রাজবাড়ী জেলা মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
কুমকুম নজরুলকে সভাপতি এবং ইয়াসমিন আক্তার পিয়াকে সাধারণ সম্পাদক করে গঠিত রাজবাড়ী জেলা মহিলা দলের ১৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।  বুধবার (২৪ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় মহিলা দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের এই তথ্য জানানো হয়েছে। মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই কমিটি অনুমোদন দিয়েছেন।  এদিকে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সকলকে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য (দপ্তরের চলতি দায়িত্বপ্রাপ্ত) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান তারা। বিবৃতিতে বলা হয়, ৭ জানুয়ারি প্রহসনমূলক ও একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা কুক্ষিগত করে দখলদার আওয়ামী লীগ অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় আদালতকে দিয়ে ফরমায়েশি সাজা প্রদান, জামিন নামঞ্জুর ও কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে। আর সেটিরই ধারাবাহিকতায় উল্লিখিত নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। দখলদার আওয়ামী সরকারের এ ধরনের জুলুম প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। তারা বলেন, সারা দেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে মিথ্যা মামলাায় বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের সাজা প্রদান ও জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং উল্লিখিত নেতৃবৃন্দের সাজা বাতিল ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।
২৪ এপ্রিল, ২০২৪

মহিলা দলের র‍্যালিতে পুলিশের বাধা
পুলিশি বাধায় বিশ্ব নারী দিবসের র‌্যালি করতে পারেনি ‘জাতীয়তাবাদী মহিলা দল’। তবে এ জন্য র‍্যালির অনুমতি না থাকার কথা বলছে পুলিশ।  শুক্রবার (৮ মার্চ) সকালে সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশের পর র‌্যালি বের করলে পুলিশ বাধা দেয়। নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিয়ে পুলিশের বাধার প্রতিবাদ জানায়। পরে পুলিশ তাদের ঘিরে ফেলে। এক পর্যায়ে নারী কর্মীরা ৪/৬ মিনিট স্লোগান দিয়ে দলীয় কার্যালয়ে চলে যায়।  মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, এটা দুর্ভাগ্যজনক আজকে একটা নারী দিবস, সেখানে পুলিশ নারীদের একটা শান্তিপূর্ণ মিছিল করতে দিল না। দেশের নারী সমাজ কেমন আছে- এটাই তার প্রমাণ। আজকে আমাদের শান্তিপূর্ণ র‌্যালি পণ্ড করে দেওয়ার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশের মহিলা শাখার এডিসি ফারজানা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, যেটা পারমিশন ছিল উনারা সমাবেশ করেছেন, বক্তব্য দিয়েছেন, সেখানে আমরা বাধা দেইনি। যতটুকু পারমিশন ছিল সেটা আমরা করতে দিয়েছি। র‌্যালি কেন করতে দিলেন না- জানতে চাইলে তিনি বলেন, ‘উনাদের বক্তব্য দেওয়ার পারমিশন ছিল, বক্তব্য দিয়েছেন। আজকে জুমার সময় গাড়ি চলাচল করছে, এই র‌্যালি করতে দিলে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হবে। সে জন্য আমরা সেটা করতে দেইনি।  সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা সমবেত হয়। এরপর সেখানে র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।  বিশ্ব নারী দিবসে দেশের নারী সমাজকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আজ দেশের নারীরা অবহেলিত, নির্যাতিত। আজকে তাদের দুরবস্থার কথা বলতে হয়, এমন কোনো দিন নাই, এমন কোনো মাস নাই, এমন কোনো সপ্তাহ নাই যখন দেশের নারীদের ওপর নির্যাতন-ধর্ষণ হচ্ছে না।  তিনি বলেন, তার চেয়ে বড় দুঃখের ও কষ্টের বিষয় হচ্ছে, এই নির্যাতনের ব্যাপারে কোনো বিচারের প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি না। কারণ এসবের সঙ্গে ক্ষমতাসীনদের অনেকে জড়িত, তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা জড়িত। আরও দুঃখের বিষয়, এই বিষয়ে যারা নারীবাদী হিসেবে পরিচয় দেন, যারা নারীদের পক্ষে কাজ করে বলেন, তারা কিন্তু খুব একটা সোচ্চার হচ্ছেন না।  তিনি আরও বলেন, সারা দেশে ভয়ভীতির একটা পরিবেশ বিরাজ করছে, কেউ মুখ খুলতে চাচ্ছে না। বাংলাদেশে দখলের রাজনীতি চলছে, সিলেকশনের রাজনীতি চলছে। এ অবস্থার উত্তরণে নারী সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, আগামী দিনের বাংলাদেশে যদি আমরা নারীদের ক্ষমতায়ন করতে চাই, প্রথমে বাংলাদেশের নাগরিকদের ক্ষমতায়ন করতে হবে। দেশের নাগরিকরা যদি অধিকারহীন হয়ে যায়, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে নারীদের ক্ষমতায়নের সুযোগ থাকবে না, কারও ক্ষমতায়নের সুযোগ থাকবে না। একমাত্র দেশের সাংবিধানিক রাজনৈতিক অধিকার, দেশের মানুষের নাগরিক অধিকার যদি ফিরে পাওয়া না যায়, তাহলে এখন যে অবস্থা আছে সেখান ধেকে উঠে আসার কোনো সুযোগ নেই। তাই নারী-পুরুষ সবাই মিলে একত্রে প্রথমে আমাদেরকে নাগরিক অধিকার ফিরিয়ে আনতে হবে। নারীদের ক্ষমতায়ন সেখান থেকে শুরু করা যাবে। এ সময় আফরোজা আব্বাস বলেন, ‘আমরা চাই, আমরা নারী সমাজ মিলে যেন দেশটা, সমাজটাকে বদলে দিতে পারি। যে সমাজে আমরা রুখে দাঁড়াতে পারব, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারব, সকলে মাথা উঁচু করে দাঁড়াতে পারব এবং নারীদের পক্ষে দাঁড়াতে পারব- সেই সমাজ চাই আমরা। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন…তিনি যে আন্দোলন করতেন তার একটাই দাবি ছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আজকে আমরা কোথায় আছি? আমরা দেশকে বাঁচাতে পারছি না, মানুষকেও বাঁচাতে পারছি না।  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের এ রকম দাম অতীতে কখনো ছিল না। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ছিল, স্থিতিশীল ছিল। দেশের বর্তমান অবস্থা পরিবর্তনে মহিলা দলের কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে সংগঠনের প্রধান বলেন, ‘আজকে আমরা শপথ নিতে চাই, আমরা খালেদা জিয়াকে মুক্ত করব, নারীর অধিকার ফিরিয়ে আনব, দেশ বাঁচাব, মানুষ বাঁচাব, নারীদের নিরাপত্তা নিশ্চিত করব।
০৮ মার্চ, ২০২৪

নারী দিবসে র‌্যালি করবে মহিলা দল
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী বর্ণাঢ্য র‌্যালি করবে জাতীয়তাবাদী মহিলা দল। কেন্দ্রীয়ভাবে শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালিটি অনুষ্ঠিত হবে। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ কালবেলাকে বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা রাজনীতিতে বর্ণাঢ্য র‌্যালি করব। বিষয়টি ইতোমধ্যে আমরা পুলিশকে অবহিত করেছি। মহিলা দল থেকে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে সংগঠনের দেশব্যাপী জেলা ও মহানগরসহ সব ইউনিটে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।
০৭ মার্চ, ২০২৪

রিজভীর নেতৃত্বে উত্তরায় মহিলা দলের মিছিল পিকেটিং 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে অবরোধের সফলে রাজধানীর উত্তরায় মিছিল ও পিকেটিং করেছে জাতীয়তাবাদী মহিলা দল। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৭টায় উত্তরায় ৪নং সেক্টর পার্কের উত্তর দিক থেকে শুরু হয়ে ঢাকা গাজীপুর প্রধান সড়কে এসে মিছিলটি শেষ হয়। এ সময় রিজভী বলেন, সাজানো একতরফা নির্বাচনের নামে দেশকে ধ্বংস করে দিচ্ছেন শেখ হাসিনা। দেশ ধ্বংস হয় হোক সেদিকে শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই। আজকে দেশের উৎপাদনমুখী সকল সেক্টর চরম হুমকিতে পড়েছে। আমদানি-রপ্তানি প্রায় বন্ধ। তিনি বলেন, লুটপাটের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ এখন দিশেহারা। শাকসবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য এখন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। গরিব মানুষগুলো একবেলা পেট ভরে খেতে পারছে না। অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে তারা। এ অভুক্ত জনগণের রোষানল থেকে আপনারা বাঁচতে পারবেন না। রুহুল কবির রিজভী বলেন, একতরফা নির্বাচনের নামে দেশে চরম তামাশা চলছে। অবৈধ সরকারের গৃহপালিত নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী প্রার্থী বাছাই করে করে দিচ্ছে। কোন আসনে কে নির্বাচন করবে তাও ঠিক করে দিচ্ছে কমিশন। সেখানে যাকে রাখার দরকার তাকে রেখে বাকিদের মনোনয়ন বাতিল করছে। জাতির সঙ্গে এ রকম প্রহসনের খেলা বন্ধ করুন। অবিলম্বে পদত্যাগ করুন। তানা হলে জনগণ আপনাদের ছাড়বে না।     মিছিলে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, উত্তরের আহ্বায়ক পেয়ারী মোস্তফা, সদস্য সচিব অ্যাডভোকেট রুনা, মহিলা দল নেত্রী জাকিয়া সুলতানা, পারভিন, নাজমা শিকদার, তামান্না, তহমিনাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
০৪ ডিসেম্বর, ২০২৩

চেক প্রতারণা মামলা / চট্টগ্রাম নগর মহিলা দল নেত্রী গ্রেপ্তার
চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় দণ্ডিত শাহিদা খানম নামে বিএনপির এক নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে নগরের বন্দর থানার ২ নম্বর মাইলের মাথা এলাকার মহব্বত আলী মালুমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা দৈনিক কালবেলাকে বলেন, চেক প্রতারণার মামলায় চট্টগ্রাম প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত শাহিদা খানমকে সাত মাসের কারাদণ্ডসহ চেকের সমপরিমাণ ৭ লাখ টাকা অর্থদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানার আদেশ থানায় আসার পর সিআর সাজা পরোয়ানাভুক্ত বিএনপির এই নেত্রীকে বুধবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, শাহিদা খানম চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহসভাপতি ও বন্দর থানার সভাপতির দায়িত্বে আছেন। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৮, ৩৭ ও ২৭নং ওয়ার্ডে বিএনপির পক্ষে গত ৩ বার সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।
১৩ অক্টোবর, ২০২৩

‘বিধবা ভাতার কার্ড করতেও এখন আ.লীগ করে মর্মে এনএসআইয়ের রিপোর্ট লাগে’
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেছেন, ‘বিধবা ভাতার একটি কার্ড করতেও এখন আওয়ামী লীগ করে মর্মে এনএসআই রিপোর্ট লাগে।’  তিনি বলেন, ‘যারা উন্নয়ন নিয়ে বড় বড় কথা বলছেন তাদের সকলের তালিকা করা হচ্ছে। সকলের সম্পদের হিসাব নেওয়া হবে। যারা জনগণের সম্পদ লুট করেছেন, যারা পুলিশ দিয়ে মানুষ হত্যা করেছেন সকলকেই বিচারের আওতায় আনা হবে।’ শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা মহিলা দলের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন মাসুদ অরুন।  এ সময় তিনি বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, গণতন্ত্র পুনরুদ্ধার। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। গায়েবি মামলা, হামলা করে আমাদের দমানো যাবে না।’ জেলা মহিলা দলের সভাপতি সাইয়্যেদাতুন নেসা নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা আরজুবান বানু, সিনিয়র সহ-সভাপতি পলি খাতুন বেদানা, সহ-সভাপতি সাবিয়া আক্তার প্রমুখ।
০৯ সেপ্টেম্বর, ২০২৩
X