চাচীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভাতিজা গ্রেপ্তার 
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের কানকি গ্রামে চাচীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামিল হাওলাদার (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১২ জুন) উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের কানকি গ্রামে এই ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় থানায় মামলা করেছেন। আটক জামিল হাওলাদার উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের কানকি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। ভুক্তভোগী নারী এক‌ই গ্রামের বাসিন্দা সরোয়ারের স্ত্রী (২৮) ও তিন সন্তানের জননী। মামলার বিবরণে জানা যায়, জামিল ওই নারীর চাচাতো বড় ভাসুরের ছেলে। বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে ওই নারী ঘুমাতে যায়। প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত সাড়ে ১১টার দিকে বাইরে যান। এই সুযোগে ভাশুর ছেলে জামিল ভুক্তভোগী নারীর ঘরের দরজা খোলা পেয়ে গোপনে ঘরের মধ্যে প্রবেশ করে ভুক্তভোগী নারীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগী নারীর দেবর মাসুম হাওলাদার বিষয়টি টের পেয়ে সে বাহির থেকে দরজা বন্ধ করে দিয়ে ডাকচিৎকার করলে এলাকার মানুষ জড়ো হয় ও থানা পুলিশকে খবর দেয় থানা পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে জামিল হাওলাদারকে আটক করে থানায় নিয়ে আসে। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, তিন সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার (১৪ জুন) কোর্টে প্রেরণ করা হবে।
১৪ জুন, ২০২৪

পারিবারিক বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন
ঝালকাঠির সদরে পারিবারিক বিরোধের জেরে মাহফুজুর রহমান নামে এক যুববকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১ জুন) দুপুরে সদর উপজেলার নতুন স্টেডিয়াম রোডে বিকনা এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত মাহফুজুর রহমান সদর উপজেলার নতুন স্টেডিয়াম রোডের বিকনা এলাকার আমির আলী হাওলাদারের ছেলে। আহতরা হলেন নিহতের বাবা আমির আলী হাওলাদার ও মা ফিরোজা বেগম। স্থানীয়রা জানায়, আমির আলী হাওলাদারের সঙ্গে তার চাচাতো ভাই কবির হাওলাদার, মনির হাওলাদার ও সাদ্দাম হাওলাদারের পারিবারিক বিরোধ চলছিল। দুপক্ষের মধ্যে গাছকাটা নিয়ে মারামারিও হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৩১ মে) আমির হাওলাদার ঝালকাঠি থানায় একটি লিখিত অভিযোগ দেন।  শনিবার সকালে ঘটনা তদন্তের জন্য ঝালকাঠি থানার এএসআই অনিমেষ কবিরের বাড়িতে গিয়ে তদন্ত করে। এতে ক্ষিপ্ত হয় কবির ও তার পরিবারের লোকজন। তারা শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বসতঘরে এসে আমির আলীকে কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে স্ত্রী ফিরোজা বেগম ও ছেলে মাহফুজুর রহমান এলে তাদেরও কোপানো হয়।  এতে তিনজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। তার বাবা-মাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা। ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা হাওলাদার নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আনোয়ার সাঈদ ঘটনাস্থলে গিয়েছিলাম। পারিবারিক পূর্বের বিরোধে বসতঘরে এসে তিনজনকে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে মাহফুজ নামে একজন মারা যান।
০১ জুন, ২০২৪

চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ভাতিজা মারা গেছেন। শুক্রবার (২৯ মার্চ) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ১৬ মার্চ সেহরির পর উপজেলার সদর ইউনিয়নের ছনি এলাকায় হামলার ঘটনা ঘটে। নিহত নূরুল হক (৪৫) উপজেলার ছনি এলাকার লতিফ মিয়ার ছেলে। অভিযুক্ত চাচা আব্দুল হাশেম। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ১৫ মার্চ বিকেলে বাড়ির পাশে বিলে জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল হকের সঙ্গে তার আপন চাচা আব্দুল হাশেমের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে ১৬ মার্চ ভোরে সেহরি খেয়ে নুরুল হক মাছ ধরতে বাড়ি থেকে বের হয়ে পাশে লাউ গাছের মাচার কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা চাচা আব্দুল হাশেম, তার ছেলে বাবু ও সোহাগ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। একপর্যায়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাকে। খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করেন। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল হক। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা বলেন, হামলার ঘটনায় আগেই মামলা দায়ের করা হয়েছে। বাবু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি নিয়মিত হত্যা মামলা হিসেবে গৃহীত হবে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
২৯ মার্চ, ২০২৪

শৈলকুপায় চাচাকে খুনের ঘটনায় ভাতিজা গ্রেপ্তার 
ঝিনাইদহের শৈলকুপার কাকুড়িয়াডাঙ্গা গ্রামে দুই ভাতিজার হাতে চাচা লাল্টু মোল্যা (৩৬) হত্যার ঘটনায় মিরাজ নামের এক ভাতিজাকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশের যৌথবাহিনী।  শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বিলজানি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিরাজ কাকুড়িয়াডাঙ্গা সংলগ্ন ভবানিপুর গ্রামের ইতালী প্রবাসী লকাই মোল্যার ছেলে।  শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধুরী। তিনি জানান, ঝিনাইদহ র‌্যাব-৬ এর বিশেষ টিমের সহযোগিতায় তারা মিরাজকে আটক করতে সক্ষম হন। উল্লেখ্য, ভবানিপুর গ্রামের ইতালী প্রবাসী লকাই মোল্যার স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তার আপন চাচাতো ভাই লাল্টু মোল্যা। এক বছর আগে লাল্টু ও লকাইয়ের স্ত্রী পালিয়ে বিয়ে করে আত্মগোপনে বসবাস শুরু করেন। ঘটনার কয়েকদিন আগে লাল্টু বাড়ি ফিরলে লকাই তার স্ত্রীকে ফিরে পেতে ব্যর্থ হন। এ ঘটনায় লকাইয়ের দুই ছেলে মিম আসাদ ও মিরাজ চাচা লাল্টুর ওপর ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কাকুড়িয়াডাঙ্গা গ্রামের মাঠে লাল্টুকে কুপিয়ে হত্যা করে।
০৩ ফেব্রুয়ারি, ২০২৪

ভেড়ামারায় চাচার হাতে কিশোর ভাতিজা খুন
কুষ্টিয়ার ভেড়ামারায় বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে নবম শ্রেণির শিক্ষার্থী সুমন আলী (১৫) নামে এক কিশোর আপন খালাতো চাচার হাতে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।  রোববার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।  সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই সোহাগ বাদী হয়ে ভেড়ামারা থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।  স্থানীয়রা জানান, মাধবপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে নিহত সুমনের পিতার খালাতো ভাই আল আমিন (২৫) ও আলিম (২৩) বাঁশবাগানে মোথা তুলতে থাকে। এ সময় সাদুল্লার ছেলে সুমন আলী (১৫) তাদের বাধা দিতে যায়। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সুমনকে তারা শাবল দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত সুমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার দুপুরে সে হাসপাতালে মারা যায়। সুমনের পিতা মো. সাদুল্লা বলেন, রোববার দুপুরে কাজ শেষে বাড়ি ফিরে দেখি, বাড়ির পাশে বাঁশবাগানের মধ্যে হট্টগোল হচ্ছে।  ঘটনাস্থলে গিয়ে দেখি আমার আপন খালাতো ভাই আলামিন, আলিম ও তার সহযোগীরা আমার বাঁশবাগানে মোথা তুলছে। আমার ছেলে সুমন তাদের মোথা উঠাতে নিষেধ করে। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে। আমি ঠেকাইতে গেলে আমাকেও মারধর করে। পরে এলাকাবাসী ছুটে এলে তারা পালিয়ে  যায়। গুরুতর আহত অবস্থায় সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সুমনের অবস্থা খারাপ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার সকাল ৯টায় সুমন মারা যায়। ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম কালবেলাকে বলেন, নিহতের ভাই সোহাগ বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। আসামিরা পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
১৮ ডিসেম্বর, ২০২৩

ভাতিজা সাদের আসনে মনোনয়ন ফরম কিনলেন জি এম কাদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদের আসন রংপুর-৩ (রংপুর সদর) থেকে মনোনয়ন ফরম তুলেছেন দলটির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে জি এম কাদেরের পক্ষে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর আলমের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শাফিয়ার রহমান শাফি, সদস্য আব্দুর রহিম বাবলু, ১৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আতোয়ার রহমান, আইনজীবী ফেডারেশনের সদস্য মাকসুদার রহমান রুবেল। এ সময় লেবু বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ও দলীয় চেয়ারম্যানের নির্দেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। রংপুর জাতীয় পার্টির দুর্গ। এ আসনে দলের চেয়ারম্যান নির্বাচন করবেন। আমার সঙ্গে দলের অন্য কে এলো না এলো বড় কথা না। রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর আলম বলেন, দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে তার দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু মনোনয়ন ফরম কিনেছেন। উল্লেখ্য নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
২১ নভেম্বর, ২০২৩

দেশে ফিরে দেখলেন বাড়ি দখল করেছে ভাতিজা
ভাতিজা নুরুল হুদা আজাদকে বিশ্বাস করে বাড়ি দেখভালের দায়িত্ব দিয়েছিলেন মো. আলাউদ্দিন হোসাইন। কিন্তু মালিক মারা গেলে সেই তত্ত্বাবধায়কই মালিকের বাড়ির মালিক বনে গেছেন। ভুয়া ওয়াসিয়তনামা দেখিয়ে করে নিয়েছেন হোল্ডিং ট্যাক্সের কাগজপত্র। চাচি আফরোজা বেগমকে হয়রানি করতে দিয়ে যাচ্ছেন মামলা আর প্রাণনাশের হুমকি। এমতাবস্থায় স্বামীর সম্পত্তি উদ্ধারে ফ্রান্সপ্রবাসী আফরোজা জানিয়েছেন আকুতি। আফরোজা বেগম নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাবুপুর এলাকার রোজ ভিলার স্বত্বাধিকারী মৃত মো. আলাউদ্দিন হোসাইনের স্ত্রী। জানা যায়, ২০১৬ সালে নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাবুপুর এলাকায় ১২ শতাংশ জমি ক্রয় করে রোজ ভিলা নামে তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণ করেন ফ্রান্সপ্রবাসী মো. আলাউদ্দিন হোসাইন। বাড়ি দেখভাল ও ভাড়া তোলার দায়িত্ব দেন ভাতিজা নুরুল হুদা আজাদকে। ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর ফ্রান্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলাউদ্দিন। পরে ভুয়া ওয়াসিয়তনামা দেখিয়ে বাড়ির মালিক বনে যান আজাদ। অভিযুক্ত নুরুল হুদা আজাদ বলেন, আমার চাচা আমাকে ওয়াসিয়তনামা দিয়ে গেছেন। আমার চাচি যা বলছেন তা সত্য নয়। আমি দুটি মামলা করেছি। বিষয়গুলো আদালতে বিচারাধীন। তার অভিযোগ সত্য হলে আদালত যা রায় দেবেন আমি তা মেনে নেব। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ভদ্রমহিলা আমার কাছে এসেছিলেন। প্রতারক চক্র কাজ করছে বলে ধারণা করছি।
০৬ অক্টোবর, ২০২৩

মেয়র তাপসকে ইশরাক / সাহস থাকলে ভাতিজা কোটা ছাড়া মাঠে নামুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, সাহস থাকলে ‘ভাতিজা কোটা’ ছাড়া মাঠে নামুন। পুলিশ ছাড়া মাঠে নামুন, দেখব, কেমন বেটা আপনি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গোপীবাগে এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। যাত্রাবাড়ী ও নয়াবাজারে বিএনপির সমাবেশ সফল করতে এ সভা হয়। মেয়রকে উদ্দেশ করে ইশরাক বলেন, ডেঙ্গুতে শত শত মানুষ মারা যায়। অথচ তিনি পরিবার নিয়ে বিদেশে প্রমোদ ভ্রমণে ব্যস্ত থাকেন। ভাতিজা কোটায় অবৈধভাবে মেয়র হয়েছেন। ১৫ বছর ধরে মানুষ অন্যায়-অবিচার সহ্য করে আসছে মন্তব্য করে ইশরাক বলেন, দেশে কীসের আইন চলছে? যেদিন খালেদা জিয়াকে সাজা দেওয়া হলো সেদিনই কোর্ট তছনছ করা উচিত ছিল। তিনি আরও বলেন, আমাদের প্রায় ৫০ লাখ নেতাকর্মীকে জেলে দিয়েছে। আজকে আমার এ বক্তব্যের জন্য আমাকেও জেলে যেতে হতে পারে। আর কত জেলে নেবেন। এরপর তো আপনাদের বাসায় রাখতে হবে।
২২ সেপ্টেম্বর, ২০২৩

এখনো অধরা ১১ আসামি / ফরিদপুরে চাচা ভাতিজা হত্যার রায় আজ
চার বছর আগে ফরিদপুরের নগরকান্দায় গুলিতে নিহত হন রওশন মিয়া ও তার ভাতিজা মিরাজুল ইসলাম তুহিন। এ ঘটনায় করা মামলার বিচারিক কার্যক্রম শেষে আজ রোববার রায়ের জন্য দিন ধার্য রয়েছে। তবে ১৬ আসামির মধ্যে ১১ আসামি এখনো অধরা। তাদের মধ্যে জামিনে গিয়ে আর আদালতে হাজির হয়নি ছয়জন। বাকিরা মামলার শুরু থেকেই পলাতক। তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করবেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঁইয়া বলেন, এ মামলায় ৩৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এর মাধ্যমে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করি, আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেবেন আদালত। আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বলেন, এ মামলার কোনো অভিযোগ রাষ্ট্রপক্ষ যথাযথভাবে প্রমাণ করতে পারেননি। আসামিদের কোনো স্বীকারোক্তি নেই। সাক্ষীদের বক্তব্যে মিল নেই। এজাহারেও প্রকৃত ঘটনা উঠে আসেনি। তাই আসামিরা বেকসুর খালাস পাবেন। চার্জশিটভুক্ত ১৬ আসামির মধ্যে প্রধান আসামি আউয়াল জামিনে। আসাদুজ্জামান মারা গেছেন। কারাগারে রয়েছেন পাঁচু মিয়া, রাজু ও রবিউল। মামলার শুরু থেকে পলাতক রয়েছেন এনামুল, পারভেজ, হাফিজুর, তুহিন ও শহিদুল। জামিন নিয়ে আর হাজির হয়নি হৃদয়, রেজাউল, কাইয়ুম, রবিন, দুলাল ও হাবিবুর। ২০১৯ সালের ১০ আগস্ট ফরিদপুরের নগরকান্দার মধ্যকাইচাইল মাদ্রাসা মসজিদের মাঠে গুলি করে হত্যা করা হয় রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিনকে।
১৩ আগস্ট, ২০২৩
X