মহারাষ্ট্র বিজেপিতে সংকট, পদত্যাগ করছেন ফদনবিশ
ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির দায় নিয়ে মহারাষ্ট্র প্রদেশের উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চান দেবেন্দ্র ফদনবিশ। এজন্য দলের জ্যেষ্ঠ নেতাদের কাছে নিজের পদত্যাগ করতে চাওয়ার বার্তা পৌঁছে দিয়েছেন বলে বুধবার জানিয়েছেন তিনি। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবিশ বিজেপি নেতৃত্বকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। যাতে চলতি বছরের শেষের দিকে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে দলকে শক্তিশালী করার কাজে মনোনিবেশ করতে পারেন। সাংবাদিকদের ফদনবিশ বলেছেন, ‘মহারাষ্ট্রে বিজেপির এমন ফলাফলের দায় আমি নিচ্ছি। আমি দলের নেতৃত্ব দিচ্ছিলাম। আমি বিজেপি হাইকমান্ডকে অনুরোধ করছি, আমাকে যেন সরকারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। যাতে আমি আসন্ন নির্বাচনে দলের জন্য কঠোর পরিশ্রম করতে পারি।’ তিনি আরোও বলেন, আগামী নভেম্বরের শেষের দিকে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতৃত্বের উচিত তাকে দলের দিকে মনোনিবেশ করার সময় দেওয়া।
০৬ জুন, ২০২৪
X