ইসরায়েলিদের প্রবেশ করতে দেবে না মালদ্বীপ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানোর জেরে ইসরায়েলি পাসপোর্টধারীদের নিষিদ্ধ করছে মালদ্বীপ সরকার। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারত মহাসাগরের ছোট্ট এ মুসলিমপ্রধান দেশে আর কোনো ইসরায়েলি প্রবেশ করতে পারবে না। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের একজন মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ‘ইসরায়েলি পাসপোর্টের উপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন’। তবে, নতুন আইন কবে থেকে কার্যকর হবে সে সম্পর্কে তেমন কিছু বলেননি তিনি। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ পর্যটক মালদ্বীপ ভ্রমণে যান। ‘ফিলিস্তিনের পাশে মালদ্বীপবাসী’ নামে একটি জাতীয় তহবিল সংগ্রহের প্রচারণার ঘোষণাও দিয়েছেন মুইজ্জু। গত বছর প্রায় ১১ হাজার ইসরায়েলি মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন, যা দেশটির মোট পর্যটকের শূন্য দশমিক ছয় শতাংশ। তবে মালদ্বীপের সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৪ মাসে মালদ্বীপে যাওয়া ইসরায়েলিদের সংখ্যা ৫২৮ জনে নেমে এসেছে। এ সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় ৮৮ শতাংশ কম। গত অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। এ ছাড়া দেশে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে বিরোধী দল ও জোট সরকারের মিত্ররা প্রেসিডেন্ট মুইজ্জুকে চাপ দিয়ে আসছিল।
০৩ জুন, ২০২৪

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত
মালদ্বীপ থেকে নজরদারি বিমান পরিচালনাকারী সামরিক কর্মীদের প্রত্যাহার শুরু করেছে ভারত। মালদ্বীপের নতুন চীনপন্থি প্রেসিডেন্ট ভারতীয় সেনাদের দেশটি থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর এ কার্যক্রম শুরু হলো। মালদ্বীপে বিশাল সামুদ্রিক সীমান্ত টহল দেওয়ার জন্য মোতায়েন ভারতীয় সেনাদের বের করে দেওয়ার প্রতিশ্রুতিতে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সেপ্টেম্বরে ক্ষমতায় আসেন। খবর এনডিটিভির মালদ্বীপের মিহারু সংবাদপত্র জানিয়েছে, আদ্দু প্রবালপ্রাচীরের দক্ষিণতম দ্বীপ, সেখানে মোতায়েন ২৫ ভারতীয় সেনা ১০ মার্চের আগেই দ্বীপপুঞ্জ ছেড়ে চলে গিয়েছে। ভারত ও মালদ্বীপ উভয়পক্ষ সম্মত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু হয়েছে। নয়াদিল্লির সঙ্গে আলোচনার পর উভয়পক্ষ ১০ মের মধ্যে ১ হাজার ১৯২টি ক্ষুদ্র প্রবাল দ্বীপের দেশ থেকে ৮৯ ভারতীয় সেনা এবং তাদের সহায়তা করা কর্মীদের প্রত্যাহার সম্পূর্ণ করতে সম্মত হয়। মিহারু সংবাদপত্র জানায়, তিনটি ভারতীয় বিমান, দুটি হেলিকপ্টার এবং একটি ফিক্সড-উইং প্লেন এরই মধ্যে মালদ্বীপে পৌঁছেছে। তবে এ ব্যাপারে মালদ্বীপ বা ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ খবর পাওয়া যায়নি। কিন্তু মিহারু জানিয়েছে, মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে, ভারতীয় সেনা প্রত্যাহার শুরু হয়েছে। মুইজ্জু ক্ষমতায় আসার আগ পর্যন্ত ভারত মহাসাগর অঞ্চলে কৌশলগত দিক থেকে নয়াদিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র ছিল মালদ্বীপ। তবে মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকে একদিকে এই সম্পর্কে শীতলতা এসেছে, অন্যদিকে বেড়েছে এ অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধির সম্ভাবনা। গত জানুয়ারিতে চীন সফরে গিয়েছিলেন মোহাম্মদ মুইজ্জু। সেখানে বেইজিংয়ের সঙ্গে মালদ্বীপের অবকাঠামো, জ্বালানি, সমুদ্র গবেষণা ও কৃষি সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করে এসেছেন তিনি। অন্যদিকে ভারত গত মাসে ঘোষণা দিয়েছে, এখন থেকে নিজেদের লাক্ষাদ্বীপ অঞ্চলে নৌবাহিনীর তৎপরতা বৃদ্ধি করবে দেশটি। মালদ্বীপ থেকে লাক্ষাদ্বীপের দূরত্ব মাত্র ১৩০ কিলোমিটার।
১৩ মার্চ, ২০২৪

মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নিচ্ছে ভারত
মালদ্বীপ থেকে সেনা সরানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ভারত। আগামী মার্চ থেকে মে মাসের মধ্যে কয়েক দফায় সে দেশে মোতায়েন সেনাদের ভারতে ফিরিয়ে নেওয়া হবে। তবে সে দেশকে ভারতের দেওয়া দুটি হেলিকপ্টার ও একটি ডর্নিয়ার বিমান মালদ্বীপ সরকার রেখে দেবে। মালদ্বীপের সেনাবাহিনী ও ভারতীয় অসামরিক কর্মকর্তারা সেগুলোর রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান করবেন। শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত ও মালদ্বীপের কর্মকর্তাদের নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকের পর মালদ্বীপ সরকারের পক্ষে দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
০৪ ফেব্রুয়ারি, ২০২৪

মালদ্বীপ গেছেন প্রধান বিচারপতি
আন্তর্জাতিক একটি সেমিনারে অংশ নিতে মালদ্বীপ সফরে গেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় তার জায়গায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে রওনা দেন তিনি। রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে তার। এর আগে লিগ্যাল এইড নিয়ে একটি সেমিনারে অংশ নিতে ২৬ নভেম্বর ভারত সফরে যান প্রধান বিচারপতি। সে সময়ও প্রধান বিচারপতির কার্যভার পালন করেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন। গত বছরের ২৬ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি ওবায়দুল হাসান।
২০ জানুয়ারি, ২০২৪

ভারতের সঙ্গে বিরোধ / পর্যটন খাত নিয়ে অন্ধকার দেখছে মালদ্বীপ
ভারতের সঙ্গে বিরোধের জের ধরে প্রধান বৈদেশিক অর্থ উপার্জনকারী পর্যটন খাত নিয়ে অন্ধকার দেখছে ভারত মহাসাগরে অবস্থিত ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহম্মদ মু্ইজ্জুর ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতি থেকে সরে আসা এবং সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মালদ্বীপের তিন মন্ত্রীর আপত্তিকর মন্তব্যের কারণে দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, যার বেশ প্রভাব পড়েছে দ্বীপরাষ্ট্র পর্যটন শিল্পে। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বয়কট মালদ্বীপ’-এর ঢেউ উঠেছে। বিশিষ্ট ব্যক্তি থেকে সাধারণ মানুষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে মালদ্বীপ ভ্রমণ বাতিল করছে। খবর এনডিটিভি ও আনন্দবাজার অনলাইনের। ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বয়কট মালদ্বীপ’-এর ঠেলা সামলাতে হিমশিম খাচ্ছে ভারতের দক্ষিণ-পশ্চিমে ভারত মহাসাগরের ওপরে অবস্থিত ছোট্ট দ্বীপরাষ্ট্র। আগে থেকেই মালদ্বীপে ঘুরতে যাওয়ার বিমান-হোটেলে টিকিট বুক করে রাখার পরও তা বাতিল করে চলেছেন একের পর এক ভারতীয়। ক্রমে সেই সংখ্যা বেড়েই চলেছে। ভারতের এক জনপ্রিয় ভ্রমণ সংস্থাও মালদ্বীপ যাওয়ার বিমানের সব টিকিট বুকিং বাতিল করে দিয়েছে এরই মধ্যে। ওই সংস্থার মালিক জানিয়েছেন, দেশের প্রতি আনুগত্য এবং সহানুভূতি থেকে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। যারা বুকিং বাতিল করছেন, তাদের দাবি, টাকা যাচ্ছে যাক। আগে দেশ। দেশের অপমান কোনোভাবে মেনে নেওয়া যাবে না বলেও কেউ কেউ মত প্রকাশ করেছেন। মালদ্বীপের তিন মন্ত্রী ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার পর থেকে কমপক্ষে ১৪ হাজার হোটেল এবং প্রায় চার হাজার বিমানের টিকিট বাতিল করেছেন ভারতীয়রা, যা মালদ্বীপের পর্যটন এবং অর্থনীতিতে বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একজন ব্যবহারকারী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি ফেব্রুয়ারিতে মালদ্বীপে ছুটি কাটানোর পরিকল্পনা করেছিলাম। আমি তা বাতিল করে ভারতের কোনো জায়গায় ঘুরতে যাব ভাবছি। যারা আমার দেশকে ঘৃণা করে, সেই দেশে আমি আমার টাকা নষ্ট করব না।’
১০ জানুয়ারি, ২০২৪

বিশ্বকাপ প্রাক বাছাই / বাংলাদেশের সামনে মালদ্বীপ
চাপের মুখে ভেঙে পড়াটা অভ্যাসের পর্যায়ে পৌঁছেছিল। সে অবস্থা থেকে বেরিয়ে আসার পথ ক্রমেই প্রশস্ত করছে জাতীয় ফুটবল দল। চাপ প্রশমনে আজ মালদ্বীপের বিপক্ষে বড় পরীক্ষায় নামছে বাংলাদেশ। ২০২৬ বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে প্লে-অফের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা, ‘নিজেদের মাঠ, দর্শকের সামনে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দলের সদস্যরা রোমাঞ্চিত, শিহরিত এবং চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’ ৩৭ বছর বয়সী স্প্যানিশ এ কোচ যোগ করেন, ‘সবকিছু আমাদের হাতে, আমাদের ওপরই সবকিছু নির্ভর করছে। আমি মনে করি, জিততে পারি—এটা বলার জন্য যথেষ্ট সাহস এবং আত্মবিশ্বাস আমাদের রয়েছে।’
১৭ অক্টোবর, ২০২৩

মালদ্বীপ পৌঁছেই অনুশীলনে জামালরা
মদকাণ্ডে একাদশের গুরুত্বপূর্ণ তিন সদস্যকে বাদ দিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা। মালদ্বীপের বিপক্ষে আনিসুর রহমান জিকো, তপু বর্মণ ও শেখ মুরসালিনের শূন্যতা ঢেকে দেওয়ার চ্যালেঞ্জ দলের বাকি সদস্যদের। সে প্রচেষ্টায় সকালে মালদ্বীপ পৌঁছে বিকেলেই অনুশীলনে নেমেছেন বাংলাদেশ দলের সদস্যরা। বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামীকাল। মালদ্বীপের রাজধানী মালের এ ম্যাচের পর ১৭ অক্টোবর ফিরতি পর্বের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ওই ম্যাচ। গতকাল সকালে মালদ্বীপের উদ্দেশে রওনা দেওয়া দলের সদস্যরা ঠিকঠাকমতো মালতে পৌছেছেন। সন্ধ্যায় অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা। দুই ম্যাচের প্লে-অফ জয়ী দল বিশ্বকাপের মূল বাছাইয়ে নাম লেখাবে। সে পর্বে উন্নীত হতে না পারলে আন্তর্জাতিক কার্যক্রমের বাইরে থাকতে হবে। সেক্ষেত্রে প্রীতি ম্যাচই হবে একমাত্র অবলম্বন। ‘আমরা ঠিকমতো মালদ্বীপে এসেছি। এখানে আসার পর সকলে ম্যাচ প্রস্তুতিতে মনোযোগ দিয়েছেন। আশা করছি, আমরা পরিকল্পিতভাবে এ ম্যাচ খেলতে পারব’—বলছিলেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান।
১১ অক্টোবর, ২০২৩

জামালদের ভাবনায় মালদ্বীপ
ইতিবাচক অনেক লক্ষণ ফুটিয়ে তোলা ম্যাচের শেষটা পরিকল্পিত ছিল না। লেবাননের কাছে হারা বাংলাদেশ আরও একবার সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায়! শঙ্কা দূর করতে হলে জিততে হবে পরের দুই ম্যাচ, দ্রুত ভুলে যেতে হবে লেবানন সংক্রান্ত হতাশা। গতকাল বেঙ্গালুরুতে দলের সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে অনুশীলন করেছেন। লেবাননের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে যারা খেলেছেন, তারা ওয়ার্ম-আপ করেছেন। বাকিদের নিয়ে ছোট পরিসরে একটা ম্যাচ আয়োজন করা হয়েছিল। লেবানন হারের ধাক্কায় হতাশ দলের সদস্য। সে ধাক্কা দ্রুত কাটিয়ে ওঠার ডাক দিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘প্রথম ম্যাচে যা হয়েছে তা দ্রুত ভুলে যেতে হবে। আমাদের ভাবনায় এখন মালদ্বীপ ম্যাচ। প্রতিযোগিতা শুরুর আগে আমরা সবাই বলেছি মালদ্বীপ ম্যাচটা ফাইনাল। এ ম্যাচে মনোযোগ ধরে রাখার চেষ্টা করছি।’ লেবাননের বিপক্ষে এক পর্যায়ে দারুণ খেলছিল বাংলাদেশ। সুযোগও এসেছিল, কিন্তু তা কাজে লাগানো যায়নি। আন্তর্জাতিক ফুটবলে গোল করার যে সমস্যা ছিল, সেটা লেবানন ম্যাচেও দেখা গেছে। মালদ্বীপ ম্যাচের আগে এ সম্পর্কে জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমরা যদি মালদ্বীপের বিপক্ষে এক গোল করতে পারি, ওটাই জয়ের জন্য যথেষ্ট হতে পারে। কিন্তু আমাদের গোল করতে হবে।’ হতাশার মাঝেও ইতিবাচক মানসিকতায় সামনের দিকে এগোতে চান বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা, ‘আমরা সবাই হতাশ, কারণ আমরা ব্যর্থ হয়েছি। আমরা গুরুত্বপূর্ণ একটা লক্ষ্য অর্জনের খুব কাছেই ছিলাম। এমনকি ৩ পয়েন্টও পেতে পারতাম। কিন্তু এখন বিগত ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো নিয়ে ভাবার সময়। পরের দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে ম্যাচে মনোযোগ দিতে চাই।’ বাংলাদেশের হারের দিনে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে মালদ্বীপ। আগামীকাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারালে সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে দ্বীপ দেশটির। একই দিন ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে লেবানন। এ ম্যাচ পশ্চিম এশিয়ার দেশটির সেমিফাইনাল ভাগ্য লিখে দিতে পারে। বাংলাদেশের বিপক্ষে লেবানন হাইলাইন ডিফেন্স সাজিয়েছিল। এ কৌশলের বিপরীতে লাল-সবুজরা পাল্টা আক্রমণনির্ভর ফুটবলের পরিকল্পনা নিয়েছিল। এ পরিকল্পনার সুফল হিসেবে দারুণ সুযোগও তৈরি হয়েছিল; কিন্তু ওয়ান-বাই-ওয়ান পজিশনে লেবানন গোলরক্ষকের বাধা অতিক্রম করতে পারেননি ইউঙ্গার ফয়সাল আহমেদ ফাহিম। ‘শক্তিশালী দলের বিপক্ষে জয়ের সুযোগ নষ্ট করেছি। এটার নেতিবাচক ও ইতিবাচক দুটি দিক রয়েছে। আমরা ইতিবাচক দিকটা গ্রহণ করছি। গোল স্কোরিংয়ের জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে। এ নিয়ে আমরা কাজ করছি।’— বলছিলেন হাভিয়ের ক্যাবরেরা। বাংলাদেশ দল মালদ্বীপ-ভুটান ম্যাচ দেখেছে। সে আলোকে পরের দুই প্রতিপক্ষ নিয়ে পরিকল্পনা সাজাবেন ক্যাবরেরা। দ্বৈরথে নামার আগে দুই দল সম্পর্কে ৩৭ বছর বয়সী স্প্যানিশ কোচ বলেছেন, ‘ভুটান ও মালদ্বীপের খেলা দেখে আমি অবাক হয়েছি। ভুটানের দক্ষ একাধিক ফুটবলার রয়েছে। মালদ্বীপের রক্ষণ নিখুঁত। বেশকিছু প্রতিভাবান ফুটবলারও রয়েছে দলটিতে।’ প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে আজ পাকিস্তান খেলবে কুয়েতের বিপক্ষে। আরেক ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেপাল। প্রথম ম্যাচে ভারত ৪-০ গোলে পাকিস্তানকে উড়িয়ে দেয়। উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে কুয়েত জিতেছে ৩-১ গোলে।
২৪ জুন, ২০২৩
X