মদপান করে মাতলামি, ইউপি সদস্যসহ আটক ২
মদপান করে মাতলামির অভিযোগে এক ইউপি সদস্যসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (০১ এপ্রিল) রাতে তাদের আটক করে পুলিশ।   আটক ইউপি সদস্যের নাম কাজল কর্মকার। তিনি পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য। এছাড়া তার সাথে থাকা অপর ব্যক্তি হলেন এক‌ই উপজেলার জুবলি স্কুল রোডের বাসিন্দা মৃত শ্যামল কর্মকারে ছেলে ধিমান কর্মকার। পুলিশ জানিয়েছে, তাদের দুজনকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়ক থেকে মাতাল অবস্থায় আটক করা হয়।  এ সময় তাদের কাছ থেকে মদও জব্দ করা হয়েছে।  বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  আফজাল হোসেন বিষয়টি নিশ্চত করেছেন। তিনি বলেন, রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া এলাকার স্থানীয়রা ফোন দিয়ে জানান দুই ব্যক্তি মদ্যপান করে হাইওয়ে সড়কে বসে মাতলামি করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়। পরে পরিবারকে খবর দেয়া হলে তারা এসে থানায় মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়।   
০২ এপ্রিল, ২০২৪

শিক্ষা সফরের বাসে মদপান ভাইরালে ২ শিক্ষক সাসপেন্ড
শিক্ষা সফরের বাসে শিক্ষক-শিক্ষার্থীদের মদপানের ভিডিও ভাইরালের পর মাদারীপুরের শিবচরের শিকদার হাট উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বরখাস্তকৃতরা হলেন সহকারী শিক্ষক ওয়ালিদ হোসেন ও আল-নোমান। জানা গেছে, শিবচরের বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয় থেকে ৪১ শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক গত ২৪ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষা সফরে যান। পথে বাসের মধ্যেই শিক্ষার্থীরা মদপান করে। ভাইরাল ভিডিওতে শিক্ষক-শিক্ষার্থীদের হাতে মদের বোতলসহ দেখা গেছে। অভিযোগ উঠেছে, কয়েকজন শিক্ষকও শিক্ষার্থীদের সঙ্গে মদপান করেন। এ ঘটনা ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা গেছে, শিক্ষক ওয়ালিদ হোসেনের পাশে একজনের হাতে বিদেশি মদের বোতল। মদ খাওয়ার চেষ্টা করছেন তারা। এ ছাড়া মদের বোতল হাতে উল্লাস করে শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক আলাউদ্দিন শিকদার বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় আমরা দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছি। শিবচর ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় তিন সদস্যের কমিটি করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি, ২০২৪

অফিসে বসেই মদপান করছেন পৌর সচিব
নেত্রকোনায় মোহনগঞ্জ পৌরসভার অফিসে বসে প্রকাশ্যে মদপান করার অভিযোগ উঠেছে পৌর সচিব শৈবাল চন্দ্র সাহার বিরুদ্ধে। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার (২০ নভেম্বর) অফিস চলাকালীন সময়ে শৈবাল চন্দ্র সাহার অফিস কক্ষেই এ ঘটনাটি ঘটেছে। অভিযোগ উঠেছে, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরসভার সচিব শৈবাল চন্দ্র সাহা প্রায়ই কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে অফিসে মদপান করে থাকেন। সোমবারও অফিস কক্ষে বসে এমন কাজ করার সময় পৌর শহরের সেবাগৃহীতারা সেখানে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে মদের বোতল লুকানোর চেষ্টা করেন তিনি। এ সময় প্রত্যক্ষদর্শীরা তার মদপানের দৃশ্য ক্যামেরায় ধারণ করে। পরর্বতীতে এমন ঘটনা থেকে প্রতিকারের আশায় সেই সচিবের মদ্যপরত অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে ঘটনাটি পৌর শহরের ঘটনাটি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। প্রত্যক্ষদর্শী সানা উল্লাহসহ অনেকেই জানান, আমি একটা কাগজ স্বাক্ষর করাতে এসেছিলাম। মেয়র ঢাকায় ছিলেন। অফিসে এসে দেখি এই লোক (শৈবাল চন্দ্র সাহা) মদপান করছেন। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন। সে সময় আমিসহ অন্যান্য সেবাগৃহীতাদের সঙ্গে খারাপ আচরণ করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের একাধিক ব্যক্তি জানান, শৈবাল চন্দ্র সাহা ২০১২ সাল  থেকে  মোহনগঞ্জ পৌরসভায় নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে কর্মরত আছেন। শুরু থেকেই স্টাফদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ আছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন একই স্থানে চাকরি করার কারণে তার খারাপ আচরণের মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। অভিযুক্ত শৈবাল চন্দ্র সাহা জানান, ‘আমি মদপান করি না। এ ব্যাপারে কিছু জানি না।’ এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন জানান, ‘অফিসে খালি গায়ে বসে মদপানের বিষয়টি শুনেছি, এটি খুবই দুঃখজনক। এ ছাড়াও তার ব্যাপারে অফিস স্টাফদের বিস্তর অভিযোগ রয়েছে। সংশোধনের জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে। এবারের ঘটনার পর থেকে তিনি অফিসেই আসেননি। ইতোমধ্যে সব কাউন্সিলরকে নিয়ে জরুরি সভা করা হয়েছে। সভায় সচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
২২ নভেম্বর, ২০২৩
X