আর্ক ও আলোচিতকে এইচএন-এ মুগ্ধ শ্রোতারা 
বৈষ্টমী রকফেস্ট-২০২৪ এর দ্বিতীয় কনসার্টে অংশ নিয়ে ব্যান্ড সংগীতের লেজেন্ড হাসানের নেতৃত্বাধীন আর্ক ও বাংলাদেশের রক, হার্ডরক ও থ্রাসমেটাল গানের গায়ক আলোচিতকে এইচএন মঞ্চ মাতিয়ে শ্রোতাদের মন জয় করেছেন। শুক্রবার (২৮ জুন) ঢাকায় বনানীস্থ হোটেল শেরাটনে  বিকেল ৪টা থেকে এ আয়োজন করে চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র ও সংগীত প্রযোজনা সংস্থা বৈষ্টমী। গেল ২ মে বৈষ্টমীর পক্ষ থেকে রকফেস্ট-২০২৪ এর ঘোষণা রাখা হয়েছিল। সেই ধারাবাহিকতায় গত ২৯ মে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হয়। বৈষ্টমী রকফেস্ট-২০২৪ এর এবারের কনসার্টে বিকেল ৪টায় পারফর্ম করে গায়ক ইথার হাসানের হাইওয়ে। যাদের শ্রোতাপ্রিয় বেশকিছু গান উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।  আলোচিত হার্ডরকারকে এইচএন হাইওয়ে ব্যান্ডদলের পারফর্ম করার পরেই মঞ্চে চলে আসেন। সঙ্গে ছিল তার রক উইং। তিনি মোহিনী, বৃষ্টি, হান্নান মিয়া, সাদাকালো, শিখাবাঈ, সুরঞ্জনা, সিঁড়ির নিচে, শ্রেয়া, সুখসহ তার গাওয়া সেরা গানগুলো পরিবেশন করেন। ব্যতিক্রমী গানগুলো শ্রোতাদের উন্মাদনা ও উচ্ছ্বাস বাড়িয়ে দেয়। এরপরই ব্যান্ড সংগীতের অন্যতম লেজেন্ড হাসান তার দল আর্ককে নিয়ে যুগশ্রেষ্ঠ গানগুলো পরিবেশন করেন।  ব্যতিক্রমী গায়কীর সেই হাসানের বহুল জনপ্রিয় গানগুলোর সঙ্গে প্রজন্মের পছন্দের ইথারের গান এবং গায়কি সামর্থ্যের প্রশ্নে অসাধারণ উচ্চতার ভরাট কণ্ঠের অধিকারী কেএইচ এন শ্রোতাদের জাগিয়ে তোলেন। এদিকে শোকাবহ আগস্টে রক ফেস্টের চলমান কনসার্ট অনুষ্ঠিত হবে না। ২৬ জুলাই তৃতীয় কনসার্ট হবে বলে জানিয়েছেন বৈষ্টমী কর্ণধার আয়শা এরিন। সেপ্টেম্বরে দুটি কনসার্ট এর আয়োজন করা হবে। ৮টি কনসার্টের শেষটি ডিসেম্বর মাসে করা হবে।  এরিন জানিয়েছেন যে, আসছে বছরের শুরুতেই দেশের প্রায় শতাধিক নতুন ব্যান্ডগুলোকে নিয়ে তিনদিনব্যাপী উৎসব করা হবে। শ্রেষ্ঠ ১০টি ব্যান্ড বাছাই করে তাদের পাশে সার্বিকভাবে থাকার ইচ্ছে রয়েছে। বলাবাহুল্য, এশিয়া প্যাসিফিক ও ইউরোপে কনসার্টের আয়োজনে যাবে বৈষ্টমী। বাংলাদেশকে ভিনদেশি শ্রোতা ও মিউজিশিয়ানদের সামনে তুলে ধরতে বদ্ধপরিকর বৈষ্টমী, জানিয়েছেন আয়শা এরিন। এ দিনের কনসার্টের প্রতিপাদ্য ছিল, ‘এই গ্রহে মানুষের গান ও তোমার জীবন’। যার আলোকে সাংবাদিক ও কলাম লেখক জব্বার হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের একপর্যায়ে হাইওয়ে এবং আর্ক ব্যান্ড দলকে সম্মাননা স্মারক প্রদান করে বৈষ্টমী।
২৯ জুন, ২০২৪

তৃতীয় গান নিয়ে আসছে ‘টক্সিক ব্রেইন’
দেশের জনপ্রিয় সব ব্যান্ড গান প্রকাশ থেকে অবসর নিয়েছে যেন। পুরোনো গানেই মঞ্চ মাতিয়ে চলেছে একের পর এক। আসছে না নতুন কোনো গানের দল, নতুন কোনো ব্যান্ড। এই পরিস্থিতিতে জেগে উঠল কয়েকজন তরুণের উদ্যোগে গঠিত গানের দল ‘টক্সিক ব্রেইন’।  ইতোমধ্যে ভার্চুয়াল জগতে পরিচিতিও পাচ্ছে দলটি। সেই পরিচিতি বাড়াতে এবার প্রকাশ করতে যাচ্ছে নতুন মৌলিক গান। তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। আগামী ৩১ মে রিলিজ পেতে যাচ্ছে তাদের তৃতীয় সিঙ্গেল ‘বিষণ্ন সময়’। ২০২২ এ ‘ধ্বংসের শেষে’ টাইটেলে তারা তাদের দ্বিতীয় সিঙ্গেল রিলিজ করে।  ব্যান্ডের শুরুর দিকের কথা জানতে চাওয়ায় বর্তমান গিটারিস্ট জানান, এই ব্যান্ডের শুরুর দিকে নাম ছিল ব্রোকেন। ব্যান্ড মেম্বারদের সঙ্গে তেমন কেমিস্ট্রি না থাকায় ব্যান্ড লিডার এবং ফাউন্ডার আসিফ আদনান সেখান থেকে সরে যান এবং করোনা পরবর্তী সময়ে ‘টক্সিক ব্রেইন’ নামে নতুন ব্যান্ড ফর্ম করেন।   তিনি বলেন, আসলে মিউজিক করা খুব একটা সহজ কাজ নয়, তারপর সেটা যদি হয় একটা ব্যান্ড দল তাহলে তো ব্যাপারটা একটু বেশিই কঠিন হয়ে পড়ে। সব সময় সবার সঙ্গে মানসিকতা মিলে না সাধারণত। সেই জায়গা থেকে একটা ব্যান্ডের ভাঙাগড়া থাকেই, ব্যান্ড ফাউন্ডার আসিফ প্রথমে তানজির তারপর একে একে নিলয় পারভেজ এবং অভিকে নিয়ে টক্সিন ব্রেইন নামে যাত্রা শুরু করলেও একটা সময় এসে গিটারিস্ট নিলয় এবং অভি ব্যক্তিগত জীবনের ব্যস্ততার জন্য ব্যান্ড থেকে লিভ নিয়ে নেয়! ২০২৩ এ নতুন গিটারিস্ট মাহাদী সাব্বিরকে নিয়ে ব্যান্ডের কার্যক্রম শুরু করেন আসিফ আদদান, একে একে পুরো একটা এলবাম রেডি করে তারা প্রায় এক বছর সময় নিয়ে। এরপর নতুন করে যুক্ত করেন ইফাজ তাহমিদকে ড্রামার হিসেবে। এ সময়ে ‘টক্সিক ব্রেইন’ এর লাইন আপ এ লিড গিটারিস্ট হিসাবে আছেন ব্যান্ড ফাউন্ডার আসিফ আদনান, ভোকাল আশদাদ হায়দার চৌধুরী, বেস গিটারে আছেন পারভেজ বেপারি, রিফ গিটার প্লে করছেন মাহাদী হাসান সাব্বির এবং ব্যান্ডের সর্বকনিষ্ঠ সদস্য ইফাজ তাহমিদ ড্রামার, যাকে সাধারণত ব্যান্ডের ব্যাকবোন বলে থাকেন টক্সিক ব্রেইনের মেম্বাররা। তারা তাদের গানগুলো সাধারণত টক্সিক ব্রেইন নামে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ করছে সেইসঙ্গে এখন থেকে স্পটিফাইসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম এ পাওয়া যাবে তাদের গান। এ ছাড়াও তাদের ফেসবুক পেজের নাম টক্সিক ব্রেইন, যেখানে ব্যান্ডের সব ধরনের কার্যক্রমের আপডেট পাওয়া যায়। মার্চেন্ডাইজ পার্টনার হিসাবে অনেকদিন ধরে দেশের ব্যান্ড মিউজিকে অবদান রাখা একটা কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকার পরেও কোনো একটা বিশেষ কারণে তারা এখন সেই ব্যাপারেও বড় ধরনের পরিবর্তনের চিন্তাভাবনা করছে। ব্যান্ডের বর্তমান গিটারিস্ট এবং ম্যানেজার জানান, এখনি তারা এলবাম দিতে চাচ্ছেন না কিন্তু ২০২৪ এর মধ্যে তারা একটা পরিপূর্ণ ইপি দেওয়ার চেষ্টা করবেন, যেখানে ৪ থেকে ৫টা গান থাকার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে তারা তাদের চতুর্থ আর পঞ্চম গান ‘শৈশব’ এবং ‘টাকা’ নিয়ে স্টুডিওতে বেশ ব্যস্ত সময় পার করছেন। 
৩০ মে, ২০২৪

আনুষ্ঠানিকভাবে অর্থহীনের নতুন সদস্যের নাম ঘোষণা
দেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। রাফা চলে যাওয়ার পর ২০২৩ সালে ব্যান্ডের সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানেন গিটারিস্ট শিশির আহমেদ। এবার ব্যান্ডের নতুন সদস্য নাম ঘোষণা করলো অর্থহীন। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডের ম্যানেজার টিটু। অর্থহীনের নতুন সদস্যের নাম জাহিন রাশিদ। তিনি ব্যান্ডের সঙ্গে অনেকদিন ধরেই বাজিয়ে আসছিলেন। তবে এবার পার্মানেন্ট করা হয়েছে। অর্থহীনের পক্ষ থেকে এক বর্তায় বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, ‘জাহিন রাশিদ এখন থেকে অর্থহীনের নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। তিনি স্থায়ীভাবে ব্যান্ডের হয়ে গিটার, কিবোর্ড, সীতার ও বাঁশি বাজাবনেন। আমাদের পক্ষ থেকে তার জন্য শুভকামনা।’  এদিকে ব্যান্ডের দলনেতা সাইদুস সালেহীন সুমন আছেন থাইল্যান্ডে। সেখানে নিয়মিত চেকআপের জন্য গিয়েছেন তিনি।  এ ছাড়া ব্যান্ডটি তাদের ফিনিক্সের ডায়েরির সিক্যুয়েল অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি-২’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ব্যান্ডের বর্তমান সদস্য : সাইদুস সালেহীন সুমন, মার্ক ডন, মহান ফাহিম ও জাহিন রাশিদ। 
৩০ নভেম্বর, ০০০১

আনুষ্ঠানিকভাবে অর্থহীনের নতুন সদস্যের নাম ঘোষণা
দেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। রাফা চলে যাওয়ার পর ২০২৩ সালে ব্যান্ডের সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানেন গিটারিস্ট শিশির আহমেদ। এবার ব্যান্ডের নতুন সদস্য নাম ঘোষণা করল অর্থহীন। কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডের ম্যানেজার টিটু। অর্থহীনের নতুন সদস্যের নাম জাহিন রাশিদ। তিনি ব্যান্ডের সঙ্গে অনেকদিন ধরেই বাজিয়ে আসছিলেন। তবে এবার পার্মানেন্ট করা হয়েছে। অর্থহীনের পক্ষ থেকে এক বর্তায় বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, ‘জাহিন রাশিদ এখন থেকে অর্থহীনের নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। তিনি স্থায়ীভাবে ব্যান্ডের হয়ে গিটার, কিবোর্ড, সীতার ও বাঁশি বাজাবনেন। আমাদের পক্ষ থেকে তার জন্য শুভকামনা।’  এদিকে ব্যান্ডের দলনেতা সাইদুস সালেহীন সুমন আছেন থাইল্যান্ডে। সেখানে নিয়মিত চেকআপের জন্য গিয়েছেন তিনি।  এ ছাড়া ব্যান্ডটি তাদের ফিনিক্সের ডায়েরির সিক্যুয়েল অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি-২’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ব্যান্ডের বর্তমান সদস্য : সাইদুস সালেহীন সুমন, মার্ক ডন, মহান ফাহিম ও জাহিন রাশিদ। 
১৮ মে, ২০২৪

কানাডার অচেনা শহরের উদ্দেশে আর্টসেল
দেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল। নিজেদের ২৫ বছরপূর্তি পালনের সঙ্গে আগামী এক মাসে ৯টি কনসার্ট করতে ২৯ এপ্রিল সোমবার কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন লিংকন ও ফয়সালরা। সেখানে ব্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে যোগ দেবেন আর্টসেলের আরেকজন প্রতিষ্ঠাকালীন সদস্য ও বেজিস্ট সাইফ আল নাজি সেজান। যাওয়ার আগে কালবেলাকে এমনটাই নিশ্চিত করা হয় ব্যান্ডের পক্ষ থেকে। গত বছর কানাডায় শো করে দেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল। সেখানকার ম্যাপলিউড নেই বোর কেয়ার প্রেজেন্ট লাইভ ইন টরন্টো কনসার্টে গেল ১১ নভেম্বর পারফর্ম করেন লিংকন-ফয়সালরা। তবে সেবার একটি কনসার্ট করেই দেশে আসে তারা। এবারের সফরটি বেশ দীর্ঘ। যার মধ্যে বেশকিছু শহরে এবারই প্রথম বাংলাদেশের কোনো ব্যান্ড পারফর্ম করবে। যা তাদের জন্য আনন্দের হতে যাচ্ছে। দেশ ছাড়ার আগে আর্টসেলের পক্ষ থেকে জানানো হয়, ‘আমাদের কানাডা ট্যুরের ৯টি শো ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। এবারের কনসার্টগুলো দেশটির বিভিন্ন শহরে আয়োজন করা হচ্ছে। এ ছাড়া এমন একটি শহরে আমরা পারফর্ম করব এর আগে যেখানে কোনো বাংলাদেশিই পারফর্ম করেনি। শহরটির নাম হচ্ছে সেন্ট জনস এন এল। সেন্ট জনস এমন একটি শহর যেখানে খুব কম বাংলাদেশি থাকেন। এখনকার জনসংখ্যার প্রায় ৯০ ভাগ শিক্ষার্থী ও কানাডার স্থানীয় সম্প্রদায়। এমন একটি শহরের কাছে আর্টসেল বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা এবং আয়োজকরা খুবই গর্বিত।’  যেসব শহরে কনসার্ট করবে আর্টসেল : ৫ মে (টরন্টো), মে ১০ উইনিপেগ, মে ১২, ১৩ (ভ্যানকুভার), ১৮ মে (রেজিনা), ১৯ মে (সাসকাচোয়ান), ২৪ মে (সেন্ট জন্স, এনএল), ২৫ মে (হ্যালিফ্যাক্স)। আর্টসেলের বর্তমান লাইনআপে আছেন লিড ভোকালিস্ট ও গিটারিস্ট লিংকন ডি কস্তা, লিড গিটারে ইকবাল আসিফ জুয়েল ও কাজী ফয়সাল আহমেদ, ড্রামে কাজী সাজ্জাদুল আশেকীন, বেজ গিটারে সাইফ আল নাজি সেজান।
২৯ এপ্রিল, ২০২৪

এক কেজি ক্রিস্টাল মেথসহ আটক ‘উচ্চারণ’ ব্যান্ডের ভোকাল
দেশের জনপ্রিয় আন্ডার গ্রাউন্ড ব্যান্ড ‘উচ্চারণ’। বেশকিছু জনপ্রিয় গান কাভার করে আলোচনায় আসে তারা। এবার ব্যান্ডের ভোকালিস্ট এনামুল কবির রেবেলকে কোটি টাকার মাদক আইসসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর রামপুরা এলাকা থেকে শুক্রবার  (২৬ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও তিন-চারজন জড়িত। তাদের খোঁজা হচ্ছে। এনামুল কবিরকে গ্রেপ্তারের পর রাতেই রামপুরা থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে। এতে তিনজনকে আসামি করা হয়েছে। এ ব্যাপারে শনিবার (২৭ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে ঢাকা মহানগর মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)।  রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রেবেলকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।
২৭ এপ্রিল, ২০২৪

১৩ বছর পর বাংলাদেশে আসছে জাল ব্যান্ড
দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড জাল। তাদের গানের ভক্ত পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। এক যুগ পর দলটি আবারও কনসার্ট করতে আসছে বাংলাদেশে। সম্প্রতি আয়োজকদের পক্ষ থেকে এমনটাই নিশ্চিত করা হয়। জালের বাংলাদেশ সফর নিয়ে এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন আয়োজকরা। আয়োজনে রয়েছে অ্যাসেন বাজ, যার্কোনিয়াম ইন্টারন্যাশনাল ও আর্কলাইট ইভেন্ট। জালের বেশ কিছু কালজয়ী গানের মাধ্যমে আয়োজকরা প্রচারণা চালাচ্ছে। তবে তাদের কনসার্টের তারিখ এখনো ঠিক হয়নি। এর আগে ২০১০ সালে ঈদুল ফিতর উপলক্ষে জাল ১৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি কনসার্টে অংশগ্রহণ করে। সায়ানাইট ইভেন্টসের আয়োজনে এ কনসার্টে আরও পারফর্ম করে বাংলাদেশের ব্যান্ড আর্টসেল, শূন্য ও বহিমিয়ান। পপ ও রক গান নিয়ে ব্যান্ড জাল আত্মপ্রকাশ করে পাকিস্তানের লাহোরে, ২০০২ সালে। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা গওহর মমতাজ ও আতিফ আসলাম। জাল ব্যান্ডের বর্তমান সদস্য—গওহর মমতাজ, আমির আজহার ও সালমান অ্যালবার্ট।
২০ এপ্রিল, ২০২৪

১৩ বছর পর বাংলাদেশে আসছে জাল ব্যান্ড
দক্ষিণ এশিয়ের জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড জাল। তাদের গানের ভক্ত পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। দীর্ঘ এক যুগ দলটি আবারও কনসার্ট করতে আসছে বাংলাদেশে। সম্প্রতি আয়োজকদের পক্ষ থেকে এমনটাই নিশ্চিত করা হয়। জালের বাংলাদেশ সফর নিয়ে ইতোমধ্যেই প্রচারণা শুরু করেছে আয়োজকরা। আয়োজনে রয়েছে অ্যাসেন বাজ, যার্কোনিয়াম ইন্টারন্যাশনাল ও আর্কলাইট ইভেন্ট। ইতোমধ্যেই জালের প্রচারণা শুরু করেছে আয়োজকরা। তাদের বেশকিছু কালজয়ী গানের মাধ্যমে চালানো হচ্ছে এই প্রচারণা। তবে তাদের কনসার্টের তারিখ এখনো ঠিক হয়নি। এর আগে ২০১০ সালে ঈদুল ফিতর উপলক্ষে জাল ১৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি কনসার্টে অংশ নেয়। সায়ানাইট ইভেন্টস এর আয়োজনে এই কনসার্টে আরও পারফর্ম করে বাংলাদেশের ব্যান্ড আর্টসেল, শূন্য ও বহিমিয়ান। পপ ও রক গান নিয়ে ব্যান্ডদল জাল আত্মপ্রকাশ করে পাকিস্তানের লাহোরে ২০০২ সালে। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা গওহর মমতাজ ও আতিফ আসলাম। জাল ব্যান্ডের বর্তমান সদস্য : গওহর মমতাজ, আমির আজহার ও সালমান অ্যালবার্ট।     
১৯ এপ্রিল, ২০২৪

শিরোনামহীনের পাহাড়ি মিশন শেষ
দেশের জনপ্রিয় রক ব্যান্ড শিরোনামহীন। তাদের গান মানেই দর্শকের জন্য বাড়তি উন্মাদনা। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতা ও দর্শকের মনে জায়গা করে নিয়েছে দলটি। কদিন আগেই তাদের অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’-এর টাইটেল গান প্রকাশ হয়। এবার একই অ্যালবামের আরও দুটি গান প্রকাশের প্রস্তুতি নিয়েছে ব্যান্ডটি।  ‘বাতিঘর’ গানের দৃশ্যধারণ করা হয় থাইল্যান্ডের অসাধারণ কিছু লোকেশনে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে এবার ভারতের পাহাড়ি অঞ্চল হিমাচলে যায় শিরোনামহীন। অপূর্ব সুন্দর দৃশ্যের মধ্যে শুট হয় দুটি গানের।  গানগুলোর শিরোনাম ‘জানে না কেউ’ ও ‘প্রিয়তমা’। এরই মধ্যে এগুলোর শুটিং শেষ হয়েছে। চলছে এডিটিংয়ের কাজ। কালবেলাকে এমনটাই নিশ্চিত করেছেন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান জিয়া। তিনি আশাবাদী অ্যালবামের প্রথম গানের মতো এই দুটি গানও দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলবে।  ‘বাতিঘর’ অ্যালবামে মোট ১০টি গান থাকবে। নতুন গান দুটি ধারাবাহিকভাবে ঈদুল ফিতরের পর প্রকাশ হবে। বর্তমানে শিরোনামহীন ব্যান্ডের লাইনআপে আছেন জিয়াউর রহমান জিয়া (বেজিস্ট ও গীতিকার), কাজী আহমাদ শাফিন (ড্রামার), শেখ ইশতিয়াক (ভোকালিস্ট), সাইমন চৌধুরী (কি-বোর্ডিস্ট) ও দীপু সিনহা (গিটারিস্ট)। এর আগে ‘হাসিমুখ’, ‘জাহাজি’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‘ভালোবাসা মেঘ’, ‘এই অবেলায়’, ‘ক্যাফেটেরিয়া’র মতো অসংখ্য জনপ্রিয় গান শ্রোতা-দর্শকদের উপহার দিয়েছে শিরোনামহীন।   
০৭ এপ্রিল, ২০২৪
X