দক্ষিণ আফ্রিকায় ৫০ ভাগ কেন্দ্রের ভোট গণনা শেষ এগিয়ে এএনসি
দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনে ৫০ শতাংশ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী, ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) ৪২ দশমিক ৮৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে। গতকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার নির্বাচন কমিশন এসব তথ্য জানায়। ৫০ শতাংশ কেন্দ্রের ভোট গণনায় ডেমোক্রেটিক অ্যালায়েন্স দল ২৩ দশমিক ৩২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে। আর ১০ দশমিক ৩৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা সমর্থিত উমখুনটো উই সিজ (এমকে) দল। নির্বাচনে ৫০ শতাংশ ভোট বা ২০১ আসন না পেলে এএনসিকে জোট সরকার গঠনের পথে হাঁটতে হবে। এ ক্ষেত্রে ইকোনমিক ফ্রিডম ফাইটার্সের জুলিয়াস মালেমা ‘কিং মেকারের’ ভূমিকায় অবতীর্ণ হতে পারেন।
০১ জুন, ২০২৪
X