টুকে এইচডি ভিডিও কল আনল ইমো
প্রথমবারের মতো টুকে রেজল্যুশনের এইচডি ভিডিও কলিং সুবিধা আনল তাৎক্ষণিক বার্তা আদান প্রদানের প্ল্যাটফর্ম ‘ইমো’। এখন থেকে ইমো ব্যবহারকারীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত নিজেদের বন্ধু, পরিবার ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগের সময় চমৎকার মানের ভিডিও কলিং সুবিধা উপভোগ করবেন। টুকে রেজল্যুশনের এইচডি আউটপুট পেতে ইমোর টেকনিক্যাল টিম এআই ও মেশিন লার্নিংয়ের শক্তি কাজে লাগিয়েছে। এ ছাড়া ইমোর প্রকৌশলীরা ডিভাইসকেন্দ্রিক অপটিমাইজেশনে ব্যাপকভাবে কাজ করেছেন। প্রকৌশলীদের দল শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর সহযোগিতায় এমন একটি সফটওয়্যার তৈরি করেছেন, যার সাহায্যে হার্ডওয়্যারের সক্ষমতা কার্যকরভাবে ব্যবহার করা যায়। এর ফলে সবচেয়ে ভালোমানের ও উচ্চ রেজল্যুশনের ভিডিও কলিং অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ বিষয়ে ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, ব্যক্তিগত বা পেশাগত কলের ক্ষেত্রে ‘নয়েজ-ফ্রি’ ও ভালোমানের ভিডিও কলিং অভিজ্ঞতা অপরিহার্য। এ প্রয়োজনীয়তাকে বিবেচনায় নিয়ে ইমো টুকে রেজল্যুশনের এইচডি ভিডিও কলিং সুবিধা এনেছে, যেন ব্যবহারকারীরা যোগাযোগের ক্ষেত্রে সবসময় উন্নতমানের অভিজ্ঞতা পান। —শাওন সোলায়মান
০৪ ফেব্রুয়ারি, ২০২৪
X