চট্টগ্রামে আইআইইউসির বোর্ড সভা অনুষ্ঠিত
চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বোর্ড অব ট্রাস্টিজ-এর ১১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) আইআইইউসির কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার শুরু হয় ও এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, জাতীয় চার নেতা ও বাংলাদেশে মুক্তিযুদ্ধে নিহত সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।   আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজ এবারের সভায় গত ১০ম সভার কার্যবিবরণী পেশ করা হয়। ২৪৭ ও ২৪৮ তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী পেশ ও বিস্তারিত আলোচনা শেষে তা অনুমোদন করা হয়। এ ছাড়া আইআইইউসির সরকারি, বেসরকারি ও বৈদেশিক সাহায্যে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের প্রতিবেদন, আইআইইউসির সার্বিক একাডেমিক কার্যক্রমের প্রতিবেদন, ফাইন্যান্স কমিটির প্রতিবেদন, ইন্টারনাল অডিট কমিটির প্রতিবেদন, মিডিয়া, প্রেস, পাবলিকেশন অ্যান্ড এডভারটাইজম্যান্ট কমিটির প্রতিবেদন, পারচেজ কমিটির প্রতিবেদন ও ফিমেল একাডেমিক জোন ম্যানেজম্যান্ট কমিটির প্রতিবেদন পেশ ও পর্যালোনা শেষে অনুমোদন করা হয়। সভায় উপস্থিত ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বিওটি ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, বিওটি সদস্য ও ইন্টারনাল অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. ফসিউল আলম, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, বিওটি সদস্য ও মিডিয়া, প্রেস ও পাবলিকেশন অ্যান্ড এডভারটাইজম্যান্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ। এ ছাড়া বিওটি সদস্য ও পারচেজ অ্যান্ড প্রকিউরমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, বিওটি সদস্য প্রফেসর মোহাম্মদ আব্দুর রহিম, বিওটি সদস্য আলহাজ মো. ইসমাইল মিয়া (মানিক), বিওটি সদস্য মুহাম্মদ মাহবুবুল আলম, বিওটি সদস্য মিসেস জামান আরা বেগম, বিওটি সদস্য জনাব মুহাম্মদ বদিউল আলম, আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা ও রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার উপস্থিত ছিলেন। 
০৪ মে, ২০২৪

শনিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল শনিবার (৪ মে) অনুষ্ঠিত হবে। সেদিন সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে এর আগে উপজেলা নির্বাচন নিয়ে সাংগঠনিক নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। সেখানে বলা হয়েছে, মন্ত্রী–সংসদ সদস্যদের হস্তক্ষেপ করার সুযোগ নেই। একই সঙ্গে নৌকা প্রতীকও দেওয়া হবে না। নির্দেশনায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন দুটি ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে এবং ধাপে ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে মন্ত্রী-সংসদ সদস্যদের কোনো প্রকার হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত প্রশাসনও শতভাগ নিরপেক্ষতা বজায় রাখবে। কেউ কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  
০৩ মে, ২০২৪

শ্রীলঙ্কার সঙ্গে খারাপ করেও কোটি টাকা পাচ্ছেন শান্তরা
সিলেটের পর চট্টগ্রাম টেস্টের ভরাডুবির মাধ্যমে শেষ হলো লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের স্থায়ী দায়িত্ব পাওয়ার পর নাজমুল হোসেন শান্তর এটি ছিল প্রথম মিশন। সেই মিশনে পুরোপুরি ব্যর্থ না হলেও শান্তকে ঠিক সফল বলা যাবে না। তবে লঙ্কা বধে সফল না হলেও বিসিবি থেকে কোটি টাকাই পাচ্ছেন শান্তরা। গত ফেব্রুয়ারিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট অপারেশন্স কমিটির প্রস্তাবনা অনুযায়ী ৯ম বোর্ড সভায় ম্যাচ ফি বাড়ানোর বিষয়টি অনুমোদন দেয় বোর্ড। আর সেই অনুমোদনের পর প্রথম সিরিজ ছিল শ্রীলঙ্কার সাথের পূর্ণাঙ্গ সিরিজ। সেই সিরিজে খারাপ করলেও বাড়তি ম্যাচ ফিই পাচ্ছেন ক্রিকেটাররা। নবম বোর্ড সভার আগে টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলে খেলোয়াড়দের ম্যাচ ফি ছিল ৩ কোটি ২৪ লাখ টাকা। সেই টাকা বেড়ে বর্তমানে হয়েছে ৪ কোটি ২৬ লাখ টাকা। সুতরাং পুর্বের চুক্তির তুলনায় শান্ত-মিরাজদের পকেটে ঢুকছে বাড়তি ১ কোটি ২ লাখ টাকা। এছাড়াও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরেও আগের সিরিজগুলো থেকে ২ লাখ টাকা বেশি পাচ্ছেন জাকির-খালেদরা। টেস্টে এর আগে ছিল ৬ লাখ টাকা, সেটি এখন বেড়ে হয়েছে ৮ লাখ টাকা। অন্যদিকে সাদা বলের দুই ফরম্যাটেও আগের থেকে বেশি টাকা পকেটে পুড়বেন ক্রিকেটাররা। ওয়ানডেতে ক্রিকেটাররা যেখানে ৩ লাখ টাকা ম্যাচ ফি পেতেন, তা বেড়ে হয়েছে ৪ লাখ। আর টি-টোয়েন্টিতে ২ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। শুধু তাই নয় সাধারণত যেকোনো জয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জয়ী দলের সদস্যদের বোনাস দিয়ে থাকে। এবার বাড়ানো হয়েছে সেই বোনাসের পরিমাণও। বোনাস দেওয়ার ক্ষেত্রে অবশ্য একটি নিয়ম অনুসরণ করে আসে বিসিবি। প্রতিপক্ষ দলের র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই বোনাস দেওয়া হয়। বিসিবির নিয়মনুযায়ী র‌্যাঙ্কিংয়ের সপ্তম থেকে নবম স্থানে থাকা প্রতিপক্ষের বিপক্ষে প্রতি ম্যাচ জয়ের বোনাস বেড়ে হয়েছে ১ লাখ টাকা, যা আগে ছিল ৭০০ ডলার। সিরিজ জিতলেও ১ লাখ টাকা বরাদ্ধ, এর আগে যা ছিল ৫০০ ডলার। সেই হিসেবে লঙ্কানদের র‌্যাঙ্কিং সপ্তম হওয়ায় তাদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতায় ১ লাখ টাকা করে বোনাস মিলেছে মুশফিক-রিয়াদদের। এছাড়াও টি-টোয়েন্টিতে একটি ম্যাচ জেতায় টাইগাররা পেয়েছেন ৭০ হাজার টাকা বোনাস। তা ছাড়া অধিনায়ক হিসেবে শান্ত প্রতি মাসে বেতনের সঙ্গে বাড়তি পাবেন ১ লাখ টাকা। সহ-অধিনায়ক মিরাজ পাবেন ৫০ হাজার টাকা।
০৩ এপ্রিল, ২০২৪

অধিনায়ক ইস্যুতে বোর্ড সভা আজ
এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ওয়ানডে সংস্করণের অধিনায়ক নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ দুপুর ২টায় মিরপুরে বোর্ড পরিচালকদের নিয়ে হবে জরুরি বৈঠক। বোর্ড সভার প্রধান এজেন্ডা অধিনায়ক ঘোষণা করা। বিসিবির এক পরিচালক জানিয়েছেন, ‘ওয়ানডে অধিনায়ক ঠিক করার জন্য মূলত বোর্ড মিটিং ডাকা হয়েছে। আগামীকালই (আজ) ঠিক হয়ে যাচ্ছে, কে হচ্ছেন আমাদের নতুন অধিনায়ক।’ চলতি বছর এটি বিসিবির তৃতীয় বোর্ড সভা হতে যাচ্ছে। শেখ হাসিনা স্টেডিয়াম, তামিম ইকবালের অবসর ইস্যুর পর এবার নতুন অধিনায়ক নিয়েই বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবি পরিচালকরা। জানা গেছে, দেশে আছেন এমন সব বোর্ড পরিচালককে সভায় ডাকা হয়েছে। আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরপুরে বিশ্বকাপের সোনালি ট্রফির সঙ্গে ফটোসেশন করবেন বর্তমান ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, বোর্ড অফিসিয়াল ও বিসিবি কর্মকর্তারা। এর পরই অধিনায়ক চূড়ান্ত করতে বোর্ড সভায় বসবেন তারা। বিসিবি সূত্রে জানা গেছে, অধিনায়ক ইস্যুতে পছন্দে তালিকার শীর্ষে থাকা সাকিব আল হাসান ও লিটন দাসের সঙ্গে মোবাইল ফোনে আলাপ সেরে নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সবকিছু ঠিক থাকলে সাদা বল ও লাল বলে আলাদা অধিনায়ক দিতে পারে বিসিবি। যদিও সবকিছু নির্ভর করছে সাকিব ও বিসিবির সিদ্ধান্তের ওপর। সাকিব রাজি হলে সাদা বলের দুই সংস্করণে দায়িত্বে থাকবেন তিনি। এক্ষেত্রে টেস্টের নেতৃত্ব পাবেন লিটন দাস।
০৮ আগস্ট, ২০২৩
X