হজ পালন করতে গিয়ে ঝালকাঠির ব্যবসায়ীর মৃত্যু
পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় নগরীতে ঝালকাঠির এক ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাবুল শরিফের ছোট ভাই কবির শরিফ বলেন, গত ১১ জুন পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ সৌদি আরবে দাফন করা হবে। মক্কায় মারা যাওয়া ওই ব্যবসায়ীর নাম বাবুল শরিফ (৬০)। তিনি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকার মৃত আব্দুল বারেক শরীফের ছেলে। তিনি বরিশালের সুগন্ধা হোটেলের মালিক।
১৯ জুন, ২০২৪

বিদ্যুৎস্পর্শে ব্যবসায়ীর মৃত্যু
কুমিল্লার দেবিদ্বারে নিজ দোকানে বিদ্যুৎস্পর্শে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মে) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার মরিচাকান্দা গ্রামে শাহজাহান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. শাহজাহান (৪৫)। তিনি মরিচাকান্দা গ্রামের শব্দর আলী ব্যাপারী বাড়ির আব্দুল খালেকের ছেলে।  শাহজাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই মোশাররফ হোসেন। মোশারফ হোসেন বলেন, বাসায় এসে খাবার খেয়ে শাহজাহান ভাই দোকানে যান। এর কিছুক্ষণ পর আমি দোকানে গিয়ে দেখি ভাই বিদ্যুৎস্পর্শে নিচে পড়ে আছে। তাৎক্ষণিক আমরা তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  নিহতের বাবা আব্দুল খালেক জানান, শুক্রবার ওয়ার্কশপ বন্ধ ছিল, কর্মচারী ছিল না। জরুরি কাজ থাকায় শাহজাহান নিজেই কাজ করতে দোকানে যান। কখন বিদ্যুৎস্পর্শ হয়েছে কেউ দেখেনি।   দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত মো. শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পর্শে সে মারা গেছে। নিহতের পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩১ মে, ২০২৪

মানিকগঞ্জে বিদ্যুৎস্পর্শে ব্যবসায়ীর মৃত্যু
মানিকগঞ্জের সিঙ্গাইরে বিদ্যুৎস্পর্শে মাসুদ রানা নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ জইল্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ জইল্যা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, মাসুদ রানা নিজ এলাকায় দীর্ঘদিন মুদি মালামালের ব্যবসা করেন। রোববার সকালে দোকানের পেছনে পানির পাম্প নষ্ট হয়ে যায়। সেই পাম্প মেরামত করতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পর্শ হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে দোকানে থাকা তার ভাগ্নে রবিন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। সিঙ্গাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম কালবেলাকে বলেন, ব্যবসায়ী মাসুদ রানা মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
১৯ মে, ২০২৪

ঝিনাইদহে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে জাহাঙ্গীর হোসেন (৩৬) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, তিনি ‘হিটস্ট্রোকে’ আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে শৈলকুপা পৌরসভার মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর হোসেন উপজেলার ব্রক্ষ্মপুর গ্রামের মধ্যপাড়া এলাকার রুহুল আমিন গাজীর ছেলে। মিজানুর রহমান নামে এক গরু ব্যবসায়ী বলেন, সকালে তিনিসহ কয়েকজন মালিপাড়া গ্রামে গরু কিনতে যান। তাদের মধ্যে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, হিটস্ট্রোকে আক্রান্ত জাহাঙ্গীর হোসেনকে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থা আরও খারাপ হলে তাকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘটনা নিশ্চিত করেছেন, শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী।
৩০ এপ্রিল, ২০২৪

ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
ময়মনসিংহের ত্রিশালে জমিতে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের ছলিমপুর মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম মো. উমর ফারুক (৪০)। তিনি একই গ্রামের মুকছেদ আলীর ছেলে। মৃত উমর ফারুকের ভাই ফরহাদ ও প্রতিবেশী শহীদ বলেন, প্রচণ্ড গরমের মাঝেই তিনি বাড়ির পাশের জমিতে ধান কাটতে যান। এরপর অসুস্থ হয়ে জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উনার কোনো সন্তানাদি নেই। ত্রিশাল বাজারে উনার একটি ওয়ার্কশপের দোকান রয়েছে।  ত্রিশাল সদর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসাইন বলেন, শুনলাম প্রচণ্ড গরমের মধ্যে তিনি বাড়ির পাশের জমিতে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
২৭ এপ্রিল, ২০২৪

এবার হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
ঝালকাঠির কাঠালিয়ায় মো. আফজাল তালুকদার নামের এক ব্যবসায়ী হিটস্ট্রোকে মারা গেছেন। শনিবার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে তিনি মারা যান। মৃত মো. আফজাল তালুকদার মৃত মো. আনোয়ার তালুকদারের বড় ছেলে। স্থানীয় পল্লী চিকিৎসক দিলীপ চন্দ্র হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রচণ্ড গরমের কারণেই তার স্ট্রোকে মৃত্যু হয়েছে। জানা যায়, রাত সাড়ে দশটার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে রাত ১১টার দিকে তিনি মারা যান। কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার বলেন, জানামতে আফজালের কোনো রোগ ছিল না। প্রচণ্ড গরমের কারণেই স্ট্রোক করে মারা গেছেন তিনি। মো. আফজাল তালুকদার কাঠালিয়া বাসস্ট্যান্ড এলাকার ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। রোববার সকাল ৯টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এদিকে আজও ঝালকাঠির ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঝালকাঠিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। প্রখর রোদে আর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। এর আগে শুক্রবার থেকে হিটস্ট্রোকে সারা দেশে ৫ জনের মৃত্যু হয়েছে।
২১ এপ্রিল, ২০২৪

বজ্রপাতের শব্দে ব্যবসায়ীর মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের বিকট শব্দে হৃদরোগে আক্রান্ত হয়ে আছকির আলী নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আছকির আলী গোলাপগঞ্জ পৌর শহরের টিকরবাড়ি গ্রামের বাসিন্দা ও উত্তর বাজারের ব্যবসায়ী ছিলেন। গোলাপগঞ্জ মডেল থানার ওসি মাছুদুল আমিন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।  তিনি বলেন, বজ্রপাতের সময় আছকির আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (৬ এপ্রিল) দুপুর ২টায় পৌর এলাকার টিকরবাড়ি জামে মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। পরিবার সূত্রে জানা গেছে, আছকির আলী শুক্রবার রাতে বাড়ি ফেরার জন্য দোকান বন্ধ করেন। এ সময় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাত হয়। প্রচণ্ড শব্দে আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে দোকানের বারান্দায় লুটিয়ে পড়েন তিনি। এ সময় মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
০৬ এপ্রিল, ২০২৪

সঠিকভাবে ভ্যাকসিন না দেওয়ায় ব্যবসায়ীর মৃত্যু
জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ী জালাল সিকদার (৫০) পটুয়াখালীর বাউফল পৌর শহরের শেরেবাংলা সড়কের বাসিন্দা। ভ্যাকসিন প্রয়োগের পর ফলপ্রসূ না হওয়ায় জালাল সিকদারের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা। বুধবার (২০ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানের আগে তাকে বাসার সামনেই একটি কুকুরে কামড় দেয়। এরপর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন। পরে বাইরের একটি ফার্মেসি থেকে তিনি ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ ক্রয় করে প্রয়োগ করেন। কিন্তু ভ্যাকসিন প্রয়োগের পরও জালাল সিকদারের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বাউফল পৌরসভার কাউন্সিলর আল মামুন বলেন, জালাল সিকদারের লাশ সতর্কতার সঙ্গে দাফন করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, বাইরের ফার্মেসিগুলোতে ওষুধ সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ কোড অনুসরণ করা হয় না। হয়তো ভ্যাকসিনের ক্ষেত্রেও তাই হয়েছে।
২১ মার্চ, ২০২৪

প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু
নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হুমায়ুন ঠাকুর ওরফে হুমাই ঠাকুর (৫০) নামে এক যুবক মারা গেছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায়। নিহত হুমাই ঠাকুর লোহাগড়া পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের কচুয়াবাড়ি এলাকার মৃত নিরু ঠাকুরের ছেলে। তিনি পেশায় একজন মাংস বিক্রেতা ছিলেন। লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। পুলিশ পৌরসভার রাজুপুর গ্রামের ফারুক শেখের ছেলে হায়াতুর শেখ ও একই গ্রামের হিরু শেখের ছেলে হামীম শেখকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।
১০ মার্চ, ২০২৪

মিরপুরে কিশোরদের মারধরে ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীর মিরপুরে মারধরের পরে অসুস্থ হয়ে পড়েন ওমর ফারুক নামে এক ব্যবসায়ী। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে। শনিবার রাতে শাহ আলী থানা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওমর ফারুক বাবার সঙ্গে গাড়ির চাকার ব্যবসা করেন। মাস দেড়েক আগের এক ভুল বোঝাবুঝির জেরে একদল কিশোর তাকে মারধর (চর-থাপ্পড়) করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। চিকিৎসক জানায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। ডিএমপির দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়ায় এখনো মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুনিয়রদের মারধরে মানসিক আঘাত পান এবং সেই চাপে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুমুখে পতিত হন। ভিকটিমের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  এ ঘটনায় ভিকটিমের মা জাহানারা বেগম বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
২২ অক্টোবর, ২০২৩
X