পররাষ্ট্রমন্ত্রী ব্রাসেলস যাচ্ছেন আজ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্যোগে আয়োজিত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মিনিস্টারিয়াল ফোরামে অংশ নিতে বুধবার (৩১ জানুয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আগামী শুক্রবার সেখানে তিনি ফোরামের উদ্বোধনী, প্লেনারি সেশন ও একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। সংসদ নির্বাচন শেষে নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটি হবে ড. হাছান মাহমুদের প্রথম ইউরোপযাত্রা। মন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, এরই মধ্যে ব্রাসেলসে মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের বেশ কিছু অ্যাপয়েনমেন্ট চূড়ান্ত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার হাছান মাহমুদ ব্রাসেলসে পৌঁছানোর আগে-পরে পাইপলাইনে থাকা বাকি অ্যাপয়েনমেন্টগুলোও ঠিক হবে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইইউর মন্ত্রীপর্যায়ের বৈঠকে অর্থনৈতিক সহনশীলতার বিষয়ে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
৩১ জানুয়ারি, ২০২৪

ব্রাসেলস পৌঁছেছেন প্রধানমন্ত্রী
গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের ব্রাসেলস গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে বেলজিয়াম গেছেন তিনি। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সকাল ১১টা ১২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানটি একই দিন সন্ধ্যায় (ব্রাসেলস সময়) ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরে পৌঁছায়। বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ব্রাসেলস যাওয়ার পথে প্রধানমন্ত্রী ফ্লাইটের প্রতিটি প্রান্তে ঘুরেন এবং যাত্রী ও বিমানের ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন। ফ্লাইটে ঘোরাঘুরির সময় তিনি এক বছরের শিশু ইয়াসিনকে কোলে নেন। এক পর্যায়ে শিশুটি তার (প্রধানমন্ত্রীর) চশমা কেড়ে নেয়।অনেক যাত্রীকে ছবি ও সেলফি তুলতে দেখা গেছে, নারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলিঙ্গন করেন। সফরে ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে আজ বুধবার সকালে ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। পরে ইসি প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে ঋণ সহায়তা ও কয়েকটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হবে।
২৫ অক্টোবর, ২০২৩

ভোটের আগে গুরুত্বপূর্ণ সফরে ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী
ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনের আমন্ত্রণে ২৪ অক্টোবর বেলজিয়ামের ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী। ইসির উদ্যোগে ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নিতে চার দিনের এ সফরে যাচ্ছেন তিনি। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। এ সময় জনকূটনীতি অনু বিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, ব্রাসেলসে অনেক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা আসবেন। তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার সুযোগ হবে। ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রীকে ব্রাসেলস সফরের আমন্ত্রণ জানান। এ সফরে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইইউর ঋণদাতা সংস্থা–ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) সঙ্গে ৩৯৫ মিলিয়ন ইউরোর আর্থিক সহায়তা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অনুদান হিসেবে ৪৫ মিলিয়ন ইউরো এবং বাকি ৩৫০ মিলিয়ন ইউরো ঋণ হিসেবে দেবে ইআইবি। গত মাসে ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। ওই প্রস্তাবে ২০২৪ সালে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া গত ২০ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন না পাঠানোর সিদ্ধান্ত জানায়। এমন বাস্তবতায় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফরকে গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা। ঢাকা ও ব্রাসেলসের সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফরের সময় গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকের পাশাপাশি একই সময়ে ইউরোপীয় কাউন্সিলের বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে ইইউর শীর্ষ নেতারা অংশ নেবেন। এই সুযোগ কাজে লাগিয়ে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আয়োজনের চেষ্টা চলছে, যাতে সরকারপ্রধান নির্বাচন ছাড়াও সুশাসন, মানবাধিকার, ইন্দো-প্যাসিফিকসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইইউভুক্ত দেশের নেতাদের কাছে সরাসরি তুলে ধরতে পারেন। ইউরোপের বাজারে অগ্রাধিকার বাজার সুবিধার (জিএসপি) ধারাবাহিকতায় জিএসপি প্লাস সুবিধা পাওয়ার ক্ষেত্রে এ অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্র কোনো দেশেই নিষেধাজ্ঞা দিয়ে সফল হয়নি এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন আলোচনায় তিনি পশ্চিমাবিশ্বকে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়ে বলেছেন, চীনকে ঠেকাতে হুমকি বা উপদেশ দিয়ে লাভ হবে না। তারাও এ ব্যাপারে একমত হয়েছেন জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো দেশেই নিষেধাজ্ঞা দিয়ে সফল হয়নি। এ প্রসঙ্গে তিনি সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং সদ্য সমাপ্ত কলম্বো সফরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারের সঙ্গে আলাপচারিতার কথা উল্লেখ করেন। আফরিন আগামী সপ্তাহে ঢাকা সফরে আসছেন জানিয়ে ড. মোমেন বলেন, শ্রীলঙ্কা সফরের সময় মার্কিন উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার নির্বাচন সম্পর্কে জানতে চান। তখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সরকারের অঙ্গীকারের কথা তাকে জানানো হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের আদিলুর রহমান খানের সম্পর্কে জানতে চাওয়ায় তার অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে আফরিনকে তথ্য দেওয়া হয়েছে। আদিলুর মিথ্যা তথ্য দিয়েছেন এবং কখনো কোনো প্রমাণ দিতে পারেননি। এমন তথ্যে আফরিন অবাক হয়েছেন। সরকার কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করছে না বলেও তাকে আশ্বস্ত করা হয়। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশি চাপে নয়, প্রচলিত আইন ও নিয়মে আদিলের জামিন হয়েছে। সরকার বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করে না। জ্যাক সুলিভানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাঝপথে থেমে যাওয়ার খবর মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পর্যবেক্ষক দল না এলে তাদের বিশেষভাবে অনুরোধ করা হবে না। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগামী নির্বাচনের আগে কোনো নতুন জোটে যোগ দেবে না সরকার। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর কাছে সাবেক খাদ্য সচিবের অর্থ বাজেয়াপ্ত হওয়া সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন জানিয়ে বলেন, এমনটি হলে তা দুঃখজনক। বাংলাদেশ-ভারতের মধ্যে ভিসামুক্ত ভ্রমণের বিষয়ে প্রস্তাব ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে জানিয়ে ড. মোমেন বলেন, কলম্বোতে আইওআরএ সম্মেলনের সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন, এ বিষয়ে ঢাকার ভারতীয় হাইকমিশনের সঙ্গে আলাপ করবেন।
১৩ অক্টোবর, ২০২৩

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ব্রাসেলস যাচ্ছেন: পররাষ্ট্রমন্ত্রী
ইউরোপীয় কমিশনের (ইসি) উদ্যোগে আগামী ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে ব্রাসেলস যাবেন। ইসি প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনের আমন্ত্রণে আগামী ২৪ অক্টোবর সরকার প্রধান বেলজিয়াম সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। এ সময় জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, ২৪ অক্টোবর ব্রাসেলস সফরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে অনেক দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা আসবেন। তাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আলোচনার সুযোগ হবে। ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রীকে ব্রাসেলস সফরের আমন্ত্রণ জানান এবং প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেন। এ সফরে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইইউ-এর ঋণদাতা সংস্থা–ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) সঙ্গে ৩৯৫ মিলিয়ন ইউরোর আর্থিক সহায়তা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে অনুদান হিসেবে ৪৫ মিলিয়ন ইউরো এবং বাকি ৩৫০ মিলিয়ন ইউরো ঋণ হিসেবে দেবে ইআইবি।  গত মাসে ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। ওই প্রস্তাবেও ২০২৪ সালে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ছাড়াও গত ২০ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে। এমন বাস্তবতায় আগামী নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফরকে গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।  ঢাকা ও ব্রাসেলসের সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফরের সময় গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকের পাশাপাশি একইসময়ে ইউরোপীয় কাউন্সিলের বৈঠক হওয়ার কথা রয়েছে। যেখানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ নেতারা অংশ নেবেন। এই সুযোগ কাজে লাগিয়ে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। যাতে সরকারপ্রধান নির্বাচন ছাড়াও সুশাসন, মানবাধিকার, ইন্দো প্যাসিফিকসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইইউভুক্ত দেশের নেতাদের কাছে সরাসরি তুলে ধরতে পারেন। ইউরোপের বাজারে অগ্রাধিকার বাজার সুবিধার (জিএসপি) ধারাবাহিকতায় জিএসপি প্লাস সুবিধা পাওয়ার ক্ষেত্রে এই অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।   যুক্তরাষ্ট্র কোনো দেশেই নিষেধাজ্ঞা দিয়ে সফল হয়নি :  এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন আলোচনায় তিনি পশ্চিমা বিশ্বকে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়ে বলেছেন, চায়না ঠেকাতে হুমকি বা উপদেশ দিয়ে লাভ হবে না। তারাও এ ব্যাপারে একমত হয়েছেন জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো দেশেই নিষেধাজ্ঞা দিয়ে সফল হয়নি।   এ প্রসঙ্গে তিনি সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং সদ্যসমাপ্ত কলম্বো সফরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারের সঙ্গে আলাপচারিতার কথা উল্লেখ করেন।  আফরিন আগামী সপ্তাহে ঢাকা সফরে আসছেন জানিয়ে ড. মোমেন বলেন, শ্রীলঙ্কা সফরের সময় মার্কিন উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার নির্বাচন সম্পর্কে জানতে চান। তখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সরকারের অঙ্গীকারের কথা তাকে জানানো হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের আদিলুর রহমান সম্পর্কে জানতে চাওয়ায় তার অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে আফরিনকে তথ্য দেয়া হয়েছে। আদিলুর মিথ্যা তথ্য দিয়েছেন এবং কখনও কোনো প্রমাণ দিতে পারেননি। এমন তথ্যে তিনি অবাক হয়েছেন। সরকার কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করছে না বলেও তাকে আশ্বস্ত করা হয়। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশি চাপে নয়, প্রচলিত আইন ও নিয়মে তার জামিন হয়েছে। সরকার বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করে না।  জ্যাক সুলিভানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাঝপথে থেমে যাওয়ার থবর মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সুলিভানের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে।  নির্বাচনে পর্যবেক্ষক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল না এলে তাদের বিশেষভাবে অনুরোধ করা হবে না।  এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী নির্বাচনের আগে কোনো নতুন জোটে যোগ দিবে না সরকার। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর কাছে সাবেক খাদ্য সচিবের অর্থ বাজেয়াপ্ত হওয়ার বিষয় সম্পর্কে জানতে চাওয়া। তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন জানিয়ে বলেন, এমনটি হলে তা দুঃখজনক। জয়শঙ্করের সঙ্গে বৈঠকে ভিসামুক্ত ভ্রমণের প্রস্তাব : বাংলাদেশ-ভারতের মধ্যে ভিসামুক্ত ভ্রমণের বিষয়ে প্রস্তাব ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, কলম্বোতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনের সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা হয়েছে। সে সময় তাকে জানিয়েছি, আপনারা অনেক ভিসা দেন। কিন্তু ভিসা পেতে এখন দেরি হচ্ছে। মেডিকেল ভিসার ক্ষেত্রেও দেরি হচ্ছে। তখন তিনি জানিয়েছেন, এ বিষয়ে ঢাকার হাইকমিশনের সঙ্গে আলাপ করবেন।
১২ অক্টোবর, ২০২৩
X