মিত্র দেশেই মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে সাগরে বিমানটি বিধ্বস্ত হয়। তবে পাইলট নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিমানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুনসান বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে। একপর্যায়ে জিকডো দ্বীপের কাছে গিয়ে সাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগেই পাইলট জরুরি বহিঃগমনের মাধ্যমে বের হতে সক্ষম হোন। পরে দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ডের সদস্যরা তাকে উদ্ধার করেন। দেশটিতে অবস্থানরত মার্কিন ৮ম ফাইটার উইং ইউনিট এক বিবৃতিতে জানায়, এফ-১৬ ফাইটিং ফ্যালকন বিমানটি সাগরের উপর ‘ইন-ফ্লাইট ইমার্জেন্সি’ অনুভব করে এবং বিধ্বস্ত হয়। মার্কিন বিমানবাহিনীর এই ইউনিট জানিয়েছে, এক মাসের ব্যবধানে এফ-১৬ যুদ্ধবিমানের দ্বিতীয় দুর্ঘটনা এটি। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একই বিমানঘাঁটির অধীনে একই এলাকায় গত মাসে একটি এফ-১৬ যুদ্ধবিমান সাগরে বিধস্ত হয়েছিল।
৩১ জানুয়ারি, ২০২৪

দক্ষিণ কোরিয়ায় এফ-১৬ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
দুর্ঘটনা মার্কিন যুদ্ধবিমানের পিছু ছাড়ছে না। আবারও দুর্ঘটনায় পড়েছে মার্কিন যুদ্ধবিমান। এবার দক্ষিণ কোরিয়ায় এফ-১৬ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।   সামরিক সূত্রের বরাতে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, সোমবার দক্ষিণ কোরিয়ায় এফ-১৬ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সেনাদের ট্রেনিং চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়।  প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হলেও এটির পাইলট তার আগেই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন।  ইয়োনহাপ জানিয়েছে, মার্কিন বিমানঘাঁটি গুনসানের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।  এ ঘটনার বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি। অন্যদিকে ঘটনার বিষয়ে তাৎক্ষণিক দক্ষিণ কোরিয়ার মার্কিন সামরিক কর্মকর্তাদের কাছে পৌঁছানো হয়নি।  এর আগে চলতি বছরের মে মাসে সিউলে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। ওই সময়ে জানানো হয়ে যে, রুটিন মহড়া চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। এটির দুর্ঘটনায় পড়লেও ওই সময়ে পাইলট নিরাপদে বের হয়ে এসেছিলেন। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  এছাড়া গত মাসের শেষে বিবিসি জানায়, জাপানের ইয়াকুশিমা দ্বীপের উপকূলে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন ওই বিমানটির ৮ জন সেনা সদস্যের সবাই। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানটি ওসপ্রে ধরনের। বিশেষভাবে প্রস্তুত ইঞ্জিন ও প্রপেলার ব্লেড থাকায় এই উড়োজাহাজগুলো প্রয়োজন অনুসারে বিমান এবং হেলিকপ্টার উভয় ধরনের টেক অফ ও উড্ডয়নে সক্ষম। জাপানের কোস্টগার্ড বাহিনীর এক মুখপাত্র জানান, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৭ মিনিটে যুদ্ধবিমানটি ইয়াকুশিমা দ্বীপের কাছাকাছি সমুদ্রে আছড়ে পড়ে এবং ডুবে যায়। ওই মুখপাত্র বলেন, আমরা ওই সেনাদের সন্ধানে তৎপরতা চালাচ্ছি। এখনো কোনো খোঁজ পাইনি। আপাতত আমাদের কাছে এর বেশি তথ্য নেই। এর আগে গত আগস্টে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়েছিল মার্কিন সামরিক বাহিনীর একটি ওসপ্রে বিমান। এতে পাইলটসহ ওই বিমানটিতে অবস্থান করা ২৩ মার্কিন সেনার সবাই নিহত হন।  
১১ ডিসেম্বর, ২০২৩

জাপানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত নিখোঁজ ৮
জাপানের ইয়াকুশিমা দ্বীপের উপকূলে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন ওই বিমানটির ৮ জন সেনা সদস্যের সবাই। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানটি ওসপ্রে ধরনের। বিধ্বস্ত হওয়ার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। খবর বিবিসির বিশেষভাবে প্রস্তুত ইঞ্জিন ও প্রপেলার ব্লেড থাকায় এই উড়োজাহাজগুলো প্রয়োজন অনুসারে বিমান এবং হেলিকপ্টার উভয় ধরনের টেক অফ ও উড্ডয়নে সক্ষম। জাপানের কোস্টগার্ড বাহিনীর এক মুখপাত্র জানান, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৭ মিনিটে যুদ্ধবিমানটি ইয়াকুশিমা দ্বীপের কাছাকাছি সমুদ্রে আছড়ে পড়ে এবং ডুবে যায়। ওই মুখপাত্র বলেন, আমরা ওই সেনাদের সন্ধানে তৎপরতা চালাচ্ছি। এখনো কোনো খোঁজ পাইনি। আপাতত আমাদের কাছে এর বেশি তথ্য নেই। এর আগে গত আগস্টে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়েছিল মার্কিন সামরিক বাহিনীর একটি ওসপ্রে বিমান। এতে পাইলটসহ ওই বিমানটিতে অবস্থান করা ২৩ মার্কিন সেনার সবাই নিহত হন।
৩০ নভেম্বর, ২০২৩

মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তে পাইলট নিহত
যুক্তরাষ্ট্রের সান দিয়েগোয় একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে সান দিয়েগো এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। খবর সিএনএন। নিহত পাইলটের নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ। এক বিবৃতিতে উত্তর ক্যারোলিনার দ্বিতীয় মেরিন এয়ারক্রাফ্ট উইং ও মেরিন কর্পস এয়ার স্টেশন চেরি পয়েন্ট জানিয়েছে, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি মেরিন কর্পসের এফ/এ-১৮ মডেলের হর্নেট যুদ্ধবিমান। দুর্ঘটনার পরপর অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। তারা সেখান থেকে ওই পাইলটকে উদ্ধার করেন এবং মৃত ঘোষণা করেন। বিবৃতিতে নিহত পাইলটের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বিমান দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের এফ/এ-১৮ মডেলের হর্নেট যুদ্ধবিমানগুলো দিনে-রাতে সমানভাবে শত্রুঘাঁটিতে আঘাত হানতে পারে। এ জন্য মেরিন কর্পসের কৌশলগত অভিযানে এসব যুদ্ধবিমান দীর্ঘদিন ধরে ব্যাপক হারে ব্যবহৃত হয়ে আসছে।
২৬ আগস্ট, ২০২৩
X