওপেনার। তিনি জানিয়েছিলেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে। এমনকি চলমান ভারত বিশ্বকাপেও ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি তামিমের। তবে সেটা শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। এ নিয়ে তামিম বলছিলেন, ‘আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপেও প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (আমাকে দেখা যেতে পারে)।’
০৫ ডিসেম্বর, ২০২৩

মিরপুর টেস্টের আগে টাইগার শিবিরে বড় ধাক্কা
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে ঐতিহাসিক এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল শুরু হওয়া মিরপুর টেস্টে পরাজয় এড়াতে পারলেই প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে টাইগাররা। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে বুধবার (৬ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় মাঠে নামবে দুই দল। তবে ম্যাচ শুরুর আগেই বাংলাদেশ শিবিরে বড় এক ধাক্কা। আগামীকাল নাঈম হাসান ছাড়াই নামতে হতে পারে বাংলাদেশকে। সিলেট টেস্টে বল হাতে দুর্দান্ত খেলেছেন এই ডানহাতি স্পিনার। ঘরের মাঠে প্রথমবারের মতো কিউইদের হারাতে প্রথম ইনিংসে ৭৩ রানে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ২ উইকেট নিয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। ঢাকা টেস্টেও তার দিকে তাকিয়ে টাইগার ভক্তরা। তবে ম্যাচের আগের দিন অনুশীলনে চোট পেয়েছেন নাঈম। মঙ্গলবার (৫ ডিসেম্বর) মিরপুরে ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন নাঈম। দিনের শুরুতেই বোলিং করেন তিনি। এরপর ব্যাটিং করতে নেটে ঢুকেছিলেন। সেখানে থ্রো-ডাউন খেলার সময়ে বল তার আঙুলে আঘাত করে। এরপর নেট থেকে বেরিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ড্রেসিংরুমে চলে যান নাঈম। তবে চোটের জন্য বুধবার ঢাকা টেস্টে তার খেলা হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে এই স্পিনার সম্পর্কে জানান, সে (নাঈম) জাতীয় লিগের সর্বোচ্চ উইকেট শিকারি ছিল। সে আত্মবিশ্বাসী এখন, ভালো ছন্দে বোলিংও করছে। ম্যাচে আমরা তা দেখেছি। সে তার ভূমিকা নিখুঁতভাবে পালন করেছে। বিভিন্ন সময়ে সে রক্ষণাত্মক বোলার ছিল, কখনো কখনো সে আক্রমণও করেছে। সে ব্যাটারদের মনে অনেক সন্দেহ তৈরি করেছিল। কেন উইলিয়ামসনকে সে ভুগিয়েছে, তার ফলটাও পেয়ে যাচ্ছিল। তাকে নিয়ে আমি বেশ সন্তুষ্ট।’
০৫ ডিসেম্বর, ২০২৩

মিরপুর টেস্টের টিকেট মূল্য প্রকাশ, যেভাবে পাওয়া যাবে 
আগামীকাল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমটিতে ইতিহাসগড়া জয় পেয়ে বাংলাদেশ দলের সামনে এখন ইতিহাসের হাতছানি। সিলেটে সাদা পোশাকে কিউইদের ১৫০ রানে হারিয়েছে টাইগাররা। এবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে হার এড়োলেই প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে নাজমুল হোসেন শান্তর দল।  মিরপুরে হোম অব ক্রিকেট খ্যাত শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ থাকছে দর্শক-সমর্থকদের সামনে। আগামীকালের এই ম্যাচের গ্যালারির টিকিটের দাম প্রকাশ করেছে বিসিবি।  হোম অব ক্রিকেটে বসে খেলা দেখতে হলে দর্শকদের সর্বনিম্ন গুণতে হবে ১০০ টাকা। এ দামে পাওয়া যাবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট। নর্থ অথবা সাউথ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। এ ছাড়া ক্লাব হাউসের ৩০০ ও ভিআইপি স্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে গুনতে হবে ৫০০ টাকা। আর সর্বোচ্চ পর্যায়ের টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার টাকা। এই টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচটির টিকিট শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে কেনা যাবে। ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। ম্যাচের টিকিটের দাম (১) গ্রান্ড স্ট্যান্ড- ১০০০ টাকা (২) ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা (৩) ক্লাব হাউজ- ৩০০ টাকা (৪) নর্থ/সাউথ স্ট্যান্ড- ২০০ টাকা (৫) ইস্টার্ন স্ট্যান্ড- ১০০ টাকা
০৫ ডিসেম্বর, ২০২৩
X