মেহেরপুরে নির্বাচন কমিশনারের মতবিনিময় সভা মঙ্গলবার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই জেলার প্রতিদ্বন্দ্বী ২৫ প্রার্থীর সাথে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)। আগামী ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মেহেরপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।   রোববার (১৭ ডিসেম্বর) চুয়াডাঙ্গা ও মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় চুয়াডাঙ্গা জেলার ২টি আসনের ১৩ জন এবং মেহেরপুর জেলার ২টি আসনের ১২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন কমিশনারের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন। ওই মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণকে যথাসময়ে উপস্থিত হতে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার রিটার্নিং কর্মকর্তারা অনুরোধ করেছেন।
১৮ ডিসেম্বর, ২০২৩

বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে সর্বদলীয় ছাত্রঐক্যের মতবিনিময় সভা
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমমনা ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন সর্বদলীয় ছাত্রঐক্যের নেতারা।  রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের (আইসিএবি) মিলনায়তনে সর্বদলীয় ছাত্রঐক্যের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মুহাম্মাদ কামাল উদ্দীনের সঞ্চালনায় সর্বদলীয় ছাত্রঐক্যের মুখপাত্র ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে এই মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. নিজাম উদ্দিন রিপন, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মো. মাসুদ রানা জুয়েল, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মো. খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী, মুসলিম ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. নূর আলম বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি নাহিদ উদ্দিন তারেক বাংলাদেশ ছাত্র পক্ষের সদস্য সচিব আশরাফুল ইসলাম, ভাসানী ছাত্র পরিষদের সদস্য সচিব মো. ফাইজুল্লাহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের যুগ্ম আহ্বায়ক বান্দা মুহম্মদ ইমদাদুল্লাহ প্রমুখ।
২০ আগস্ট, ২০২৩
X